Java/C3/Exception-Handling/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Exception Handling এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব: exception কি এবং exceptions চেক এবং আনচেক করা, try-catch block এবং finally block ব্লক দ্বারা exceptions নিয়ন্ত্রণ করা।
00:20 এখানে আমরা ব্যবহার করছি: Ubuntu Linux 16.04 OS JDK 1 .8 এবং Eclipse 4.3.1.
00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে Java এবং Eclipse IDE এর মৌলিক জ্ঞান থাকতে হবে।
00:39 না হলে, প্রাসঙ্গিক Java টিউটোরিয়ালগুলির জন্য, আমাদের ওয়েবসাইটে যান।
00:45 exception একটি অপ্রত্যাশিত ঘটনা, যা প্রোগ্রাম নিষ্পাদনের সময় ঘটে।
00:52 এটি প্রোগ্রামের স্বাভাবিক ফ্লো ব্যাহত করে এবং ফলাফল ভুল হয়।
01:00 তাদের ঘটনার ভিত্তিতে, exceptions কে unchecked exceptions এবং checked exceptions হিসেবে বর্গীকৃত করা হয়েছে।
01:08 এখন eclipse খুলব এবং ExceptionDemo নামে নতুন প্রজেক্ট বানাবো।
01:16 এই প্রজেক্টে exception handling প্রদর্শন করতে প্রয়োজনীয় ক্লাস বানাবো।
01:24 এখন নতুন ক্লাস Marks বানাবো।
01:28 Marks ক্লাস প্রদর্শন করতে নিম্ন কোড লিখুন।
01:34 এই প্রোগ্রামটি 5 জন শিক্ষার্থীর মার্ক্স প্রিন্ট করে যা অ্যারে marks এ সংরক্ষিত।
01:41 এই প্রোগ্রামটি রান করি এবং আউটপুট যাচাই করি।
01:45 আমরা দেখি যে অ্যারেতে ভ্যালু প্রিন্ট হচ্ছে।
01:50 দেখি কি হবে যদি আমরা একটি অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করি যা বিদ্যমান নয়।
01:57 এখন নিম্ন কোড লিখুন।
02:00 আমরা জানি যে অ্যারেতে শুধুমাত্র 5 টি এলিমেন্ট রয়েছে।
02:04 কিন্তু এই স্টেটমেন্টে index 50 তে এলিমেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করছি যা বিদ্যমান নয়।
02:12 এখন এই প্রোগ্রাম রান করি।
02:15 আমরা দেখি যে প্রোগ্রামটি লাইন সংখ্যা 7 এ এরর ম্যাসেজ ArrayIndexOutOfBoundsException সহ টার্মিনেট হয়।
02:25 এরর ম্যাসেজ exception এর বর্ণন দেখায় যেমন exception এর ধরণ, এটি কোথায় ঘটেছে এবং অন্য বিবরণ।
02:35 উল্লেখ্য যে print statement নিষ্পাদিত হয় না কারণ প্রোগ্রাম এররের পর টার্মিনেট হয়েছে।
02:42 এটি Unchecked exception এর একটি উদাহরণ।
02:46 Unchecked exceptions কে Runtime exception বলে কারণ এটি শুধুমাত্র নিষ্পাদনের সময় চেক হয়।
02:54 এটি প্রোগ্রামিং বাগ এবং লজিক্যাল এরর পরিচালনা করে যেমন শূন্য দ্বারা সংখ্যা ভাগ করা এবং অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করা যা বিদ্যমান নয়।
03:07 এখন শিখি যে try catch block দ্বারা exception কিভাবে নিয়ন্ত্রণ করে।
03:13 try block এ কোডের এই অংশ exception কে রেজ করতে পারে।
03:19 সংশ্লিষ্ট catch block অবজেক্ট e তে exception এর বিবরণ পেতে পারে।
03:26 catch block এ এররের ম্যাসেজ প্রদর্শন করা বা এরর থেকে বাঁচার কোড লিখতে পারি।
03:34 এখন eclipse এ যান।
03:37 প্রথমে কোডে try block জুড়ুন যা এই ধরণের try block এর কারণ।
03:44 এখন অনুরূপ catch block জুড়তে হবে।
03:48 নিম্ন কোড লিখুন।
03:51 এখানে কাস্টম মেসেজ Array Overflow Exception occurred প্রিন্ট করছি।
03:57 প্রথম বন্ধনীতে ArrayIndexOutOfBoundsException এর উদাহরণ বানিয়েছি।
04:05 সুতরাং এই ব্লক ArrayIndexOutOfBoundsException এর exceptions, catch করতে পারে।
04:11 এখন প্রোগ্রাম রান করি।
04:14 আমরা দেখি যে এরর ম্যাসেজ প্রিন্ট হয়।
04:18 কিন্তু এই সময়, প্রিন্টিং এ ধ্যান দিন marks array ও নিষ্পাদিত হয়।
04:24 এইভাবে আমরা exceptions পরিচালনা করতে পারি।
04:27 এরপর দেখি যে একাধিক catch blocks কিভাবে ব্যবহার করে।
04:32 আমরা তাদের ব্যবহার করতে পারি যখন ব্লক দ্বারা বিভিন্ন ধরনের exceptions রেজ হয়।
04:38 try block এ নিম্ন কোড লিখুন।
04:42 কোডের এই লাইন array element কে শূন্য দ্বারা বিভাজিত করে কারণ a এর ভ্যালু হল 0.
04:49 প্রথমে একটি ArithmeticException রেজ হয়।
04:53 ArithmeticException নিয়ন্ত্রণ করতে আরেকটি catch block জুড়ুন।
04:58 বিদ্যমান catch block এর পর নিম্ন কোড লিখুন।
05:03 আবার প্রোগ্রাম রান করি।
05:06 Arithmetic Exception occurred এরর ম্যাসেজ প্রিন্ট হয় কারণ এটি আগে ধরা পড়েছে।
05:13 কোডের বাকি অংশ try catch block এর বাইরে নিষ্পাদিত হয়।
05:19 এখন checked exception সম্পর্কে শিখি।
05:23 Checked exceptions, compile time এ চেক হয়।
05:27 তাই সেটি প্রোগ্রাম রান করার পূর্বে পরিচালনা করা উচিত।
05:31 উদাহরণস্বরূপ: ফাইল অ্যাক্সেস করা যা বর্তমানে বিদ্যমান নয় বা নেটওয়ার্ক সিস্টেম অ্যাক্সেস করা যখন নেটওয়ার্ক ডাউন হয়।
05:41 এখন Eclipse এ যান এবং নতুন ক্লাস MarksFile বানান।
05:47 main method যোগ করুন।
05:50 এখন কম্পিউটারে স্থিত একটি ফাইল পড়তে চাই।
05:54 নিম্ন কোড লিখুন।
05:57 এখানে FileReader অবজেক্ট fr null হিসাবে ইনিসিয়েলাইজ হয়।
06:03 FileReader অবজেক্টের ব্যবহার নির্দিষ্ট ফাইল অ্যাক্সেস এবং পড়তে করা যেতে পারে।
06:08 Eclipse একটি এরর দেখাবে।
06:11 এরর সংশোধন করতে, এতে ক্লিক করুন এবং import FileReader java dot io তে ডাবল ক্লিক করুন।
06:19 FileReader class কে java dot io package থেকে ইম্পোর্ট করা হয়েছে।
06:25 আমরা package এবং এর ব্যবহার সম্পর্কে পরের টিউটোরিয়ালে শিখব।
06:31 Marks নামক ফাইল অ্যাক্সেস করতে fr এর অনুমতীর জন্য নিম্ন কোড লিখুন, যা হোম ফোল্ডারে স্থিত।
06:40 এখানে দেখানো পাথ সিস্টেমের হোম ফোল্ডারের সাথে বদলান।
06:46 একটি এরর দেখায়। এটি দেখায় যে কোডের এই লাইন FileNotFoundException বানাতে পারে।
06:55 এররে ক্লিক করুন এবং Surround with try/catch এ ডাবল ক্লিক করুন।
07:00 আমরা দেখি যে এই এরর সংশোধন করতে Eclipse নিজেই try catch block সন্নিবেশ করে।
07:08 আমরা বুঝতে পারি যে এটি checked exception.
07:12 এখন finally block এর ব্যবহার করা দেখি।
07:16 নিম্ন কোড লিখুন।
07:18 finally block সাধারণত try-catch block অনুসরণ করে।
07:22 এই ব্লকের কোড নিষ্পাদিত হয়, exception হোক বা না হোক। এতে print statement রয়েছে।
07:32 এখন finally block এ ফাইল রেফারেন্স বন্ধ করুন।
07:37 লিখুন fr dot close
07:40 এখন Eclipse দেখায় যে এটি একটি IOException রেজ করবে।
07:45 এররে ক্লিক করুন এবং Surround with try/catch এ ডাবল ক্লিক করুন।
07:51 এখন প্রোগ্রাম রান করি।
07:54 আমরা দেখি যে FileNotFoundException ম্যাসেজ প্রিন্ট হয়।
07:59 কারণ হোম ফোল্ডারে Marks নামে কোন ফাইল নেই।
08:04 আমরা NullPointerException ও দেখতে পারি কারণ fr এর ভ্যালু এখনও নাল।
08:12 কিন্তু আমরা দেখি যে finally block এ print statement নিষ্পাদিত হয়।
08:18 হোম ফোল্ডারে Marks টেক্সট ফাইল বানান।
08:23 আপনি উইন্ডোজ ইউসার হলে, লোকাল ড্রাইভে টেক্সট ফাইল বানান এবং পাথ উল্লেখ করুন।
08:29 উদাহরণস্বরূপ এটি D:\\Marks.txt হিসাবে নির্দিষ্ট হতে পারে।
08:37 এখন আবার প্রোগ্রাম রান করি।
08:40 আমরা যাচাই করতে পারি Marks ফাইল তৈরীর পর সেখানে exceptions নেই।
08:46 Inside finally block প্রিন্ট হয়।
08:50 cleanup operation অর্থাৎ FileReader অবজেক্ট fr বন্ধ করা, এটিও সফলভাবে নিষ্পাদিত হয়।
08:58 এর সাথেই এই টিউটোরিয়ালের শেষে এসেছি।
09:02 সংক্ষেপে:
09:04 এখানে শিখেছি: Exception কি এবং Checked এবং Unchecked Exceptions, try-catch block এবং finally block দ্বারা Exceptions নিষ্পাদিত করা।
09:17 অনুশীলনী হিসাবে, NullPointerException নামে আরেকটি Runtime Exception সম্পর্কে শিখুন।
09:24 এই টিউটোরিয়ালের Assignment লিঙ্কে দেওয়া Demo.java নামক জাভা প্রোগ্রাম দেখুন।
09:31 একটি exception রেজ হবে যখন এই কোডটি রান করবেন।
09:35 কোডটি সনাক্ত করুন যা exception এর জন্য দায়ী।
09:40 try-catch block দ্বারা এটি সঠিক করুন।
09:43 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
09:52 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। অধিক জানতে আমাদের লিখুন।
10:04 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
10:15 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি।
10:23 অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta