Inkscape/C4/Trace-bitmaps-in-Inkscape/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Inkscape ব্যবহার করে Trace bitmap in Inkscape এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: রাস্টার এবং ভেক্টর ইমেজের মধ্যে পার্থক্য, বিভিন্ন রাস্টার এবং ভেক্টর ফরম্যাট, রাস্টার ইমেজকে ভেক্টরে রূপান্তর করা। |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 12.04 OS, Inkscape সংস্করণ 0.91 |
00:29 | এই টিউটোরিয়ালে উদাহরণ হিসাবে ব্যবহৃত ইমেজগুলি Code Files লিঙ্কে দেওয়া হয়েছে। |
00:36 | এখানে টিউটোরিয়ালটি থামান এবং আপনার মেশিনে ইমেজগুলি ডাউনলোড করুন। |
00:42 | এখানে আমার ডেস্কটপে 2 টি ইমেজ রয়েছে। |
00:45 | Linux.png হল রাস্টার ইমেজ এবং Linux.pdf হল ভেক্টর ইমেজ। |
00:51 | এখন এগুলি খুলি। |
00:53 | উভয় ইমেজ অনুরূপ দেখাতে পারে। আমরা শুধুমাত্র ইমেজে জুম করে পার্থক্য করব। এখন এটি করি। |
01:02 | এখন, প্রথম ইমেজটি পিক্সেলেট দেখায় কারণ একটি রাস্টার ইমেজ পিক্সেল দ্বারা নির্মিত। |
01:09 | কিন্তু দ্বিতীয় ইমেজটি পিক্সেলেট নয় কারণ ভেক্টর ইমেজ পাথ দ্বারা গঠিত। |
01:15 | কিছু রাস্টার ইমেজ ফরম্যাট হল: JPEG, PNG, TIFF, GIF, BMP ইত্যাদি। |
01:27 | কিছু ভেক্টর ইমেজ ফরম্যাট হল: SVG, AI, CGM ইত্যাদি। |
01:34 | ফরম্যাট যা ভেক্টর এবং রাস্টার উভয়ই হতে পারে: PDF EPS SWF |
01:43 | এখন এই রাস্টার ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে শিখি। |
01:47 | Inkscape খুলুন, এখন রাস্টার ইমেজ ইম্পোর্ট করব। |
01:52 | File এ যান এবং Import এ ক্লিক করুন। |
01:57 | এখন, Path menu তে যান এবং Trace Bitmap এ ক্লিক করুন। |
02:02 | একটি ডায়ালগ বাক্স খোলে। Mode ট্যাবে আমরা বিভিন্ন বিকল্প দেখতে পারি। |
02:08 | নিশ্চিত করুন যে ইমেজ চয়নিত। ডিফল্টরূপে, Brightness cutoff বিকল্প চয়নিত। |
02:14 | Preview তে, পরিবর্তনগুলি দেখতে Live Preview বিকল্প চেক করুন। |
02:20 | যেমনকি আপনি Preview উইন্ডোতে দেখেন, Brightness steps দ্বারা আপনি ব্রাইটনেসে অন্তর করতে পারেন। |
02:26 | এখন দ্বিতীয় বিকল্পে ক্লিক করুন, যা হল Edge detection. |
02:31 | যেমনকি নাম দেখায়, এটি শুধুমাত্র এজেস খোঁজে। |
02:35 | Color quantization কম করা রঙের সীমানার চারিদিক চিহ্নিত করে। |
02:41 | Invert image বিটম্যাপের রঙ উল্টাবে যদি আপনি মনে করেন উল্টানো ইমেজ ভালো। |
02:47 | আমি Invert image আনচেক করব। |
02:51 | Multiple scans একাধিক রঙের জন্য ভালো। |
02:54 | Brightness steps উজ্জ্বলতার পার্থক্য চিহ্নিত করে। |
02:58 | Colors উল্লিখিত রঙের পরিমাণ চিহ্নিত করে। |
03:01 | Grays, Colors এর অনুরূপ, কিন্তু শুধুমাত্র গ্রেস্কেল রঙ খোঁজে। Smooth বিকল্প আনচেক করুন, কারন এটি প্রান্তে আরো মসৃণ লাইন বানায়। |
03:13 | এখন সকল ট্রেসিং বিকল্প দেখেছি। আপনি প্রয়োজন অনুযায়ী এগুলির যে কোনো একটি চয়ন করতে পারেন। |
03:20 | আমি এটিতে ক্লিক করে Colors বিকল্প চয়ন করব। |
03:24 | এখন OK তে ক্লিক করুন এবং ডায়লগ বাক্স বন্ধ করুন। |
03:28 | ট্রেস করা ইমেজ মূল ইমেজের উপরে তৈরী হয়। |
03:33 | উভয় ইমেজ দেখতে, ক্লিক করুন এবং ইমেজ এক পাশে নিয়ে যান। |
03:38 | ইমেজ এখন ভেক্টরে বদলে গেছে। ইমেজে জুম করুন। |
03:43 | যেমনকি উল্লিখিত রয়েছে প্রথম ইমেজ পিক্সেলেট হয়ে যায়, যখনকি দ্বিতীয় ইমেজ পিক্সেলেট হয় না। |
03:50 | আমরা পাথগুলিও খুব স্পষ্টভাবে দেখতে পারি। |
03:56 | এখন, মূল ইমেজ মুছুন। |
03:58 | ইমেজ চয়ন করুন। Path এ যান. Break Apart এ ক্লিক করুন। |
04:03 | এখন ইমেজে ডাবল ক্লিক করুন। একটি ইমেজের উপর অন্যান্য ইমেজের স্ট্যাক তৈরী হয়। |
04:10 | এটি দৃশ্যমান করতে সেগুলিতে ক্লিক করুন এবং একপাশে আনুন। |
04:13 | এরপর শিখব যে ভেক্টর ইমেজ কিভাবে সম্পাদন করে। আমি কালো ইমেজ সম্পাদন করব। |
04:19 | সুতরাং অন্যান্য ইমেজ মুছে দিন। |
04:23 | নিশ্চিত করুন যে ইমেজ চয়নিত। |
04:26 | Path এ যান. Break Apart এ ক্লিক করুন। |
04:29 | Fill and Stroke এ, opacity কমিয়ে 50 করুন। এখন আপনি অংশগুলি স্পষ্টভাবে দেখতে পারেন। |
04:37 | এখন ইমেজের রঙ পরিবর্তন করি। |
04:40 | আপনি আপনার কল্পনা অনুযায়ী রঙ বদলাতে পারেন। |
04:44 | এখন সকল অংশ চয়ন করুন এবং opacity বাড়িয়ে 100 করুন। |
04:51 | তাদের একসাথে সমূহ বানাতে Ctrl + G টিপুন। |
04:55 | এখন কিছু হেয়ার-স্টাইল যোগ করি। এটি করতে, ইমেজটি চয়ন করুন এবং Nodes টুলে ক্লিক করুন। |
05:02 | শীর্ষে নোড যোগ করুন। এখন প্রদর্শনের মত নোড একটু উপরে নিয়ে যান। |
05:09 | ইমেজ রাস্টার এবং ভেক্টর উভয় ফরম্যাটে সংরক্ষণ করুন। |
05:13 | প্রথমে এটি রাস্টার হিসাবে অর্থাৎ PNG ফরম্যাটে সংরক্ষণ করুন। File এ যান এবং তারপর Save As এ ক্লিক করুন। |
05:21 | নাম বদলে Image-raster করুন। Save এ ক্লিক করুন। |
05:29 | এরপর ইমেজটি ভেক্টর হিসাবে অর্থাৎ PDF ফরম্যাটে সংরক্ষণ করি। |
05:34 | আবার File এ যান এবং Save As এ ক্লিক করুন। |
05:39 | এক্সটেনশন বদলে PDF করুন। নাম বদলে Image-vector করুন এবং Save এ ক্লিক করুন। |
05:48 | এখন ডেস্কটপে যান এবং উভয় ইমেজ চেক করুন। |
05:53 | আপনি স্পষ্টভাবে দুটি ইমেজের মধ্যে পার্থক্য দেখতে পারেন। |
05:58 | এই টিউটোরিয়ালে জন্য এতটাই। সংক্ষিপ্তকরণ করি। |
06:01 | এখানে আমরা শিখেছি: রাস্টার এবং ভেক্টর ইমেজের মধ্যে পার্থক্য, বিভিন্ন রাস্টার এবং ভেক্টর ফরম্যাট, রাস্টার ইমেজকে ভেক্টরে বদলানো। |
06:12 | অনুশীলনী হিসাবে, আপনার কোড ফাইল লিঙ্কে দেওয়া ট্রেনের ইমেজ চয়ন করুন এবং এটি গ্রে রঙের ভেক্টরে বদলান। |
06:20 | আপনার কাজ এইরকম দেখানো উচিত। |
06:23 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
06:30 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
06:38 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
06:41 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
06:51 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |