JChemPaint/C3/Features-of-JChemPaint/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | Features of JChemPaint এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:07 | এই টিউটোরিয়ালে আমরা পরিবর্তন করা শিখব: |
| 00:10 | প্যানেলের ব্যাকগ্রাউন্ডের রঙ। |
| 00:12 | উইন্ডোর বাহ্যিক চেহারা। |
| 00:14 | ইউজার ইন্টারফেসের ভাষা। |
| 00:18 | আমরা এও শিখব, |
| 00:20 | টেমপ্লেট সন্নিবেশ করা। |
| 00:22 | একটি নির্দিষ্ট কাঠামোর জন্য SMILES এবং InChi কী নির্মাণ করা। |
| 00:26 | কাঠামো নির্মান করতে SMILES এবং InChi কী সন্নিবেশ করা। |
| 00:31 | টিউটোরিয়াল রেকর্ড করতে ব্যবহার করছি, |
| 00:33 | উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04 |
| 00:38 | JChemPaint সংস্করণ 3.3-1210 |
| 00:43 | জাভা সংস্করণ 7 |
| 00:46 | টিউটোরিয়াল অনুসরণ করতে JChemPaint কেমিকাল স্ট্রাকচার এডিটর সম্পর্কে জানতে হবে। |
| 00:54 | না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইটে যান। |
| 01:01 | JChemPaint উইন্ডোতে যাই। |
| 01:04 | ডেস্কটপে সংরক্ষণ করা .jar ফাইল আবার কল করি। |
| 01:10 | টার্মিনাল খুলতে Ctrl, Alt এবং T কী একসাথে টিপুন। |
| 01:17 | লিখুন cd স্পেস Desktop এবং এন্টার টিপুন। |
| 01:24 | লিখুন java স্পেস হাইফেন jar স্পেস ডট স্ল্যাশ jchempaint হাইফেন 3.3-1210 ডট jarএবং এন্টার টিপুন। |
| 01:43 | JChemPaint উইন্ডো দেখায়। |
| 01:45 | এখন প্যানেলের পটভূমির রঙ পরিবর্তন করা দেখি। |
| 01:50 | Edit মেনুতে গিয়ে Preferences এ যান এবং এটিতে টিপুন। |
| 01:56 | JChemPaint Preferences উইন্ডো খোলে। |
| 02:00 | Choose background color বোতামে টিপুন। |
| 02:04 | Choose background color উইন্ডো খোলে। |
| 02:07 | এই উইন্ডোতে তিনটি ট্যাব রয়েছে যথা Swatches, HSB এবং RGB. |
| 02:15 | আপনার অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, এই উইন্ডো একটু পরিবর্তন হতে পারে। |
| 02:21 | HSB হয়তো HSV হতে পারে। |
| 02:25 | আপনি হয়তো Swatches ট্যাব দেখবেন না। |
| 02:28 | উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দুটি অতিরিক্ত ট্যাব রয়েছে যথা HSL এবং CMYK |
| 02:37 | আপনি পছন্দের ব্যাকগ্রাউন্ডের রং বাছতে পারেন। |
| 02:40 | ব্যাক গ্রাউন্ড হালকা সবুজ রঙে বদলাতে হালকা সবুজ রঙের Swatch এ টিপব। |
| 02:47 | উইন্ডো বন্ধ করতে OK তে টিপুন। |
| 02:50 | প্রেফেরেন্সেস উইন্ডো বন্ধ করতে OK তে টিপুন। |
| 02:55 | Choose background color উইন্ডো ব্যবহার করে বিভিন্ন রঙ সমন্বয় চেষ্টা করুন। |
| 03:01 | এরপর Other Preferences ট্যাব। |
| 03:05 | Edit মেনুতে গিয়ে Preferences এ টিপুন। |
| 03:09 | Preferences উইন্ডো খোলে। |
| 03:12 | Other Preferences ট্যাবে টিপুন। |
| 03:15 | Look and feel ফীল্ডে যান। |
| 03:19 | এই ফীল্ডের একটি ড্রপ ডাউন তালিকা রয়েছে। |
| 03:21 | তালিকায় রয়েছে System, Metal, Nimbus, Motif, GTK এবং Windows. |
| 03:29 | আমি Nimbus এ টিপব। |
| 03:32 | তারপর OK বোতামে টিপুন। |
| 03:35 | উইন্ডোর বাহ্যিক চেহারা লক্ষ্য করুন। |
| 03:40 | Edit মেনুতে টিপুন, তারপর Preferences এ টিপুন। |
| 03:45 | অন্যান্য Preferences এ টিপুন। |
| 03:49 | User Interface Language ফীল্ডে যান। |
| 03:53 | এই ফীল্ডের একটি ড্রপ ডাউন তালিকা রয়েছে। |
| 03:56 | তালিকায় রয়েছে American English এবং অন্যান্য ভাষা। |
| 04:02 | ডিফল্টরূপে American English নির্বাচিত। |
| 04:06 | আমি Spanish এ টিপব। |
| 04:09 | OK বোতামে টিপুন। |
| 04:12 | মেনু বার এবং স্টেটাস বারে ভাষা পরিবর্তন লক্ষ্য করুন। |
| 04:19 | আমি পরিবর্তনগুলি বাতিল করব। |
| 04:23 | এখন প্যানেলে টেম্পলেট সন্নিবেশ করুন। |
| 04:27 | Templates মেনুতে টিপুন। |
| 04:30 | Templates ড্রপ ডাউন দেখায়। |
| 04:33 | অথবা আপনি পাশের টুল বার থেকে টেমপ্লেট মেনু খুলতে পারেন। |
| 04:39 | এখানে আপনি বিভিন্ন টেমপ্লেট ট্যাব দেখতে পারেন। |
| 04:43 | All Templates ট্যাবে টিপুন। |
| 04:47 | Structure Templates উইন্ডো দেখায়। |
| 04:51 | উইন্ডো তাদের কাঠামোর সাথে টেমপ্লেটের তালিকা দেখায়। |
| 04:56 | আমি বিভিন্ন কাঠামো দেখতে উইন্ডোর নীচে স্ক্রল করব। |
| 05:01 | কাঠামো প্রদর্শন করতে কয়েকটি টেমপ্লেট ট্যাবে টিপব। |
| 05:06 | Beta Lactums ট্যাবে টিপুন। |
| 05:10 | Penicillin এর কাঠামো প্যানেলে দেখতে এর কাঠামোতে টিপুন। |
| 05:16 | পরিবর্তনগুলি পূর্বাবস্থায় আনতে Ctrl+ Z টিপুন। |
| 05:20 | Templates ট্যাবে টিপুন, Miscellaneous এ টিপুন। |
| 05:25 | C60 Fullerene এর কাঠামো প্যানেলে দেখতে এর কাঠামোতে টিপুন। |
| 05:31 | আপনি প্যানেলে আপনার পছন্দের অন্যান্য টেমপ্লেট লোড করতে পারেন। |
| 05:36 | এরপর আমরা SMILES এবং InChi কী সম্পর্কে শিখব। |
| 05:41 | SMILES এবং InChi কীস কি? |
| 05:45 | SMILES সরলীকৃত আণবিক ইনপুট লাইন এন্ট্রি সিস্টেম। |
| 05:51 | এটি ছোট ASCII স্ট্রিং ব্যবহার করে রাসায়নিক কাঠামো বর্ণন করে। |
| 05:57 | মলিকুলার এডিটর কাঠামো 2D অঙ্কনে বদলাতে SMILES স্ট্রিং ইম্পোর্ট করে। |
| 06:06 | উদাহরণস্বরূপ, CCCCCC হেক্সেনের একটি ক্যানোনিকাল SMILES. |
| 06:15 | InChi আন্তর্জাতিক রাসায়নিক আইডেন্টিফায়ার। |
| 06:19 | এটি তথ্যের লেয়ারের পরিপ্রেক্ষিতে একটি কেমিকাল বর্ণন করে। |
| 06:25 | পরমাণু এবং তাদের বন্ধনের সংযোগ, |
| 06:28 | আইসোটপিক, স্টিরিওকেমিকাল এবং ইলেকট্রনিক চার্জ তথ্য। |
| 06:34 | উদাহরণস্বরূপ, এটি প্রোপেনের InChi কী। |
| 06:41 | আমি উইন্ডো মুছে ফেলবো। |
| 06:43 | কীবোর্ডে Delete টিপুন। |
| 06:47 | SMILES তৈরী করতে Templates মেনু থেকে আমি Alkaloid, Morhphine লোড করব। |
| 06:55 | Tools মেনুতে টিপুন, তারপর Create SMILES এ টিপুন। |
| 07:02 | SMILES ডায়লগ বাক্স Generated SMILES এর সাথে খোলে। |
| 07:07 | ডায়লগ বাক্সে SMILES এবং Chiral SMILES রয়েছে। |
| 07:13 | ডায়লগ বাক্স বন্ধ করতে OK টিপুন। |
| 07:17 | কাঠামো নির্বাচিত না থাকলে এটি করতে Ctrl + A টিপুন। |
| 07:22 | Morphine এর InChi কী তৈরী করতে Tools মেনুতে যান। |
| 07:27 | Create InChi তে টিপুন। |
| 07:30 | InChi ডায়লগ বাক্স Morphine এর InChi তৈরীর সাথে প্রর্দশিত হবে। |
| 07:36 | ডায়লগ বাক্স বন্ধ করতে OK টিপুন। |
| 07:40 | Morphine এর কাঠামো মুছে ফেলতে কীবোর্ডে Delete টিপুন। |
| 07:45 | এখন সন্নিবেশ করা SMILES থেকে কাঠামো প্রাপ্ত করা শিখব। |
| 07:50 | Formatting টুলবারের নীচে, আমাদের কাছে ইনসার্ট বোতামের সাথে একটি ইনসার্ট বার রয়েছে। |
| 07:59 | ইনসার্ট বারে টিপুন এবং লিখুন c1ccc1 এবং ইনসার্ট বোতামে টিপুন। |
| 08:09 | Cyclobutene এর কাঠামো প্যানেলে তৈরী হয়েছে। |
| 08:14 | পরিবর্তনগুলি পূর্বাবস্থায় আনতে Ctrl+Z টিপুন। |
| 08:19 | আমি ইতিমধ্যে PubChem পেজ থেকে Text Editor এ কয়েকটি SMILES এবং InChi কীস সংরক্ষণ করেছি। |
| 08:27 | আমি Text Editor থেকে SMILES কপি করব এবং ইনসার্ট বারে পেস্ট করব। |
| 08:34 | এবং Insert বোতামে টিপুন। |
| 08:38 | সন্নিবেশ করা SMILES প্যানেলে Aspartic অ্যাসিডের কাঠামো প্রদর্শন করে। |
| 08:44 | পরিবর্তন পূর্বাবস্থায় আনতে OK টিপুন। |
| 08:48 | আমি টেক্সট এডিটর থেকে একটি Inchi কী কপি করব এবং ইনসার্ট বারে পেস্ট করব। |
| 08:57 | তারপর Insert বোতামে টিপুন। |
| 09:00 | সন্নিবেশ করা Inchi কী, প্যানেলে Benzene এর কাঠামো প্রদর্শন করে। |
| 09:07 | নির্দেশিত কাজ হিসাবে বিভিন্ন কাঠামো পেতে প্রদত্ত SMILES এবং InChi কী সন্নিবেশ করুন। |
| 09:16 | সংখিপ্তকরণ করি। |
| 09:18 | এই টিউটোরিয়ালে আমরা পরিবর্তন করা শিখেছি: |
| 09:21 | প্যানেলের ব্যাকগ্রাউন্ডের রঙ। |
| 09:24 | উইন্ডোর বাহ্যিক চেহারা। |
| 09:27 | ইউজার ইন্টারফেসের ভাষা। |
| 09:30 | টেম্পলেট সন্নিবেশ করা। |
| 09:32 | একটি প্রদত্ত কাঠামোর জন্য SMILES এবং InChi কী নির্মাণ করা। |
| 09:37 | কাঠামো নির্মান করতে SMILES এবং InChi কী সন্নিবেশ করা। |
| 09:43 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
| 09:47 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
| 09:52 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
| 09:56 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
| 09:59 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
| 10:06 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
| 10:09 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
| 10:17 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
| 10:23 | আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |