Koha-Library-Management-System/C2/How-to-create-a-library/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 How to create a Library in Koha এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা একটি লাইব্রেরী এবং একটি গ্রুপ বানানো শিখব।
00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 16.04
00:24 এবং কোহা সংস্করণ 16.05 ব্যবহার করছি।
00:29 টিউটোরিয়ালটি অনুসরণ করতে শিক্ষার্থীর Library Science এর জ্ঞান থাকতে হবে।
00:35 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে কোহা সংস্থাপিত থাকা উচিত
00:41 এবং, আপনার কোহায় প্রশাসক অ্যাক্সেস থাকা উচিত।
00:46 অধিক জানতে, এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন।
00:53 শুরু করি। আমি ইতিমধ্যে আমার সিস্টেমে কোহা সংস্থাপিত করেছি।
00:59 কোহা ইন্টারফেসে যাই।
01:03 সংস্থাপনের সময় প্রদত্ত username এবং password দ্বারা কোহাতে লগ ইন করুন।
01:10 আমার সিস্টেমে, আমি Username koha underscore library লাইব্রেরী দিয়েছি।
01:17 এখন Password লিখুন যা conf.xml ফাইলে দেওয়া হয়েছে।
01:25 কোহার মুখ্য পৃষ্ঠা খোলে।
01:27 উল্লেখ্য, কোহা স্থাপন করলে, আমাদের প্রতিটি Branch library এর বর্ণন লিখতে হবে যা আমরা কোহাতে বানাবো।
01:38 এই তথ্যের ব্যবহার পরে কোহার বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয়।
01:43 এখন, একটি নতুন লাইব্রেরী বানাই।
01:47 কোহা ইন্টারফেসে ফিরে যান।
01:50 Home এ যান এবং Koha Administration এ ক্লিক করুন।
01:56 Basic parameters দেখুন।
02:00 Libraries and groups এ ক্লিক করুন।
02:04 নতুন লাইব্রেরী জুড়তে, + New Library ট্যাবে ক্লিক করুন।
02:10 আমরা এখন groups বিভাগ এড়িয়ে যাবো।
02:15 এই পৃষ্ঠায়, মনে রাখবেন যে লাল রঙে চিহ্নিত সকল ফীল্ড বাধ্যতামূলক।
02:21 আপনার লাইব্রেরীর জন্য ফীল্ড Library code এবং Name দিন, যেমন আমি এখানে করেছি।
02:29 উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়- Library code এ স্পেস থাকা উচিত নয়।
02:36 এবং, এটি 10 অক্ষরের চেয়ে কম হওয়া উচিত।
02:40 এই কোডের ব্যবহার database এ অনন্য আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা হবে।
02:46 পরবর্তী অংশে আমাদের লাইব্রেরীর সম্পর্কিত বিবরণ দিতে হবে যেমন-

ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি।

02:58 আমি এখানে দেখানো অনুযায়ী বিবরণ পূরণ করেছি।
03:01 এখানে আপনার কাছে তালিকাভুক্ত কোনো ফীল্ডের তথ্য না থাকলে এটি খালি ছেড়ে দিন।
03:08 একইভাবে, এই পৃষ্ঠায় আপনার লাইব্রেরীর বিবরণ পূরণ করুন।
03:13 address এবং phone বিবরণের ব্যবহার পরে আপনার লাইব্রেরীর কাস্টম নোটিস বানাতে ব্যবহার করা যেতে পারে।
03:20 সদস্য দ্বারা এই বিবরণ ব্যবহারও করা যেতে পারে যখন তারা লাইব্রেরীর সাথে যোগাযোগ করতে চায়।
03:26 Email id field বাধ্যতামূলক নয়, যেমনকি আপনি দেখেন।
03:31 যদিও, আপনার দ্বারা নির্মিত লাইব্রেরীর জন্য email id থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
03:38 এই email id যেখান থেকে সদস্যদের নোটিশ যায় এবং আসে।
03:45 Gmail id বেশী ভালো কারণ এটি মেল পাঠাতে বা গ্রহণের জন্য সহজে কনফিগার করা যেতে পারে।
03:54 Email id field এর নীচে, আমাদের কাছে Reply-To এবং Return-Path ফীল্ড রয়েছে।
04:01 Reply-To - যদি আপনি নোটিসের সকল উত্তরের জন্য আরেকটি ডিফল্ট email address নির্দিষ্ট করতে চান তাহলে এখানে এটি করতে পারেন।
04:11 আমি Reply-To email id তে stlibreoffice@gmail.com লিখব।
04:20 এটি খালি রাখা হলে সকল উত্তর উপরোক্ত Email id তে যাবে।
04:27 Return-Path এ আসুন- এটি email address যেখানে সকল বাউন্স ম্যাসেজ যাবে।
04:34 এটি খালি রাখা হলে সকল বাউন্স ম্যাসেজ উপরোক্ত Email id তে যাবে।
04:42 সুতরাং, মূলত তিনটি ভিন্ন email ids ব্যবহার করা যেতে পারে
04:48 Email id
04:50 Reply-To এবং
04:52 Return-Path
04:55 যদিও, শুধুমাত্র একটি email id দেওয়া হলে ডিফল্টভাবে, কোহা এই সকল তিনটি ফীল্ডের জন্য ব্যবহার করবে।
05:04 এরপর, field এ আপনার লাইব্রেরীর URL উল্লেখ করুন, যেমনকি এখানে করেছি।
05:10 URL field পূরণ করলে, বিশেষ লাইব্রেরীর নাম OPAC এ holdings table এ যুক্ত হবে।
05:18 এরপর, আমাদের OPAC info পূরণ করতে হবে।
05:23 এটি সেই জায়গা যেখানে আপনার লাইব্রেরী সম্পর্কে তথ্য রাখতে হবে।
05:28 আমি এখানে আমার লাইব্রেরী সম্পর্কে কিছু তথ্য লিখেছি।
05:33 এই তথ্য OPAC এ দেখাবে, যখন আমরা কার্সারকে holdings table এ লাইব্রেরীর নামে নিয়ে যাই।
05:41 যদি কোনও নির্দিষ্ট branch লাইব্রেরীর জন্য URL এই ফীল্ডে রাখা হয় তাহলে OPAC আমাদের branch লাইব্রেরী বলবে যেখানে বই উপলব্ধ।
05:52 হাইপার-লিঙ্ক এড্রেস তথ্য পেতে, মাউস লিঙ্কে টেনে আনুন।
05:58 এটি বিশেষ branch লাইব্রেরীর এড্রেস দেবে যেখান থেকে বইটি জারী করা যেতে পারে।
06:05 Koha interface এ যান।
06:09 এরপর আমাদের কাছে IP address রয়েছে।
06:12 আপনি Koha admin access কে কোনো বিশেষ IP address এ সীমিত করতে চাইলে আপনি এখানে IP নির্দিষ্ট করতে পারেন।
06:22 অন্যথায়, আপনি এটি খালি ছাড়তে পারেন।
06:25 আমি এটি খালি রাখবো।
06:28 শেষে আমাদের Notes ফীল্ড রয়েছে।
06:32 এটি সেই জায়গা যেখানে আপনি ভবিষ্যতের রেফারেন্সের জন্য যে কোনো নোট ভরতে পারেন।
06:37 এটি OPAC তে দেখাবে না।
06:40 সকল বিবরণ লেখার পর Submit বোতামে ক্লিক করুন।
06:46 নতুন লাইব্রেরীর নাম Libraries পৃষ্ঠায় দেখায়।
06:51 আমাদের ক্ষেত্রে, Spoken Tutorial Library.
06:55 এখন দেখি যে Group Library বিকল্পের ব্যবহার কখন করব।
07:00 আপনি একটি নতুন group জুড়তে চাইলে + New Group ট্যাবে ক্লিক করুন।
07:07 ধরুন আপনার কাছে কয়েকটি branch লাইব্রেরী রয়েছে যেমন- Chemistry Library, Physics Library এবং Biology Library এবং আপনি তাদের group বানাতে চান।
07:19 এই পরিস্থিতিতে Group Library বিকল্প ব্যবহার করুন।
07:24 এই গ্রুপ Science library হিসাবে উল্লেখ করুন যা মুখ্য লাইব্রেরীর অধীনে আসে।
07:31 গ্রুপিং সমতা এবং / বা অনুরূপ বৈশিষ্ট্য ইত্যাদি ভিত্তিতে করা যেতে পারে।
07:40 Database administrative user হিসাবে আপনার বর্তমান সেশন থেকে লগআউট করুন।
07:45 এটি করতে উপরের ডান কোণায় যান এবং No Library Set এ ক্লিক করুন।
07:52 ড্রপ ডাউন মেনু থেকে Logout এ ক্লিক করুন।
07:57 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।
08:01 সংক্ষিপ্তকরণ করি।
08:03 এখানে আমরা শিখেছি-

একটি লাইব্রেরী এবং একটি গ্রুপ বানানো।

08:11 অনুশীলনী হিসাবে - একটি নতুন লাইব্রেরী বানান এবং একটি নতুন গ্রুপ বানান।
08:17 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

08:25 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।

আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।

08:35 নির্দিষ্ট প্রশ্নের জন্য ফোরাম:

আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে?

08:42 দয়া করে এই সাইটে যান। যেখানে প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন।
08:49 সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন।
08:51 আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
08:55 নির্দিষ্ট প্রশ্নের জন্য ফোরাম:
08:58 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালে নির্দিষ্ট প্রশ্নের জন্য।
09:03 অনুগ্রহ করে তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
09:08 এটি অব্যবস্থতা কমাতে সাহায্য করবে।
09:11 কম অব্যবস্থতা সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
09:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
09:23 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:28 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta