K3b/C2/Introduction-to-K3b/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 K3B পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে শিখব,
00:08 K3B এর ইন্টারফেস এবং বিভিন্ন টুলবার।
00:12 আপনি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে K3B ডাউনলোড করা এবং সংস্থাপন করাও শিখবেন।
00:20 K3B ব্যবহার করে স্যাম্পল ফাইল বার্ন করা।
00:24 K3B কি?
00:27 K3B একটি CD/DVD বার্নিং সফ্টওয়্যার।
00:31 এটি একটি সহজ কাজ যেমন একটি সিডি বার্ন করলে একটি জটিল কাজ যেমন eMovix CDs বার্ন করা সঞ্চালন করা সম্ভব।
00:39 এটি ডেটা, অডিও, বা ভিডিও CD/DVD বানাতে পারে।
00:45 K3B সকল ডেটা ফরম্যাট যেমন ডট এইচটিএমএল, .txt এবং অন্যান্য সমর্থন করে।
00:54 এটি সকল অডিও এবং ভিডিও ফরম্যাট যেমন যেমন mp3, MPEG এবং অন্যান্য সমর্থন করে।
01:03 K3B সম্পর্কে অধিক তথ্যের জন্য, অনুগ্রহ করে www.k3b.org তে যান।
01:11 এখানে আমরা উবুন্টু লিনাক্স 12.04K3B 2.0.2 ব্যবহার করছি।
01:20 আপনার নিশ্চিত করার প্রয়োজন যে এই টিউটোরিয়ালের জন্য ড্রাইভে একটি CD বা DVD ঢোকানো হয়েছে।
01:28 আপনার কাছে K3B সংস্থাপিত না থাকলে আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে এটি করতে পারেন।
01:34 উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে অধিক বিবরণের জন্য, স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান।
01:41 এই টিউটোরিয়ালের উদেশ্যের জন্য আমরা ডেস্কটপে Myk3bCD নামে একটি ফোল্ডার বানিয়েছি।
01:50 এই ফোল্ডারে আমরা 4 টি Writer, 1 টি Impress এবং 2 টি Calc এর ফাইল ও সংরক্ষণ করেছি।
01:58 অনুশীলনের দরুন, আপনি আপনার পছন্দের যে কোনো ফোল্ডার বা ফাইল ব্যবহার করতে পারেন।
02:03 এখন K3B খুলি।
02:06 প্রথমে Dash Home এ টিপুন, যা আপনার কম্পিউটার ডেস্কটপের উপরের বাম কোণে একটি গোল বোতাম।
02:14 সার্চ বাক্স দেখায়।
02:16 এখন লিখুন k3b
02:19 k3b আইকন প্রদর্শিত হয়।
02:22 অ্যাপ্লিকেশন খুলতে এটিতে টিপুন।
02:26 K3b উইন্ডো খোলে।
02:29 এখন নিজেদের K3b ইন্টারফেসের সাথে পরিচিত করাই।
02:34 K3b ইন্টারফেস বিভিন্ন বিকল্প সহ একটি মেন মেনু রাখে।
02:40 মেন মেনুর নীচে শর্টকাট আইকন উপলব্ধ যেমন
02:45 New Project, Open, Save, Format এবং Filter.
02:50 K3b দুটি মেন প্যানেলে বিভাজিত, উপরের এবং নীচের প্যানেল।
02:57 উপরের প্যানেল ও দুটি প্যানেলে বিভাজিত।
03:01 বাম প্যানেল আপনার কম্পিউটারে মেন ফোল্ডার প্রদর্শন করে
03:06 এবং ডান প্যানেল সম্বন্ধিত সাব-ফোল্ডার প্রদর্শন করে।
03:13 নীচের প্যানেল K3b তে ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্রক্রিয়ার শর্টকাট আইকন প্রদর্শন করে।
03:21 আপনি এই প্যানেলে সেই প্রক্রিয়ার শর্টকাট আইকন জুড়তে পারেন, যা সাধারণত প্রয়োগ করা হয়।
03:28 এখন একটি নতুন ভিডিও CD project তৈরী করতে শর্টকাট আইকন যোগ করি।
03:34 নীচের প্যানেলের কার্সার রাখুন।
03:38 কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন।
03:41 New Video CD Project এ টিপুন।
03:45 প্যানেলে New Video CD Project এর জন্য শর্টকাট আইকন দেখায়।
03:51 এখন, একটি Data CD বার্ন করি।
03:54 নিচের প্যানেলে, New Data Project এ দুইবার টিপুন।
03:59 বিকল্পিতভাবে, New Project এ যান এবং ড্রপ-ডাউন তালিকায় টিপুন।
04:04 New Data Project নির্বাচন করুন।
04:07 বাম প্যানেল থেকে Home এবং Desktop নির্বাচন করুন।
04:13 এখন Myk3bCD ফোল্ডার নির্বাচন করুন।
04:18 এটি উপরের ডান প্যানেলের সকল ফাইল এবং ফোল্ডার খোলে।
04:24 এখন বার্ন করতে একটি ডেটা ফাইল নির্বাচন করি।
04:29 এখন এই ফোল্ডার থেকে Writer4 ফাইল চয়ন করি।
04:33 Writer4 ফাইলকে নীচের প্যানেলে নিয়ে আসে এবং ছেড়ে দেয়।
04:39 এগোনোর আগে নিশ্চিত করে নিন যে আপনার ড্রাইভে একটি CD অথবা DVD রেখেছেন।
04:47 Burn এ টিপুন।
04:49 আবার Burn এ টিপুন।
04:53 3 টি ভিন্ন ট্যাবের সাথে একটি উইন্ডো খোলে।
04:56 এখন সেটিংস ডিফল্ট রাখুন।
04:59 তাই, Default Settings এ টিপুন।
05:02 এখন, আমরা বার্নিং স্টেটস এবং প্রোগ্রেস স্টেটস দেখতে পারেন।
05:08 একবার বার্নিং সমাপ্ত হলে, সিডি নিজেই বাইরে বেরিয়ে আসে।
05:13 এটি কি সহজ নয়?
05:16 আমরা K3b টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:21 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি K3b ইন্টারফেস এবং তার টুলবার সম্পর্কে।
05:27 আমরা এও শিখেছি যে K3b সংস্থাপিত করা এবং ডাউনলোড করা।
05:32 K3b তে বিভিন্ন বৈশিষ্ট্য প্রয়োগ করা।
05:35 একটি CD তে একটি ফাইল বার্ন করা।
05:39 একটি নির্দেশিত কাজ রয়েছে।
05:41 একটি অডিও ফাইলকে একটি CD তে বার্ন করুন।
05:45 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
05:48 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
05:51 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
05:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
05:58 কর্মশালার আয়োজন করে।
06:01 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
06:05 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
06:11 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
06:15 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
06:23 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
06:34 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta