LaTeX/C3/Simple-block-diagram/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Xfig ব্যবহার করে ব্লক ডায়াগ্রাম সৃষ্টির উপর এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই।
00:07 এই টিউটোরিয়াল-এ, আমরা নিম্নলিখিত টাইপের ব্লক ডায়াগ্রাম কিভাবে নির্মাণ করব তার ব্যাখ্যা করব।
00:17 আমরা এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেখতে পারি।
00:19 আমি Xfig নামে ব্লক ডায়াগ্রাম ম্যানিপুলেশন টুল ব্যবহার করব।
00:24 আমি সংস্করণ ৩.২, প্যাচ স্তর ৫ ব্যবহার করছি।
00:29 আমি টার্মিনাল এবং একটি পিডিএফ ব্রাউজার ও ব্যবহার করব।
00:37 আমি Mac OS X-এ টিউটোরিয়াল-টি তৈরি করছি।
00:41 Xfig লিনাক্স এবং উইন্ডোজ-এর উপর ও কাজ করে।
00:45 লিনাক্স-এ Xfig ইনস্টলেশন সব থেকে সহজ।
00:50 Xfig ব্যবহারের পদ্ধতি তিনটি ক্ষেত্রে একই ।
00:56 Xfig-এর জন্য তিনটি বাটন-এর মাউস ব্যবহার করা বাঞ্ছনীয় ।
01:00 তবে এক বা দুটি বাটন মাউসকে ও কাজ করার উপযুক্ত করে নেওয়া যায় ।
01:07 Xfig-এর জন্য ইউসার ম্যানুয়াল ওয়েব-এ উপলব্ধ ।
01:16 আসুন ওটা দেখা যাক। আমরা এই পৃষ্ঠায় Xfig-এর পরিচিতি দেখতে পারি ।
01:23 এখানে আমরা এই সহায়িকার সূচিপত্র দেখতে পারি ।
01:28 আসুন এটা ক্লিক করি ।
01:31 আমরা এখানে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারি যারা Xfig নির্মান করেছে ।
01:36 আসুন এই পৃষ্ঠা দেখা যাক ।
01:40 আমি এখন এই টিউটোরিয়াল-এ স্ক্রীন বিন্যাস সম্পর্কে ব্যাখ্যা করব ।
01:46 এখানে স্লাইড, Xfig, ইন্টারনেট ব্রাউজার- ফায়ারফক্স এবং টার্মিনাল রয়েছে ।
01:58 এই কমান্ড ম্যাক-এ Xfig শুরু করার জন্যে ব্যবহৃত হয় ।
02:04 এগুলি একটির উপর আরেকটি আছে, যাতে একটা থেকে অন্যটির ওপর সহজে সুইচ করতে যেতে পারে ।
02:10 আপনি সহজে পরিবর্তনগুলি দেখতে পারেন । আন্দাজে কাজের কোন প্রয়োজন নেই ।
02:17 আসুন Xfig-এ কাজ শুরু করা যাক ।
02:20 Xfig ওয়ার্কশীট-এর বাম দিকে "ড্রয়িং মোড প্যানেল" আছে ।
02:26 এই প্যানেলের উপরের অর্ধাংশের বোতাম ব্যবহার করে বিভিন্ন বস্তু নির্মাণ করা সম্ভব ।
02:33 নিচের বোতামগুলো তাদের সঙ্গে কাজ করার জন্য ব্যবহৃত হয় ।
02:39 উপরের বোতাম ব্যবহার করে ফাইল এবং এডিট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন ।
02:46 কেন্দ্রের স্থানটি ক্যানভাস নামে পরিচিত ।
02:50 এই সেই জায়গা যেখানে চিত্র তৈরি করা হবে ।
02:53 আসুন এখন অঙ্কন শুরু করা যাক ।
02:55 সর্বপ্রথম আমি যা করব তা হছে ক্যানভাস-র উপর grids রাখব ।
03:01 আমি নিচের অংশে "গ্রিড মোড" বোতামে ক্লিক করে কাজটি করব ।
03:05 আমরা বিভিন্ন গ্রিডের মাপ নির্বাচন করতে পারি । আমি মাঝেরটি নির্বাচন করব ।
03:11 Grids, বিভিন্ন বস্তু যা আমরা রাখতে চাই তার বিন্যাস করতে সাহায্য করে ।
03:16 এই টিউটোরিয়াল-এ ক্লিকিং, মানে বাম মাউস বাটন ক্লিক করে ছেড়ে দিন ।
03:21 একইভাবে, একটি বোতাম নির্বাচন-এর জন্যে আপনাকে তার ওপর বাম মাউস দিয়ে ক্লিক করতে হবে ।
03:29 যদি একটি ভিন্ন ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে আমি স্পষ্টভাবে বলে দেব ।
03:34 আমাদের ড়ায়াগ্রাম-এ একটি বাক্স থাকা উচিত্ । চলুন "বাম দিকের প্যানেলের" থেকে ধারালো কোণ বাক্স নির্বাচন করি ।
03:43 আমরা সেই জায়গায় যাই যেখানে আমরা বাক্স স্থাপন করতে ইচ্ছুক ।
03:50 আমরা এখানে মাউস ক্লিক করব ।
03:53 এটি বাক্সের উত্তর পশ্চিম কোণ নির্বাচন করবে ।
03:57 মাউসকে বিপরীত প্রান্তে সরান, যতক্ষন পর্যন্ত বাক্সের আকার আমরা যা চাই তা না হয় ।
04:12 একবার বাক্স সঠিক আকার অধিকার করলে, আমরা আবার মাউস ক্লিক করতে পারি ।
04:16 এখন বাক্স নির্মাণ হয়ে গেছে ।
04:18 আমরা এখন Xfig এর "Edit" বা সম্পাদন বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব এবং এই ব্যবহার করে, আমরা বাক্সের বেধ বৃদ্ধি করব ।
04:26 আসুন বাম হাত প্যানেলের "এডিট বাটন" টিপি ।
04:31 আমরা বাক্সের সব মূল বিন্দু গুলি দেখতে পারব ।
04:36 এবার আমরা যে কোনো একটা পয়েন্ট এ ক্লিক করি এবং এইভাবে বাক্স নির্বাচন করি ।
04:41 একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে ।
04:43 আমরা মাউসকে "উইদথ" বাক্সে নিয়ে যাব ।
04:47 নিশ্চিত করুন যে মাউস পয়েন্টার যেন বাক্সের মধ্যেই থাকে ।
04:51 ডিফল্ট মান ১ কে মুছে ফেলতে হবে ।
04:55 এই বাক্সের বিষয়বস্তু পরিবর্তিত করা যাবে না , যদি মাউস বাক্সের ভিতরে না থাকে ।
05:01 যদি লেখার সময় মাউস বাক্সের বাইরে চলে যায় তাহলে এটা দয়া করে ভিতরে আনুন এবং লেখা চালিয়ে যান ।
05:07 আসুন এখন ২ এন্টার করি ।
05:13 আমরা "Done"-এ ক্লিক করব । আমাকে এটি আপনাদের প্রদর্শন করতে দিন ।
05:17 "Done" এ ক্লিক করুন এবং ডায়লগ বাক্স ছেড়ে দিন ।
05:20 আমরা দেখতে পারব যে বাক্সের বেধ বেড়ে গেছে ।
05:24 এখন আমরা তীরযুক্ত লাইন গুলো যোগ করতে চাই ।
05:28 আসুন বাম হাত প্রান্তের প্যানেল থেকে "পলিলাইন বাটন" নির্বাচন করি ।
05:34 নীচের অংশে প্যানেলটি বৈশিষ্ট্যাবলী বা(attributes) প্যানেল হিসাবে পরিচিত ।
05:40 এই প্যানেলে উপস্থিত বোতামগুলো ব্যবহার করে, প্রত্যেক বস্তুর পরামিতি পরিবর্তন করা যেতে পারে ।
05:45 নির্বাচিত বস্তুর উপর নির্ভর করে বোতামের সংখ্যা পরিবর্তিত হয় ।
05:52 আসুন attributes প্যানেল থেকে "অ্যারো মোড" বাটন নির্বাচন করি ।
05:57 ডায়লগ বাক্সের মধ্যে দ্বিতীয় অপশনটি নির্বাচন করি, যা শেষ পয়েন্ট-এ একটি তীর দেবে ।
06:04 আসুন "অ্যারো টাইপ" বাটন ক্লিক করুন ।
06:08 যে উইন্ডো প্রদর্শিত হছে, সেখান থেকে আপনার পছন্দের অ্যারো হেড বা তীরের মাথা নির্বাচন করুন ।
06:14 আসুন আমরা ওই বিন্দুতে ক্লিক করি যেখান থেকে আমরা চাই লাইন শুরু হোক ।
06:23 আসুন পছন্দসই লাইনের প্রান্ত বিন্দু পর্যন্ত মাউস নিয়ে যাই ।
06:31 আসুন এখন "মাউসের মধ্যবর্তী বোতাম" দিয়ে সেখানে ক্লিক করি ।
06:36 একটি তীর সহ লাইন নির্মিত হয়ে গেছে ।
06:39 মনে রাখবেন, আপনাকে অ্যারো সম্পূর্ণ করার জন্যে মধ্যম বাটনটি টিপে থাকতে হবে ।
06:43 বাম বা ডান বাটন না ।
06:45 যদি আপনি কিছু ভুল করেন, তাহলে অনুগ্রহ করে “এডিট”-এ ক্লিক করুন এবং "আনডু" টিপুন ।
06:52 বাক্সের আউটপুট-এ, কপি দ্বারা অন্য আরেকটি লাইন আঁকি ।
06:59 বাম দিকের প্যানেল থেকে কপি বাটন নির্বাচন করুন ।
07:05 লাইন বেছে নিন ।
07:09 গন্তব্যস্থলে মাউসকে নিয়ে যান এবং ক্লিক করুন ।
07:15 লাইন কপি করা হয়েছে ।
07:18 আসুন এখন কিছু লেখা সংযোজিত করি ।
07:21 আসুন বাম দিকের প্যানেল থেকে "টেক্সট বক্স" ক্লিক করি যা T-দ্বারা নির্দেশিত হয়েছে ।
07:29 আসুন টেক্সট-এর ফন্ট সাইজ নির্বাচন করি ।
07:35 "attributes প্যানেল" থেকে "টেক্সট সাইজ" বাটন ক্লিক করি এবং একটি ডায়লগ উইন্ডো পাবো ।
07:41 মাউসকে value বাক্সতে নিয়ে যাই এবং সেখানেই রাখি ।
07:46 ডিফল্ট মান ১২ মুছে ১৬ লিখি ।
07:52 আসুন "সেট বাটনকে নির্বাচিত করি ।
07:56 ডায়লগ বাক্স বন্ধ হয়ে গেছে এবং "attributes প্যানেলে" টেক্সট সাইজ এখন ১৬ দেখাবে ।
08:05 আমরা টেক্সটকে কেন্দ্রতে বিন্যস্ত করব ।
08:08 attributes প্যানেলের "টেক্সট জাস্ট" বাটন ক্লিক করব ।
08:13 একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে ।
08:15 কেন্দ্রতে বিন্যস্ত করার জন্য মধ্যবর্তী বাটনটিকে বেছে নেই ।
08:21 বাক্সের কেন্দ্রে ক্লিক করি ।
08:29 আমি "plant" লিখব এবং মাউস ক্লিক করব ।
08:36 টেক্সট তৈরি হয়ে গেছে ।
08:38 যদি প্রয়োজন হয় তাহলে বাম দিকের প্যানেল থেকে "মুভ" কি-এর সাহায্যে টেক্সটকে সরাতে পারি ।
08:50 আসুন এখন ফিগারকে সংরক্ষিত করি ।
08:52 উপরে Xfig-এর বাম দিকের কোণায় অবস্থিত "ফাইল বাটন" ক্লিক করুন, এবং মাউস বাটন ধরে রেখে "Save" পর্যন্ত টেনে আনুন ও তারপর মাউস ছেড়ে দিন ।
09:04 এটি প্রথমবার তাই, Xfig ফাইল নামের জন্য অনুরোধ করবে ।
09:09 আমরা ডিরেক্টরিকে বেছে নেব এবং তারপর ফাইল নাম ।
09:12 "ব্লক" নামটি টাইপ করব এবং "Save" নির্বাচন করব ।
09:27 block.fig হিসাবে ফাইলটি সংরক্ষিত হবে ।
09:30 আপনি উপরে নামটি দেখতে পাবেন ।
09:34 এখন ফাইলটি এক্সপোর্ট করি ।
09:36 "ফাইল" বাটনকে আবার ক্লিক করুন এবং মাউস ধরে রেখে "Export" পর্যন্ত টেনে আনুন ।
09:47 "Language"-এর পাশে যে বাক্স আছে তাতে ক্লিক করুন এবং "পিডিএফ ফরম্যাট" নির্বাচন করার জন্যে মাউসকে "পিডিএফ"-এ নিয়ে যান, ড্রেগ করুন এবং ছেড়ে দিন ।
09:59 এখন "export" বাটন-এ ক্লিক করুন । আমরা "block.pdf" ফাইল পাবো ।
10:05 টার্মিনাল থেকে "open block.pdf" কমান্ড-এর মাধ্যমে এই ফাইলটি খুলুন ।
10:18 আমাদের কাছে বর্তমানে সেই ব্লক ডায়াগ্রাম আছে যা আমরা চেয়েছি ।
10:21 আমরা আমাদের উদ্দেশ্য সম্পন্ন করে ফেলেছি । আমাদের কাছে ওই চিত্র আছে যা আমরা চেয়েছি ।
10:30 আপনাদের জন্যে একটা কাজ আছে ।
10:33 বাক্সের পরিবর্তে বিভিন্ন বস্তু তৈরী করুন ।
10:36 Polyline-এর সাহায্যে একটি আয়তক্ষেত্র তৈরী করুন এবং আকৃতির মধ্যে অ্যারোর সাইজ এবং দিক পরিবর্তন করুন ।
10:43 লেখা , লাইন এবং বাক্সকে বিভিন্ন জায়গায় নিয়ে যান ।
10:48 ফাইলকে Eps ফর্মাট-এ সংরক্ষণ করুন এবং দেখুন ।
10:51 block.fig, ফাইলকে এডিটর-এ দেখুন এবং বিভিন্ন অংশগুলি সনাক্ত করুন ।
10:58 সম্পূর্ণরূপে পৃথক ব্লক ডায়াগ্রাম তৈরী করুন ।
11:02 আমরা এই টিউটোরিয়াল-এর শেষের দিকে চলে এসেছি ।
11:06 স্পোকেন টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
11:28 আমি আরো কয়েকটি ওয়েব পেজ ডাউনলোড করেছি ।
11:38 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের জন্য ওয়েবসাইট হল
11:48 এই প্রকল্পটি একটি ভিডিও দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যা এই লিঙ্ক-এ উপলব্ধ "What is a spoken tutorial"
11:57 spoken-tutorial.org/wiki তে আমাদের প্রজেক্ট দ্বারা সমর্থিত সরঞ্জাম তালিকাভুক্ত আছে ।
12:12 এছাড়াও Xfig-এর জন্যে যে পৃষ্ঠা অনুগত আছে সেটা দেখা যাক ।
12:27 আমরা আপনাদের অংশগ্রহণ এবং মতামতকে স্বাগত জানাই । আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey