GChemPaint/C3/Orbital-Overlap/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | GChemPaint এ Orbital Overlap এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে শিখব: |
00:08 | বিভিন্ন ধরনের অরবিটাল সম্পর্কে। |
00:11 | অরবিটালের ঘূর্ণন এবং মাপ পরিবর্তন। |
00:14 | অরবিটালে ওভারল্যাপের ধরন। |
00:17 | এখানে উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04 |
00:21 | GChemPaint সংস্করণ 0.12.10 ব্যবহার করছি। |
00:26 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে |
00:31 | GChemPaint কেমিকাল স্ট্রাকচার এডিটর সম্পর্কে জানতে হবে। |
00:34 | না হলে, আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। |
00:38 | প্রথমে পারমাণবিক (Atomic) অরবিটাল সম্পর্কে শিখি। |
00:42 | পারমাণবিক অরবিটাল একটি গাণিতিক ফাংশন। |
00:46 | এটি একটি পরমাণুতে ইলেকট্রনের তরঙ্গের মত আচরণ বর্ণন করে। |
00:52 | অরবিটালে ইলেক্ট্রন খোঁজার একটি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। |
00:58 | এটি 's' অরবিটাল। |
01:00 | এর গোলাকার আকৃতি রয়েছে। |
01:03 | এখানে বিভিন্ন অক্ষে 'p' অরবিটাল রয়েছে। |
01:06 | 'p' অরবিটালের আকার ডাম্বেলের মত। |
01:09 | এখানে বিভিন্ন অক্ষে 'd' অরবিটাল রয়েছে। |
01:13 | 'd' অরবিটালের আকার ডবল ডাম্বেলের মত হয়। |
01:17 | নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি। |
01:20 | প্রথমে অরবিটাল সম্পর্কে শিখি। |
01:24 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
01:28 | প্রোপার্টি উইন্ডো খোলে। |
01:30 | এখানে ফীল্ডগুলি হল - Coefficient, Rotation এবং Type. |
01:36 | প্রথমে, আমি Type দিয়ে শুরু করব। |
01:40 | ডিফল্টরূপে 's' অরবিটাল নির্বাচিত। |
01:42 | এখন p, d xy and dz^2 অরবিটাল বোতামে টিপুন। |
01:50 | এখানে বিভিন্ন অরবিটালের আকার লক্ষ্য করুন। |
01:54 | এরপর Coefficient এবং Rotation বৈশিষ্ট্য দেখি। |
01:59 | Coefficient এর ভ্যালু হল -1.00 থেকে +1.00. |
02:04 | এই ফীল্ড ভ্যালু ব্যবহার করে, আমরা অরবিটালের আকার বদলাতে পারি। |
02:10 | পাশাপাশি অরবিটালের আকার বদলে গেছে। |
02:15 | Rotation এর ভ্যালু হল -180 থেকে +180. |
02:20 | আমরা ডানদিকে বা বামদিকে অরবিটাল ঘোরাতে পারি। |
02:25 | আপ বা ডাউন অ্যারো চিহ্ন ব্যবহার করে ভ্যালু বদলানো যেতে পারে। |
02:30 | বিভিন্ন ধরনের ধনাত্মক ওভারল্যাপ প্রদর্শন করতে অরবিটাল ব্যবহার করা দেখি। |
02:36 | এখানে ধনাত্মক ওভারল্যাপের স্লাইড রয়েছে। |
02:40 | 's-s' ওভারল্যাপ, 's-p' ওভারল্যাপ, 'p-p' ওভারল্যাপ এবং 'p-p' side-wise ওভারল্যাপ। |
02:51 | Display area তে হাইড্রোজেন অণু আঁকুন। |
02:55 | কীবোর্ডে H টিপুন। |
02:58 | Co-efficient ভ্যালু 1.00 এ বদলান। |
03:01 | Add or modify an atom টুলে টিপুন। |
03:04 | Add a bond টুলে টিপুন। |
03:07 | বন্ধনের দৈর্ঘ্য 130 নিশ্চিত করুন। |
03:11 | Display area তে টিপুন। |
03:14 | হাইড্রোজেন অণু তৈরী হয়েছে। |
03:17 | 's-s' end-on দিয়ে শুরু করি। |
03:20 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
03:24 | এরপর 's' অরবিটালে টিপুন। |
03:28 | তারপর হাইড্রোজেন অণুর হাইড্রোজেন পরমাণুতে টিপুন। |
03:33 | ওভারল্যাপ লক্ষ্য করুন। |
03:35 | 'p-p' end-on ওভারল্যাপ দেখি। |
03:38 | কীবোর্ডে F টিপুন। |
03:42 | Add or modify an atom টুলে টিপুন। |
03:45 | Add a bond টুলে টিপুন। |
03:49 | বন্ধনের দৈর্ঘ্য 200 নিশ্চিত করুন। |
03:53 | Display area তে টিপুন। |
03:56 | ফ্লুরিন অণু তৈরী হয়েছে। |
03:59 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
04:02 | 'p' অরবিটালে টিপুন। |
04:05 | 'p-p' end-on ওভারল্যাপ তৈরী করতে, অনুভূমিক দিকে 'p' অরবিটালের প্রয়োজন। |
04:11 | Rotation এর ভ্যালু 90 তে বদলান। |
04:15 | 'p' অরবিটালে টিপুন। |
04:18 | একটি ফ্লুরিন পরমাণুতে টিপুন। |
04:21 | একইভাবে, প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে 'p' অরবিটাল '-90' তে ঘোরান। |
04:27 | অন্য ফ্লুরিন পরমাণুতে টিপুন। |
04:30 | আপনি স্পষ্টরূপে অরবিটাল না দেখতে পারলে এর আকার বদলাতে পারেন। |
04:36 | এটি করতে, Coefficient ভ্যালু বদলাতে হবে। |
04:40 | অরবিটালে ডান ক্লিক করে Orbital এ গিয়ে Properties এ টিপুন। |
04:46 | Orbital properties ডায়লগ বাক্স খোলে। |
04:50 | সঠিক ওভারল্যাপ না দেখা পর্যন্ত Coefficient এর মান কমান। |
04:54 | Close বোতামে টিপুন। |
04:57 | এখন অন্য অরবিটালের জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব। |
05:01 | 'p-p' end-on লক্ষ্য করুন। |
05:04 | 'dz^2' অরবিটাল ব্যবহার করে 'd-d' end-on ওভারল্যাপ দেখি। |
05:09 | Display Area তে গিয়ে কীবোর্ডে বড়হাতের F লিখুন। |
05:14 | তালিকা থেকে Fe নির্বাচন করুন। |
05:17 | Add or modify an atom টুলে টিপুন। |
05:20 | Display area তে টিপুন। |
05:23 | Add a bond টুলে টিপুন। |
05:26 | বন্ধন আঁকতে iron (Fe) এ টিপুন। |
05:29 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
05:32 | 'dz^2' রেডিও বোতাম নির্বাচন করুন। |
05:37 | Coefficient ভ্যালু 0.82 এ বদলান। |
05:42 | "dz^2" অরবিটালের ওভারল্যাপের জন্য Iron (Fe) পরমানুতে টিপুন। |
05:49 | 'd-d' end-on ওভারল্যাপ লক্ষ্য করুন। |
05:52 | এখন 'p' অরবিটালের side-wise ওভারল্যাপ সম্পর্কে শিখি। |
05:57 | নিশ্চিত করুন যে current element হল কার্বন (C) |
06:02 | Add a bond টুলে টিপুন। |
06:05 | বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন। |
06:08 | Display area তে টিপুন। |
06:12 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
06:16 | Coefficient ভ্যালু 1 এ বদলান। |
06:20 | 'p' অরবিটাল রেডিও বোতামে টিপুন। |
06:23 | 'p' অরবিটাল অনুভূমিক ভাবে থাকতে এটি উল্লম্ব ভাবে ঘোরান। |
06:29 | বন্ধনের প্রান্তে টিপুন। |
06:32 | 'p-p' side-wise ওভারল্যাপ লক্ষ্য করুন। |
06:37 | এই ধরনের ওভারল্যাপে, অরবিটালের লোব একই চিনহে হয়। |
06:43 | ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপে যাবো। |
06:46 | এখানে ঋণাত্মক ওভারল্যাপের স্লাইড রয়েছে। |
06:51 | নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি। |
06:55 | এখন, ঋণাত্মক ওভারল্যাপ আঁকা ব্যাখ্যা করব। |
06:59 | Add a bond টুলে টিপুন। |
07:02 | বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন। |
07:05 | Display area তে টিপুন। |
07:08 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
07:12 | 'p' অরবিটাল রেডিও বোতামে টিপে তারপর বন্ধনের এক প্রান্তে টিপুন। |
07:17 | 'p' অরবিটাল 180 ডিগ্রীতে ঘুরিয়ে এটি উপর নীচে করুন। |
07:23 | তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন। |
07:27 | ঋণাত্মক ওভারল্যাপ দেখি। |
07:29 | এই ক্ষেত্রে, অরবিটালের লোব বিপরীত চিনহে থাকে। |
07:34 | এখন, জিরো ওভারল্যাপ তৈরি করা সম্পর্কে শিখি। |
07:38 | এখানে জিরো ওভারল্যাপের স্লাইড রয়েছে। |
07:42 | Add a bond টুলে টিপুন। |
07:45 | Display area তে টিপুন। |
07:48 | Add or modify an atomic orbital টুলে টিপুন। |
07:52 | 'p' অরবিটালে টিপুন। |
07:54 | 'p' অরবিটাল মূল অবস্থানে ঘোরান। |
07:59 | বন্ধনের এক প্রান্তে টিপুন। |
08:02 | 's' অরবিটালে টিপুন। |
08:05 | এবং তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন। |
08:09 | জিরো ওভারল্যাপ লক্ষ্য করুন। |
08:12 | এই ধরনের ওভারল্যাপে, অরবিটালের স্থিতিবিন্যাস একই নয়। |
08:17 | সংক্ষেপে, |
08:20 | এই টিউটোরিয়ালে শিখেছি, বিভিন্ন ধরনের অরবিটাল সম্পর্কে। |
08:24 | End-on এবং side-wise ওভারল্যাপ |
08:27 | অরবিটালের ঘূর্ণন এবং মাপ পরিবর্তন। |
08:30 | ধনাত্মক, ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপ। |
08:34 | এখন, |
08:36 | হাইড্রোজেন ক্লোরাইড (H-CL) অণু সহ 's-p' end-on ওভারল্যাপ আঁকুন। |
08:40 | 'dxy-dxy' অরবিটালের side-wise ওভারল্যাপ আঁকুন। |
08:44 | অন্যান্য ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপ আঁকুন। |
08:48 | ইঙ্গিত: সঠিক ওভারল্যাপের জন্য অরবিটাল ঘুরিয়ে আকার পরিবর্তন করুন। |
08:56 | আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে। |
09:00 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
09:04 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09:07 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:12 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
09:16 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:20 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:27 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:31 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:37 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:43 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
09:45 | ধন্যবাদ। |