GChemPaint/C2/Editing-molecules/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | নমস্কার। GChemPaint এ Editing Molecules এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব |
00:09 | পরমাণুতে আন-বাউন্ড ইলেকট্রন যোগ করা। |
00:12 | কার্বনিক অ্যাসিড (H2CO3) এবং সালফিউরিক অ্যাসিডের (H2SO4) কাঠামো আঁকা। |
00:16 | এক শ্রেনীর পরমাণুতে লোকাল চার্জ পরিবর্তন করা। |
00:21 | আমরা এও শিখব |
00:23 | একটি পরমাণুতে লোকাল চার্জ পরিবর্তন করা। |
00:26 | সাইক্লিক অণু যোগ করা। |
00:29 | মনো-সাইক্লিক অণু বাই-সাইক্লিক অণুতে রূপান্তর করা। |
00:34 | এখানে উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04 |
00:39 | GChemPaint সংস্করণ 0.12.10 ব্যবহার করছি। |
00:46 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে |
00:50 | GChemPaint কেমিকাল স্ট্রাকচার এডিটর সম্পর্কে জানতে হবে। |
00:53 | না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। |
00:58 | আমি একটি নতুন GChemPaint এপ্লিকেশন খুলেছি। |
01:02 | প্রথমে অ্যামোনিয়ার (NH3) কাঠামো আঁকি। |
01:06 | Current element ড্রপ ডাউনে টিপুন। |
01:09 | টেবিল থেকে N নির্বাচন করলে |
01:11 | টুল বাক্সে N দেখতে পারবেন। |
01:15 | Add or modify an atom টুলে টিপুন। |
01:18 | তারপর Display area তে টিপুন। |
01:21 | এখানে NH3 দেখতে পারবেন। |
01:24 | বড়হাতের H টিপলে শুরুতে H এর সাথে এলিমেন্টের তালিকা সহ একটি সাবমেনু দেখায়। |
01:30 | তালিকা থেকে H নির্বাচন করুন। |
01:33 | Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন। |
01:38 | নাইট্রোজেন (N) পরমাণুর ত্রি-বন্ধন আঁকতে |
01:41 | নাইট্রোজেন পরমাণুতে বন্ধন তিনবার টানুন। |
01:46 | পিরামিডের মত কাঠামো আঁকতে বন্ধন এইভাবে রাখুন। |
01:51 | এখন নাইট্রোজেন পরমাণুতে আন-বাউন্ড ইলেকট্রন জুড়ি যোগ করি। |
01:56 | Add an electron pair to an atom টুলে টিপুন। |
02:01 | এরপর অ্যামোনিয়ার (NH3) নাইট্রোজেন (N) পরমাণুতে টিপুন। |
02:05 | পরিবর্তন দেখুন। |
02:07 | এখন অ্যামোনিয়ার নাইট্রোজেন ইলেকট্রন জুড়ি রয়েছে। |
02:12 | এই জুড়ি বন্ধনে অংশ নেয় না। |
02:16 | এই ইলেকট্রন জুড়ি হল স্বতন্ত্র জুড়ি। |
02:20 | নির্দেশিত কাজ হিসাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের কাঠামো এঁকে |
02:24 | ফসফরাস পরমাণুতে আন-বাউন্ড ইলেকট্রনের জুড়ি যোগ করুন। |
02:29 | এখন কার্বলিক অ্যাসিড (H2CO3) এবং সালফিউরিক অ্যাসিডের (H2SO4) কাঠামো দেখি। |
02:34 | এখানে কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামোর স্লাইড রয়েছে। |
02:40 | প্রথমে অ্যামোনিয়ার কাঠামো উপরে রাখুন। |
02:44 | Select one or more objects টুলে টিপুন। |
02:48 | অ্যামোনিয়ার কাঠামোতে টিপুন এবং এক দিকে টেনে আনুন। |
02:53 | কার্বনিক অ্যাসিডের কাঠামো আঁকি। |
02:56 | Current element ড্রপ ডাউন বোতামে টিপুন। |
03:00 | C নির্বাচন করুন। |
03:02 | Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন। |
03:07 | Display area তে টিপুন। |
03:09 | তিনটি বন্ধন এইভাবে আঁকুন যাতে তারা উল্টানো Y তৈরী করে। |
03:15 | যে কোনো একটি বন্ধনে দ্বি-বন্ধনে হিসাবে চতুর্থ বন্ধন আঁকুন। |
03:21 | Current element ড্রপ ডাউন বোতামে টিপুন। |
03:25 | O নির্বাচন করে Add or modify an atom টুলে টিপুন। |
03:30 | কার্সার বন্ধনের কাছে নিয়ে যান। |
03:33 | তিনটি বন্ধনের অবস্থানে টিপুন। |
03:37 | এটি কার্বনিক অ্যাসিডের (H2CO3) কাঠামো আঁকা হয়েছে। |
03:40 | এখন সালফিউরিক অ্যাসিডের কাঠামো আঁকি। |
03:44 | Current element ড্রপ ডাউনে টিপুন। |
03:47 | S নির্বাচন করে Add or modify an atom টুলে টিপুন। |
03:52 | Display area তে টিপুন। |
03:55 | H2S দেখুন। |
03:57 | Display area তে যে কোনো স্থানে বড় হাতের O লিখুন |
04:01 | O এবং Os বিকল্পের সাথে একটি সাবমেনু খোলে। |
04:06 | O নির্বাচন করুন। |
04:08 | Add or modify an atom টুলে টিপুন। |
04:11 | Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন। |
04:17 | Property মেনুতে, বন্ধনের দৈর্ঘ্যের ভ্যালু 200 বা তার উপরে বৃদ্ধি করুন। |
04:23 | H2S এ টিপে OH থেকে S এর তিনটি বন্ধন আঁকুন। |
04:29 | S এর নিকট ধনাত্মক চার্জ রয়েছে। |
04:32 | এটি প্রদর্শনের কারণ হল সালফারের যোজ্যতা 6 হতে হবে। |
04:39 | চতুর্থ বন্ধনের জন্য প্রথমে S এ টিপুন। |
04:43 | মাউস ধরে রেখে বন্ধন এক প্রান্তে নিয়ে যান। |
04:47 | এখন দ্বি-বন্ধনকে বিপরীত বন্ধনে পরিবর্তন করুন। |
04:52 | Add a bond or change the multiplicity of an existing one টুলে টিপুন। |
04:58 | তারপর কাঠামোর বিপরীত়ে বিদ্যমান বন্ধনে টিপুন। |
05:03 | উল্লেখ্য যে ধনাত্মক চার্জ আর দৃশ্যমান নয়। |
05:08 | সালফিউরিক অ্যাসিডের কাঠামো তৈরী হয়েছে। |
05:12 | এরপর কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামোতে লোকাল চার্জ যুক্ত করুন। |
05:18 | এটি দেখাতে, Decrement the charge of an atom টুলে টিপুন। |
05:24 | কার্বনিক অ্যাসিড কাঠামোর দুটি OH গ্রুপে টিপুন। |
05:30 | লক্ষ্য করুন যে কার্বনেট আয়ন CO32- তৈরী হয়েছে। |
05:36 | সালফিউরিক অ্যাসিডের কাঠামোতে লোকাল চার্জ দেখাতে |
05:41 | Decrement the charge of an atom টুলে টিপুন। |
05:44 | সালফিউরিক অ্যাসিডের দুটি বিপরীত OH গ্রুপে টিপুন। |
05:49 | লক্ষ্য করুন যে সালফেট আয়ন SO42- তৈরী হয়েছে। |
05:56 | এখন নাইট্রিক অ্যাসিডের (HNO3) কাঠামো এঁকে |
05:59 | নাইট্রেট আয়নে (NO3-) লোকাল চার্জ দেখান। |
06:02 | আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত। |
06:07 | এখন আমি দ্রুত পরমাণুতে লোকাল চার্জ যোগ করা প্রদর্শন করব। |
06:12 | Display area তে যে কোনো স্থানে বড় হাতের N লিখুন। |
06:16 | প্রদর্শিত সাবমেনু খুলে Na নির্বাচন করব। |
06:21 | Add or modify an atom টুলে টিপুন। |
06:24 | তারপর Display area তে টিপুন। |
06:27 | সোডিয়াম (S) পরমাণু প্রদর্শিত হয়। |
06:30 | Increment the charge of an atom টুলে টিপুন। |
06:35 | Na তে টিপুন। |
06:37 | সোডিয়াম (S) পরমাণুতে ধনাত্মক চার্জ লক্ষ্য করুন। |
06:41 | একইভাবে, একটি পরমাণুতে ঋণাত্মক চার্জ যুক্ত করতে পারি। |
06:46 | এটি Decrement the charge of an atom টুল নির্বাচন করতে হবে। |
06:51 | এখন সাইক্লিক অণু আঁকা শিখি। |
06:54 | এইজন্য, আমরা একটি নতুন GChemPaint উইন্ডো খুলবো। |
06:59 | টুলবারে Create a new file আইকনে টিপুন। |
07:03 | নিশ্চিত করুন যে C অর্থাত কার্বন এলিমেন্ট রূপে নির্বাচিত রয়েছে। |
07:09 | এছাড়াও, বন্ধনের দৈর্ঘ্য 200 বা তার অধিক হতে হবে। |
07:14 | টুল বাক্সের চতুর্থ টুলবার হল Cycle টুল। |
07:19 | এখানে বিভিন্ন টুল রয়েছে। |
07:22 | উদাহরণস্বরূপ - |
07:24 | Add a three membered cycle |
07:26 | Add a four membered cycle |
07:29 | আরো কিছু Cycle টুল |
07:32 | এবং তারপর Add a cycle টুল |
07:35 | আমরা Add a four membered cycle টুল ব্যবহার করব। |
07:40 | এটিতে টিপুন। |
07:42 | Display area তে টিপুন। |
07:44 | এখন কোণায় সাইকেলে একটি পরমাণু যোগ করুন। |
07:49 | যে কোনো একটি কোণায় ডান ক্লিক করুন। |
07:52 | একটি সাবমেনু খোলে। Atom নির্বাচন করে Display symbol এ টিপুন। |
07:58 | একইভাবে প্রতিটি কোণায় পরমাণু যোগ করুন। |
08:03 | প্রাপ্ত কাঠামোটি হল সাইক্লোবিউটেন। |
08:07 | এখন মনো-সাইক্লিক যৌগকে বাই-সাইক্লিক যৌগতে বদলাই। |
08:12 | Add a six membered cycle টুলে টিপুন। |
08:16 | Display area তে টিপুন। |
08:19 | সাইকেলের বন্ধনীতে কার্সার রেখে আবার টিপুন। |
08:24 | বাই-সাইক্লিক যৌগ লক্ষ্য করুন। |
08:27 | এখন টুলবারে Save the current file আইকনে টিপুন। |
08:32 | Save as ডায়ালগ বাক্স খোলে। |
08:35 | ফাইলের নাম Editing Molecules দিন। |
08:38 | Save বোতামে টিপুন। |
08:41 | সংক্ষেপে, |
08:43 | এই টিউটোরিয়ালে শিখেছি: |
08:45 | একটি পরমাণুতে আন-বাউন্ড ইলেকট্রন যোগ করা। |
08:48 | কার্বনিক এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামো আঁকা। |
08:53 | এক শ্রেনীর পরমাণুতে লোকাল চার্জ যোগ এবং পরিবর্তন করা। |
08:58 | আমরা এও শিখেছি, |
09:00 | একটি পরমাণুতে লোকাল চার্জ যোগ এবং পরিবর্তন করা। |
09:04 | সাইক্লিক অণু যোগ করা। |
09:06 | মনো-সাইক্লিক অণু বাই-সাইক্লিক অণুতে রূপান্তর করা। |
09:11 | নির্দেশিত কাজ হিসাবে |
09:13 | Display area তে add a seven membered cycle |
09:16 | এটি ট্রাইসাইক্লিক যৌগে পরিবর্তন করুন। |
09:20 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial |
09:24 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09:27 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:32 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
09:36 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:40 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:46 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
09:50 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
09:57 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:03 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |