Firefox/C3/Popups/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 মোজিলা ফায়ারফক্সে (Mozilla Firefox) পপ আপ এবং ইমেজ অপশন সেটিংসের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা পপ আপ এবং ইমেজ প্রেফারেন্সস সেট করা শিখব।
00:13 টুলবার কাস্টমাইজ করা।
00:15 পপ আপ উইন্ডোজ, বা পপ আপ, উইন্ডোজ হয়, যা অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়।
00:21 তারা আকারে ভিন্ন হয়, কিন্তু সাধারণত পুরো স্ক্রিন ঘিরে থাকে না।
00:27 কিছু পপ-আপ বর্তমান ফায়ারফক্স উইন্ডোর উপরে খোলে, যখনকি অন্যগুলি ফায়ারফক্সের নীচে প্রদর্শিত হয়।
00:37 pop-up ভীষণ বিরক্তিকর হওয়ায় আপনি তাদের নিষ্ক্রিয় করতে চান।
00:42 এই টিউটোরিয়ালে আমরা ফায়ারফক্স সংস্করণ 7.0 ব্যবহার করছি যা উবুন্টু 10.04 এ উপলব্ধ।
00:50 একটি ফায়ারফক্স ব্রাউজার খুলি।
00:53 ইউআরএল বারে লিখুন, ‘www.popuptest.com’
01:01 ENTER কী টিপুন।
01:03 এই সাইট আপনাকে বলে যে pop-up কি।
01:07 'Multi-PopUp Test' লিঙ্কে টিপুন।
01:12 আপনি 6 টি পপ আপস দেখবেন।
01:20 Back এ টিপুন।
01:22 আরো 2 টি পপ আপ প্রদর্শিত হয়। দেখুন তারা কিভাবে বিরক্তিকর হয়?
01:28 ফায়ারফক্স pop-ups এবং pop-unders নিয়ন্ত্রণ করার অনুমতি দেয়। এটি Edit এবং তারপর Preferences এ টিপে করা হয়।
01:37 উইন্ডোজ ইউসার দয়া করে Tools এবং তারপর Options এ টিপুন।
01:43 Preferences উইন্ডোতে Content ট্যাবে টিপুন।
01:48 ডিফল্টরূপে Block pop-up windows অপসন ইতিমধ্যে অন থাকে।
01:53 না হলে এটি যাচাই করা দরকার।
01:56 তাই pop-up প্রদর্শন প্রতিরোধ করতে এটি সক্ষম করার ব্যাপারে চিন্তার প্রয়োজন নেই।
02:02 এখন আপনি Close বোতামে টিপে Firefox Preferences উইন্ডোটি বন্ধ করতে পারেন।
02:09 আপনি এক্সেপশন ও বাছতে পারেন।
02:12 এক্সেপশন সাইট ঐগুলি হয় যার পপ-আপ আপনার কাছে গ্রহণযোগ্য।
02:17 Edit এবং Preferences এ টিপুন।
02:20 উইন্ডোজ ইউসার দয়া করে Tools এবং তারপর Options এ টিপুন।
02:26 এক্সেপশন জুড়তে, Block pop-up windows ফীল্ডের পাশের Exceptions বোতামে টিপুন।
02:34 এটি একটি ডায়লগ বাক্স খোলে।
02:37 Address of website ফীল্ডে ‘www.google.com’ লিখুন।
02:44 Allow বোতামে টিপুন।
02:46 Close এ টিপে ডায়লগ বক্স বন্ধ করুন।
02:50 Close এ টিপে প্রেফারেন্সস ডায়লগ বাক্স বন্ধ করুন।
02:55 এখন google.com ছাড়া সকল সাইট থেকে পপ-আপ অস্বীকৃত হয়।
03:01 ইউআরএল বারে ‘www.popuptest.com’ লিখুন এবং Enter কী টিপুন।
03:09 'Multi-PopUp Test' লিঙ্কে টিপুন।
03:12 একটিও পপ-আপ প্রদর্শিত হয় না।
03:15 আপনার পপ-আপ ব্লকর এখন কার্যকর।
03:20 ইমেজেস ডাউনলোড হতে সময় এবং ব্যান্ডউইথ নেয়।
03:24 মোজিলা ফায়ারফক্সে ইমেজ নির্বাচন করে ডাউনলোড বন্ধ করার একটি বিকল্প রয়েছে।
03:30 Edit এবং Preferences এ টিপুন।
03:33 উইন্ডোজ ইউসার দয়া করে Tools এবং Options এ টিপুন।
03:39 Preferences উইন্ডোতে Content ট্যাবে টিপুন।
03:44 Load images automatically চেক বাক্স অক্ষম করুন।
03:49 Close এ টিপে ডায়লগ বক্স বন্ধ করুন।
03:53 এখন সার্চ বারে, Flowers লিখুন এবং Enter কী টিপুন।
04:00 গুগল হোম পেজ থেকে 'Images' এ টিপুন।
04:04 প্রদর্শিত প্রথম ইমেজ লিঙ্কে টিপুন।
04:08 আমরা দেখি যে ইমেজ লোড হয় না।
04:12 মোজিলা ফায়ারফক্স, টুলবার কাস্টমাইজ করতে অনেকগুলি বিকল্প প্রদান করে।
04:18 ধরুন, আমরা কোনো টুলবার লুকোতে চাই। যেমন Menu bar
04:23 Menu bar এর খালি বিভাগে রাইট ক্লিক করে,
04:27 এটি আনচেক করুন।
04:30 Menu bar আবার দেখতে, টুলবারের খালি বিভাগে আবার রাইট ক্লিক করুন।
04:36 এখন Menu bar অপসন যাচাই করুন।
04:40 টুলবার কাস্টমাইজ করতে এটি অ্যাডভান্সড অপসন্স প্রদান করে। কিছু অপসন্স দেখি।
04:46 টুলবারে একটি আইকন যোগ করুন, যা আমাদের এক ক্লিকে ওয়েব পেজ প্রিন্ট করার অনুমতি দেবে।
04:54 টুলবারের খালি বিভাগে রাইট ক্লিক করুন।
04:58 Customize এ টিপুন।
05:00 Customize Toolbar ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
05:04 ডায়লগ বাক্সের মধ্যে, আপনি Print আইকন দেখেন।
05:09 টুলবারে আইকন ড্রেগ করুন।
05:12 Done এ টিপে ডায়ালগ বাক্স বন্ধ করুন।
05:17 টুলবারে Print আইকনে টিপুন।
05:21 এটি Print ডায়লগ বাক্স নিয়ে আসে।
05:25 এখন আমরা প্রিন্ট করব না।
05:28 তাই ডায়ালগ বাক্স বন্ধ করতে Cancel এ টিপুন।
05:32 আপনি টুলবার জুড়তে বা সরাতে পারেন।
05:35 এটি করতে, টুলবারে রাইট ক্লিক করে Customize নির্বাচন করুন।
05:40 Add New Toolbar বোতামে টিপুন।
05:44 নতুন টুলবারের জন্য একটি নাম লিখুন। একে Sample Toolbar নাম দিন।
05:50 OK বোতামে টিপুন।
05:53 এখন Sample Toolbar এ একটি আইকন, Downloads, ড্রেগ এবং ড্রপ করুন।
06:01 ব্রাউজারে নতুন টুলবারে ধ্যান দিন।
06:04 একটি টুলবার সরাতে, Restore Default Set বোতামে টিপুন।
06:10 কন্টেন্টস এরিয়া অধিকতম করতে, আমরা আইকনের আকার কম করতে পারি।
06:16 Use Small Icons নামক চেক-বাক্স যাচাই করুন।
06:22 ডায়ালগ বাক্স বন্ধ করতে Done এ টিপুন।
06:27 আমরা দেখি যে আইকন্সের আকার ছোট হয়ে গেছে।
06:32 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:36 এখানে পপ-আপ এবং ইমেজ প্রেফারেন্সস সেট করা শিখেছি।
06:41 টুলবার কাস্টমাইজ করা।
06:43 একটি নতুন মোজিলা ফায়ারফক্স উইন্ডো খুলুন। www.yahoo.com থেকে যা রয়েছে, তা ছাড়া সকল পপআপস ব্লক করুন। একটি বুকমার্কস টুলবার প্রবিষ্ট করুন।
06:59 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন।
07:02 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:05 ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখুন।
07:10 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, কর্মশালার আয়োজন করে।
07:15 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:18 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:25 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:29 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
07:38 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:48 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta