Gedit-Text-Editor/C2/Common-Edit-Functions/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 gedit Text editor এ Common Edit Functions টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা এডিটিং এর ফাংশনগুলি শিখব যা আমরা gedit এ প্রায়ই ব্যবহার করি।
00:15 আমরা কন্টেন্ট Cut, Copy এবং Paste, কাজ Undo এবং Redo এবং টেক্সট Search এবং Replace করাও শিখব।
00:25 আমরা ডকুমেন্ট প্রিন্ট করাও শিখব।
00:29 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি।
00:39 টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে।
00:44 gedit Text editor খুলুন।
00:48 Students.txt ফাইল খুলুন যা আমরা আগেই বানিয়েছি।
00:55 টুলবারে আইকন লেবেল open সহ আইকনে ক্লিক করে এটি করি।
01:01 এটি বিদ্যমান ফাইল খুলতে শর্টকাট আইকন।
01:06 Open Files ডায়লগ বাক্স দেখায়।
01:09 ডানদিকে Desktop ফোল্ডার চয়ন করুন।
01:12 Students.txt ফাইলটি চয়ন করুন এবং Open এ ক্লিক করুন।
01:17 এখন টেক্সট cut, copy এবং paste করা শিখি।
01:22 প্রথমে আমরা টেক্সট চয়ন করি যা আমরা cut বা copy করতে চাই।
01:27 আমি এই ফাইল থেকে প্রথম তিনটি শিক্ষার্থীর বিবরণ cut করতে চাই।
01:32 প্রথম তিনটি শিক্ষার্থীর বর্ণন চয়ন করতে, এই তিনটি রেখার উপর কার্সার ক্লিক এবং ড্রেগ করুন।
01:39 এখন, টেক্সট চয়নিত।
01:42 আমরা টুলবারে Cut আইকন ব্যবহার করতে পারি। বা মেন মেনু থেকে Edit এবং Cut চয়ন করতে পারি।
01:51 এছাড়া টেক্সট cut করতে Ctrl + X কীস একসাথে টিপতে পারি।
01:58 লক্ষ্য করুন চয়নিত টেক্সট ফাইলটিতে দৃশ্যমান নয়।
02:03 দয়া করে মনে রাখবেন যে টেক্সট মোছা হয়নি।
02:08 এটি কম্পিউটার মেমোরীর অংশে সংরক্ষণ হয়ে গেছে, যা clipboard হিসাবে পরিচিত।
02:13 clipboard কনটেন্ট স্টোর করে যা cut বা copy করা হয়।
02:18 কনটেন্ট সাময়িকভাবে সংরক্ষণ করা হয় যতক্ষণ এটি পেস্ট বা অন্য কনটেন্ট copy করা না হয়।
02:25 gedit বন্ধ করলে Clipboard কনটেন্ট মেমোরী থেকে মুছে যায়।
02:31 gedit এ ফিরে যান।
02:34 এখন এই টেক্সট নতুন ডকুমেন্টে paste করুন।
02:38 মেন মেনু থেকে, File এবং New তে ক্লিক করুন।
02:42 gedit উইন্ডোতে Untitled Document 1 নামে নতুন ডকুমেন্ট খোলে।
02:47 এখন, মেন মেনু থেকে, Edit এবং Paste চয়ন করুন।
02:53 এছাড়া, টেক্সট পেস্ট করতে আমরা Ctrl + V কীস একসাথে টিপতে পারেন।
03:00 বা টুলবার থেকে Paste আইকন ব্যবহার করতে পারেন।
03:04 Student dot txt থেকে টেক্সট এই ডকুমেন্টে পেস্ট হয়েছে।
03:11 Student.txt ট্যাব ট্যাব করুন।
03:14 এখন, অবশিষ্ট শিক্ষাথীর বর্ণন চয়ন করুন এবং এর এটি কপি বানান।
03:20 মেন মেনু থেকে, Edit এবং Copy চয়ন করুন।
03:24 আমরা কন্টেন্ট কপি করতে কীবোর্ড শর্টকাট Ctrl + C ব্যবহার করতে পারি।
03:30 লক্ষ্য করুন যে কপি করা টেক্সট এখনও দৃশ্যমান।
03:34 এই টেক্সট clipboard এও সঞ্চিত হয়।
03:38 Untitled Document 1 ট্যাব চয়ন করুন।
03:42 তৃতীয় লাইনের পর কার্সার রাখুন এবং Enter টিপুন।
03:46 এখন, কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং Paste চয়ন করুন।
03:52 কন্টেন্ট নির্দিষ্ট স্থানে পেস্ট হয়েছে।
03:56 এটি gedit এ কনটেন্ট cut, copy এবং paste করার একটি সহজ এবং কার্যকর উপায়।
04:04 এরপর Undo এবং Redo বিকল্প দেখবো।
04:07 gedit Text editor ফাইলে করা পরিবর্তনের জন্য Undo করার অনুমতি দেয়।
04:13 মূলত, এটি ডকুমেন্টে অন্তিম পরিবর্তনটি মুছে দেয়।
04:18 এটি দরকারী যখন আপনি কোনো ভুল করেন এবং এটি Undo করতে চান।
04:23 Undo করতে শর্টকাট কীস Ctrl + Z রয়েছে।
04:27 Undo এর বিপরীত হল Redo.
04:31 Redo কমান্ড Undo ক্রিয়ার বিপরীত করে।
04:35 Redo এর জন্য শর্টকাট কীস Shift + Ctrl + Z রয়েছে।
04:41 এখন gedit Text editor এ যান।
04:44 ডান ক্লিক করে Undo চয়ন করুন।
04:47 টেক্সট যা আমরা কপি এবং পেস্ট করেছি, তা দৃশ্যমান নয়।
04:52 Copy-paste ক্রিয়াটি হয়নি।
04:56 একবার আবার undo করুন। এখন, Ctrl + Z কীস একসাথে টিপুন।
05:04 আমরা দেখতে পারি কার্সারটি তৃতীয় লাইনের শেষে ফিরে যায়।
05:09 আগের ক্রিয়াটি এখন হয়নি।
05:13 ডান ক্লিক করে আবার Undo চয়ন করুন।
05:17 প্রথম তিনটি লাইন যা আমরা পূর্বে পেস্ট করেছি তা আর দৃশ্যমান নয়।
05:23 আমরা টুলবার থেকেও Undo আইকন ব্যবহার করতে পারি।
05:28 এইভাবে আমাদের দ্বারা করা সকল ক্রিয়া undo করতে পারি।
05:34 আমরা কিভাবে টেক্সট পুনরায় ফিরে পেতে পারি?
05:38 সাধারণত ডান ক্লিক করে Redo চয়ন করুন।
05:42 একবার আবার ক্রিয়াটি redo করি।
05:45 এই বার Shift + Ctrl + Z কীস টিপুন।
05:50 আমরা টুলবার থেকেও Undo আইকনটি ব্যবহার করতে পারি।
05:55 আমরা আবার টেক্সট ফিরে পেয়েছি।
05:57 আমরা দেখি যে Students.txt নামে ফাইল থেকে শুধুমাত্র শিক্ষাথীর বর্ণন gedit উইন্ডোতে কপি হয়েছে।
06:06 এরপর, আমরা Search এবং Replace বিকল্প দেখবো।
06:10 ফাইলে একটি নির্দিষ্ট শব্দ খোঁজা বেশ কঠিন, যখন তাতে টেক্সটের শত লাইন থাকে।
06:17 সার্চ ফাংশন, সম্পূর্ণ ডকুমেন্টে শব্দের এক বা সকল উদাহরণ খোঁজার অনুমতি দেয়।
06:24 gedit Text editor এ ফিরে যান।
06:28 আমি school.txt নামে ডকুমেন্ট খুলবো যা আমরা আগেই বানিয়েছি।
06:34 school.txt ফাইল এই টিউটোরিয়াল সহ Codefile লিঙ্কে উপলব্ধ।
06:40 ডাউনলোড করে সেই টেক্সট ডকুমেন্ট ব্যবহার করুন।
06:44 এই ডকুমেন্টে, আমি একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে চাই।
06:48 এটি করতে, মেন মেনু থেকে Search তারপর Find এ ক্লিক করুন।
06:53 এছাড়া, আমরা Ctrl + F কীস একসাথে টিপতে পারি।
06:58 বা টুলবার থেকে Search for text আইকন ব্যবহার করতে পারি।
07:02 উইন্ডোর উপরে ডানদিকে Find বাক্স খোলে।
07:07 Find বাক্সে, School শব্দ লিখুন।
07:11 লক্ষ্য করুন যে ডকুমেন্টে সকল school শব্দ হলুদ রঙে লক্ষণীয় হয়েছে।
07:18 প্রথম সঠিক school শব্দ বাদামী রঙে লক্ষণীয়।
07:24 এখন Find বোতামে কার্সার রাখুন এবং মাউসে ডান ক্লিক করুন।
07:29 প্রদর্শিত বিকল্পের তালিকা থেকে, Match Case এ ক্লিক করুন।
07:34 case বিকল্পে শুধুমাত্র একটি শব্দ মিলছে, যা School শব্দে বড়হাতের S.
07:41

আবার Find বাক্সে কার্সার রাখুন এবং মাউসে ডান ক্লিক করুন। Match Case বিকল্প আনচেক করুন।

07:50 এখন, মেন মেনু থেকে, Search এবং Replace এ ক্লিক করুন।
07:56 এছাড়া, আমরা Ctrl + H কীস একসাথে টিপতে পারি। বা টুলবার থেকে Search for and replace text আইকন ব্যবহার করতে পারি।
08:08 Replace ডায়ালগ বাক্স দেখায়।
08:11 Search for ফীল্ডে, schools লিখুন এবং Enter টিপুন।
08:17 Replace with বাক্সে, colleges টিপুন। Match entire word only চেক বাক্স চেক করুন।
08:26 আমরা দেখতে পারি, সকল schools শব্দ হলুদ রঙে লক্ষণীয়।
08:31 Replace বোতামে ক্লিক করুন।
08:34 এটি প্রথমে schools কে colleges এ বদলাবে।
08:39 সকল স্কুলস শব্দ কলেজেস এ বদলাতে Replace All বোতামে ক্লিক করুন।
08:46 উইন্ডো বন্ধ করতে Close বোতামে ক্লিক করুন।
08:50 gedit Text editor আমাদের যে কোনো জিনিস খোঁজারও অনুমতি দেয়।
08:56 Find বাক্স খুলতে Ctrl এবং F কীস একসাথে টিপুন।
09:01 এখন, Find বাক্সে, Students লেখা শুরু করুন।
09:06 লক্ষ্য করুন যেই আমরা প্রথম S অক্ষর লিখি, কার্সার ডকুমেন্টের সকল S অক্ষর লক্ষণীয় করে।
09:14 শেষে, সম্পূর্ণ শব্দ Students লক্ষণীয় হয় যেই আমরা সম্পূর্ণ টাইপ করি।
09:20 এরপর আমরা শিখব school.txt ফাইল কিভাবে প্রিন্ট করে।
09:25 মেনু বার থেকে File এবং তারপর Print চয়ন করুন।
09:30 আমরা টুলবারে Print আইকনেও ক্লিক করতে পারি।
09:35 Print ডায়ালগ বাক্স দেখায়।
09:38 প্রিন্টার মেশিনের সাথে জুড়ে থাকলে এটি এখানে Printer details এর সূচীতে দেখাবে।
09:44 এই উইন্ডোতে ট্যাব এবং সিলেকশন ডিফল্ট কনফিগারেশন সেটিংস অনুযায়ী হবে।
09:50 আপনার ডকুমেন্ট প্রিন্ট করতে, নীচে ডানদিকে Print বোতামে ক্লিক করুন।
09:55 প্রিন্টার কনফিগারেশন সঠিক হলে আপনার ডকুমেন্ট প্রিন্ট হবে।
10:00 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে-
10:05 এখানে আমরা শিখেছি-

Cut, Copy এবং Paste, Undo এবং Redo, Search এবং Replace টেক্সট এবং Print বিকল্প।

10:16 একটি অনুশীলনী রয়েছে-
10:19 gedit এ School.txt ফাইল খুলুন।
10:23 প্রথম প্যারাগ্রাফ কপি করুন এবং তা নতুন ডকুমেন্টে পেস্ট করুন।
10:27 নতুন ডকুমেন্ট SchoolNew.txt হিসাবে সংরক্ষণ করুন।
10:32 প্রথম লাইনে About School শীর্ষক লিখুন। পরিবর্তন Undo করুন।
10:38 ফাইলের কন্টেন্টে পরিবর্তন লক্ষ্য করুন।
10:42 নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
10:49 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।
10:54 অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন।
10:58 আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? এই সাইটে যান।
11:03 মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে সমস্যা রয়েছে।
11:07 আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। আমাদের দলের কেউ একজন এর উত্তর দেবে।
11:13 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত।
11:20 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
11:25 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta