Java/C2/Installing-Eclipse/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Installing Eclipse on Linux এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে, আপনি উবুন্টু এবং রেডহ্যাট অপারেটিং সিস্টেমে Eclipse সংস্থাপিত করা শিখবেন।
00:15 এই টিউটোরিয়ালের জন্য, আমরা উবুন্টু 11.10 ব্যবহার করছি।
00:20 এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার
00:22 ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং লিনাক্সে টার্মিনাল ব্যবহার করার জ্ঞান থাকতে হবে।
00:28 আপনার কাছে রুট এক্সেস বা উবুন্টু সম্মতি থাকতে হবে।
00:32 আপনি রুট বা উবুন্টু সম্পর্কে না জানলে, চিন্তা করবেন না।
00:36 আপনি টিউটোরিয়ালের মাধ্যমে এগিয়ে যেতে পারেন।
00:39 যদি আপনি কোন নেটওয়ার্কে থাকেন যা প্রক্সি ব্যবহার করে, তাহলে আপনার প্রক্সির এক্সেস থাকা দরকার।
00:45 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:51 এখন প্রদর্শিত কমান্ড দ্বারা আমরা উবুন্টুতে Eclipse সংস্থাপিত করব এবং
00:55 এছাড়াও রেডহ্যাটে একই জিনিস করার জন্য প্রয়োজনীয় সামান্য পরিবর্তনগুলি শিখব।
01:05 এখন টার্মিনাল খুলি।
01:07 Control, Alt এবং t টিপুন।
01:10 এটি উবুন্টুতে টার্মিনাল আরম্ভ করে।
01:18 যদি আপনি কোন নেটওয়ার্কে থাকেন যা প্রক্সি ব্যবহার করে, আপনাকে তা টার্মিনালে সেট করতে হবে।
01:23 আপনি যদি না জানেন প্রক্সি কি, আপনি সেই নেটওয়ার্কে নেই যা প্রক্সি ব্যবহার করে।
01:28 তাই আপনি এই ধাপটি উপেক্ষা করতে পারেন।
01:30 যারা প্রক্সি ব্যবহার করে, তাদের জন্য এটি সেট করতে হবে।
01:34 দুই ধরনের প্রক্সি আছে।
01:36 একটির ইউসারনেম এবং পাসওয়ার্ড প্রয়োজন যখনকি অপরটির নয়।
01:40 সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনার ব্যবহৃত প্রক্সির ধরণ নির্ধারিত করুন।
01:45 টার্মিনালে লিখুন, sudo SPACE HYPHEN s
01:52 প্রম্পটের সময়, পাসওয়ার্ড লিখুন।
01:57 দ্রষ্টব্য যে আপনার পাসওয়ার্ড লেখার পর, সেখানে asterisk বা অন্যান্য চিনহের আকারে কিছু নেই। Enter টিপুন।
02:06 লক্ষ্য করুন যে প্রম্পট চিহ্ন ডলার থেকে হ্যাশে পরিবর্তিত হয়েছে।
02:14 এখন লিখুন,

export SPACE

http UNDERSCORE proxy

EQUAL TO

http://tsuser:tspwd@10.24.0.2:8080

02:47 এই কমান্ডের জন্য, tsuser হল প্রক্সি অনুমোদনের ইউসারনেম এবং tspwd হল পাসওয়ার্ড।
02:55 আপনার প্রয়োজন অনুযায়ী এগুলি পরিবর্তন করুন।
02:59 10.24.0.2 হল প্রক্সির হোস্ট এড্রেস এবং 8080 হল পোর্ট সংখ্যা।
03:07 এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী এই বিবরণ পরিবর্তন করুন। Enter টিপুন।
03:14 কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের অনুমোদনের প্রয়োজন হয় না।
03:18 এরকম ক্ষেত্রে, ইউসারনেম এবং পাসওয়ার্ডের অংশ খালি রাখা যেতে পারে।
03:22 যেহেতু আমার প্রক্সি প্রমাণীকরণের প্রয়োজন নেই আমি ঐ বিবরণ মুছে ফেলছি।
03:28 পূর্ববর্তী কমান্ড পেতে এবং ইউসারনেম ও পাসওয়ার্ড মুছে ফেলতে আপ অ্যারো টিপুন এবং
03:35 Enter টিপুন। এই কমান্ড http প্রক্সি সেট করে। আমরা জানি যে https প্রক্সি কিভাবে সেট করে।
03:44 পূর্ববর্তী কমান্ড পেতে আপ অ্যারো টিপুন এবং http কে https এ বদলাতে s টিপুন এবং Enter টিপুন।
03:54 আমরা এখন সফলভাবে প্রক্সি সেট করেছি।
03:58 সাধারণ প্রম্পটে ফেরৎ যেতে Ctrl + D টিপুন।
04:02 Clear লিখুন এবং স্ক্রীন পরিস্কার করতে Enter টিপুন।
04:11 এখন আমরা Eclipse সংস্থাপিত করব।
04:14 এখন লিখুন sudo SPACE apt HYPHEN get SPACE update
04:25 এই কমান্ড সকল উপলব্ধ সফ্টওয়্যারের তালিকা রক্ষা করে, Enter টিপুন।
04:33 আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে, সফ্টওয়্যারের তালিকা পেতে কিছু সময় লাগে।
04:45 টার্মিনাল ডলার প্রম্পটে ফেরৎ গেলে অপারেশন সম্পূর্ণ হয়। Clear লিখুন এবং স্ক্রীন পরিস্কার করতে Enter টিপুন।
04:55 এখন লিখুন sudo space apt hypen get space install space eclipse এবং Enter টিপুন।।
05:10 এই কমান্ড সিস্টেমে eclipse সফ্টওয়্যার রক্ষা এবং সংস্থাপিত করে।
05:15 লক্ষ্য করুন যেখানে লেখা আছে, need to get 10.8 Mb.
05:22 সিস্টেমের উপর নির্ভর করে এই সংখ্যা ভিন্ন হবে এবং ইন্টারনেট গতির উপর নির্ভর করে
05:27 প্যাকেজ রক্ষা করার জন্য প্রয়োজনীয় সময় ভিন্ন হবে।
05:30 Y অথবা n এর প্রম্পটে y লিখুন এবং Enter টিপুন।
05:39 সকল প্রয়োজনীয় প্যাকেজ সিস্টেমে ডাউনলোড এবং আনপ্যাক করা হয়েছে।
05:59 ডলার প্রম্পটে টার্মিনাল এ ফেরৎ এলে ইনস্টলেশন সমাপ্ত হয়।
06:05 Eclipse সংস্থাপিত হলে এবং সিস্টেমে উপলব্ধ কিনা তা আমরা যাচাই করি।
06:10 Alt+ F2 টিপুন। ডায়ালগ বাক্সে Eclipse লিখুন এবং Enter টিপুন।
06:22 এটি Eclipse application আরম্ভ করে। Eclipse সংস্থাপিত করা হয়ে থাকলে এটি এপ্লিকেশন খুলবে না।
06:31 আমরা Workspace Launcher প্রম্পট পাই। এগোনোর জন্য OK টিপুন।
06:40 এবং আমরা “Welcome to Eclipse” পৃষ্ঠা পাই। এর মানে Eclipse সফলভাবে সিস্টেমে সংস্থাপিত করা হয়েছে।
06:53 Debian, Kubuntu এবং Xubuntu তে Eclipse সংস্থাপিত করার প্রক্রিয়া উবুন্টুর মতই।
07:04 RedhatEclipse সংস্থাপিত করার প্রক্রিয়া উবুন্টুর মতই।
07:09 একমাত্র পার্থক্য হল ফেচিং এবং সংস্থাপিত করার জন্য ব্যবহৃত কমান্ড।
07:13 সফ্টওয়্যারের তালিকা ফেচিং করতে, sudo SPACE yum SPACE update ব্যবহার করুন।
07:19 Eclipse সংস্থাপিত করতে, sudo SPACE yum SPACE install SPACE eclipse ব্যবহার করুন।
07:27 Fedora, centos এবং suse linuxEclipse সংস্থাপিত করার প্রক্রিয়া রেডহ্যাটের মতই।
07:37 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:39 আমরা উবুন্টু ও অনুরূপ অপারেটিং সিস্টেমে এবং রেডহ্যাট ও অনুরূপ অপারেটিং সিস্টেমে Eclipse সংস্থাপিত করা দেখেছি।
07:49 এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে:
07:52 অপারেটিং সিস্টেম নির্ধারিত করুন যেখানে Eclipse এর জন্য অনুরূপ ইনস্টলেশন পদ্ধতি রয়েছে।
07:59 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে, এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:04 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
08:07 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
08:12 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08:16 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়।
08:19 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:26 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
08:30 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
08:36 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro
08:42 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble