LaTeX-Old-Version/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00: 01 উইন্ডোজে TeXworks দ্বারা LaTeX এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00: 06 এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব মিকটেক ডাউনলোড এবং ইনস্টল
00: 12 TeXworks ব্যবহার করে প্রাথমিক LaTeX ডকুমেন্ট লেখা।
00: 15 অনুপস্থিত প্যাকেজগুলি ডাউনলোড করতে MikTeX কনফিগার করা।
00: 19 এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবং MikTeX2.9 ব্যবহার করছি।
00: 27 এখন TeXworks এর প্রধান বৈশিষ্ট্যগুলি দেখা যাক।
00: 31 এটি প্ল্যাটফর্ম এর নির্ভর করে না।
00: 34 এতে একটি এমবেডেড পিডিএফ রিডার আছে।
00: 36 এতে ভারতীয় ভাষা টাইপসটিং সম্ভব।
00: 40 TeXworks শুরু করার আগে, আগে MikTeX ইনস্টল করা যাক।
00: 45 মিকটেক হলো উইন্ডোস-এ LaTeX বা TeX এবং সম্পর্কিত প্রোগ্রামগুলির আপ টু ডেট বাস্তবায়ন।
00: 52 এতে উইন্ডোজে লেটেকের মৌলিক ডকুমেন্ট তৈরি করার প্রয়োজনীয় প্যাকেজগুলি রয়েছে। এছাড়াও, TeXworks, হল MikTex ইনস্টলেশনের সাথে উপলব্ধ ডিফল্ট এডিটর।
01: 04 ওয়েবসাইট www.miktex.org এ যান।
01: 10 সুপারিশকৃত মিকটেক্ ইনস্টলারের জন্য ডাউনলোড লিংক এ ক্লিক করুন। এটি মিকটেক ইন্সটলার ডাউনলোড করবে।
01: 19 ডাউনলোড করুন এবং আপনার ডেস্কটপে এটি save করুন।
01: 22 এটি একটি বড় ফাইল, প্রায় ১৫৪ মেগা বাইট। তাই, এটি ডাউনলোড করার জন্য কিছু সময় লাগবে।
01: 28 আমি আগেই এখানে এই ফাইলটি ডাউনলোড করে রেখেছি।
01: 32 এই ফাইলটি ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু করুন।
01: 36 চেক বক্সটিতে টিক করুন এবং NEXT ক্লিক করুন।
01: 40 সমস্ত ডিফল্ট বিকল্পগুলি চয়ন করুন।
01: 44 ইনস্টলেশনে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে।
01: 47 আমি ইতিমধ্যেই আমার কম্পিউটারে MikTeX ইনস্টল করে রেখেছি। তাই আমি ইনস্টলেশনে আর এগোবো না।
01: 55 আপনার কম্পিউটারে MikTeX সফলভাবে ইনস্টল করার পরে,
01: 58 দেখা যাক মিকটেক এর সাথে আসা TeXworks editor কিভাবে ব্যবহার করা যায়।
02: 04 উইন্ডোজ স্টার্ট বোতামে ক্লিক করুন।
02: 07 All Programs ক্লিক করুন।
02: 10 MikTeX2.9 ক্লিক করুন।
02: 12 TeXworks ক্লিক করুন।
02: 15 TeXworks editor খুলে যাবে।
02: 18 আমি একটি বিদ্যমান LaTeX document খুলছি।
02: 22 ফাইল-এ ক্লিক করুন, তারপর ওপেন ক্লিক করুন এবং ডিরেক্টরি নির্বাচন করুন। তারপর আমি "hello.tex" ফাইলটি খুলব।
02: 33 আপনি এই ফাইলটিতে লিখিত টেক্সটটি, রঙিন দেখতে পারেন।
02: 38 একে সিনট্যাক্স হাইলাইট বলা হয়। এটি আপনার লেখা এবং LaTeX syntax এর মধ্যে পার্থক্য করতে সাহায্য করে।
02: 47 LaTeX সিনট্যাক্স হাইলাইট করা না হলে, নিম্নোক্ত কাজগুলি করুন।
02: 52 টেকওয়ার্কস উইন্ডোতে, মেনু বারে, Format বোতামে ক্লিক করুন।
02: 59 Syntax Colouring নির্বাচন করুন এবং তারপর LaTeX ক্লিক করুন।
03: 03 যদি আপনি চান যে প্রত্যেকবার আপনি লেটেক ডকুমেন্ট তৈরি করার সময় সিনট্যাক্সটি হাইলাইট হবে, তবে নিমোক্ত কাজগুলি করুন।
03: 11 মেনু বারে, Edit ক্লিক করুন, তারপর Preferences ক্লিক করুন।
03: 16 Editorট্যাবে, ড্রপডাউন বাটনটিতে ক্লিক করুন যাতে Syntax Colouring এর জন্য বিকল্প-টি রয়েছে।
03: 22 LaTeX নির্বাচন করুন এবং তারপর ক্লিক করুন OK
03: 27 এই ভাবে, ভবিষ্যতে নির্মিত সমস্ত নথিতে সিনট্যাক্স হাইলাইট প্রয়োগ হয়ে যাবে।
03: 33 এখন আমরা আমাদের LaTeX ডকুমেন্ট কম্পাইল করার জন্য প্রস্তুত।
03: 37 কম্পাইলেশন শুরু করতে Ctrl এবং t কী-দুটি একসঙ্গে চাপুন।
03: 43 ডকুমেন্টটি ত্রুটি ছাড়া কম্পাইল হয়ে গেলে, 'পিডিএফ' খুলে যাবে।
03: 49 লক্ষ্য করুন, এই pdf reader, TeXworks -এর সাথেই আসে।
03: 53 কম্পাইল করা পিডিএফ ডকুমেন্ট প্রদর্শন করতে TeXworks এই ডিফল্ট পিডিএফ reader ব্যবহার করে।
04:00 আমরা LATEX এর মৌলিক ইনস্টলেশন সম্পন্ন করেছি।
04:04 এটি অন্যান্য ফর্ম্যাটিং প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট।
04:07 এখন এই টিউটোরিয়ালটি এড়াতে পারেন। প্লেলিস্টের বাকি LATEX টিউটোরিয়াল অনুশীলন করুন।
04:14 অন্যান্য টিউটোরিয়ালঅনুশীলনের সময়, আপনি নিম্ন ম্যাসেজ পাবেন: The required file ABC is missing
04:21 It is a part of the following package: XYZ
04:25 এখানে ABC XYZ প্যাকেজের একটি ফাইল।
04:29 ABC এবং XYZ আপনার ক্ষেত্রে নির্দিষ্ট।
04:33 আপনি এইরকম এরর পেলে বাকি টিউটোরিয়ালটি শুনুন।
04:38 এই সমস্যা সমাধানের দুটি উপায় টিউটোরিলের বাকি অংশে ব্যাখ্যা করা হয়েছে। অন্তত তাদের একটি কাজ করা উচিত।
04:46 এখনকার জন্য শুভবিদায়।
04:48 আপনি কি জানেন নিম্নোক্ত ধরণের সমস্যা কিভাবে সমাধান করে: টিউটোরিয়ালের বাকি অংশ শুনুন এবং অনুশীলন করুন।
04: 56 এখন একটি Beamer ডকুমেন্ট কম্পাইল করা যাক।
04: 59 ডিফল্টভাবে বিমার প্যাকেজ আমাদের ইনস্টল করা MikTeX সেটআপের মধ্যে অন্তর্ভূক্ত থাকে না।
05: 05 এর অর্থ হচ্ছে আমাদের এটি অন্য কোথাও থেকে ডাউনলোড করে বর্তমান MikTex-এ যোগ করতে হবে।
05: 12 একটি অনুপস্থিত প্যাকেজ ইনস্টল করার দুটি উপায় আছে।
05: 16 একটি উপায় হল LaTeX ডকুমেন্ট কম্পাইল করার সময় তৎক্ষনাৎ এটিকে ইনস্টল করা।
05: 21 এই LaTeX ডকুমেন্টটির এমন একটি প্যাকেজ প্রয়োজন যা সাধারণত আপনার মিকটেক ডিস্ট্রিবিউশনে উপলব্ধ থাকে না।
05: 28 অন্যভাবে, মিকটেকের প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে এই প্যাকেজ নিজে চয়ন করে ইনস্টল করা যেতে পারে।
05: 35 আমরা প্রথম পদ্ধতিটি দেখি।
05: 37 আমরা এমন একটি LaTeX ডকুমেন্ট খুলব এবং কম্পাইল করব যাতে ইন্টারনেট থেকে প্যাকেজ ইনস্টল করতে হবে।
05: 44 প্রথমে, TeXworks editor বন্ধ করুন।
05: 48 tex ফাইল টিকে administrator হিসাবে খুলতে হবে।
05: 53 স্টার্ট বোতামে ক্লিক করুন। তারপর All programs ক্লিক করুন. MikTeX2.9 ক্লিক করুন।
06: 02 TeXworks এ ডান ক্লিক করুন এবং Run as Administrator নির্বাচন করুন।
06: 08 এটি অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধাগুলির সাথে TeXworks editor চালু করবে।
06: 13 এখন ফাইল এ ক্লিক করুন। তারপর ওপেন এ ক্লিক করুন। বিমর.টক্স ফাইলটি চয়ন করুন।
06: 21 কম্পাইলেশন শুরু করতে Ctrl' এবংt কী একসঙ্গে টিপুন।
06: 26 প্যাকেজ ইনস্টলেশন ডায়ালগ বাক্স খোলা হবে।
06: 30 এটি অনুপস্থিত প্যাকেজ beamer.cls ইনস্টল করতে বলবে।
06: 35 এই ডায়ালগ বাক্সের Change বোতামে ক্লিক করুন।
06: 40 Change Package Repository ডায়লগ বাক্স খুলে যাবে।
06: 44 Packages shall be installed from the internet বিকল্পটি নির্বাচন করুন।
06: 49 Connection Settings ক্লিক করুন।
06: 52 এটি আপনাকে প্রক্সি সেটিংস কনফিগার করতে বলবে।
06: 56 যদি আপনি প্রক্সি নেটওয়ার্কে না থাকেন তাহলে Use proxy server চেক বক্সটিতে টিক দিতে হবে না।
07: 03 যেহেতু আমি একটি প্রক্সি নেটওয়ার্কে আছি, আমি চেক বক্সে ক্লিক করে বিকল্পটি সক্ষম করব।
07: 09 আমি প্রক্সি address লিখব।
07: 13 আমি প্রক্সি পোর্ট নম্বর লিখব।
07: 16 আমি সংশ্লিষ্ট চেক বাক্সে ক্লিক করে Authentication required বিকল্পটি সক্ষম করব।
07: 23 OK ক্লিক করুন। এবং তারপর Next ক্লিক করুন।
07: 27 এটি আমাকে প্রক্সি ইউজারনেম এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে।
07: 31 আমি তথ্য লিখব এবং OK ক্লিক করব।
07: 36 এটি Remote Package Repositories এর একটি তালিকা দেখাবে।
07: 41 তালিকা থেকে একটি চয়ন করুন এবং Finish ক্লিক করুন।
07: 45 ইনস্টল ক্লিক করুন
07: 48 এটি beamer.cls প্যাকেজটি ইনস্টল করবে।
07: 52 আবার একবার Package Installation ডায়ালগ বাক্স খুলে যাবে।
07: 57 এটি অনুপস্থিত প্যাকেজ pgfcore.sty ইনস্টল করতে বলবে।
08: 03 আপনি Always show this dialog before installing packages ডায়লগ বাক্স-টিতে টিক নাও দিতে পারেন।
08: 09 যদি আপনি টিক দেন, তাহলে MikTeX আরো অন্যান্য অনুপস্থিত প্যাকেজ-এর জন্য আপনাকে আবার জিজ্ঞাসা করবে না।
08: 16 ইনস্টল ক্লিক করুন।
08: 18 এখন, যদি আরও অনুপস্থিত প্যাকেজ থাকে, তবে আপনার অনুমতি ছাড়াই এটি সেগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করবে।
08: 28 ইনস্টলেশনের শেষ হয়ে গেলে, এটি কম্পাইলেশন শেষ করবে এবং 'পিডিএফ' আউটপুট খুলবে।
08: 35 দেখতে পাচ্ছেন যে আমরা সফলভাবে একটি বিমার ডকুমেন্ট কম্পাইল করেছি।
08: 39 এখন, অনুপস্থিত প্যাকেজ ইনস্টল করার দ্বিতীয় পদ্ধতিটি দেখুন।
08: 44 উইন্ডোজ স্টার্ট বোতামে ক্লিক করুন।
08: 47 All Programs ক্লিক করুন।
08: 49 MikTeX2.9 ক্লিক করুন।
08: 52 Maintenance (Admin) ক্লিক করুন।
08: 55 Package Manager (Admin) ক্লিক করুন।
09: 00 এটিতে বিভিন্ন উপলব্ধ প্যাকেজগুলির তালিকা প্রদর্শিত হচ্ছে।
09: 04 এখন এই তালিকাটি দেখা যাক।
09: 07 এই তালিকায় ছটি কলাম রয়েছে।
09: 10 এগুলি হল Name, Category, Size, Packaged date, Installed on date এবং Title
09: 18 Installed on কলামটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
09: 22 যে যে প্যাকেজগুলির জন্য এই কলামটি ফাঁকা, সেগুলি ইনস্টল করা নেই।
09: 29 আসুন দেখি কিভাবে একটি নির্দিষ্ট প্যাকেজ ইনস্টল করা যায়।
09: 33 উদাহরণস্বরূপ, "abc" প্যাকেজটি চয়ন করি।
09: 38 লক্ষ্য করুন যে মুহূর্তে আমি প্যাকেজটি নির্বাচন করলাম, উপরে বাম দিকে প্লাস বোতামটি সক্ষম হয়ে যায়।
09: 45 প্লাস বোতামটি হল ইন্সটল বোতাম। plus বোতামে ক্লিক করুন।
09: 50 একটি উইন্ডো খুলবে যাতে, ইনস্টল করা বা আনইনস্টল করার জন্য আপনি যে যে প্যাকেজগুলি নির্বাচন করেছেন তার তালিকা রয়েছে।
09: 58 Proceed এ ক্লিক করুন।
10: 01 যেহেতু আমি একটি প্রক্সি নেটওয়ার্ক কানেকশন কনফিগার করেছি, এটি প্রক্সি ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখতে বলবে।
10: 08 আমার ইউসারনেম এবং পাসওয়ার্ড লেখা যাক।
10: 11 OK ক্লিক করুন।
10: 13 একটি উইন্ডো খুলবে যা ইনস্টলেশনের জন্য নির্বাচিত প্যাকেজের ডাউনলোড প্রগতি দেখাবে।
10: 20 এটি হতে পারে remote server connectivity এর কারণে প্রয়োজনীয় প্যাকেজটির ডাউনলোড ব্যর্থ হলো।
10: 26 সেক্ষেত্রে, package repository পরিবর্তন করুন এবং আবার চেষ্টা করুন।
10: 31 আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত প্যাকেজটির ইনস্টলেশন সম্পন্ন হয়েছে।
10: 36 close ক্লিক করুন।
10: 38 প্যাকেজ তালিকাটি রিফ্রেশ হবে।
10: 41 দেখুন, প্যাকেজ "abc" এর জন্য "Installed on" কলামে ১১ সেপ্টেম্বর ২০১৩ প্রদর্শিত হচ্ছে।
10: 49 উইন্ডোজে TeXworks ব্যবহার করে LaTeX বিষয়ক টিউটোরিয়ালটি এখানেই সম্পূর্ণ হলো।
10: 54 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: মিকটেক ডাউনলোড এবং ইনস্টল করা।
10: 59 TeXworks ব্যবহার করে প্রাথমিক LaTeX ডকুমেন্ট লেখা।
11: 03 দুটি ভিন্ন উপায়ে অনুপস্থিত প্যাকেজগুলি ডাউনলোড করার জন্য MikTeX কনফিগার করা।
11: 08 নিম্নলিখিত লিংক-এ উপলব্ধ ভিডিওটি দেখুন।
11: 12 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করে দেখতে পারেন।
11: 18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল স্পোকেন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালা পরিচালনা করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়।
11: 28 আরো তথ্যের জন্য, দয়া করে contact@spoken-tutorial.org- এ ইমেইল করুন।
11: 33 স্পোকেন্ টিউটোরিয়াল্, টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11: 45 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক - এ পাওয়া যাবে। স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো।
11: 56 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Nancyvarkey