Koha-Library-Management-System/C2/Close-a-Budget/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | How to close a Budget এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এখানে আমরা Budget বন্ধের সাথে জড়িত পদক্ষেপগুলি শিখব। |
00:14 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
Ubuntu Linux OS 16.04 এবং Koha version 16.05 |
00:28 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার Library Science এর জ্ঞান থাকা উচিত। |
00:34 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত। |
00:40 | এবং আপনার Koha তে Admin অ্যাক্সেস থাকা উচিত। |
00:44 | অধিক জানতে এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন। |
00:51 | বাজেট কিভাবে বন্ধ করতে হয় তা শিখি। |
00:55 | শুরু করার আগে, লক্ষ্য করুন: Budget বন্ধ করা, unreceived orders এবং |
01:04 | required unspent ফান্ড |
01:07 | পুরোনো Budget থেকে নতুন Budget এ মুভ করতে হবে। |
01:11 | পূর্ববর্তী Budget থেকে অর্থাৎ
Spoken Tutorial Library 2016-2017 Phase I |
01:20 | একটি নতুন বাজেটে অর্থাৎ
Spoken Tutorial Library 2017-2018 Phase II |
01:29 | দয়া করে লক্ষ্য করুন -
বাজেট বন্ধ করার আগে, পূর্ববর্তী বছরের Budget এর ডুপ্লিকেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। |
01:38 | এটি করতে, আগের Budget এর একই ফান্ড কাঠামো, নতুন Budget এ থাকতে হবে। |
01:46 | বাজেট বন্ধ করতে নিম্ন করুন:
Superlibrarian username এবং password দিয়ে লগইন করুন। |
01:56 | Koha Home পৃষ্ঠায়, Acquisitions এ ক্লিক করুন। |
02:01 | বাম পাশের বিকল্প থেকে, Budgets এ ক্লিক করুন। |
02:07 | Budgets administration পৃষ্ঠায়, Active Budgets ট্যাবে, সম্পর্কিত Budget এ যান। |
02:16 | আমার ক্ষেত্রে, Spoken Tutorial Library 2016-2017 Phase I রয়েছে। |
02:24 | Actions ট্যাবে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন থেকে Close বিকল্প চয়ন করুন। |
02:32 | Close চয়নিত হলে একটি নতুন পৃষ্ঠা খোলে। |
02:37 | এটি দেখায় যে - The unreceived orders from the following funds will be moved |
02:44 | একই পৃষ্ঠায়, আমাদের Select a Budget রয়েছে। |
02:49 | ড্রপ-ডাউন থেকে, Budget চয়ন করুন যাতে আপনি unreceived orders মুভ করতে পারেন। |
02:57 | আমি Spoken Tutorial Library 2017-2018 Phase II চয়ন করব।
একই Fund details Duplicate Budget এ বানানো দরকার। |
03:11 | এটি আমাদের সেখানে unspent Budget স্থানান্তর করতে সক্ষম করবে। |
03:17 | এরপর হল Move remaining unspent funds. |
03:22 | এতে ক্লিক করলে unspent amounts নতুন Budget এ চলে যাবে। |
03:28 | আপনি পূর্বের বছরের unspent amount নতুন Budget এ জুড়তে চাইলে এটি করুন।
আমি এই বাক্সটি খালি ছেড়ে দেবো। |
03:40 | সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার নীচে Move unreceived orders বোতামে ক্লিক করুন। |
03:49 | নিম্ন ম্যাসেজের সাথে একটি ডায়ালগ-বাক্স দেখায়। |
03:53 | You have chosen to move all unreceived orders from 'Spoken Tutorial Library 2016-2017 Phase I' to 'Spoken Tutorial Library 2017-2018, Phase II. |
04:11 | This action cannot be reversed. Do you wish to continue?. |
04:17 | এটি মনে রাখা জরুরী যে একবার শেষ হয়ে গেলে এই প্রক্রিয়াটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। |
04:24 | ডায়ালগ বাক্সে OK তে ক্লিক করুন। |
04:30 | একটি নতুন পৃষ্ঠা খোলে।
Report after moving unreceived orders from Budget Spoken Tutorial Library 2016-2017 Phase I (01/04/2016 - 31/03/2017) to Spoken Tutorial Library 2017-2018 Phase II (01/04/2017 - 31/03/2018)' |
04:49 | এই পৃষ্ঠাটি স্থানান্তরিত বর্ণন সহ Order numbers প্রদর্শন করবে। |
04:55 | এর সাথেই আমরা আর্থিক বছরের Budget বন্ধ করে দিয়েছি। |
05:00 | এবং, আমরা পরবর্তী বছরের Budget বানাতে এগিয়ে যেতে পারি। |
05:06 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। |
05:10 | সংক্ষিপ্তকরণ করি।
এখানে আমরা Budget বন্ধ করার সাথে জড়িত পদক্ষেপগুলি শিখেছি। |
05:19 | অনুশীলনী হিসাবে -
পূর্ববর্তী টিউটোরিয়ালের অনুশীলনীতে, আপনি Rs.50 Lakhs টাকার নতুন বাজেট জুড়েছিলেন। অনুশীলনী হিসাবে, Budget টি বন্ধ করুন। |
05:33 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
05:41 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। |
05:47 | আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
05:51 | দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। http://spoken-tutorial.org/NMEICT-Intro |
05:56 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ। |
06:08 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |