Drupal/C3/Installing-an-Advanced-Theme/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Installing an Advanced Theme এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে একটি advanced theme ইনস্টল করা শিখব।
00:11 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টে,ম Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:26 Adaptive theme এবং Omega 2টি আশ্চর্যজনক Theme frameworks.
00:32 এখন Adaptive theme দেখি।
00:35 উল্লেখ্য যে Adaptive theme একটি বেসিক থিম।
00:39 Adaptive theme এর জন্য Sub-Theme প্রয়োগ করতে হবে।
00:42 Adaptive Theme সংস্থাপিত করি।
00:46 কখন ভিডিও দেখেন তার উপর নির্ভর করে উপরে সবুজে Drupal 8 দেখতে পারেন।
00:52 সবুজে থাকা Drupal 8 নিন, লালে নয়।
00:57 tar.gz লিঙ্কে ডান ক্লিক করুন।
01:01 Copy link বিকল্প চয়ন করুন।
01:04 website এ ফিরে আসি।
01:06 Appearance এবং Install new theme এ টিপুন।
01:11 এখানে লিঙ্ক পেস্ট করে Install এ টিপুন।
01:15 এখন এটি চালু করি না কারণ Adaptive Theme হল Base Theme.
01:21 এখন সাব-থিম Pixture Reloaded পাই।
01:25 নীচে স্ক্রোল করে Drupal 8 সংস্করণ সনাক্ত করুন।
01:29 আপনি এই টিউটোরিয়াল দেখলে এটি এখানে সবুজ অংশে হবে।
01:34 tar.gz লিঙ্কে ডান ক্লিক করুন এবং Copy লিঙ্ক চয়ন করুন।
01:40 সাইটে ফিরে যান।
01:42 Install new theme বোতামে টিপুন।
01:45 লিঙ্ক এখানে পেস্ট করে Install এ টিপুন।
01:50 এখন Install newly added themes এ টিপুন।
01:55 নীচে স্ক্রোল করুন।
01:56 আমরা দেখি যে Adaptive Generator এবং Adaptive Sub-theme কে Pixture Reloaded বলে।
02:03 Install and set as default এ টিপুন।
02:07 Settings এ টিপুন।
02:09 simple থিম এবং base থিমের মধ্যে নিজস্ব sub-theme সহ একটি পার্থক্য রয়েছে।
02:15 এখানে সবকিছুর জন্যই সেটিংস রয়েছে।
02:19 আমরা সবকিছু বদলাতে পারি।
02:22 উদাহরণস্বরূপ, Responsive menus রয়েছে।
02:26 Google or Typekit থেকে Fonts
02:30 Titles এর জন্য পৃথক styles
02:32 Image alignment.
02:35 Shortcode CSS Classes.
02:38 Mobile Blocks - যা মোবাইলে ব্লক লুকোনোর অনুমতি দেয়।
02:42 Slideshows সমর্থন করে।
02:45 Touch icons, Custom CSS, অনেক Developer tools এবং Legacy browser সেটিং IE 6 থেকে 8 এর জন্য।
02:55 এগুলি সাবধানে ব্যবহার করুন। প্রয়োজন না হলে এটি সক্রিয় করবেন না।
03:01 বাম প্যানেল Extensions এ, Responsive menus, Fonts রয়েছে।
03:08 Image Settings,ARTICLE,BOOK PAGE,EVENTS এর জন্য।
03:13 এটি সকল Content types এর স্বীকৃতি দেয়।
03:17 EVENTS এ টিপি।
03:20 এটি ইমেজকে Events Content type এ সারিবদ্ধ করতে দেয়।
03:25 উদাহরণস্বরূপ, ধরুন আমরা তাদের বাম বা ডানদিকে সর্বদা ফ্লোট করতে চাই।
03:32 বাম প্যানেলে ফিরে আসুন। Shortcodes এবং Markup Overrides.
03:37 নীচে আরো বিকল্প রয়েছে।
03:40 LAYOUTS এ টিপে PAGE (DEFAULT) এ টিপুন।
03:44 এখন WIDE বিকল্পে টিপুন।
03:47 এটি সকল layouts কে Block regions এর সাথে সেট করতে দেয়। এছাড়া theme এ, এখানে Media queries সংজ্ঞায়িত করে।
03:56 আমি এটি সঠিকভাবে সেট করতে কিছু সময় নেবো।
04:01 COLOR SCHEME এ টিপুন।
04:03 এখানে অনেক পূর্বনির্ধারিত কলর স্কিম রয়েছে।
04:07 কিন্তু এর সাথে আসা রঙ পছন্দ না হলে আপনি নিজস্ব কলর স্কিম বানাতে পারেন।
04:13 শেষে এখানে নরমাল Basic settings রয়েছে।
04:17 এটি Drupal সাইটের জন্য একটি আশ্চর্যজনক base theme এবং sub-theme.
04:23 আমরা এখানে কোনো পরিবর্তন করিনি।
04:26 এখন ফিরে গিয়েই আমাদের Homepage দেখি।
04:30 আমরা Homepage এর নতুন চেহারা দেখি।
04:33 এখন Structure এ গিয়ে Block layout যাচাই করতে হবে।
04:38 আমরা সাব-থিম Pixture Reloaded ব্যবহার করেছি।
04:42 এখানে কোন Sidebar regions নেই।
04:45 Pixture Reloaded এ সবকিছু এইভাবে তালিকাভুক্ত করেছে।
04:50 হয়তো এটি বর্ণনের সবচেয়ে ভাল চয়ন নয়. কিন্তু আমরা বুঝতে পেরেছি এটি কত শক্তিশালী।
04:58 আমরা এগিয়ে এই advanced theming engine দ্বারা সকল বিকল্প সেট করতে পারি।
05:04 এটি হল heme framework – Adaptive theme এবং Pixture Reloaded.
05:10 এগুলি ভালোমত বুঝতে এটি আবার দেখতে পারেন।
05:15 এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:17 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে একটি advanced theme ইনস্টল করা শিখেছি।
05:33 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
05:42 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
05:49 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
05:57 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
06:08 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Pratik kamble, Satarupadutta, Shruti arya