LaTeX/C3/Feedback-control-diagram/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 Xfig ব্যবহার করে ফীডবেক ডায়াগ্রাম তৈরীর এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই ।
0:07 ব্লক ডায়াগ্রাম তৈরির উপর কথ্য টিউটোরিয়াল-এ, আমরা এই ডায়াগ্রামটি তৈরি করেছিলাম ।
0:14 আমরা একে ব্লক টিউটোরিয়াল হিসাবে উল্লেখ করব ।
0:18 দয়া করে এই টিউটোরিয়াল শুরু করার পূর্বে ব্লক টিউটোরিয়ালকে ভালো মত বুঝে নিন ।
0:22 এই টিউটোরিয়াল-এ, আমরা ব্যাখ্যা করব এই পৃষ্ঠায় প্রদর্শিত এরকম ব্লক ডায়াগ্রাম কিভাবে বানাবো ।
0:31 আমি Xfig, সংস্করণ ৩.২, প্যাচ স্তর ৫ ব্যবহার করব ।
0:37 আমরা block.fig-এর সঙ্গে শুরু করব যা ব্লক টিউটোরিয়াল-এ বানিয়েছিলাম ।
0:43 Xfig-এ যাওয়া যাক ।
0:47 ফাইল চয়ন করা যাক, তারপরে open করুন ।
0:52 এন্ট্রি বাক্সের মধ্যে, আমরা "ব্লক" যোগ করব এবং ওপেন টিপব অথবা "block.fig"-এ ডবল ক্লিক করব ।
1:04 "ফাইল"-এ "save as" অপশন প্রয়োগ করে, আমরা এই ফিগারকে ফীডবেক নামে সেভ করব ।
1:24 আমাদের কাছে এখন feedback.fig ফাইলটি আছে ।
1:28 "Grids"-এর উপর ক্লিক করে grids রাখব ।
1:34 ক্যানভাস উপরে বা নিচে করার জন্যে ডানদিকের স্ক্রল বার ব্যবহার করুন ।
1:41 প্রতিটি মাউস বোতামের ভূমিকা উপরে ডান দিকে দেখানো হয়েছে ।
1:46 এই ভূমিকা কর্মকান্ডের উপর নির্ভর করে ।
1:49 উদাহরণস্বরূপ, আমরা মাউসকে উল্লম্ব "স্ক্রল বার"-এ নিয়ে যাব ।
1:55 বাম বাটন-এর পাশের মন্তব্যটি লক্ষ্য করুন ।
1:59 আমি এটি প্রদর্শন করার জন্যে মাউস সরাতে পারব না কারণ, যদি আমি কার্সারকে স্ক্রল বার থেকে দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে বাটন-এর ভূমিকা বদলে যাবে ।
2:08 "বাম বাটন" ক্যানভাসকে উপরে নিয়ে যাবে এবং "ডান বাটন" নিচে নিয়ে আসবে ।
2:17 আমরা বাম বা ডান বাটন ক্লিক করার পরিবর্তে , "সেন্টার বাটন"-এ টিপতে পারি এবং মাউস ধরে রেখে ক্যানভাসকে টেনে উপরে বা নিচে করতে পারি ।
2:31 ঠিক একই ভাবে, আপনি উপরের "স্ক্রল বার" ব্যবহার করে ক্যানভাসকে বাম,ডান দিকে নিয়ে যেতে পারেন ।
2:44 আমি এখন "মিডল বাটন"-এ ক্লিক করে এবং ক্যানভাসকে ধরে এবং টেনে বাক্সকে কেন্দ্রে আনব ।
2:57 যেই আমি মাউস ছেড়ে দেব বাক্স কেন্দ্রে চলে যায় ।
3:03 আসুন এখন এই ব্লক থেকে শুরু করে আমরা ফীডবেক ডায়াগ্রাম তৈরি করি ।
3:08 এই বাক্সকে কপি করি ।
3:13 বাক্সে ক্লিক করুন এবং তা নির্বাচন করুন ।
3:16 মাউসকে নতুন স্থানে নিয়ে যান এবং টিপুন ।
3:27 এখন কিছু লেখা স্থাপন করি ।
3:29 "টেক্সট বক্স"-এ ক্লিক করব যা বাম দিকের প্যানেল-এ T দ্বারা নির্দেশিত হয়েছে ।
3:37 লেখার আকার নির্বাচন করুন ।
3:43 মাউসকে ভ্যেলু বক্স-এ নিয়ে যান এবং ১৬ লিখুন ।
3:51 "সেট" বাটন টিপুন ।
3:53 attributes প্যানেল থেকে "Text Just" বাটন টিপুন ।
4:02 সেন্টার এলাইনমেন্ট অথবা কেন্দ্র বিন্যাস চয়ন করুন ।
4:05 প্রথমে বাক্সের কেন্দ্রে টিপি ।
4:11 দুঃখিত, আমি সঠিক স্থান চয়ন করিনি ।
4:15 কার্সার দূরে সরানোর জন্য আমি একটি ভিন্ন জায়গায় টিপব ।
4:19 তারপর আমি সঠিক জায়গায় টিপব ।
4:27 "কন্ট্রোল" এই লেখা টি এখন লিখুন এবং মাউস টিপব ।
4:35 এখন আমরা তীর সহ আরো কয়েকটি লাইন আঁকতে চাই ।
4:40 "পলিলাইন বাটন" নির্বাচন করুন ।
4:43 attributes প্যানেল থেকে "অ্যারো মোড" বাটন নির্বাচন করুন এবং দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করুন ।
4:53 "অ্যারো টাইপ" বোতাম এবং একটি অ্যারো হেড বা তীরের মাথা টিপব ।
5:00 একটা বিন্দুতে টিপব যেখান থেকে আমরা লাইন শুরু করতে চাই ।
5:08 আমাদের যে লাইনের দরকার তার শেষে মাউসকে নিয়ে যান ।
5:14 এখন "মধ্যম mouse button" দিয়ে সেখানে টিপুন ।
5:20 তীরযুক্ত একটি লাইন তৈরী হয়েছে ।
5:25 আমি একটি বৃত্ত স্থাপন করতে চাই ।
5:27 "বাম দিকের প্যানেল" থেকে "circle on the left" চয়ন করব ।
5:33 আমরা একে প্রথম বাক্সের বাঁদিকে স্থাপন করব ।
5:37 মাউস টিপুন। যেই আমরা মাউসকে দুরে নিয়ে যাব বৃত্ত বড় হয়ে যাবে ।
5:47 যখন আমরা সঠিক আকার পেয়ে যাব, মাউস টিপব ।
5:54 ওহো, আমি যতটা চেয়েছিলাম তার চেয়ে বৃত্ত বড় হয়ে গেছে ।
5:57 আমি একে উপরে দেওয়া এডিট বাটন ব্যবহার করে undo(আন্ডু)করতে পারি ।
6:02 বাম দিকের প্যানেলের “delete” বাটন ব্যবহার করে আমরা এই বস্তুটি মুছে ফেলতে পারি।
6:10 আসুন এখন এটা করা যাক ।
6:14 ক্রস হেয়রস-এর সঙ্গে একটি কঙ্কাল প্রদর্শিত হবে ।
6:18 সমস্ত বস্তুর সমস্ত মূল বিন্দুগুলি প্রদর্শিত হবে ।
6:22 ক্রস হেয়রসকে সেই মূল বিন্দুতে নিয়ে যান যা একটি বৃত্তকে ইঙ্গিত করে এবং টিপুন ।
6:32 এ ক্ষেত্রে যদি কখনো কোনো জিনিস ভুলক্রমে ডীলিট হয়ে যায় চিন্তার কোনো প্রয়োজন নেই ।
6:35 আপনি এটা undo(আন্ডু)করতে পারেন, এডিট বাটন টিপুন, এবং মাউসকে টিপে রেখেই undo তে নিয়ে যান এবং মাউসকে ছেড়ে দিন ।
6:44 যদি কিছু বস্তু ঘনিষ্ঠভাবে স্থাপিত থাকে, তাহলে তাদের চয়ন করতে অসুবিধা হতে পারে ।
6:49 "জুম" বৈশিষ্টের মাধ্যমে আপনি সহজে এর সমাধান করতে পারেন ।
6:55 বাম দিকে উপরের "View" বোতামটি টিপুন, ওটা ধরে রাখুন এবং যেকোনো একটি জুম অপশনকে বেছে নিন ।
7:00 “Zoom to fit the canvas”-এ এসে মাউস ছেড়ে দিন ।
7:04 এখন বস্তুগুলির মধ্যে পার্থক্য করা সহজ হয়ে যাবে ।
7:08 আমি এখন বৃত্তকে ডীলিট করছি ।
7:12 unzoom করছি ।
7:20 স্ক্রল বাটন ব্যবহার করে আমি চিত্রটি মাঝে নেবো ।
7:35 আমার "ডিলিট" চিহ্নটি সক্রিয় রাখা পছন্দ নয় কারন ভুলক্রমে অন্য কিছু ডীলিট হয়ে যেতে পারে ।
7:41 আমি অন্য যে কোন বাটন নির্বাচন করে একে পরিবর্তন করতে পারি ।
7:44 আমি বাম বৃত্ত চয়ন করব ।
7:47 আমি পুনরায় বৃত্ত আঁকব ।
8:00 আমি এই লাইন থেকে অন্য আরেকটি লাইন যোগ করতে চাই ।
8:04 এই জন্য, আমরা প্রথমে লাইনে ডট দেবো ।
8:07 বাম দিকের প্যানেল থেকে "লাইব্রেরি" তে ক্লিক করুন ।
8:11 গ্রন্থাগার স্থুপাকৃত করা বই দ্বারা চিহ্নিত হয়েছে ।
8:15 একটি "ডায়ালগ উইন্ডো" খুলবে ।
8:17 লাইব্রেরির পাশে এই বলবে যে, "None Loaded"
8:20 তার ওপর টিপুন এবং ধরে রাখুন ।
8:22 উপলব্ধ লাইব্রেরির একটি তালিকা প্রদর্শিত হবে ।
8:25 মাউসকে "লজিক লাইব্রেরি"-তে নিয়ে যান এবং ছেড়ে দিন ।
8:31 "small dot"-এর উপর ডবল ক্লিক করে নির্বাচন করুন ।
8:36 "ডায়ালগ উইন্ডো" বন্ধ হবে ।
8:38 পছন্দ করা ছোট ডটের সাথে আমরা ক্রস হেয়ারও দেখতে পাবো ।
8:42 কার্সার টিপে ডটকে লাইনের উপরে রাখুন ।
8:51 কার্সার এবং ছোট ডট আবার দেখা যাবে, এবং এটির অর্থ হলো এই যে আমরা এটিকে অন্য স্থানেও স্থাপন করতে পারি ।
8:57 আমরা অন্য কোন স্থানে ডট স্থাপন করতে চাই না ।
9:00 আসুন মাউসের ডান বাটন টিপে এটি বন্ধ করি ।
9:05 ডান বাটন "আন্ডু" অপারেশন/কাজ করে ।
9:08 এই ক্ষেত্রে, ডট নির্বাচন করা সরিয়ে দেওয়া হয়েছে ।
9:10 চলুন এই ডট থেকে বৃত্ত পর্যন্ত একটি রেখা আঁকা যাক ।
9:15 পলিলাইন নির্বাচন করি ।
9:18 উল্লেখ্য, "অ্যারো মোড" এবং "অ্যারো টাইপ"-এর জন্যে প্রথমে যে নির্বাচন করা হয়েছিল তা মনে রাখা হয়েছে
9:24 একটি সেকশনের মধ্যে, Xfig প্যারামিটার-এর মান মনে রাখে ।
9:28 ডট এ টিপুন ।
9:34 মাউসকে নীচে নিয়ে যান এবং টিপুন ।
9:41 মাউসকে বাম দিকে ঘোরান, যতক্ষণ না বৃত্ত-এর নীচ পর্যন্ত যাচ্ছে । টিপুন ।
9:47 মাউসকে বৃত্তে নিয়ে যান এবং এখন “মধ্যম mouse button” টিপুন ।
9:54 কপি দ্বারা বৃত্তের বাম দিকে আরো একটি রেখা তৈরী করি ।
10:08 Xfig-এর উপরের বাম দিকে কোণায় "ফাইল বাটন" ব্যবহার করে এবং "save" নির্বাচন করে এই ফিগার সেভ করি ।
10:19 এখন ফাইলকে এক্সপোর্ট করা যাক ।
10:22 "ফাইল" বাটনকে আবার টিপি এবং "এক্সপোর্ট" নির্বাচন করি ।
10:30 "language" এবং তারপরে "পিডিএফ" নির্বাচন করি ।
10:36 আমরা "feedback.pdf" ফাইল পাবো ।
10:43 "open feedback.pdf" এই কমান্ড-এর মাধ্যমে ফাইলটি খুলি ।
10:56 এখন আমাদের কাছে ব্লক ডায়াগ্রাম আছে যা আমরা চেয়েছিলাম ।
11:00 আমরা আমাদের উদ্দেশ্য সম্পন্ন করে ফেলেছি ।
11:04 আপনাদের জন্যে একটি কাজ আছে ।
11:08 ব্লক এর স্থানে বিভিন্ন বস্তু তৈরী করুন ।
11:13 রোটেট এবং ফ্লিপ-এর মত অন্য অপারেশন চেষ্টা করুন ।
11:19 feedback.fig ফাইলটি এডিটর-এ দেখুন এবং বিভিন্ন অংশগুলি সনাক্ত করুন ।
11:25 লাইব্রেরির ব্যবহার করে, সম্পূর্ণরূপে পৃথক ব্লক ডায়াগ্রাম তৈরি করুন ।
11:32 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
11:44 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য

http://spoken-tutorial.org/NMEICT-Intro

11:53 আমরা আপনাদের অংশগ্রহণ এবং মতামতকে স্বাগত জানাই ।
11:57 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Nancyvarkey