Jmol-Application/C3/Crystal-Structure-and-Unit-Cell/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Jmol এ Crystal Structure and unit cell এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা শিখব Crystallography Open Database থেকে CIF অর্থাৎ Crystallographic Information file ডাউনলোড করা।
00:17 Jmol এ CIF খোলা।
00:20 Jmol প্যানেলে ইউনিট সেল এবং ইউনিট সেল প্যারামিটার দেখানো।
00:25 এবং বিভিন্ন ক্রিস্টল সিস্টেমের ক্রিস্টল স্ট্রাকচার দেখানো। উদাহরণস্বরূপ Cubic, Hexagonal এবং Rhombohedral.
00:34 টিউটোরিয়ালটি অনুসরণ করতে উচ্চ বিদ্যালয়ের রসায়ন জ্ঞান থাকতে হবে।
00:39 এবং Jmol উইন্ডোর কার্যবিধি সম্পর্কে জানতে হবে।
00:42 না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:48 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 14.04
00:54 Jmol সংস্করণ 12.2.32
00:57 জাভা সংস্করণ 7 এবং
01:01 মজিলা ফায়ারফক্স ব্রাউজার 35.0
01:04 ক্রিস্টল স্ট্রাকচর সাতটি ক্রিস্টল সিস্টেমের অন্তর্গত গ্রুপ করা হয়।
01:08 এই টেবিল ক্রিস্টল সিস্টেম এবং তাদের সংশ্লিষ্ট ল্যাটিস প্যারামিটারের তালিকা দেখায়।
01:14 ভিন্ন কম্পাউন্ড এবং মিনারেলসের ক্রিস্টলের উদাহরণ এখানে তালিকাভুক্ত রয়েছে।
01:20 Jmol প্যানেলে সোডিয়াম ক্লোরাইড, গ্রাফাইট এবং ক্যালসাইটের ক্রিস্টল স্ট্রাকচর দেখাবো।
01:27 Jmol প্যানেলে ক্রিস্টল স্ট্রাকচর দেখাতে,
01:31 একটি বিশেষ ক্রিস্টলের জন্য Crystallographic Information File ডাউনলোড করতে হবে।
01:37 CIF ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন দেখতে একটি স্ট্যান্ডার্ড টেক্সট ফাইল ফরম্যাট।
01:43 CIF ফরম্যাট .cif ফাইল এক্সটেনশন রাখে।
01:48 Crystallography Open Database একটি ওপেন অ্যাক্সেস ডেটাবেস।
01:53 ডাউনলোডযোগ্য CIF, COD ওয়েবসাইটে উপলব্ধ।
01:58 ওয়েবসাইট প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
02:03 এখন COD ডাটাবেস ওয়েবসাইট খুলি এবং কিছু CIF ফাইল ডাউনলোড করি।
02:10 এখানে COD ওয়েবসাইট খুলেছি।
02:13 পৃষ্ঠার বাম দিকে তথ্য ভিন্ন শিরোনামে ভাগ করা হয়।
02:19 Accessing COD Data শিরোনামে, উপ-শিরোনামে রয়েছে যেমন Browse, Search ইত্যাদি
02:27 Search বিকল্পে টিপুন। একটি নতুন পৃষ্ঠা খোলে।
02:31 Search পৃষ্ঠায়, CIF ফাইলের জন্য অনেক বিকল্প পাই।
02:36 Hints and Tips লিঙ্কে টিপুন। সার্চ বিকল্প কার্যকরভাবে কিভাবে ব্যবহার করে এর তথ্য সহ একটি পৃষ্ঠা খোলে।
02:46 সার্চ পৃষ্ঠায় ফিরে যান।
02:49 COD ID ব্যবহার করে নিম্নরূপে ক্রিস্টল স্ট্রাকচার খুঁজতে পারি:
02:54 OpenBabel Fastsearch বা টেক্সট বাক্সে কেমিক্যাল বা মিনারেলের নাম লিখে।
03:01 উদাহরণস্বরূপ, সোডিয়াম ক্লোরাইড এর CIF ফাইল খুঁজতে:
03:06 টেক্সট বাক্সে halite লিখুন যা সোডিয়াম ক্লোরাইডের মিনারেল নাম।
03:12 elements বাক্সে নীচে যান।
03:15 লিখুন Na সোডিয়ামের জন্য এবং Cl ক্লোরাইডের জন্য।
03:20 নীচে Number of distinct elements বাক্সে যান।
03:24 এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এলিমেন্ট লেখার বিকল্প রয়েছে।
03:29 মিনিমাম বাক্সে লিখুন 2 যদি আপনি শুধুমাত্র দুটি এলিমেন্টের সাথে ক্রিস্টল স্ট্রাকচার চান. যা হল Sodium এবং Chloride.
03:37 Send বোতামে টিপুন।
03:40 সোডিয়াম ক্লোরাইডের জন্য ক্রিস্টল স্ট্রাকচার ডেটা ফাইলসের সাথে একটি ওয়েব পৃষ্ঠা খোলে।
03:45 COD ID তে ডান ক্লিক করে open the link in a new tab এ টিপুন।
03:51 এই পৃষ্ঠা সেই নির্দিষ্ট ক্রিস্টল স্ট্রাকচার সংক্রান্ত বিস্তারিত তথ্য রাখে।
03:57 ডাটাবেস ওয়েব পৃষ্ঠাতে যান।
04:00 archive of CIF files লিঙ্কে টিপুন যা পৃষ্ঠার ডানদিকে স্থিত।
04:08 স্ক্রিনে একটি ডায়ালগ বাক্স খোলে। Open with বিকল্প চয়ন করুন। OK বোতামে টিপুন।
04:17 স্ক্রিনে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টল স্ট্রাকচারের জন্য CIF ফাইলের সাথে একটি ফোল্ডার খোলে।
04:23 যে ফাইল ডাউনলোড করতে চান তাতে টিপে সেটি নির্বাচন করুন।
04:28 টুলবারে Extract বোতামে টিপুন।
04:32 আপনার সিস্টেমে উচিত স্থানে ফাইল সংরক্ষণ করুন।
04:37 Extract এ টিপুন। উইন্ডো বন্ধ করুন।
04:41 সার্চ পৃষ্ঠায় ফিরে যান।
04:43 এখন আগের মত একই পদ্ধতি দ্বারা গ্রাফাইট এবং ক্যালসাইট এর CIF ফাইল ডাউনলোড করুন।
04:51 এখন Jmol এ সোডিয়াম ক্লোরাইডের CIF ফাইল খুলবো।
04:55 এখানে Jmol উইন্ডো খুলেছি।
04:59 টুলবারে Open a file আইকনে টিপুন।
05:03 সোডিয়াম ক্লোরাইডের CIF ফাইলের লোকেশনে যান যা COD ডাটাবেস থেকে ডাউনলোড করেছি।
05:12 Open এ টিপুন।
05:14 স্ক্রিনে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টলের ইউনিট সেল খোলে।
05:19 ইউনিট সেল ক্রিস্টলে সবচেয়ে ছোট পুনরাবৃত্তির ইউনিট।
05:23 এই ইউনিট সেলের 3 ডাইমেনশনে স্ট্যাক করা ক্রিস্টল স্ট্রাকচারের ভিত্তি গঠন করবে।
05:29 Jmol প্যানেলে ফিরে যান।
05:32 ইউনিট সেলের সম্পর্কিত ডেটা প্যানেলের বাম দিকে দেখায়।
05:37 এটি space group শ্রেণীবিন্যাস দিয়ে শুরু হয়।
05:41 সোডিয়াম ক্লোরাইড, কিউবিক ল্যাটিস সিস্টেমের অন্তর্গত। তাই a, b এবং c ভেক্টর সমান।
05:50 কোণ আলফা, বিটা এবং গামা হল 90 ডিগ্রী।
05:55 পপ-আপ মেনু খুলতে ডান ক্লিক করুন।
05:59 Symmetry বিকল্পে স্ক্রোল করুন।
06:01 সাব-মেনুতে সিমেট্রি এলিমেন্ট দেখানোর বিকল্প রয়েছে।
06:05 সাব-মেনুতে বিকল্প দ্বারা ইউনিট সেলসের ব্লকও দেখতে পারি।
06:10 উদাহরণস্বরূপ Reload {1 1 1}বিকল্পে টিপুন।
06:15 প্যানেলে ইউনিট সেলস বিকল্প রয়েছে যা ফেস সেন্টার কিউবিক ল্যাটিস দেখাচ্ছে।
06:21 ডিসপ্লে বদলাতে পপ-আপ মেনু খুলুন, style পর্যন্ত যান তারপর scheme এবং CPK Spacefill এ টিপুন।
06:29 এখানে প্যানেলে ক্রিস্টল স্ট্রাকচার CPK ডিসপ্লেতে রয়েছে।
06:34 আবার পপ-আপ মেনু খুলুন, symmetry পর্যন্ত যান এবং Reload {4 4 4 6 6 6 1}বিকল্পে টিপুন।
06:44 এই বিকল্পটি Jmol প্যানেলে 27 সেল ব্লক লোড করে।
06:49 পপ-আপ মেনু খুলুন, symmetry তে যান, আবার Reload {1 1 1} বিকল্পে যান।
06:56 সিমেট্রি এলিমেন্ট দেখতে আবার পপ-আপ মেনু খুলুন।
07:00 সাব-মেনুতে symmetry পর্যন্ত যান এবং mirrorplane (x z y) বিকল্পে টিপুন।
07:08 প্যানেলে প্রদর্শিত mirrorplane (x z y) এর সাথে একটি কিউবিক ল্যাটিস রয়েছে।
07:16 এখন graphite এর জন্য CIF ফাইল লোড করি, যা হেক্সাগোনাল ক্রিস্টল সিস্টেমের অন্তর্গত।
07:22 আগে দেখানোর মত প্যানেলে গ্রাফাইটের CIF ফাইল লোড করতে Open a file বিকল্প ব্যবহার করুন।
07:29 প্যানেলে graphite এর Unit cell খোলে।
07:33 ইউনিট সেল প্যারামিটার দেখুন:
07:35 ভেক্টরস - a, b এর সমান কিন্তু c এর সমান নয়।
07:40 এঙ্গেলস - আলফা এবং বিটা 90 ডিগ্রীর সমান এবং গামা 120 ডিগ্রীর সমান।
07:47 পপ-আপ মেনু খুলুন। Symmetry পর্যন্ত যান এবং Reload {444 666 1} বিকল্পে টিপুন।
07:56 স্ক্রিনে পরমাণুর হেক্সাগোনাল ল্যাটিস ব্যবস্থা দেখায়।
08:01 ডিসপ্লে বদলাতে পপ-আপ মেনু খুলুন, style এ যান, scheme এ যান, wireframe বিকল্পে টিপুন।
08:10 একইভাবে প্যানেলে ক্যালসাইট মিনারেলের CIF ফাইল খুলেছি।
08:16 Calcite, rhombohedral ক্রিস্টল সিস্টেমের অন্তর্গত।
08:20 আপনি যে কোনো ক্রিস্টল সিস্টেমের CIF খুলে স্ট্রাকচার এবং সিমেট্রি বিকল্প অন্বেষণ করতে পারেন।
08:27 সারাংশিত করি। এখানে শিখেছি Crystallography Open Database থেকে CIF ডাউনলোড করা।
08:35 Jmol এ CIF খোলা।
08:38 ইউনিট সেল এবং ইউনিট সেল প্যারামিটার দেখানো।
08:41 সোডিয়াম ক্লোরাইড, গ্রাফাইট এবং ক্যালসাইটের ক্রিস্টল স্ট্রাকচার দেখানো।
08:47 অনুশীলনী হিসাবে, COD ডেটাবেস থেকে কোয়ার্টজ ক্রিস্টল ডাউনলোড করুন।
08:53 Jmol প্যানেলে ইউনিট সেল দেখান এবং সিমেট্রি বিকল্প অন্বেষণ করুন।
08:59 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে।
09:02 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:06 আমরা কর্মশালার আয়োজন করি এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেই।
09:12 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের NMEICT-MHRD দ্বারা সমর্থিত।
09:18 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta