Jmol-Application/C2/Create-and-edit-molecular-models/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | নমস্কার। Jmol অ্যাপ্লিকেশনে Create and Edit molecular models এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:12 | ফাংশনাল গ্রুপের সাথে আণবিক মডেলে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করা। |
00:17 | বন্ধন যোগ এবং মুছে ফেলা। |
00:20 | পরমাণু যোগ এবং মুছে ফেলা |
00:23 | এছাড়া Pop-up মেনুর ব্যবহার যা কনটেক্সচুয়াল মেনু হিসাবে পরিচিত। |
00:29 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে |
00:32 | Jmol অ্যাপ্লিকেশন উইন্ডোর সাথে পরিচিত হতে হবে। |
00:36 | Model kit ফাংশন যা আণবিক মডেল তৈরি করতে ব্যবহৃত হয়। |
00:41 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। |
00:46 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে |
00:49 | উবুন্টু OS সংস্করণ 12.04 |
00:53 | Jmol সংস্করণ 12.2.2 |
00:57 | এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি। |
01:00 | Jmol অ্যাপ্লিকেশন খুলতে Dash home এ টিপুন। |
01:05 | সার্চ বারে লিখুন jmol. |
01:08 | Jmol আইকন পর্দায় দেখায়। |
01:11 | Jmol আইকনে টিপে Jmol অ্যাপ্লিকেশন উইন্ডো খুলুন। |
01:17 | পূর্বে তৈরী করা Propane (প্রোপেন) এর মডেল দিয়ে শুরু করি। |
01:22 | ফাইল খুলতে, টুল বারে “Open file” আইকনে টিপুন। |
01:27 | একটি ডায়লগ বাক্স পর্দায় দেখায়। |
01:30 | সেই ফোল্ডারে টিপুন যেখানে প্রয়োজনীয় ফাইল রয়েছে। |
01:34 | আমার ফাইল Desktop এ রয়েছে। |
01:37 | তাই আমি Desktop নির্বাচন করে Open বোতামে টিপব। |
01:43 | ফাইলের নাম “File or URL” টেক্সট বাক্সে লিখুন। |
01:48 | তারপর Open বোতামে টিপুন। |
01:51 | Propane (প্রোপেন) এর মডেল পর্দায় প্রদর্শিত হয়েছে। |
01:55 | আমরা ফাংশনাল গ্রুপের সাথে Propane (প্রোপেন) এ হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারি: |
01:59 | যেমন হাইড্রক্সি, অ্যামিনো, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো এবং অন্যান্য। |
02:07 | Propanol (প্রোপানল) এ রূপান্তর করতে, আমি প্রোপেন অণুতে একটি হাইড্রক্সি (OH) গ্রুপ যোগ করতে চাই। |
02:13 | model kit মেনু খুলুন। ফাংশনাল গ্রুপের একটি তালিকা এখানে রয়েছে। |
02:20 | অক্সিজেন পরমাণুর চেক বাক্সে টিপুন। |
02:23 | প্রথম কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুতে টিপুন। |
02:28 | লক্ষ্য করুন যে হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অক্সিজেন পরমাণু এখানে লাল রঙে রয়েছে। |
02:37 | প্রোপেন এখন 1-Propanol এ রূপান্তরিত হয়েছে। |
02:41 | এখন 1-Propanol কে 2-chloro-1-propanol এ রূপান্তরের চেষ্টা করি। |
02:47 | model kit মেনু থেকে ক্লোরো (Cl) গ্রুপ নির্বাচন করুন। |
02:51 | দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুতে টিপুন। |
02:57 | এখন আমাদের কাছে 2-chloro-1-propanol এর মডেল রয়েছে। Chlorine (ক্লোরিন) এখানে সবুজ রঙে রয়েছে। |
03:04 | এখানে শক্তি নুন্যতম করে ইমেজটি .mol হিসাবে সংরক্ষণ করতে পারেন। |
03:10 | এখন নিম্নলিখিত অণুর মডেল তৈরি করুন 3-bromo-1-butanol এবং 2-amino-4-chloro-pentane |
03:20 | শক্তি নুন্যতম করে ইমেজটি JPEG ফরম্যাটে সংরক্ষণ করুন। |
03:25 | ইমেজ বিভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে: |
03:28 | টুল বার থেকে “Save current view as an image” আইকন ব্যবহার করুন। |
03:33 | আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত। |
03:40 | এখন Jmol অ্যাপ্লিকেশন উইন্ডোতে ফিরে যাই। |
03:45 | Jmol অ্যাপ্লিকেশন একটি Pop-up (পপ আপ) মেনু ও প্রদান করে। |
03:50 | আপনি পপ আপ মেনু দুটি ভিন্ন পদ্ধতি দ্বারা অ্যাক্সেস করতে পারেন। |
03:55 | model kit মেনুর খোলা থাকলে এটি বন্ধ করুন। |
03:59 | model kit মেনুতে নীচে স্ক্রল করে “exit model kit mode” এ টিপুন। |
04:04 | Pop-up মেনু খুলতে, প্যানেলে মাউস বোতামে ডান ক্লিক করুন। |
04:09 | Pop-up মেনু প্যানেলে প্রদর্শিত হয়েছে। |
04:12 | Pop-up মেনু পরমাণুর প্রদর্শন পরিবর্তন করতে অনেক ফাংশন প্রদান করে। |
04:18 | এতে রেন্ডারিং করার বিভিন্ন বিকল্প রয়েছে। |
04:22 | এই মেনুতে অধিকাংশ ফাংশন মেনু বারে নকল করা হয়েছে। |
04:28 | পপ আপ মেনুতে বিকল্পগুলি স্ব-ব্যাখ্যামূলক। |
04:32 | তাদের বিস্তারিত বিবরণের প্রয়োজন নেই। |
04:35 | Jmol প্যানেলে টিপে Pop-up মেনু থেকে প্রস্থান করুন। |
04:39 | Pop-up মেনু অ্যাক্সেস করার দ্বিতীয় উপায় হল Jmol লোগোতে টেপা। |
04:44 | এটি Jmol প্যানেলের নীচে ডানদিকে রয়েছে। |
04:49 | এখন এই অণু সম্পাদন করে তা Ethane (ইথেন) অণুতে রূপান্তর করা দেখি। |
04:55 | এটি করতে আমরা হাইড্রক্সি (OH) গ্রুপ, ক্লোরিন (Cl) গ্রুপ, কার্বন (C) এবং দুটি হাইড্রোজেন (H) পরমাণু মুছে ফেলবো। |
05:05 | এখন model kit মেনু খুলুন। |
05:08 | “delete atom” চেক বাক্স নির্বাচন করুন। |
05:12 | মুছে ফেলার পরমাণুতে টিপুন। |
05:15 | অক্সিজেন, ক্লোরিন এবং কার্বন পরমাণু। |
05:21 | Ethane (ইথেন) অণু তৈরি করতে এই অণুতে হাইড্রোজেন যোগ করতে হবে। |
05:26 | model kit মেনু থেকে “add hydrogens” বিকল্পে টিপুন। |
05:32 | দুটি হাইড্রোজেন পরমাণু অণুতে যুক্ত হয়েছে। |
05:36 | এখন পর্দায় Ethane (ইথেন) এর মডেল রয়েছে। |
05:40 | এখন Alkenes এবং Alkynes তৈরি করা শিখি। |
05:45 | অণুতে দ্বিবন্ধন তৈরী করতে model kit মেনু খুলুন। |
05:50 | “double” বিকল্প নির্বাচন করুন। |
05:53 | Ethane (ইথেন) অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে বন্ধনের উপর কার্সার রাখুন। |
05:58 | কার্বন পরমাণুর চারপাশে লাল রঙের রিং দেখায়। |
06:01 | এখন বন্ধনে টিপুন। |
06:05 | একক বন্ধন দ্বি বন্ধনে রূপান্তরিত হয়েছে। |
06:09 | প্যানেলে Ethene (ইথিন) এর মডেল রয়েছে। |
06:13 | এখন Ethene (ইথিন) কে Ethyne (ইথাইন) এ রূপান্তর করি। |
06:16 | model kit মেনুতে টিপে “triple” বিকল্প নির্বাচন করুন। |
06:21 | Ethene অণুর দ্বি বন্ধনের উপর কার্সার রেখে এটিতে টিপুন। |
06:28 | দ্বি বন্ধন ত্রি বন্ধনে বদলে গেছে। |
06:31 | এটি হল Ethyne (ইথাইন) এর মডেল। |
06:34 | সবচেয়ে স্থিতিশীল আকার পেতে শক্তি নুন্যতম করে সংরক্ষণ করুন। |
06:40 | সংক্ষেপে এই টিউটোরিয়াললে শিখেছি |
06:43 | একটি ফাংশনাল গ্রুপের সাথে Alkanes এ হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন। |
06:48 | Alkanes কে Alkenes এবং Alkynes এ রূপান্তর করতে বন্ধন যোগ করা। |
06:52 | পরমাণু যোগ এবং মুছে ফেলা এছাড়া |
06:54 | Pop-up মেনুর ব্যবহার। |
06:58 | নির্দেশিত কাজ হিসাবে, |
06:59 | 2-fluoro-1,3-butadiene এবং 2-pentyne এর মডেল তৈরি করুন। |
07:06 | Wire frame এ মডেলের ডিসপ্লে পরিবর্তন করতে Pop-up মেনু ব্যবহার করুন। |
07:10 | শক্তি নুন্যতম করে PDF ফরম্যাটে ইমেজ সংরক্ষণ করুন। |
07:16 | আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত। |
07:24 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
07:27 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
07:31 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:36 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
07:38 | কর্মশালার আয়োজন করে। |
07:41 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
07:45 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
07:52 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
07:57 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
08:04 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:08 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |