Inkscape/C2/Overview-of-Inkscape/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Inkscape এ স্পোকেন টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00:05 এই শৃঙ্খলায় আমরা নিজেদের ইনকস্কেপ এবং তার বৈশিষ্ট্য এর সাথে পরিচয় করাব।
00:11 আমরা বিভিন্ন পূর্বনির্ধারিত আকার আঁকা এবং সম্পাদন করা শিখব।
00:21 কলর হুইল ব্যবহার করা।
00:26 Bezier টুল ব্যবহার করা।
00:33 প্রয়োজন অনুযায়ী টেক্সট ব্যবহার এবং পরিচালন করা।
00:37 উদাহরণস্বরূপ: সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট।
00:42 টেক্সটে উপরে ইমেজ রাখা।
00:47 এই শৃঙ্খলায় আমরা আকারের সমন্বয় ব্যবহার করে একটি টায়েল প্যাটার্ন ও তৈরী করা শিখব।
00:54 একটি ফুলের মত গ্রাফিক্স।
00:58 ব্রোসার্স এবং ফ্লায়ার্স।
01:02 পোষ্টার এবং ব্যানার।
01:06 সিডি লেবেল।
01:10 ভিসিটিং কার্ড।
01:13 লোগো এবং আরো অনেক কিছু।
01:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 12.04 এবং উইন্ডোজ 7 OS.
01:24 ইনকস্কেইপ সংস্করণ 0.48.4.
01:28 Inkscape একটি ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।
01:31 এটি লিনাক্স, ম্যাক OS X এবং উইন্ডোজে কাজ করে।
01:36 ইনকস্কেপ সকল ধরনের 2D গ্রাফিক ডিজাইনে ব্যবহার করা যেতে পারে যেমন:
01:41 চিত্রাঙ্কন এবং পরিসংখ্যান / কার্টুন আঁকতে।
01:46 রঙিন প্যাটার্ন / ব্যাকগ্রাউন্ড তৈরী করতে।
01:50 একটি ওয়েব পৃষ্ঠা লেআউট তৈরী করতে।
01:53 ইমেজ ট্রেস করতে।
01:56 ওয়েব ভিত্তিক বোতাম এবং আইকন তৈরী করতে।
02:00 ওয়েবর জন্য ইমেজ ম্যানুপুলেট করতে।
02:05 ইনকস্কেপ সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে উবুন্টু লিনাক্সে সংস্থাপিত করা যেতে পারে।
02:11 সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সম্পর্কে অধিক জানতে এই ওয়েবসাইটে লিনাক্স টিউটোরিয়াল পড়ুন।
02:17 Dash home এ যান। লিখুন Inkscape.
02:20 আপনি লোগোতে দুইবার টিপে ইনকস্কেইপ খুলতে পারেন।
02:23 এখন উইন্ডোজে ইনকস্কেপ সংস্থাপন করা শিখব।
02:28 আপনার ব্রাউজার খুলুন। 'Inkscape.org' তে যান।
02:33 Download বোতামে টিপুন। উইন্ডোজের জন্য থাকা Installer বিকল্পটি চয়ন করুন।
02:40 আপনি তার সংস্করণের সাথে Download Inkscape এই বাক্যটি দেখবেন। এটিতে টিপুন।
02:46 ডায়লগ বাক্স দেখায়। Save এ টিপুন।
02:51 installer ফাইল আপনার মেশিনে ডাউনলোড করা হবে। Downloads ফোল্ডারে যান।
02:58 ইনকস্কেপ সংস্থাপিত করতে exe ফাইলে দুইবার টিপুন।
03:02 ডিফল্ট ভাষা হল English. এখন Next এ টিপুন।
03:07 আবার Next এ টিপুন।
03:09 আবার Next এ টিপুন।
03:11 Destination ফোল্ডার ডায়লগ বাক্স দেখায়। ডিফল্টরূপে, ইনকস্কেপ Programs ফাইলে সংরক্ষিত হয়েছে। এখন Install এ টিপুন।
03:20 ইনকস্কেপ সংস্থাপিত হচ্ছে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে।
03:25 Next এ টিপুন। ইনস্টলেশন সমাপ্ত করতে Finish এ টিপুন।
03:30 এখন ইনকস্কেপ সফটওয়্যার নিজে নিজেই খোলে।
03:34 না হলে, ডেস্কটপে নির্মিত একটি শর্টকাট আইকন রয়েছে। এটি খুলতে এতে দুইবার টিপুন।
03:42 ইনকস্কেপ খুলতে উভয় পদ্ধতি ব্যর্থ হলে আপনি Start menu> All programs এবং তারপর Inkscape এ টিপতে পারেন।
03:50 ইনকস্কেপ ইন্টারফেস এখন খুলবে।
03:54 এখন, এই প্রদর্শনী সমাপ্ত করতে আমি লিনাক্সে ফিরে যাবো।
03:58 যদিও এখানে দেখানো ধাপগুলি যে কোনো OS এ ইনকস্কেপে কাজ করবে।
04:04 মেন অঙ্কনের এলাকাকে canvas বলে। যেখানে আমরা সকল গ্রাফিক্স তৈরী করব।
04:10 এখানে ইনকস্কেপে বিভিন্ন টুল বিকল্প এবং মেনু বিকল্প রয়েছে। আমরা এই শৃঙ্খলায় বিষদভাবে প্রতিটি সম্পর্কে শিখব।
04:17 এখন সংক্ষেপে ইনকস্কেইপ ব্যবহার করা শিখি।
04:21 আমরা Rectangle টুল নির্বাচন করে একটি চতুর্ভুজের আকার তৈরী করব।
04:25 চতুর্ভুজের আকার আঁকতে canvas এ টিপুন এবং ড্র্যাগ করুন।
04:29 এখানে এটি আমাদের চতুর্ভুজ।
04:32 আমি এই ইনকস্কেপ অঙ্কন সংরক্ষণ করি।
04:34 File মেনুতে যান। Save এ টিপুন।
04:38 আমি এর নাম drawing_1.svg দেবো এবং Documents ফোল্ডারে সংরক্ষণ করব।
04:45 এখানে svg ডিফল্ট ইনকস্কেপ ফাইল এক্সটেনশন নির্দেশ করে।
04:49 আমরা আগামী টিউটোরিয়ালে ইনকস্কেইপ এবং তার রোমান্চকর বৈশিষ্ট্য সম্পর্কে আরো শিখব।
04:55 আমি আগেই এই শৃঙ্খলায় টিউটোরিয়াল থেকে ঝলক দেখিয়েছি।
05:00 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
05:06 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
05:13 অধিক বিবরণের জন্য, আমাদের লিখুন।
05:15 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
05:21 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
05:25 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:27 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta