GIMP/C2/Selecting-Sections-Part-1/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:31 এই ইমেজের সাথে আজকের টিউটোরিয়াল শুরু করি।
00:34 আজ আমি একটি ইমেজকে একটি উদাহরণ হিসাবে ব্যবহার করে শুধুমাত্র এরই উপর কাজ করব।
00:44 এই সিলেকশনের উপর কাজ শুরু করার পূর্বে আমার মনে হয় যে আপনাকে এই সম্পর্কে একটু বুঝে নেওয়া উচিত যে বাস্তবে এই সিলেকশন কি।
00:57 এই বর্গক্ষেত্র একটি সিলেকশন এবং এই ভাগ সিলেকশনের বাইরে।
01:06 এখানে এই গতিশীল লাইন এই সিলেকশনের বর্ডার।
01:15 GIMP এর মানুষ সিলেকশনকে একটি চ্যানেল হিসাবে জানে।
01:19 লাল, সবুজ বা নীল এর মত একটি চ্যানেল বা একটি আলফা চ্যানেল যা স্বচ্ছতা নিয়ন্ত্রণ করে।
01:28 এই সিলেকশনের বাইরে এই চ্যানেলের ভ্যালু হল শূন্য।
01:33 সিলেকশনের ভিতরে এর ভ্যালু 255 এবং এই দুটি ভ্যালুসের মাঝে বর্ডার রয়েছে এবং তাদের মাঝের মান 255 এর কম এবং শুন্যের অধিক হতে পারে।
01:48 তাই একটি সিলেকশন বদলানো বা সিলেকশন তৈরী করা হল কিছু সংখ্যাকে বদলানো।
01:55 এখন এটি একবার দেখি যে একটি সিলেকশন কিভাবে তৈরী করে।
02:01 একটি সিলেকশন ডী-সিলেক্ট করার দুটি উপায় রয়েছে।
02:05 প্রথম উপায় হল Select এ যান এবং none চয়ন করুন।
02:11 আপনি Shift + Ctrl+ A কীস টিপেও একটি সিলেকশন ডী-সিলেক্ট করতে পারেন।
02:22 এখন সিলেক্ট করুন Rectangle Select টুল এবং বিকল্প ডায়ালগে দেখুন।
02:33 সবচেয়ে উপরে চারটি বিকল্প থাকে।
02:36 প্রথম বিকল্প হল replace the current selection.
02:40 তাই আমি বিভিন্ন ক্ষেত্র সিলেক্ট করি এবং আপনি দেখতে পারেন যে যেই আমি একটি নতুন ক্ষেত্র সিলেক্ট করি পুরনো সিলেকশন মুছে যায়।
02:52 দ্বিতীয় বিকল্প হল add to the current selection.
02:58 এই বিকল্প সিলেক্ট করে আমি একটি ইমেজে বিভিন্ন ক্ষেত্র সিলেক্ট করতে পারি এবং একটি বেশ জটিল সিলেকশন প্রাপ্ত করতে পারি।
03:17 আমি মায় কালার ট্যাবসে গেলে এবং সিলেকশনের উপরে রঙ টানলে আপনি দেখতে পারেন যে সকল চয়নিত ক্ষেত্র সেই রঙ দ্বারা ভরে যায় এবং সেই ক্ষেত্র যা চয়নিত হয় এবং কানেক্টেড হয় না সেও ভরে যায়।
03:44 এইভাবে একটি সিলেকশনে কিছু জুড়তে প্রতিটি সিলেকশনকে এক হিসাবে ধরা হয় যদিও এই সিলেকশনের ভাগের মাঝে কোনো সংযোগ নেই।
03:57 এটি একটু কঠিন।
03:59 ফিলিং আনডু করতে Ctrl + Z টিপুন এবং প্রতিটি জিনিস ডী-সিলেক্ট করতে shift + Ctrl + A টিপুন এবং মায় অপসন ডায়ালগে ফেরৎ আসুন।
04:11 এখন এখানে একটি বর্গক্ষেত্র চয়ন করুন এবং Substract from the Current Selection নির্বাচন করুন।
04:21 এই ক্ষেত্র চয়ন করুন কিন্তু কিছুই হয় না।
04:27 কিন্তু আমি যখন এই ক্ষেত্র চয়ন করি তখন আপনি দেখতে পারেন যে প্রান্ত কেটে যায়।
04:36 আপনি দেখতে পারেন যে সিলেকশনের ফ্রেম সেখানে বজায় থাকে এবং আমি এটি চালালে পরিবর্তন হতে পারে।
04:47 তাই আপনার দ্বারা করা অন্তিম সিলেকশন ততক্ষণ বদলাতে পারে যতক্ষণ আপনি একটি নতুন সিলেকশন প্রাপ্ত করতে দ্বিতীয় স্থানে না টেপেন, আপনি সর্বদা আপনার কাজ বদলাতে পারেন।
05:07 এখন অন্তিম বিকল্প হল Intersect with the current selection.
05:14 এর প্রয়োগ করে দেখি।
05:17 এখানে আমি আয়তক্ষেত্র চয়ন করি এবং এর বাইরের ক্ষেত্র নির্বাচিত হয় না এবং এর আগে করা সিলেকশন মুছে যায়।
05:32 এই আয়তক্ষেত্রের একমাত্র সিলেকশন রাখা হয়েছে।
05:38 আমি ততক্ষণ সেই আয়তক্ষেত্রে পরিবর্তন ও কররে পারি যতক্ষণ আমি সেই ক্ষেত্র সিলেক্ট করে না নেই যা আমি সিলেক্ট করতে চাই।
05:49 তাই এখন আমরা চারটি মোড অর্থাৎ রিপ্লেস, অ্যাড, সাব্সট্রেক্ট এবং ইন্টারসেক্ট করেছি।
06:06 আপনি শুধু ক্লিক করে একটি সিলেকশন বদলাতে পারেন।
06:11 শিফট এবং ক্লিক করে অ্যাড করা যেতে পারে।
06:17 তাই এটি করে দেখি, আমি শিফট কী টিপি এবং তারপর টিপে আমি নতুন সিলেকশন জোড়া শুরু করি।
06:29 যখন আমি শিফট কী এবং মাউস কী টিপি তখন একটি প্লাসের চিহ্ন প্রদর্শিত হয়।
06:39 এখন আমি যদি সিলেকশন কমাতে চাই তাহলে আমি ctrl কী টিপতে পারি এবং এখন আমি মাউস কী টিপি এবং চলা শুরু করি তখন আপনি একটি মাইনাস চিহ্ন দেখতে পারেন।
06:57 তাই এখন আমি সেই সিলেকশন সাব্সট্রেক্ট করতে পারি।
07:02 ইন্টারশেক্সনের জন্য Shift, Ctrl একসাথে টেপা উচিত এবং তারপর ইন্টারসেক্ট করতে একটি ক্ষেত্র চয়ন করা উচিত।
07:26 আপনি এই কী কম্বিনেশন মনে রাখলে আপনি অপেক্ষাকৃত অধিক দ্রুত ক্ষেত্র চয়ন করতে পারেন।
07:33 সেই কী অন্য সিলেকশন টুল দ্বারা প্রয়োগ করা হয়।
07:38 তাই আপানকে শুধু একবার সেই সম্পর্কে শিখতে হবে।
07:44 Shift, Ctrl, A সকল সিলেকশন অক্ষম করে এবং আবার স্বাভাবিক মোডে ফিরে আনে এবং এখন এখানে অন্যান্য উপাদানের সাথে শুরু করি।
07:56 পরবর্তী বিকল্প হল Feather Edges এবং আমি যখন এটি চয়ন করি তখন এখানে Radius Count রূপে দ্বিতীয় বিকল্প পাই।
08:09 তাই আমি এটি একটু বড় করি এবং একটি ক্ষেত্র চয়ন করি।
08:15 এখন আপনি এখানে একটি গোলাকার কোণা দেখতে পারেন।
08:21 আমি এখানে গোলাকার কোণা রাখতে চাই না।
08:25 শুধু আপনাকে দেখানোর জন্য যে কি হয় আমি এটি কালো রঙ দ্বারা ভরে দেই এবং ইমেজে জুম করি।
08:37 আপনি এখানে মাঝে কালো রঙ দেখতে পারেন এবং এটি সীমানার কাছে হালকা হতে থাকে এবং এটি মার্জিন কিনারা বাস্তবে কালো এবং মূল ইমেজের মাঝে চলতে থাকে এবং এখানে সিলেকশনের ভ্যালু হল 128.
09:09 তাই কালো রঙের ফেডের অর্ধেক অংশ সিলেকশনের ভিতরে হয় এবং অর্ধেক বাইরে হয়।
09:19 মার্জিন কিনারা আপনার সিলেকশনের একমাত্র বাস্তবিক কিনারা যখন আপনি একটি হার্ড সিলেকশন করেছেন।
09:29 Feather edge সহজ সিলেকশন প্রাপ্ত করার একটি ভালো বিকল্প।
09:35 feather সিলেকশনের সাথে আপনি একটি কম শার্প দৃশ্য প্রাপ্ত করতে পারেন এবং এটি ঐ উপায়ে সহজ।
09:45 টেকনিক্যাল জ্ঞান থাকা লোকেদের feather সিলেকশনকে Gaussian blur নামে জানি এবং এখানে আমার দ্বারা চয়ন করা ব্যাসার্ধ Gaussian blur এর ব্যাসার্ধ।
10:04 পরবর্তী বিকল্প হল Rounded Corners.
10:09 এটি বৃত্তাকার কর্নারের সাথে যুক্ত একটি আয়তক্ষেত্র এবং আপনি বৃত্তাকার কর্নারের ব্যাসার্ধ সেট করতে পারেন।
10:20 এখানে বৃত্তাকার অংশ প্রদর্শিত করা হয়েছে এবং এই মার্জিন সোজা অংশ।
10:28 এখানে পরের বিকল্প হল Antialiasing.
10:34 এই বিকল্প কোণার পেন্টিং সেট করে।
10:40 আমি এখন এই সিলেকশন কালো রঙ দ্বারা ভরি এবং আমি মায় সিলেকশন টুলে ফেরৎ যাই এবং আমি Antialiasing ডী-সিলেক্ট করি এবং দ্বিতীয় সিলেকশন করি এবং এটিকেও কালো রঙ দ্বারা ভরি।
11:09 তাই জুম টুল নির্বাচন করুন এবং Shift + Ctrl + A টিপে সকল সিলেকশন ডী-সিলেক্ট করুন এবং এই ক্ষেত্রে জুম করুন।
11:24 এখানে কিনারা হল antialiasing ছাড়া এবং এটি নয়তো কালো রঙ দ্বারা ভরা হয়েছে বা কালো রঙ দ্বারা ভরা হয়নি।
11:37 এখানে আপনি ধুসর সিঁড়ি দেখতে পারেন।
11:42 এখানে আপনি jaggies ছাড়া মসৃণ কোণা দেখতে পারেন এবং এটিকে Antialiasing বলে।
11:53 এই সিলেকশনে বৃত্তাকার কোণা নেই কিন্তু ধাপের শৃঙ্খলা রয়েছে।
12:04 আমি যখন 100% জুমে ফিরে আসি তখন আমি এখানে jaggies দেখি এবং এটি মসৃন নয় কিন্তু এখানে এর কোণা মসৃন এবং আপনি সহজে নিজেই এর অভ্যেস করতে পারেন।
12:32 তাই আপনি যদি মসৃন কোণা পেতে চান তাহলে Antialiasing সিলেক্ট করুন।
12:42 আপনি যদি এখানে এই ধুসর রঙের টোন বানিয়ে রাখতে চান তাহলে সেই বিকল্প ডী-সিলেক্ট করি।
12:55 তাই আমি সেই বিকল্প চয়ন করি এবং তাতে Expand From Centre নামক একটি উপ-বিকল্প রয়েছে।
13:04 আমি এটি চয়ন করি এবং এর সাথে কাজ করা শুরু করি।
13:13 তাই আমি এখানে একটি বিন্দু রাখি এবং আমি এখান থেকে সিলেকশনকে টানা শুরু করি।
13:21 আপনি এটিকে সেই বিন্দু থেকে বাড়াতে থেকে দেখতে পারেন এবং এই বিন্দু সর্বদা সেই সিলেকশনের মাঝে থাকে।
13:31 আমি সেই বিকল্প ডী-সিলেক্ট করলে আমি সিলেকশনকে এখানে টানতে পারি এবং কোণার স্থিতি আমার সিলেকশন অনুযায়ী বদলায়।
13:46 এখানে এর জন্য কী কোড দেওয়া হয়েছে।
13:51 আমি যখন এই বিন্দুতে টিপি এবং ctrl টিপি আমি কেন্দ্র থেকে একটি সিলেকশন পাই এবং সিলেকশন কেন্দ্র থেকে বাড়ে।
14:06 আমি ctrl কী ছেড়ে দিলে সিলেকশন অদৃশ্য হয়ে যায়।
14:16 আমি মাউস বোতাম টেপার আগে Ctrl কী টিপলে আমি একটি সিলেকশন সাব্সট্রেক্ট করতে পারি কিন্তু আমি যখন মাউস কী এবং তারপর Ctrl কী টিপি আমি কেন্দ্র থেকে সিলেকশন প্রাপ্ত করতে পারি।
14:42 এখানে পরবর্তী বিকল্প Fixed aspect ratio রয়েছে এবং এখানে আমার কাছে 1 by 1 হিসাবে পূর্ব-নির্ধারিত aspect ratio রয়েছে এবং আমি যখন এটিকে টানি তখন এটি সর্বদা একটি বর্গ হবে।
15:08 আমি এখানে 2 by 3 চয়ন করি এবং আমি সর্বদা 2 by 3 অনুপাতে একটি সিলেকশন পাই এবং এটিকে 3 by 2 এর অনুপাতে সুইচ করে আমি ল্যান্ডস্কেপ মোডে একটি সিলেকশন পাই।
15:31 এখানে একটি পূর্ণবর্গ তৈরী করার আরেকটি উপায় দেওয়া হয়েছে।
15:36 আমি এই বিন্দুতে সিলেকশন শুরু করি এবং টানি এবং তারপর শিফট টিপি।
15:46 এখন এখানে পূর্ব-নির্ধারিত ভ্যালুসের সাথে fixed aspect ratio চয়ন করা হয়।
15:54 এখানে একটি দ্রুত উপায় রয়েছে তাই আমি বাঞ্চিত aspect ratios যুক্ত ক্ষেত্র চয়ন করতে পারি যা আমি চাই এবং শুধুমাত্র শিফ্ট টিপে।
16:08 পরের বিকল্প হল highlight এবং আমি তার ব্যবহার করলে সেই ক্ষেত্র যা চয়নিত ছিল না ধুসর হয়ে যায় এবং সেই সকল ক্ষেত্র যা চয়নিত ছিল সাদা হয়।
16:24 এটি শুধুমাত্র উপস্থিত সিলেকশন সম্বন্ধিত তাই এটি ডী-সিলেক্ট করি এবং অন্যান্য বিকল্প দেখি।
16:35 এখানে আপনি এই মান সেট করতে পারেন এবং আপনি এখানে fix এ টিপলে আমি সিলেকশনের আকার বদলাতে পারি না।
16:47 কিন্তু আমি যদি প্রস্থ দুই পিক্সেল কম এবং উচ্চতা এক পিক্সেল অধিক রাখতে চাই তাহলে এটি সিলেকশন ফাইন টিউন করে।
16:59 আমি X এর ভ্যালু বাড়িয়ে সিলেকশনকে আরেকটু ডানদিকে সরাই যা হল মূল বিন্দু।
17:10 আমি fix এ টিপলে আমি সম্পূর্ণ সিলেকশন চালাতে পারি।
17:17 তাই X এবং Y ভ্যালু বাম শীর্ষ বিন্দুর উৎপত্তি বিন্দু এবং ফিক্স বোতামের সাথে আমি গতি ব্লক করতে পারি।
17:30 পরবর্তী বিকল্প হল guides.
17:34 আমি একটি Centre Line চয়ন করি যা আমাকে এই দেখায় যে এই সিলেকশনের মাঝের বিন্দু কোথায় রয়েছে।
17:44 আমার কাছে Rule Of Thirds হতে পারে যা গ্রাফিক কাজের জন্য ব্যবহার করা হয় বা আমার কাছে গোল্ডেন সিলেকশন হতে পারে যা Rule Of Thirds এর অনুরূপ।
18:00 নীচে Auto Shrink সিলেকশন এবং Shrink Merged দেওয়া হয়েছে।
18:08 Auto Shrink Selection খুবই দরকারী নয়।
18:14 কিন্তু Shrink Merged একটি বিকল্প, যা আমি চয়ন করি এই অ্যালগরিদম সকল লেয়ারে দেখা দেয় এবং যদি শুধুমাত্র সেই লেয়ার ডী-সিলেক্ট হয় যার উপর আপনি কাজ করছেন ধ্যানে রাখা হয়।
18:34 এই বিকল্প পুনরাবৃত্তি করার পূর্বে আমরা Ellipse সিলেকশন সম্পর্কে কথা বলবো।
18:42 তাই Shift+ctrl+A টিপে সকল সিলেকশন ডী-সিলেক্ট করুন।
18:49 উপরে আপনি একই বিকল্প পান যেমন Replace current selection, Add to the selection with Shift key ক্লিক করার পূর্বে এবং Substract with Ctrl key ক্লিক করার পূর্বে এবং Intersect with Shift এবং Ctrl key ক্লিক করার পূর্বে।
19:12 মসৃন কিনারার জন্য আবার Antialiasing করা হয়।
19:17 আয়তক্ষেত্রের তুলনায় ellipse এর সাথে এটি খুব গুরুত্বপূর্ণ কারণ ellipse সর্বদা গোল হয়।
19:26 Feather edges সেই রকম বিকল্প যেমন আয়তক্ষেত্রে হয়।
19:32 আমি এটি কালো রং দ্বারা ভরলে আপনি কালো এবং সাদা রঙের মাঝে একটি মসৃন গ্রেডিয়েন্ট দেখতে পারেন এবং এই মার্জিনের প্রান্ত কালো এবং সাদার মাঝে হয়।
19:54 Expand from centre ও মাউস বোতাম টেপার পর ctrl কী টেপার মতই কাজ করে।
20:05 Fixed aspect ratio ও সমান থাকে, মাউস বোতাম টেপার পরে আপনি 1 by 1 এর aspect ratio যুক্ত একটি পূর্ণ বৃত্ত পান।
20:19 এখন অন্তিম টুলে আসি, যা আমি আপনাকে আজ দেখাতে চাই এবং এটি Free Select টুল।
20:29 আমি সেই টুল সিলেক্ট করলে আমি এখানেও সেই বিকল্প দেখি এবং এর কীস ও Add, Replace, Substract এবং Intersect এর জন্য একইভাবে কাজ করে।
20:44 এর শুধু আরো দুটি বিকল্প থাকে অর্থাৎ Antialiasing এবং একই ফাংশনের সাথে feather edges.
20:54 এখানে আমাকে বৃত্তের ব্যাসার্ধ পাই এবং এখন আমি এটি ডী-সিলেক্ট করি।
21:00 আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখানোর জন্য পাতার এই নীচের অংশ সিলেক্ট করি।
21:08 আমি এই ইমেজে টিপি যেখান থেকে আমি সিলেকশন শুরু করতে চাই এবং একটি লাইন টানি এবং পাতার কিনারার আসেপাশে টানি।
21:33 তাই এখন আমি এই ক্ষেত্র সিলেক্ট করেছি।
21:38 আমি ফাইন টিউনিং করতে ইমেজে জুম করি।
21:43 মায় সিলেকশন ডায়ালগে, আমি Add To The Current Selection চয়ন করি এবং এই সিলেকশন সমাযোজিত করা শুরু করি।
22:10 অ্যালগরিদম সেই বিন্দুর জন্য সবচেয়ে ছোট মার্গ খোঁজে যেখান থেকে সিলেকশন শুরু করে ছিলাম।
22:19 সিলেকশন সহজ বানাতে আমি একটি Quick Mask ব্যবহার করতে পারি।
22:26 নিচে বাম কোণায় বিকল্প Toggle Quick Mask রয়েছে এবং আমি সেটি টগল করি এবং আপনি দেখতে পারেন যে আমার সম্পূর্ণ ইমেজ লাল হয়ে যায়।
22:38 এটি কিছুটা বিভ্রান্তিকর বিকল্প কারণ সেই ক্ষেত্র যা আমি সিলেক্ট করেছি এবং সেই ক্ষেত্র আমি আমি সিলেক্ট করিনি লাল রঙে প্রদর্শিত হয়।
22:51 তাই আমি টগলে যাই এবং এতে ডান ক্লিক করলে আমি Configure, Colour এবং Opacity এর বিকল্প পাই এবং আমি এখানে একটি color সেট করতে পারি তাই আমি এটি নীল সেট করি।
23:07 এখন সেই ক্ষেত্র যা সিলেক্ট করা হয়েছে লাল হয়ে যায় এবং সম্পূর্ণ ক্ষেত্র নীল হয়ে যায়।
23:19 এখন আমি একটি পেন সিলেক্ট করি এবং সিলেক্টেড ক্ষেত্র পেন্ট করা শুরু করি কিন্তু তার আগে আমি X কী ব্যবহার করে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রঙ বদলাই।
23:38 এখন আমি পেন্ট করা শুরু করি।
23:48 আমি বর্ডার পেন্ট করে নিলে আমি ব্যাকগ্রাউন্ড রঙের সাথে পেন্ট করতে পারি।
24:00 পেন্টিং এর জন্য আমার সঠিক আকারের ব্রাশ সিলেক্ট করা উচিত।
24:23 আমি মাস্ক আন-টগল করলে আমি এখানে চয়নে ভুল দেখতে পারেন এবং এখানেও।
24:35 তাই আমি টগল সিলেক্ট করি এবং ভুল সংশোধন করি।
24:44 সংশোধন করা হয়েছে।
24:50 তাই Quick Mask একটি জটিল চয়ন সঠিক উপায়ে করার একটি সহজ উপায়।
24:59 আপনি quick mass সিলেকশনকে একটি টুল হিসাবে প্রয়োগ করতে পারেন।
25:05 আপনি মাস্কের opacity বদলাতে পারি এবং আপনি অনেক কষ্টে সেই ভাগ দেখতে পারেন যা সিলেক্ট করা হয়নি।
25:19 অধিকাংশ ক্ষেত্রে 50% opacity সঠিক পরিমাণ।
25:28 আপনি অনির্বাচিত ক্ষেত্রের জন্য আপনার পছন্দের রঙ চয়ন করতে পারেন।
25:36 এখানে আরেকটি বিকল্প দেওয়া হয়েছে যাকে mask selected areas বলা হয়।
25:43 এর প্রভাব একেবারে quick mask এর বিপরীত হয়।
25:48 তাই এখন সিলেক্টেড ক্ষেত্র নীল রঙ দ্বারা পেন্ট করা হয় এবং এখানে এটি এই স্থিতিতে বেশী ভালো দেখায়।
25:59 আপনি যখন quick mask ডী-সিলেক্ট করেন আপনি আপনার সিলেকশন দেখতে পারেন।
26:08 তাই এখন ধরে নেই যে এখানে একটি নিখুঁত সিলেকশন বানিয়েছি এবং আমি সিলেকশন পরের বার কাজ করার জন্য সংরক্ষণ করতে চাই এবং এটি হারাতে চাই না।
26:29 Select এ যান এবং save to channels এ, কারণ সিলেকশন মূল রূপে চ্যানেল্স।
26:45 আমি এটি মাস্ক 1 রূপে সংরক্ষণ করি এবং এটিকে XCF ফাইলের সাথে সংরক্ষণ করা হবে।
26:55 তাই এখন আমি Shift + Ctrl + A টিপে সবকিছু ডী-সিলেক্ট করতে পারি।
27:02 দ্বিতীয় অংশ সিলেক্ট করুন এবং আমি যখন মায় সিলেকশনে ফিরে যাই তখন আমি এখানে সিলেকশনে কিছু যোগ করতে পারি বা সিলেকশন থেকে কিছু মুছে ফেলতে পারি বা সিলেকশনকে ইন্টারসেক্ট ও করতে পারি এবং আমার সিলেকশন আবার এখানে পেয়ে যাই।
27:23 তাই আপনি যদি সেটি সংরক্ষণ করতে চান তাহলে শুধু Select এ যান এবং তারপর save to channels এ। ধন্যবাদ।
27:34 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta