Koha-Library-Management-System/C2/Create-a-SuperLibrarian/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Superlibrarian বানানোর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা Patron ক্যাটেগরী যুক্ত করা শিখব।
00:11 Patron বানানো।
00:14 Superlibrarian বানানো এবং
00:17 একটি নির্দিষ্ট মডিউলের জন্য Staff কে অ্যাক্সেস দেওয়া।
00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স OS 16.04 এবং Koha সংস্করণ 16.05.

00:35 টিউটোরিয়ালটি অনুসরণ করতে শিক্ষার্থীদের Library Science এর জ্ঞান থাকা উচিত।
00:42 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপন করা উচিত।
00:48 এবং আপনার Koha তে Admin অ্যাক্সেস থাকা উচিত।
00:53 আরো তথ্যের জন্য এই ওয়েবসাইটে Koha স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলা দেখুন।
01:00 Patron ক্যাটেগরী যোগ করা দিয়ে শুরু করি।
01:05 Database administrator ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে Koha তে লগ ইন করুন।
01:13 Koha Administration এ ক্লিক করুন।
01:18 Patrons and circulation এ Patron categories এ ক্লিক করুন।
01:24 একটি নতুন Patron categories খোলে।
01:28 New Category তে ক্লিক করুন।
01:31 একটি নতুন পৃষ্ঠা, New category খোলে, যা আমাদের কিছু বিবরণ পূরণ করতে বলছে।
01:38 পূর্বে উল্লিখিত হিসাবে, দ্রষ্টব্য যে লাল চিহ্নযুক্ত ফীল্ড হল বাধ্যতামূলক।
01:45 আমি এখানে কয়েকটি বর্ণন পূরণ করেছি। অনুরূপভাবে এটি করুন।
01:51 Category type এর জন্য: ড্রপ-ডাউন তালিকা থেকে, Staff চয়ন করুন।
01:57 Branches limitation এর জন্য: All Branches চয়ন করুন।
02:02 এরপর, পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন।
02:07 আমাদের লেখা ক্যাটেগরীর নাম Patron ক্যাটেগরী পৃষ্ঠায় দেখায়।
02:14 আমার ক্ষেত্রে এটি Library Staff.
02:19 এর সাথেই একটি Patron ক্যাটেগরী তৈরী হয়েছে।
02:23 এরপর, আমরা Patron যুক্ত করা শিখব।
02:28 উপরের বাম কোণে Home এ ক্লিক করুন।
02:32 Koha হোমপেজ একটি ডায়ালগ বাক্স সহ খোলে যা Patron বানানোর অনুরোধ জানায়।
02: 39 একটি Patron বানানো বাধ্যতামূলক। অন্যথায় database administrator ভূমিকায়, Koha এর কিছু অংশ কাজ করবে না।
02:50 ডায়লগ-বাক্সে প্রম্প্ট অনুসারে, Create Patron এ ক্লিক করুন।
02:56 অপর উপায়ে, আপনি Koha হোম পৃষ্ঠায় Patrons এ ক্লিক করতে পারেন।
03:02 আমি Create Patron এ ক্লিক করব।
03:06 একটি নতুন পৃষ্ঠা খোলে। New Patron ট্যাবে ক্লিক করুন।
03:12 ড্রপ-ডাউন থেকে, আমি Library Staff চয়ন করব।
03:17 একটি নতুন পৃষ্ঠা- Add patron (Library Staff) খোলে।
03:22 এখন, বিভিন্ন বিভাগের নীচে প্রয়োজনীয় বর্ণন পূরণ করুন যেমন:

Patron identity,

Main address,

Contact ইত্যাদি।

03:34 আমি এখানে প্রদর্শিত কিছু বর্ণন পূরণ করেছি।
03:39 আপনার এখানে তালিকাভুক্ত কোনো ফীল্ডের তথ্য না থাকলে এটি শুধু ফাঁকা রাখুন।
03:47 ভিডিওটি থামান এবং সকল বর্ণন পূরণ করুন এবং তারপর ভিডিওটি আবার চালান।
03:53 Library management বিভাগে Card Number ফীল্ড সনাক্ত করুন।
04:01 নোট করুন যে সংখ্যা 1 Koha তে নিজেই তৈরী হয়।
04:07 তাই আপনি Koha ইন্টারফেসে একটি ভিন্ন সংখ্যা দেখতে পাবেন।
04:13 এরপর হল Library.
04:16 ড্রপ ডাউন থেকে আমি Spoken Tutorial Library চয়ন করব।
04:21 স্মরণ করুন: Spoken Tutorial Library এই শৃঙ্খলায় আগে বানানো হয়েছিল।
04:28 আপনি কোনো অন্য নাম দিয়ে থাকলে এখানে সেই নামটি চয়ন করুন।
04:34 Category এর জন্য, আমি ড্রপ-ডাউন থেকে Library Staff চয়ন করব।
04:40 OPAC/Staff login বিভাগে, Username এবং Password লিখুন।
04:47 প্রতিটি নতুন ইউসারের নতুন Username এবং Password বানানো উচিত।
04:53 আমি Username হিসাবে Bella লিখব।
04:57 Password হিসাবে library
05:00 আবার, Confirm password: field এ একই পাসওয়ার্ড লিখুন।
05:06 ইউসারনেম এবং পাসওয়ার্ড মনে রাখবেন।
05:10 এটি Staff কে অধিকার / অনুমতি দেওয়ার জন্য কিছুক্ষণ পরে ব্যবহার করা হবে।
05:17 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার শীর্ষে যান এবং Save এ ক্লিক করুন।
05:25 Patron এবং card number সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
05:31 এই ক্ষেত্রে, যেমনকি আগে উল্লিখিত, পৃষ্ঠাতে card number 1 সহ Patron হিসাবে Ms Bella Tony রয়েছে।
05:41 বিভাগগুলি সম্পাদনা করতে, সংশ্লিষ্ট বিভাগগুলির নীচে স্থিত Edit ট্যাবে ক্লিক করুন।
05:49 এখন Patrons কে অনুমতি দেওয়া সম্পর্কে শিখি।
05:55 একই পৃষ্ঠায়, More ট্যাব সন্ধান করুন এবং Set Permissions এ ক্লিক করুন।
06:03 Set permissions for Bella Tony শিরোনাম সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
06:09 (superlibrarian) Access to all librarian functions এর জন্য চেক-বাক্সে ক্লিক করুন।
06:16 তারপর পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন।
06:21 এখন, Superlibrarian Ms Bella Tony এর নির্মিত সকল লাইব্রেরী ফাংশনে অ্যাক্সেস রয়েছে।
06:30 এই সুপারলিব্রেরিয়ান অ্যাকাউন্ট দ্বারা আমরা Staff কে অধিকার / অনুমতি দিতে পারি।
06:37 তাই এটি Koha Library Management System এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা।
06:43 এখন নির্দিষ্ট module এর জন্য Staff কে অ্যাক্সেস দেওয়া সম্পর্কে শিখি।
06:50 Database administrative user হিসাবে আপনার বর্তমান সেশন থেকে লগ-আউট করুন।
06:56 এটি করতে উপরে ডানদিকে যান এবং No Library Set এ ক্লিক করুন।
07:03 ড্রপ-ডাউন থেকে Log out এ ক্লিক করুন।
07:08 এখন, Superlibrarian account দিয়ে লগইন করুন।
07:13 একজন Superlibrarian অন্য কোনো মডিউল অ্যাক্সেসের জন্য অন্য Staff কে অধিকার বা অনুমতি দিতে পারে।
07:22 উদাহরণস্বরূপ - Cataloging module, Circulation module,
07:27 Serial Control, Acquisition ইত্যাদি।
07:32 আগে বর্ণনের মত একটি Patron বানান।
07:36 New Patron ট্যাবে ক্লিক করুন। ড্রপ-ডাউন থেকে Library Staff চয়ন করুন।
07:43 Salutation হিসাবে Ms. চয়ন করুন। Surname হিসাবে Samruddhi লিখুন।
07:51 Category এর জন্য, ড্রপ-ডাউন থেকে Library Staff চয়ন করুন।
07:57 অন্য কোনো বিকল্প চয়ন করবেন না।
08:01 OPAC/Staff login বিভাগের নীচে,

Username হিসাবে Samruddhi এবং Password হিসাবে patron লিখুন।

08:13 আবার, Confirm password ফীল্ডে একই পাসওয়ার্ড লিখুন।
08:19 ইউসারনেম এবং পাসওয়ার্ড মনে রাখুন কারণ এটি পরে staff হিসাবে লগইন করতে ব্যবহৃত হবে।
08:27 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার শীর্ষে Save এ ক্লিক করুন।
08:34 এখন, এই বিশেষ Patron কে অনুমতি দিন।
08:39 More ট্যাবে যান এবং Set Permissions এ ক্লিক করুন।
08:45 Set permissions for Samruddhi শিরোনাম সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
08:52 এটি আমাদের তৈরী করা Patron এর নাম।
08:57 (circulate) Check out and check in items এর জন্য চেক-বাক্সে ক্লিক করুন।
09:04 এরপর (catalogue) Required for staff login এর জন্য চেক বাক্সে ক্লিক করুন।
09:12 এছাড়াও, (borrowers) Add, modify and view patron information এ ক্লিক করুন।
09:19 এরপর এখানে প্লাস চিহ্নে ক্লিক করুন।
09:24 reserveforothers Place and modify holds for patrons এ ক্লিক করুন।
09:31 এরপর Edit catalog ট্যাবে আসুন।
09:35 প্লাস চিহ্নে ক্লিক করুন এবং (editcatalogue) Edit catalog (Modify bibliographic/holdings data) এ ক্লিক করুন।
09:46 এরপর Acquisition ট্যাবে আসুন। প্লাস চিহ্নে ক্লিক করুন এবং (acquisition) Acquisition and/or suggestion management এ ক্লিক করুন।
09:59 এরপর tab টুলের জন্য এখানে প্লাস চিহ্নে ক্লিক করুন।
10:05 এবং (batch_upload_patron_images) Upload patron images in a batch or one at a time এ ক্লিক করুন।
10:16 এরপর (edit_patrons) Perform batch modification of patrons এ ক্লিক করুন।
10:24 এছাড়াও (import_patrons) Import patron data চয়ন করুন।
10:30 এরপর, Edit authorities এ ক্লিক করুন।
10:36 এরপর (reports), Allow access to the reports module ট্যাবে আসুন।
10:43 প্লাস চিহ্নে ক্লিক করুন এবং (execute _reports) Execute SQL reports চয়ন করুন।
10:52 এরপর পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন।
10:57 এর মাধ্যমে আমরা Ms. Samruddhi নাম সহ Library Staff কে সকল প্রয়োজনীয় অধিকার দিয়েছি।
11:06 এখন, superlibrarian অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন।
11:11 এটি করতে উপরে ডানদিকে যান। spoken tutorial library তে ক্লিক করুন। ড্রপ ডাউন থেকে Log out এ ক্লিক করুন।
11:23 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
11:27 সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি:
11:33 Patron category যুক্ত করা।

একটি Patron বানানো।

11:39 একটি Superlibrarian বানানো।

কোনো নির্দিষ্ট module এর জন্য Staff কে অ্যাক্সেস দেওয়া।

11:47 অনুশীলনীর জন্য - একটি নতুন Patron Category- 'Research Scholar' যুক্ত করুন।
11:54 Superlibrarian এর জন্য অনুশীলনী: নিম্ন কাজের জন্য একজন নতুন স্টাফ যুক্ত করুন-
12:01 সকল Cataloging rights নির্ধারণ করা,

এবং সকল Acquisition rights যুক্ত করা।

12:09 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন।
12:28 দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
12:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।
12:45 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta