Koha-Library-Management-System/C2/Circulation/Bengali
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Circulation এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:05 | এখানে আমরা শিখব: Circulation and Fine Rules for the Patron category |
00:13 | Check Out (Issuing) |
00:15 | Renewing এবং Check In (Returning) |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
Ubuntu Linux OS 16.04 |
00:28 | এবং Koha version 16.05 |
00:32 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, শিক্ষার্থীর Library Science সম্পর্কে জ্ঞান থাকা উচিত। |
00:38 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত। |
00:44 | এবং আপনার Koha তে Admin অ্যাক্সেসও থাকা উচিত। |
00:48 | না হলে এই ওয়েবসাইটে Koha স্পোকেন টিউটোরিয়ালের শৃঙ্খলা দেখুন। |
00:54 | প্রথমে আমরা Patron category এর জন্য Circulation এবং Fine Rules সম্পর্কে শিখব। |
01:02 | Spoken Tutorial Library তে Post Graduate student হিসাবে একটি Patron Category বানান। |
01:10 | মনে রাখুন উপরের সবকিছু এই শৃঙ্খলার পূর্ববর্তী টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। |
01:16 | আমরা এই টিউটোরিয়ালে পরে এই তথ্য ব্যবহার করব। |
01:21 | Spoken Tutorial Library তে Post Graduate student হিসাবে Patron Category জোড়ার পর আপনার Koha interface এরকম দেখাবে। |
01:32 | Superlibrarian Username Bella এবং তার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। |
01:39 | Koha Administration এ যান। |
01:43 | Patrons and circulation সেকশনে, Circulation and fines rules এ ক্লিক করুন। |
01:52 | Defining circulation and fine rules for all libraries খোলে। |
01:57 | Select Library এ যান এবং ড্রপ-ডাউন থেকে Spoken Tutorial Library চয়ন করুন। |
02:05 | শিরোনাম Defining circulation and fine rules for "Spoken Tutorial Library" সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
02:14 | Patron category সেকশনে, ড্রপ-ডাউন থেকে, Post Graduate Student এ ক্লিক করুন। |
02:22 | Item type এ, ড্রপ-ডাউন থেকে Book এ ক্লিক করুন। |
02:28 | Current checkouts allowed ফীল্ডে 5 লিখুন। |
02:33 | আমি Current on-site checkouts allowed কে খালি ছেড়ে দেবো। |
02:39 | Loan period এ 15 লিখুন। |
02:43 | আমি Unit কে এইভাবেই ছেড়ে দেবো, যেমন এটি রয়েছে অর্থাৎ Days. |
02:48 | Hard due date এইভাবেই ছেড়ে দিন। |
02:53 | Fine amount এ 5 লিখুন এবং Fine charging interval এ 1 লিখুন। |
03:01 | আমি When to charge কে এইভাবেই ছেড়ে দেবো। |
03:05 | আমি Fine grace period কে খালি ছেড়ে দেবো। |
03:09 | আমি Overdue fines cap (amount): ' এবং Cap fine at replacement price: খালি ছেড়ে দেবো। |
03:17 | আমি Suspension in days (day) কেও খালি ছেড়ে দেবো। |
03:22 | Maximum suspension duration (day) কেও খালি ছেড়ে দেবো। |
03:28 | Renewals allowed (count) এ 10 লিখুন। |
03:33 | আমি Renewal periodv এবং No renewal before:খালি ছেড়ে দেবো। |
03:39 | Automatic renewal কে আমি যেমন রয়েছে তেমন ছেড়ে দেবো। |
03:44 | Holds allowed (count) এ 5 লিখুন। |
03:48 | On shelf holds allowed এর জন্য, ড্রপ-ডাউন থেকে If all unavailable চয়ন করুন। |
03:55 | Item level holds কে আমি এইভাবেই ছেড়ে দেবো। |
04:00 | Rental discount কে খালি ছেড়ে দিন। |
04:04 | এরপর, টেবিলের ডান কোণে Actions বিভাগে যান এবং Save এ ক্লিক করুন। |
04:13 | Defining circulation and fine rules for "Spoken Tutorial Library", পৃষ্ঠা আবার খোলে। |
04:21 | এই পৃষ্ঠায় সেই সকল এন্ট্রি রয়েছে যা আমরা সবেমাত্র পূরণ করেছি। |
04:28 | Select the library শিরোনামের পাশে Clone these rules to তে যান. |
04:35 | ড্রপ-ডাউন থেকে Spoken Tutorial Library চয়ন করুন। |
04:40 | তারপর Clone বোতামে ক্লিক করুন। |
04:45 | শিরোনাম Cloning circulation and fine rules from “Spoken Tutorial Library” to “Spoken Tutorial Library” সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
04:56 | The rules have been cloned ম্যাসেজ বাক্স দেখায়। |
05:02 | এখন Spoken Tutorial Library Items যেমন Books, CD/DVDs , Bound Volumes, ইত্যাদির checkout এবং checkin এর জন্য Post-Graduate student হিসাবে একটি Patron Ms. Reena Shah বানান। |
05:20 | মনে রাখুন পূর্ববর্তী টিউটোরিয়ালে Patron বানানোর সময়, আমাদের কর্মীদের জন্য Set permissions রয়েছে। |
05:29 | যদিও এখানে Patron এর জন্য permission সেট করবেন না অর্থাৎ শিক্ষার্থী Ms. Reena Shah. |
05:38 | শুধুমাত্র প্রয়োজনীয় বর্ণন লিখুন এবং পৃষ্ঠার শীর্ষে Save এ ক্লিক করুন। |
05:45 | এখন, Superlibrarian অ্যাকাউন্ট থেকে লগআউট করুন। |
05:49 | উপরের ডানদিকে Spoken Tutorial Library তে ক্লিক করে এটি করুন। |
05:56 | ড্রপ-ডাউন থেকে Log out এ ক্লিক করুন। |
06:01 | তারপর, Library Staff, Samruddhi দ্বারা লগইন করুন। |
06:07 | এরপর হোম পেজে Circulation এ ক্লিক করুন। |
06:12 | Checkout দিয়ে শুরু করি। |
06:15 | Circulation পৃষ্ঠায়, Check-out এ ক্লিক করুন অর্থাৎ issuing প্রক্রিয়া। |
06:22 | খোলা পৃষ্ঠায়, Enter patron card number or partial name ফীল্ড দেখুন।
আমি Reena নাম লিখব। |
06:34 | একই সার্চ ফীল্ডের ডানদিকে Submit বোতামে ক্লিক করুন। |
06:39 | একটি নতুন পৃষ্ঠা খোলে। Checking out to Reena Shah (3) Enter item Barcode: ফীল্ডে |
06:48 | আমি 00001 ভ্যালু লিখব। |
06:53 | মনে রাখুন, এই Barcode as accession number পূর্বের একটি টিউটোরিয়ালে উল্লেখ করা হয়েছিল। |
07:00 | তাই Check-out এর জন্য একই ভ্যালু লেখা হবে। |
07:05 | এখন, ফীল্ডের নীচে Check-out এ ক্লিক করুন। |
07:10 | Check-out বর্ণন দেখার পর, পৃষ্ঠার নীচে Show check-outs এ ক্লিক করুন। |
07:18 | একই পৃষ্ঠায়, Checked-out item এর সকল বর্ণন একটি টেবিলে প্রদর্শিত হবে। |
07:24 | বর্ণন যেমন: Due date, Title, Item type, Location, Checked out on, Checked out from, Call number., Charge, Fine, Price, Renew , এবং Check in |
07:43 | item renewed বা checked in হতে হলে, টেবিলের নীচে Renew or check in selected items ট্যাবে ক্লিক করুন। |
07:56 | একাধিক আইটেম থাকলে পৃষ্ঠার নীচে Renew or check in selected items ট্যাবের সংলগ্ন স্থিত Renew all ট্যাবে ক্লিক করুন। |
08:10 | আমি কোনো ট্যাবে ক্লিক করব না কারণ আমি দেখাবো যে items কিভাবে পুনর্নবীকরণ করে এবং Koha homepage এ Circulation ট্যাব দ্বারা চেক ইন করুন। |
08:22 | একই পৃষ্ঠায় উপরের বাম কোণে Circulation এ ক্লিক করুন। |
08:28 | খোলা নতুন পৃষ্ঠায় Circulation এ Renew এ ক্লিক করুন। |
08:35 | একটি নতুন পৃষ্ঠা খোলে।
Enter item barcode ফীল্ডে, আমি Barcode as accession number 00001 লিখব। |
08:48 | তারপর ফীল্ডের ডানদিকে Submit এ ক্লিক করুন। |
08:53 | ডায়লগ বাক্স Item Renewed সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
08:58 | এরপর, একই পৃষ্ঠায় উপরের বাম কোণে Circulation এ ক্লিক করুন। |
09:05 | খোলা নতুন পৃষ্ঠায় Circulation এ check in এ ক্লিক করুন। |
09:11 | খোলা নতুন পৃষ্ঠায়, Enter item barcode দেখুন। |
09:17 | আমি Barcode as accession number 00001 লিখব যে item আগে checked out করা হয়েছিল। |
09:27 | এবং ফীল্ডের ডানদিকে Submit এ ক্লিক করুন। |
09:32 | একটি টেবিলে বর্ণন দেখায় যেমন: Due date, Title , Author , Barcode, Home Library, Holding library, Shelving location, Call number, Type, Patron এবং Note |
09:52 | লক্ষ্য করুন Title-Industrial Microbiology, |
09:57 | Barcode- 00001 এবং Patron-Shah, Reena (PG) পূর্বে পূরণ করা বিবরণ হিসাবে রয়েছে। |
10:09 | এর সাথে, আমরা Circulation পূর্ণ করেছি। |
10:13 | এখন, Library staff অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। |
10:17 | এটি করতে উপরের ডানদিকে যান এবং Spoken Tutorial Library তে ক্লিক করুন। |
10:25 | তারপর, ড্রপ-ডাউন থেকে, Log out চয়ন করুন। |
10:31 | সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি: Circulation and Fine Rules for the Patron category |
10:41 | Check Out (Issuing), Renewing, Check In (Returning) |
10:48 | অনুশীলনী হিসাবে: Patron Ms. Reena Shah এর জন্য আরেকটি বই জারি করুন। |
10:54 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
11:01 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
11:11 | দয়া করে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
11:15 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ। |
11:26 |
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |