GIMP/C2/Colours-And-Dialogs/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:32 এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কলর ডায়ালগ রয়েছে, আপনি 6 টি ভিন্ন উপায়ে রঙ চয়ন করতে পারেন।
00:47 এই প্রথম উপায়ে আপনি H, S, V, R, G, B রূপে কিছু স্লাইডার দেখতে পারেন এবং তারা যথাক্রমে hue, saturation, value, red, green, blue এর জন্য।
01:04 এখানে ফোরগ্রাউন্ড রঙ হিসাবে আমি কালো রঙ চয়ন করি এবং আপনি দেখেন যে hue, saturation, value, red, green, blue সকলের ভ্যালু হল শূন্য।
01:20 এবং যখন আমি Hue এর ভ্যালু বৃদ্ধি করি তখন কিছু বদলায় না।
01:28 কালো রঙ অবশেষে কালোই থাকে কারণ ভ্যালু হল শূন্য এবং আমি যখন Value বৃদ্ধি করি আমি বিভিন্ন ধুসর টোন পাই।
01:41 আমি saturation বাড়াতে পারি যখনকি ভ্যালু হল শূন্য এবং কোনো পরিবর্তন হয় না।
01:50 কিন্তু আপনি এখানে দেখেন যে আমি saturation বাড়ালে অন্য স্লাইডারে রঙ একটু বদলে যায়।
01:59 আমি যদি Hue টানি কিছু হয় না কিন্তু আমি saturation টানলে ভ্যালুসের রঙ নীল রঙের এক ধরনে বদলে যায়।
02:12 যদি আপনি HSV সিস্টেম থেকে একটি রঙ চয়ন করতে চান তাহলে শুধু Saturation এবং ভ্যালু স্লাইডার উপরে টানুন এবং আপনার Hue স্লাইডারে রামধনুর বিভিন্ন রঙ প্রাপ্ত হয় এবং আপনি এই সকল রঙ থেকে চয়ন করতে পারেন।
02:48 এখানে আপনি দেখেন যে red, green এবং blue স্লাইডার HSV স্লাইডার অনুযায়ী বদলে যায় এবং একটি রঙের চয়ন করা সহজ হয়ে যায়।
03:03 আপনি একটি হালকা রঙ চাইলে saturation স্লাইডার সমাযোজিত করুন এবং আপনি গাঢ় রঙের ভালো মিশ্রন চাইলে সেইমত Value স্লাইডার স্লাইড করুন এবং red, green বা blue স্লাইডারে একটি রাশি চয়ন করুন।
03:23 তাই Hue, Saturation এবং Value বোঝা খুব সহজ নয় কিন্তু এটি রঙ চয়ন করার একটি ভালো উপায়।
03:44 আমি এই ডায়ালগ শুধু তখন প্রয়োগ করি যখন আমাকে একটি বিশেষ রঙ সেট করতে হয়।
03:51 উদাহরণস্বরূপ আমি একেবারে মাঝারি ধুসর রঙ পেতে চাইলে Value স্লাইডারকে 50 পর্যন্ত টানি সুতরাং value, 0% এবং 100% এর মাঝে বিভক্ত হয়ে যায় এবং RGB স্লাইডারে আমি 127 পর্যন্ত সংখ্যা সেট করি এবং আপনি একেবারে মাঝারি ধুসর রঙ পেয়ে যান।
04:28 এখন অন্য ডায়ালগে একবার দেখি।
04:33 এই ডায়ালগ HSV রঙ মডেলের উপর আধারিত এবং সবচেয়ে প্রথমে আপনি বৃত্তে সেই রঙ চয়ন করেন যা আপনি পেতে চান।
04:50 তারপর ত্রিভুজে Value এবং Saturation চয়ন করি।
05:02 সুতরাং একটি Hue চয়ন করা হলে আপনি সেই Hue এর জন্য ত্রিভুজে Value এবং Saturation এর বিভিন্ন ভ্যালু পান।
05:22 পরের ডায়ালগ এখানে দেওয়া ডায়লগের মতই।
05:27 এই ডায়ালগে আপনার কাছে Hue চয়ন করার একটি স্ট্রিপ থাকে এবং আপনি এই বর্গক্ষেত্রে সেই রঙ পান যা এই ত্রিভুজে রয়েছে এবং এখন আপনি এই ক্ষেত্র থেকে এখানে আপনার রঙ বাছতে পারেন বা আপনি এখানে hue বদলাতে পারেন এবং আপনার নতুন রঙ চয়ন করতে পারেন।
05:58 এখানে আপনি Saturation এর সুইচ করতে পারেন।
06:02 এবং এই দিকে স্লাইড করে Value এবং এইদিকে স্লাইড করে Hue এর সমন্বয় চয়ন করি।
06:12 আপনি এখানে একটি গাঢ় রঙ প্রাপ্ত করতে ভ্যালু অথবা মান সেট করেন এবং সেই মত Saturation এবং Hue পরিবর্তন করেন।
06:33 সেই ভাবেই এটি Red, Green এবং Blue রঙের জন্য কাজ করে।
06:40 আমি রঙে Blue রঙের মাত্রা বদলাতে পারি, যতটা আমি বদলাতে চাই এবং তারপর সেই ভাবেই Red এবং Green রঙের মাত্রা ও বদলাতে পারি।
06:55 এই ডায়লগ আগের ডায়ালগের মত উদ্ভাবনী বা ইনোভেটিভ নয়।
07:01 পরবর্তী ডায়লগ হল water colour mixup.
07:10 এখানে এই স্লাইডার কলর পটসে টিপিং এর তীব্রতা সমাযোজিত করে।
07:18 এবং আপনি এই বাক্স থেকে একটি রঙ চয়ন করতে পারেন।
07:32 এবং এখানে এটি ফলস্বরূপ রঙ হবে।
07:37 আপনি একটি রঙ চয়ন করতে পারেন ধরুন এই হলুদ এবং এখন আমি একটু নীল এবং একটু লাল রঙ মেলাতে পারি এবং ফলস্বরূপ যে রঙ পান তা খুব ঘোলাটে হয়।
07:56 আমি এই ডায়ালগ বেশী প্রয়োগ করি না।
08:02 এই ডায়ালগ সক্রিয় প্যালেট দেখায় এবং আপনি অন্য কোথাও প্যালেট সেট করতে পারেন।
08:10 এটি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং এবং ওয়েব ডিজাইনিং এর জন্য উপযোগী। আমি বাস্তবে কখনো এই ডায়ালগের সাথে অনেক কাজ করিনি।
08:20 আরেকটি জিনিস যা আমাকে করতে হবে, তা হল প্রিন্টারের রঙ সম্পর্কে।
08:31 আমার মনে হয় যে এই ডায়ালগ শুধু ব্যবসায়িক প্রিন্টার বা সেই প্রিন্টারের জন্য উপযোগী যা Red, Green এবং Blue এর বদলে Cyan, Meganta এবং Yellow ব্যবহার করে এবং এটি এইজন্য হয় কারণ সেটি রঙ কম করে।
08:54 Red, Green এবং Blue রঙ মিলে যায় এবং White রঙের সাথে যুক্ত হয় এবং প্রিন্টিং এর সাথে আমি যদি Cyan, Meganta এবং Yellow কে শূন্য সেট করি তাহলে White পেপার প্রিন্ট হয়।
09:11 আমি Black কলর প্রিন্ট করতে চাইলে Cyan, Meganta এবং Yellow কে 100 এ সেট করতে পারি এবং আমি সম্পূর্ণরূপে ব্লেক পেপার পাই।
09:37 এই রঙ, এটি dyes লাইট থেকে মুছে যায় এবং শুধুমাত্র Cyan রঙ প্রতিফলিত করে।
09:46 এবং তাদের মিলিয়ে আপনি লাইট থেকে আরো অনেক রঙ সরাতে পারেন এবং আপনি সকল রঙ পেতে পারেন এবং প্রিন্ট করতে পারেন।
09:58 এখানে কিছু দৃশ্যমান রঙ রয়েছে যা প্রিন্ট করা সম্ভব নয় এবং এইজন্য আপনার ফলাফল ভিন্ন হয়।
10:35 চতুর্থ স্লাইডার হল K যা ব্লেক রঙ প্রদর্শন করে।
10:41 Blue কলরের সাথে মেলানো এড়াতে Black কলরের জন্য এটিকে K হিসাবে সেট করা হয়।
10:51 যখন আমি White কলরে টিপি যা হল আমার ব্যাকগ্রাউন্ড কলর তখন আপনি দেখতে পারেন যে কিছুই বদলায় নি।
11:08 রঙ একই কিন্তু Cyan স্লাইডার নীচে চলে গেছে এবং K স্লাইডার উপরে চলে গেছে।
11:18 এটি পুনরাবৃত্তি করি।
11:20 Y স্লাইডার 40 পর্যন্ত, M কে 80 পর্যন্ত এবং C কে 20 পর্যন্ত স্লাইড করুন।
11:29 এখন আমি রঙ চয়ন করলে আপনি M স্লাইডারে 75, Y তে 26 এবং K তে 20 পান।
11:41 তাই আপনি দেখেন যে রঙ বদলানো হয়নি কিন্তু Cyan, Magenta এবং Yellow এর মিশ্রন যা ইমেজে আগেই ছিল Magenta, Yellow এবং Black এ বদলে গেছে।
11:59 Black ইঙ্ক একটু সস্তা তাই এখানে স্ট্যাটিক বিন্দুর জন্য Cyan, Magenta এবং Yellow এর বদলে Magenta, Yellow এবং Black এর মিশ্রন ব্যবহার করা হয়েছে।
12:22 তাই এখন আমরা রঙ চয়নের সকল ছটি ডায়ালগ দেখেছি।
12:28 কিন্তু এই দুটি কলর স্বেপ এখনো বাকি।
12:32 সামনের রঙ আমার ফোরগ্রাউন্ড কলর এবং অন্যটি ব্যাকগ্রাউন্ড কলর এবং আমি এটিতে টিপলে এখানে রঙ সেট করতে পারেন।
12:46 আপনি যদি আপনার ইমেজ বা আপনার চয়নে এই রঙ রাখতে চান তাহলে শুধু সেই ক্ষেত্রে এই রঙগুলি টানুন এবং এটি সেই রঙ দ্বারা ভরে যায়।
13:02 আপনার কাছে টুল বাক্সে এই রঙ স্বেপ হতে পারে।
13:14 File এ তারপর Preferences এ এবং তারপর আবার tool box এ যান এবং এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রঙ, ব্রাশ এবং সক্রিয় ইমেজ দেখতে পারেন।
13:37 আমি এটি পরে সুইচ অফ করে দেবো কারণ এটি আমার টুল বাক্সে অত্যধিক স্থান নেয়।
13:46 Colour swaps এর ডানদিকে উপর কোণায় এই ছোট আইকন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রঙ এক্সচেঞ্জ করার জন্য।
13:56 এটি X কী টিপেও করা যেতে পারে।
14:03 নীচে বাম কোণায় এই আইকন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রঙ কালো এবং সাদা রঙে সেট করার জন্য।
14:14 এটি একটি সুন্দর নতুন বৈশিষ্ট্য। এটি একটি কলরপিকার এবং আপনি স্ক্রীন থেকে বা একটি ওয়েবসাইট থেকে যেকোনো রঙ চয়ন করতে পারেন।
14:31 এবং শেষে এখানে একটি স্থান রয়েছে যেখানে আপনি রঙ নির্ধারিত করতে hex code দেখতে পারেন।
14:45 আমি রঙ পরিবর্তন করলে আপনি দেখেন যে কোড কিভাবে বদলায় এবং আমি hex code এও লিখতে পারি এবং রঙ পেতে পারি অথবা আপনি রঙের নাম ও লিখতে পারেন।
15:06 উদাহরণস্বরূপ, আমি L লিখি এবং আপনি সকল রঙ lawn green পান, এটি হল lawn green. সুতরাং এই রঙ ডায়ালগের বর্ণন ছিল।
15:19 আমার মনে হয় আমি অত্যধিক বলেছি।
15:23 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta