Koha-Library-Management-System/C2/Catalog-Serials/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | How to catalog Serial subscriptions এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব Serial subscriptions তালিকাভুক্ত করা। |
00:14 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
Ubuntu Linux OS 16.04 Koha version 16.05 |
00:27 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার Library Science এর জ্ঞান থাকা উচিত। |
00:33 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।
আপনার Koha তে Admin অ্যাক্সেসও থাকা উচিত। |
00:44 | না হলে এই ওয়েবসাইটে Koha স্পোকেন টিউটোরিয়াল শৃঙ্খলা দেখুন। |
00:50 | শুরু করার আগে, বুঝি যে - Serials module কি? |
00:56 | Serials module এর ব্যবহার নিম্ন সাবস্ক্রিপশন পরিচালনা করতে করা হয়:
Journals |
01:03 | Magazines এবং Periodicals যা পর্যায়ক্রমে প্রকাশিত হয়। |
01:10 | এই ডেমোতে, আমি একটি serial publication সূচীবদ্ধ করতে যাচ্ছি -
Indian Journal of Microbiology শিরোনাম সহ, |
01:19 | Volume-57
Number- 1 Quarterly publication for the month of- Jan to March 2017 |
01:30 | এটি করতে, Superlibrarian ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। |
01:36 | হোমপেজে Cataloging এ ক্লিক করুন। |
01:41 | তারপর +New record এ ক্লিক করুন।
ড্রপ-ডাউন থেকে Serials চয়ন করুন। |
01:49 | একটি নতুন পৃষ্ঠা Add MARC record খোলে। |
01:54 | এখন নীচের বর্ণণ পূরণ করতে এগোই। |
01:58 | লক্ষ্য করুন যে এই পৃষ্ঠায় কয়েকটি বাধ্যতামূলক ফীল্ড রয়েছে। |
02:03 | মজার বিষয় এই যে Koha কিছু বাধ্যতামূলক ফীল্ডের স্বয়ংক্রিয়ভাবে ভ্যালু পূরণ করে। |
02:09 | 0 থেকে 9 পর্যন্ত ট্যাবের মধ্যে আমরা 0 ট্যাব দিয়ে শুরু করব। |
02:16 | 000, LEADER এ ক্লিক করুন। Koha ডিফল্টরূপে এই ভ্যালু দেখায়। |
02:26 | এরপর 005 DATE AND TIME OF LATEST TRANSACTION ফীল্ডে ক্লিক করুন। |
02:35 | Koha আমার মেশিনের জন্য এই ভ্যালু নিজেই দেয়। |
02:40 | আপনি আপনার ইন্টারফেসে ভিন্ন ভ্যালু দেখতে পাবেন। |
02:44 | আমি 006 এবং 007 ফীল্ড এড়িয়ে যাবো। |
02:50 | 008 FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION এ ক্লিক করলে,
Koha নিজেই এই ভ্যালু দেয়। |
03:01 | এরপর, 022 ISSN ট্যাবে যান। |
03:06 | 022 question mark এর কাছে দুটি খালি বাক্স দেখুন। |
03:12 | মনে রাখবেন আপনি ? (question mark) এ ক্লিক করলে সংশ্লিষ্ট ট্যাগ 022 এর জন্য MARC 21 Bibliographic format খোলে। |
03:24 | এখানে উভয় সূচক অনির্ধারিত। |
03:28 | এখন, Koha interface এ ফিরে যাই। |
03:32 | তাই আমি দুটি ফাঁকা বাক্স এড়িয়ে যাবো। |
03:36 | এরপর, সাব-ফীল্ড ‘a’ International Standard Serial Number এ যান। |
03:43 | 8 অঙ্কের Journal ISSN (0046-8991) লিখুন। |
03:49 | তবে আপনাকে Journal এর ISSN জুড়তে হবে যা আপনি catalog হিসাবে চয়ন করেছেন। |
03:55 | আমি বাকি ফীল্ড এড়িয়ে যাবো। |
03:57 | আপনি লাইব্রেরীর প্রয়োজন অনুসারে এই ফীল্ড পূরণ করার কথা বিবেচনা করতে পারেন। |
04:04 | এরপর, 040 CATALOGING SOURCE ট্যাবে যান।
040 সংলগ্ন দুটি ফাঁকা বাক্স দেখুন। |
04:14 | এখানে, উভয় সূচক অনির্ধারিত। |
04:18 | সুতরাং আমি দুটি ফাঁকা বাক্স তাদের মতই রেখে দেবো। |
04:23 | সাবফীল্ড c, Transcribing agency তে যান। |
04:28 | এখানে Institute/University या Department এর নাম লিখুন। |
04:34 | আমি IIT Bombay লিখব। |
04:37 | এখন 082 DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER ট্যাবে আসুন। |
04:44 | সাবফীল্ড ‘a’ Classification number এ 660.62 লিখুন। |
04:52 | আবার শীর্ষে যান এবং 0 থেকে 9 ট্যাবের মধ্যে, ট্যাব 2 এ ক্লিক করুন। |
05:01 | তারপর 245 TITLE STATEMENT: ট্যাবে যান। |
05:07 | 245 ? এর সংলগ্ন দুটি ফাঁকা বাক্সে যান?
যেমনকি আগে বলা হয়েছে যেই আপনি ? (question mark) এ ক্লিক করেন। |
05:17 | সম্পর্কিত ট্যাগের জন্য পূর্ণ MARC 21 Bibliographic format খোলে। |
05:24 | তরপর আবার Koha ইন্টারফেসে ফিরে যাই। |
05:28 | এখন প্রথম ফাঁকা বাক্সে 0 লিখুন। দ্রষ্টব্য যে 0 No added Entry এর জন্য সূচক। |
05:37 | দ্বিতীয় ফাঁকা বাক্সেও 0 লিখুন। |
05:41 | দ্বিতীয় সূচক নন-ফিলিং ক্যারেক্টর প্রতিনিধিত্ব করে। |
05:46 | আমি 0 লিখেছি কারণ এই TITLE এ নন ফিলিং ক্যারেক্টর নেই। |
05:54 | সাবফীল্ড a Title এ, লিখুন Indian Journal of Microbiology |
06:01 | আপনি এখানে আপনার জার্নালের শিরোনাম লিখতে পারেন। |
06:05 | এখন, 260 PUBLICATION, DISTRIBUTION, ETC তে যান। |
06:11 | 260? সংলগ্ন দুটি ফাঁকা বাক্সতে যান? |
06:17 | এর জন্য উভয় সূচক অনির্ধারিত। তাই আমি দুটি ফাঁকা বাক্স তাদের মতই রেখে দেবো। |
06:26 | এখন, আমি আমার বইয়ের বর্ণন পূরণ করব। আপনি আপনার বই সম্পর্কিত বর্ণন লিখতে পারেন। |
06:34 | সাবফীল্ড a Place of publication, distribution, etc তে New Delhi লিখুন। |
06:42 | সাবফীল্ড b Name of publisher, distributor, etc তে Springer লিখুন। |
06:50 | সাবফীল্ড c Date of publication, distribution, etc তে 2017 লিখুন। |
07:00 | এখন আবার উপরে যান এবং 0 থেকে 9 ট্যাব থেকে ট্যাব 3 তে ক্লিক করুন। |
07:07 | এখন, 300 PHYSICAL DESCRIPTION এ যান। |
07:12 | 300 ? সংলগ্ন দুটি খাই বাক্সে যান। |
07:19 | এর জন্য উভয় সূচক অনির্ধারিত। তাই আমি দুটি ফাঁকা বাক্স তাদের মতই রেখে দেবো। |
07:27 | সাবফীল্ড ‘a’ Extent- এ আমি 11 v লিখব। |
07:33 | দ্রষ্টব্য যে আমি এই জার্নালটি 11 v এর পরবর্তী সদস্যতা নিচ্ছি। |
07:39 | তাই আপনাকে জার্নাল অনুসারে লিখতে হবে। |
07:43 | এখন 310 CURRENT PUBLICATION FREQUENCY তে যান। |
07:49 | 310? সংলগ্ন দুটি ফাঁকা বাক্সে যান। |
07:55 | এর জন্য উভয় সূচকই অনির্ধারিত। তাই আমি দুটি ফাঁকা বাক্স তাদের মতই রেখে দেবো। |
08:03 | ট্যাগটি প্রসারিত করতে CURRENT PUBLICATION FREQUENCY তে ক্লিক করুন যাতে আমরা সাবফীল্ড পূরণ করতে পারি। |
08:12 | সাবফীল্ড ‘a’ Current publication frequency তে, আমি Quarterly লিখব। |
08:22 | এটি কারণ আমার জার্নাল quarterly periodical Serial. |
08:27 | আপনার ভিন্ন হলে, উদাহরণস্বরূপ: monthly, bi-monthly ইত্যাদি তাহলে সেই অনুযায়ী পূরণ করুন। |
08:34 | এরপর, শীর্ষে ফিরে যান এবং 0 থেকে 9 এর ট্যাব থেকে 6 ট্যাবে ক্লিক করুন। |
08:41 | 650 SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM ফীল্ডে যান। |
08:47 | 650 ? সংলগ্ন দুটি ফাঁকা বাক্সে যান।
প্রথম ফাঁকা বাক্সে 1 লিখুন। |
08:55 | লক্ষ্য করুন যে 1 হল Primary (Level of subject) জন্য সূচক। |
09:00 | দ্বিতীয় ফাঁকা বাক্সে 0 লিখুন। |
09:04 | দ্রষ্টব্য যে 0 হল Library of Congress Subject Headings (Thesaurus) এর সূচক। |
09:11 | এরপর সাবফীল্ড ‘a’ Topical term or geographic name as entry element আসে। |
09:19 | এখানে আমি বিষয় শিরোনাম Microbiology লিখব। |
09:24 | আপনাকে আপনার বই বা সিরিয়ালের জন্য একটি প্রাসঙ্গিক, বিষয় শিরোনাম লিখতে হবে। |
09:31 | একাধিক কীওয়ার্ড জুড়তে হলে যেমনকি আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে, ছোট বোতাম Repeat this Tag এ ক্লিক করুন। |
09:42 | ট্যাব 650 এর ডুপ্লিকেট প্রদর্শিত হবে। |
09:47 | শীর্ষে ফিরে যান এবং 0 থেকে 9 ট্যাব থেকে ট্যাব 7 এ ক্লিক করুন। |
09:54 | খোলা নতুন পৃষ্ঠায়, 700 ADDED ENTRY--PERSONAL NAME ট্যাবে যান। |
10:03 | 700 ? সংলগ্ন দুটি ফাঁকা বাক্স চিহ্নিত করুন।
প্রথম ফাঁকা বাক্সে 1 লিখুন। |
10:13 | দ্রষ্টব্য যে 1 হল Surname এর সূচক। |
10:18 | দ্বিতীয় সূচক MARC 21 দ্বারা অনির্ধারিত তাই, আমি এটি খালি রেখে দেবো। |
10:26 | ট্যাগটি প্রসারিত করতে ADDED ENTRY--PERSONAL NAME এ ক্লিক করুন যাতে আমরা সাবফীল্ড পূরণ করতে পারি। |
10:35 | সাবফীল্ড a Personal name- এ Editor’s নাম লিখুন। |
10:41 | আপনাকে নিজের বই বা সিরিয়াল সম্পাদকের নাম লিখতে হবে। |
10:47 | প্রথমে comma এর সাথে surname এবং তারপর first name লিখতে ভুলবেন না। |
10:54 | শেষে, 0 থেকে 9 ট্যাব থেকে, ট্যাব 9 এ ক্লিক করুন। |
11:00 | 942 ADDED ENTRY ELEMENTS (KOHA) তে যান। |
11:06 | সাবফীল্ড c: Koha item type, and from the drop down এ যান এবং ড্রপ-ডাউন থেকে Serial চয়ন করুন। |
11:15 | সকল বর্ণন পূরণের পর পৃষ্ঠার বাম কোণে Save এ ক্লিক করুন। |
11:22 | আমার দেওয়া শিরোনাম সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
11:26 | আমার ইন্টারফেসে এটি দেখায় Items for Indian Journal of Microbiology. |
11:33 | এরপর, Add item এর জন্য,
আমাদের বর্ণন ভরতে বলা হয় - Date acquired Source of acquisition |
11:45 | Cost, normal purchase price, Barcode, Cost, replacement price ইত্যাদি |
11:54 | আমি আমার Library এর অনুসারে কয়েকটি বর্ণন পূরণ করেছি। |
11:58 | আপনি ভিডিওটি থামিয়ে আপনার লাইব্রেরী অনুযায়ী বর্ণন পূরণ করতে পারেন। |
12:04 | তারিখটি নিজে চয়ন করতে Date acquired ফীল্ডের ভিতরে ক্লিক করুন। তবে লক্ষ্য করুন তারিখটি সম্পাদন করতে পারি। |
12:15 | আপনার কোনো নির্দিষ্ট ফীল্ডের জন্য তথ্য না থাকলে এটি ফাঁকা রাখুন। |
12:21 | মনে রাখুন Koha ডিফল্টরূপে নিম্ন বর্ণন পূরণ করে - Permanent location |
12:29 | Current location, Full call number এবং Koha item type |
12:37 | অতিরিক্ত হিসাবে, আপনি Add & Duplicate বোতামে ক্লিক করতে পারেন, |
12:43 | পৃষ্ঠার নীচে Add multiple copies of this item এ ক্লিক করুন। |
12:49 | সকল বর্ণন লেখার পর, পৃষ্ঠার নীচে Add item ট্যাবে ক্লিক করুন। |
12:56 | জার্নালের প্রবেশ বর্ণন সহ একটি পৃষ্ঠা খোলে:
Items for Indian Journal of Microbiology |
13:05 | এর সাথে আমাদের কাছে জার্নাল শিরোনাম Indian Journal of Microbiology by Kalia, V.C এর জন্য Cataloged রয়েছে। |
13:15 | যথাযথ বর্ণন সহ লাইব্রেরীর Biology section এর জন্য। |
13:20 | আপনি এখন Koha থেকে লগ আউট করতে পারেন। |
13:23 | Koha ইন্টারফেসের উপরে ডানদিকে যান। |
13:28 | Spoken Tutorial Library তে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন থেকে লগআউট চয়ন করুন। |
13:35 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। |
13:38 | সংক্ষিপ্তকরণ করি।
এখানে আমরা শিখেছি serial subscriptions তালিকাভুক্ত করা। |
13:48 | অনুশীলনীর জন্য, Journal of Molecular Biology সূচীবদ্ধ করা। |
13:54 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
14:01 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। |
14:07 | আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
14:11 | দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
14:15 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
14:22 | এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ। |
14:27 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |