Java/C2/Getting-started-Eclipse/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Getting started with Eclipse এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি
00:08 Eclipse এ প্রকল্প এবং ক্লাস কিভাবে তৈরী করে।
00:12 জাভা প্রোগ্রাম কিভাবে লেখে এবং
00:14 Eclipse এ জাভা প্রোগ্রাম কিভাবে রান করে।
00:18 এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 11.10 এবং eclipse 3.7 ব্যবহার করছি।
00:25 এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার সিস্টেমে
00:28 eclipse সংস্থাপিত থাকা দরকার।
00:30 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:39 Eclipse একটি ইন্ট্রীগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট।
00:42 এটি একটি টুল যেখানে আপনি সহজেই জাভা প্রোগ্রাম লিখতে, ডিবাগ করতে এবং রান করতে পারেন।
00:50 এখন Eclipse খুলি।
00:55 Alt+ F2 টিপুন। ডায়ালগ বাক্সে Eclipse লিখুন এবং Enter টিপুন।
01:08 আমরা Workspace Launcher ডায়ালগ বাক্স পাই।
01:11 Workspace একটি স্থান যেখানে আপনার সকল প্রকল্প সম্বন্ধীয় তথ্য এবং eclipse সংক্রান্ত ফাইল সংরক্ষিত হয়েছে।
01:19 সেখানে ইতিমধ্যে স্থান রয়েছে যা হল ডিফল্ট স্থান।
01:24 ব্রাউসিং বৈশিষ্ট্য দ্বারা ভিন্ন ডিরেক্টরি বাছতে পারেন।
01:27 এখন ডিফল্ট ডিরেক্টরির সাথে এগিয়ে যাই।
01:30 এগোনোর জন্য OK তে টিপুন।
01:39 আপনার কাছে Welcome to Eclipse পৃষ্ঠা রয়েছে।
01:46 Workbench এ টিপুন যা পৃষ্ঠার উপরের ডানদিকের কোণায় আছে।
01:52 এখানে Eclipse IDE রয়েছে। একটি প্রকল্প যুক্ত করি।
01:57 File তারপর New তে গিয়ে Project নির্বাচন করুন।
02:05 প্রকল্পের তালিকা থেকে Java Project নির্বাচন করুন।
02:10 এছাড়াও লক্ষ্য করুন যে আমরা অধিকাংশ টিউটোরিয়ালের জন্য, Java Project ব্যবহার করি। Next টিপুন।
02:19 Project nameEclipseDemo লিখুন।
02:30 বিজ্ঞপ্তি একটি বিকল্প দেখাচ্ছে use default location.
02:34 এই বিকল্পটি নির্বাচিত হলে সকল EclipseDemo প্রকল্পের তথ্য ডিফল্ট কর্মপরিসরে সংরক্ষিত হয়।
02:41 এটি অনির্বাচিত হলে, ব্রাউসিং বৈশিষ্ট্য ব্যবহার করে একটি ভিন্ন স্থান ও নির্বাচন করা যেতে পারে।
02:47 এখনকার জন্য আমরা ডিফল্ট স্থান ব্যবহার করব।
02:52 Finish এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণার অবস্থিত।
03:00 আমরা Open Associated Perspective ডায়ালগ বাক্স পাই।
03:04 পার্সপেক্টিভ eclipse এ আইটেম সাজানোর উপায়কে বোঝায়।
03:09 ডায়লগ বাক্স একটি পার্সপেক্টিভ সূচিত করে যা জাভা ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত।
03:20 Remember my decision নির্বাচন করুন এবং Yes টিপুন।
03:27 এখানে প্রকল্পের সাথে EclipseIDE রয়েছে। এখন প্রকল্পে একটি ক্লাস যোগ করি।
03:37 Project এ ডান ক্লিক করে New তে গিয়ে Class নির্বাচন করুন।
03:46 Class nameDemoClass লিখুন।
03:55 Modifiers এ দুটি বিকল্প রয়েছে, public এবং default.
03:59 এখন এটি public রাখুন।
04:01 অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে।
04:06 এবং method stubs এর তালিকা থেকে, public static void main বিকল্পটি নির্বাচন করুন।
04:15 অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে।
04:19 Finish এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণায় অবস্থিত।
04:30 এবং এখানে আমাদের ক্লাস ফাইল রয়েছে।
04:35 লক্ষ্য করুন এখানে অনেক পার্টিশন রয়েছে। এদের portlets বলা হয়।
04:41 এখানে Package Explorer portlet রয়েছে যা ফাইল ব্রাউজারের মত আচরণ করে।
04:46 এখানে Editor portlet রয়েছে যেখানে আমরা কোড লিখি।
04:50 এবং Outline portlet যা আমাদের প্রকল্পের অনুক্রম দেয়।
04:56 প্রতিটি portlet এর আকার ও পরিবর্তন করা যেতে পারে।
05:10 Minimize বাটন ব্যবহার করে এটি মিনিমাইজ ও করা যেতে পারে।
05:26 Restore বাটন ব্যবহার করে এটি পুনঃ সংরক্ষণ ও করা যেতে পারে।
05:37 এখন অন্যান্য portlets মিনিমাইজ করে এডিটরে ধ্যান দিন।
05:49 যেমনকি আমরা দেখতে পারি, সেখানে ইতিমধ্যেই eclipse দ্বারা তৈরী করা কয়েকটি কোড রয়েছে।
05:54 এখানে উদ্ভূত কোড, ক্লাস তৈরীর সময় নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে।
06:00 এখন এখানে একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি।
06:08 এখন লিখুন System.out.println (“Hello Eclipse”).

06:26 স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন যুক্ত করুন।
06:31 File এ টিপে এবং Save নির্বাচন করে ফাইলটি সংরক্ষণ করুন।
06:37 অন্যথায়, এছাড়াও আপনি Control S শর্টকাট ব্যবহার করতে পারেন।
06:42 এই প্রোগ্রামটি রান করতে, editor এ ডান ক্লিক করে run as এ যান এবং java application নির্বাচিত করুন।
06:56 আমরা দেখি যে কিছু প্রিন্ট হলে, আউটপুট কনসোল আউটপুট প্রদর্শিত করে।
07:04 আমাদের কোডে সমস্যা থাকলে, তা Problems portlet এ প্রদর্শিত হয়।
07:10 এইভাবে এখানে আপনি একটি জাভা প্রোগ্রাম লেখেন এবং রান করেন।
07:18 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07:20 এই টিউটোরিয়ালে, আমরা Eclipse এ প্রকল্প এবং ক্লাস তৈরী করা শিখেছি। Eclipse এ জাভা সোর্স কোড লেখা এবং জাভা প্রোগ্রাম রান করা শিখেছি।
07:33 এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে Display নামক একটি নতুন প্রকল্প তৈরি করুন
07:38 এবং Display প্রকল্পে Welcome নামক একটি ক্লাস যুক্ত করুন।
07:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে, এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:50 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:53 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
07:58 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08:02 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়।
08:05 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
08:12 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
08:17 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
08:23 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro
08:27 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble