Health-and-Nutrition/C2/Importance-of-Protein/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 প্রোটিনের গুরুত্ব সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালে, আমরা শিখব:
00:08 আমাদের শরীরের জন্য প্রোটিনের উপকারিতা।
00:11 এর অভাবের ফলাফল।
00:15 বিভিন্ন বয়সকালে এর প্রয়োজনীয়তা।
00:18 খাদ্যের উৎস।
00:21 প্রোটিন হল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি আবশ্যক পুষ্টিকর পদার্থ।
00:27 এটি 22 টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত।
00:31 22 টির মধ্যে নয়টি অ্যামিনো অ্যাসিড অপরিহার্য।
00:36 এগুলি আমাদের শরীরে তৈরী হয় না, তাই সেগুলি খাবারের মাধ্যমে নিতে হয়।
00:43 বাকি 13 টি আমাদের শরীরে তৈরী হয়।
00:47 আমি আপনাকে সংক্ষেপে আমিনো অ্যাসিড সম্পর্কে বলব।
00:51 অ্যামিনো অ্যাসিড হল জৈব মৌল যা প্রোটিন একত্রিত হয়ে প্রোটিন বানায়।
00:58 লাইসিন, লিউসিন, হিস্টিডিন, মেথিওনাইন, ট্রিপটোফান কয়েকটি অ্যামিনো অ্যাসিড।
01:09 প্রোটিন 2 টি ভাগে বিভক্ত।
01:12 এগুলি হল সম্পূর্ণ প্রোটিন এবং অসম্পূর্ণ প্রোটিন।
01:18 তাদের মধ্যে পার্থক্য খাদ্যে উপস্থিত অ্যামিনো অ্যাসিডের ধরণের উপর ভিত্তি করে।
01:27 সম্পূর্ণ প্রোটিন, যাতে সকল 9 টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে।
01:34 সকল আমিষ খাদ্য সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ হয়।
01:39 উদাহরণস্বরূপ: চিকেন,
01:41 ডিম,
01:43 মাছ এবং মাংস।
01:46 একইভাবে, দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলিও সম্পূর্ণ প্রোটিনের উৎস।
01:53 অসম্পূর্ণ প্রোটিনে 1 বা একাধিক প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের অপর্যাপ্ত পরিমাণ থাকে।
02:02 বেশিরভাগ নিরামিষ খাবারই অসম্পূর্ণ প্রোটিন।
02:06 উদাহরণস্বরূপ: ডাল,
02:09 খাদ্যশস্য,

বাদাম

02:12 এবং বীজ।
02:14 এগুলির মধ্যে, সয়াবিন হল প্রোটিনের অন্যতম উৎকৃষ্ট নিরামিষ উৎস।
02:21 প্রোটিন মাংসপেশী টিস্যুগুলির বৃদ্ধি, মেরামত এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে।
02:30 এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্যও প্রয়োজন।
02:33 এছাড়া একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরী করে।
02:37 প্রোটিন সমৃদ্ধ খাবার খিদের আকাঙ্ক্ষা কমায় এবং দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে।
02:43 এটি ওজন পরিচালনায় সহায়তা করে।
02:47 হজমে সহায়তা এবং টক্সিন ভেঙে যাওয়া অন্যান্য দুটি ফাংশন।
02:54 এটি মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে সঙ্কেত বহন করতে সহায়তা করে।
03:00 শরীরে পুষ্টিকর পদার্থ পরিবহন এবং সঞ্চয় করার জন্যও প্রোটিন প্রয়োজন।
03:06 এখন প্রোটিনের অভাবের সঙ্কেত এবং লক্ষণগুলি সম্পর্কে বুঝি।
03:13 প্রোটিনের অভাবের লক্ষণগুলির একটি হল ভ্রূণের বৃদ্ধি হ্রাস করা।
03:20 বাচ্চাদের এই ঘাটতি তাদের বাড়তে না দেওয়ার কারণ হতে পারে।
03:26 এর ফলে শরীরের ওজন কম হতে পারে।
03:30 এই ধরণের পরিস্থিতিতে, শিশুদের বিভিন্ন সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।
03:37 বৃষ্টি কম হওয়ার কারণে, শিশুর মস্তিষ্কের বিকাশও প্রভাবিত হতে পারে।
03:43 দীর্ঘমেয়াদে, কম বৃদ্ধি হওয়া শিশুদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে।
03:51 তাদের বড় হওয়ার সাথে সাথে উচ রক্তচাপও হতে পারে।
03:56 প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রোটিনের অভাব মাংসপেশী দূর্বল করে।
04:02 তারা ক্লান্ত বোধ করতে পারে,
04:05 দুর্বল

এবং সর্বদা সংক্রমণের ঝুঁকি থাকে।

04:09 ত্বক কুঁচকানো এবং চুল পড়া এর অন্যান্য উদাহরণ।
04:15 বিভিন্ন বয়সের লোকেদের বিভিন্ন দৈনিক প্রয়োজন থাকে।
04:20 এই টিউটোরিয়ালে পরামর্শ দেওয়া প্রোটিনের প্রয়োজনীয়তা ফীল্ড নিরীক্ষণ করা অনুযায়ী।
04:28 0 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য এটি শরীরের প্রতি কেজি ওজনের 1 থেকে 2 গ্রাম।
04:36 1 থেকে 3 বছরের শিশুদের জন্য 16 গ্রাম প্রোটিন প্রয়োজন।
04:43 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 20 গ্রাম।
04:48 7 থেকে 9 বছরের শিশুদের জন্য 29 গ্রাম পরামর্শ দেওয়া হয়।
04:55 10 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 40 গ্রাম।
05:00 কিশোরদের জন্য 52 থেকে 62 গ্রাম প্রস্তাবিত।
05:06 গর্ভবতী মহিলাদের জন্য, এটি 78 গ্রাম।
05:11 স্তন্যপান করানো মায়েদের জন্য, 68 থেকে 74 গ্রাম পরামর্শ দেওয়া হয়।
05:18 প্রাপ্তবয়স্কদের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা তাদের শারীরিক গতিবিধির উপরও নির্ভর করে।
05:25 গতিবিধি শ্রেণীবদ্ধ করা হয়েছে সাধারণ,
05:30 মাঝারি

এবং উচ্চ।

05:33 সাধারণ গতিবিধির মধ্যে পড়াশোনা,
05:36 সেলাই,
05:38 ডেটা এন্ট্রি
05:40 এবং কল সেন্টারের কাজ।
05:44 ডেস্কে কাজ করা লোকেরাও সাধারণ গতিবিধির ভিতরে আসে।
05:50 মাঝারি গতিবিধির মধ্যে কৃষিকাজ,
05:55 ঘর পরিষ্কার করা,

রাজমিস্ত্রি

05:58 এবং ড্রাইভার।
06:00 উচ্চ গতিবিধির মধ্যে রয়েছে পাথর কাটা,
06:04 কাঠ কাটা,

ক্রীড়াবিদ

06:07 এবং খনির কর্মী।
06:10 সাধারণ কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1 গ্রাম প্রোটিন প্রয়োজন।
06:18 আদর্শ দেহের ওজন হল সর্বোত্তম ওজন যা একজন ব্যক্তির পক্ষে স্বাস্থ্যকর।
06:24 মাঝারি কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1.2 গ্রাম প্রোটিন প্রয়োজন।
06:32 উচ্চ কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1.5 গ্রাম প্রোটিন প্রয়োজন।
06:40 এখন এটি একটি উদাহরণ দিয়ে বুঝি।
06:44 একটি 55 কেজির মাঝারি পরিশ্রমী মহিলার প্রোটিনের প্রয়োজন হবে 66 গ্রাম।
06:53 একই মহিলা যদি ভারী কাজ করে তবে তার প্রয়োজন হবে 82 গ্রাম।
07:00 আপনার প্রতিদিনের আহারে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।
07:06 এই জাতীয় খাবার 6 মাস বয়স থেকে দেওয়া উচিত।
07:11 এখন আমরা কিছু খাদ্য উৎসে প্রোটিনের পরিমাণ দেখি।
07:17 1 টি সম্পূর্ণ ডিমে প্রায় 7 গ্রাম প্রোটিন থাকে।
07:22 100 গ্রাম হাড় ছাড়া চিকেনে প্রায় 19 গ্রাম প্রোটিন থাকে।
07:29 একইভাবে, 100 গ্রাম মাছে প্রায় 20 গ্রাম প্রোটিন রয়েছে।
07:36 250 মিলিলিটার গরুর দুধে পরিমাণ প্রায় 8 গ্রাম।
07:43 250 মিলিলিটার গরুর দুধ দিয়ে তৈরী দইতে পরিমাণ প্রায় 8 গ্রাম।
07:51 গরুর দুধ থেকে তৈরী 45 গ্রাম পনিরের প্রায় 8 গ্রাম প্রোটিন রয়েছে।
07:59 20 গ্রাম বাদাম এবং বীজে প্রায় 4 গ্রাম রয়েছে।
08:05 30 গ্রাম কাঁচা সয়াবিনে প্রায় 11 গ্রাম প্রোটিন রয়েছে।
08:14 অন্যান্য 30 গ্রাম কাঁচা বিনসে প্রায় 5 গ্রাম প্রোটিন থাকে।
08:22 30 গ্রাম অসিদ্ধ ডালে প্রায় 4 গ্রাম প্রোটিন থাকে।
08:30 30 গ্রাম কাঁচা মিলের চালের প্রায় 2 গ্রাম থাকে।
08:36 30 গ্রাম কাঁচা বাজরাতে প্রায় 4 গ্রাম প্রোটিন রয়েছে।
08:43 30 গ্রাম গমের আটার 1 টি রুটিতে 3 গ্রাম প্রোটিন রয়েছে।
08:52 জোয়ার এবং মুক্তা বাজরার রুটিতেও প্রায় 3 গ্রাম প্রোটিন থাকে।
08:59 একটি মিসসি রুটিতে 4 গ্রাম প্রোটিন থাকে।
09:06 মিসসি রুটি বানানো হয় বেসন এবং গমের আটার সমান অনুপাত দিয়ে।
09:13 নিরামিষভোজীর চেয়ে আমিষ খাবারে প্রোটিন ভালো শোষিত হয়।
09:21 কারণ আমিষ খাবারে সম্পূর্ণ প্রোটিন থাকে।
09:27 সম্পূর্ণ প্রোটিনে সকল প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে।
09:33 তাই, নিরামিষকারীদের চেয়ে আমিষ খাবারে প্রোটিনের মান আরো ভালো।
09:40 DIAAS পদ্ধতিতে প্রোটিনের মান যাচাই করা হয়।
09:48 DIAAS হল ডাইজেস্টেবল ইনডিস্পেন্সবল অ্যামিনো অ্যাসিড স্কোর।
09:56 এটি খাবারে হজমযোগ্য অ্যামিনো অ্যাসিড এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের অনুপাত।
10:05 স্কোর 0 থেকে 1 পর্যন্ত দেওয়া হয়।
10:10 1 হল সর্বোচ্চ এবং 0 হল সর্বনিম্ন।
10:16 এখন কয়েকটি খাদ্য সামগ্রীর হজমতার স্কোর দেখি।
10:22 ডিমের 1.18 হজমযোগ্যতা স্কোর রয়েছে।
10:27 দুধের 1.32
10:31 মটরের 0.64
10:35 কাবুলী ছোলার 0.66
10:41 রান্না করা ভাতের 0.59
10:46 গমের 0.43
10:50 ভাজা বাদামেরও স্কোর 0.43 রয়েছে।
10:56 যেমনকি আগে আলোচনা করা হয়েছে, নিরামিষ উৎস হল অসম্পূর্ণ প্রোটিন।
11:02 শস্যের লাইসিন কম এবং ডালে মেথিয়নিন কম থাকে।
11:08 এগুলি একসাথে খাওয়ার ফলে অ্যামিনো অ্যাসিডের অপর্যাপ্ততা পূরণ হবে।
11:14 খাদ্যশস্য এবং ডাল একসাথে প্রোটিনের মান উন্নত করে।
11:20 এটিকে প্রোটিনের পরিপূরক ক্রিয়া বলা হয়।
11:25 বিভিন্ন সংমিশ্রণ সহ বিভিন্ন গ্ৰুপের খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
11:31 বিভিন্ন গ্ৰুপের খাবারের সংমিশ্রণ বিভিন্ন প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পেতে সহায়তা করে।
11:38 দুধের সাথে ডাল এবং খাদ্যশস্যের সংমিশ্রণ প্রোটিনের মান উন্নত করে।
11:46 খাদ্যশস্য এবং ডালে অনুপস্থিত অ্যামিনো অ্যাসিড দুগ্ধ সামগ্রী দ্বারা পূরণ করা হয়।
11:54 এখন আমরা এই সংমিশ্রণ সহ প্রস্তুত কিছু খাবারের সামগ্রী দেখি।
12:00 রাইতার সাথে খিচুড়ি,
12:03 কারি রাইস (বেসন দই এর তরকারি),

এবং পনির পরোটা এর কয়েকটি উদাহরণ।

12:08 দই এর সাথে থালিপীথ এবং
12:11 দইয়ের সাথে রাজমা চাল অন্যান্য উদাহরণ।
12:16 খাদ্যশস্য বা বাজরা আমিষ খাবারের সাথে খাওয়া প্রোটিনের মান উন্নত করে।
12:24 আমি এমন কিছু বিধি বলব যা এই সংমিশ্রণ ব্যবহার করে বানানো যেতে পারে।
12:30 এতে রয়েছে মিলেট চিকেন পোলাও,
12:34 ডিমের দোসা এবং
12:36 চিকেন দিয়ে মিলেট রুটির রোল।
12:39 ডিম ভাত,
12:41 মাংসের পরোটা,
12:43 রাগি বল

এবং চিকেন কারী হল অন্যান্য উদাহরণ।

12:49 এই সংমিশ্রণ বাদে, আমরা অন্যান্য খাদ্য গ্রুপগুলিও মেলাতে পারি।
12:55 দই ভাত,
12:57 পালক পনিরের তরকারি,
12:59 নারকেল দইয়ের চাটনি এর কয়েকটি উদাহরণ।
13:04 তরকারীতে বাদাম এবং বীজের পেস্ট ব্যবহার করাও প্রোটিনের মান উন্নত করে।
13:11 সুস্বাস্থ্যের জন্য আপনার প্রতিদিনের আহারে এই খাদ্য সামগ্রীগুলি খান।
13:16 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।

অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta