Koha-Library-Management-System/C2/Create-MARC-framework/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Create a MARC Framework এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে, আমরা Koha তে MARC Framework বানানো শিখব।
00:14 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 16.04 এবং কোহা সংস্করণ 16.05.
00:27 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে Library Science সম্পর্কে জানতে হবে।
00:33 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা।

আপনার Koha তে অ্যাডমিন অ্যাক্সেসও থাকা উচিত।

00:44 না হলে এই ওয়েবসাইটে Koha spoken tutorial শৃঙ্খলা দেখুন।
00:50 শুরু করার আগে, নোট করুন যে Frameworks সম্পাদনা বা মোছা যাবে।
00:57 Superlibrarian তাদের লাইব্রেরীর প্রয়োজন অনুযায়ী তাদের নিজস্ব frameworks বানাতে পারে।
01:05 শুরু করি। আমি Koha interface এ যাই।
01:11 SuperLibrarian ইউসারনেম Bella এবং তার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
01:17 এখন Koha ইন্টারফেসে Superlibrarian Bella তে রয়েছে।
01:25 Koha administration এ যান।
01:29 Catalog বিভাগে, MARC bibliographic framework এ ক্লিক করুন।
01:36 একটি নতুন পৃষ্ঠা খোলে।
01:40 plus New framework এ ক্লিক করুন।
01:44 বর্ণন পূরণ করতে আরেকটি পৃষ্ঠা খোলে।

Framework code: এবং Description:

01:54 Framework code এর field এ, আমি BK লিখব।
02:01 Description এর জন্য, আমি BOOKS লিখব।
02:06 এরপর নীচে Submit বোতামে ক্লিক করুন।
02:11 খোলা নতুন পৃষ্ঠায়, Code BK তে যান, উদাহরণস্বরূপ BOOKS.
02:18 Actions ট্যাব থেকে, MARC structure এ ক্লিক করুন।
02:25 একটি নতুন পৃষ্ঠা MARC Framework for BOOKS (BK) খোলে। এই শিরোনামে, এখানে OK বোতামে ক্লিক করুন।
02:35 একই শিরোনাম MARC Framework for BOOKS (BK) সহ আরেকটি পৃষ্ঠা খোলে।
02:40 এটি 342 টি ট্যাগের 1 থেকে 20 টি ট্যাগ দেখায়।
02:48 যদিও, আপনি আপনার পর্দায় অধিক সংখ্যার ট্যাগ দেখতে পারেন।
02:53 লক্ষ্য করুন এখানে মোট 342 টি ডিফল্ট ট্যাগ রয়েছে।

আমি Books এর জন্য কয়েকটি ট্যাগ চয়ন করব।

আপনি প্রয়োজন অনুযায়ী ট্যাগ চয়ন করতে পারেন।

03:08 লক্ষ্য করুন এখানে Edit এবং Delete অপশন ট্যাগ রয়েছে।
03:14 আমি এটি মোছা প্রদর্শন করব।
03:17 আমি ট্যাগ সংখ্যা 010- Library of Congress Control Number চয়ন করব।
03:25 ডানদিকে Delete ট্যাবে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো আসে-

Confirm deletion of tag '010'?

03:40 Yes, delete this tag এ ক্লিক করুন।
03:44 আরেকটি উইন্ডো Tag deleted ম্যাসেজের সাথে খোলে। Ok তে ক্লিক করুন।
03:51 MARC Framework for Books (BK) পৃষ্ঠা আবার খোলে।
03:56 এই পৃষ্ঠায়, ট্যাগ সংখ্যা 010 আর দেখায় না।
04:03 একইভাবে, অন্য ট্যাগ মুছে দিন যা কোনো নির্দিষ্ট item type এর প্রাসঙ্গিক নয়।
04:11 ট্যাগ সম্পাদনা করতে, Actions এ যান এবং Edit বিকল্প চয়ন করুন।
04:17 আমি ট্যাগ সংখ্যা number 000, Leader চয়ন করব।
04:24 তারপর Edit এ ক্লিক করুন।
04:27 নিম্ন ফীল্ড Koha দ্বারা ডিফল্টভাবে পূরণ করা হয়-

Label for lib: , Label for opac:

04:38 লক্ষ্য করুন 'Label for lib' staff client. এ দেখাবে। 'Label for OPAC' OPAC এর জন্য MARC ভিউতে দেখাবে।
04:50 আপনার প্রয়োজন অনুযায়ী Repeatable: চেকবাক্স চেক করুন:
04:56 Koha ডিফল্টরূপে, Mandatory এর জন্য চেক বাক্স চেক করবে।
05:02 আমি Repeatable চেক বাক্স চেক করব।
05:06 উল্লেখ্য, আপনি Repeatable এ ক্লিক করলে ফীল্ডের পাশে Cataloging এ একটি প্লাস চিহ্ন থাকবে।
05:16 এটি মূলত 3 টির অধিক লেখক বা সম্পাদকের জন্য প্রয়োজন, যা আপনাকে একই ট্যাগের আরো অনেক বর্ণন জোড়ার অনুমতি দেয়।
05:27 Koha দ্বারা Mandatory কে ক্লিক বা স্বয়ং চয়ন করা হয়েছে- ততক্ষন রেকর্ড সংরক্ষণ হবে না, যতক্ষণ এই বিশেষ ট্যাগের জন্য একটি ভ্যালু বরাদ্দ না করেন।
05:43 Koha interface এ ফিরে যান।
05:46 সকল তথ্য পূরণের পর Save এ ক্লিক করুন।
05:52 খোলা নতুন পৃষ্ঠায়, লক্ষ্য করুন ট্যাগ সংখ্যা 000 এর জন্য, Leader: Repeatable এবং Mandatory: Yes হিসেবে দেখাবে।
06:05 এরপর শিখি যে Authority file কিভাবে সক্ষম করতে হয়।
06:10 Koha Administration এ যান।
06:13 এবং Global system preferences এ ক্লিক করুন।
06:18 Acquisitions preferences খোলে।
06:23 বাম দিকে ট্যাবের তালিকা থেকে, Authorities এ ক্লিক করুন।
06:30 General সেকশনে, Value of Preference বদলানো শুরু করুন।
06:37 AuthDisplayHierarchy এর জন্য ড্রপ ডাউন থেকে Display চয়ন করুন।
06:44 AutoCreateAuthorities এর জন্য, generate চয়ন করুন।
06:50 BiblioAddsAuthorities এর জন্য, allow চয়ন করুন। Dontmerge জন্য, Do চয়ন করুন।
07:01 MARCAuthorityControlField008 এবং UNIMARCAuthorityField100 কে একই ছেড়ে দিন।
07:11 UseAuthoritiesForTracings এর জন্য, Koha ডিফল্টরূপে Use চয়ন করে।
07:19 Linker সেকশনে, ডিফল্ট ভ্যালু CatalogModuleRelink এর জন্য অপরিবর্তিত রাখা উচিত।
07:28 LinkerKeepStale, LinkerModule
07:33 LinkerOptions , LinkerRelink
07:38 এখন Save all Authorities preferences এ ক্লিক করুন।
07:43 এখন আপনি Koha এর SuperLibrarian অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারেন।
07:48 এটি করতে উপরের ডানদিকে যান।
07:52 Spoken Tutorial Library তে ক্লিক করুন এবং ড্রপ ডাউন থেকে Log out চয়ন করুন।
07:59 এটি MARC Framework এর জন্য প্রয়োজনীয় সকল সেটআপ সম্পন্ন করে।
08:04 সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা Koha তে MARC Framework বানানো শিখেছি।
08:13 অনুশীলনী হিসাবে - Serials জন্য একটি নতুন MARC Framework বানান।
08:20 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
08:28 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
08:38 এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন।
08:42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
08:54 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta