Drupal/C2/Taxonomy/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Taxonomy এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালে আমরা শিখব:Taxonomy এবং একটি Taxonomy যোগ করা
00:11 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম,Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:23 আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি।
00:27 এখন সকল কন্টেন্ট টাইপ এবং বিল্ট ফীল্ড রয়েছে, categorization যোগ করতে হবে এবং যেখানে Taxonomy এর ভূমিকা আসে।
00:37 Taxonomy হল Categories.
00:41 IMDB উদাহরণে ফিরে যাই, যেখানে IMDB সাইটে একটি Movie Genre ফীল্ড ছিল।
00:50 এইভাবে এটি Drupal’s taxonomy তে কাজ করে।
00:54 Movie genre একটি ভকাবুলারি হতে হবে এবং এটি মেন বিভাগের জন্য নাম।
01:00 সেই ভকাবুলারিতে শর্তাবলী রয়েছে।
01:04 পর্দায় আমাদের ACTION, ADVENTURE, COMEDY, DRAMA এবং ROMANCE রয়েছে।
01:11 তারপর COMEDY তে ROMANTIC, ACTION, SLAPSTICK এবং SCREWBALL রয়েছে।
01:18 আমাদের Drupal vocabulary বা taxonomy তে অসীম নেস্টেড বিভাগ বা টার্ম থাকতে পারে।
01:24 এখন এখানে এক জিনিস খুব গুরুত্বপূর্ণ।
01:28 একটি এলাকা যেখানে অনেক সাইট ব্যর্থ হয় তা হল-বিল্ট ইন ট্যাগিং উইজেট ব্যবহার করা বা তাদের কনটেন্ট শ্রেণীভুক্ত করতে ভকাবুলারি ট্যাগ করা।
01:37 এটি এগোনোর সাথে বিভাগ যুক্ত করা বেশ ভালো, এর কিছু অন্তর্নিহিত সমস্যা রয়েছে।
01:44 কেউ একটি typo লিখলে কি হবে?
01:47 ধরুন energy - e n e r g y এবং e n r e g y একই নয় এবং Drupal এর পার্থক্য জানে না।
01:56 তাই হঠাৎ, আমাদের 2টি বিভাগ হবে এবং কনটেন্ট আর সংযুক্ত থাকে না।
02:02 এইজন্য আমরা সর্বদা একটি closed taxonomy সুপারিশ করি যেমন পর্দায় প্রদর্শিত।
02:08 এটি সেট আপ করা সহজ, এটি শৃঙ্খলায় পরে কোথাও করব।
02:12 এখন বুঝি যে Taxonomy অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে।
02:17 আমরা ইতিমধ্যে দেখেছি এটি কিভাবে কন্টেন্টের তালিকা বানায়। কিন্তু আমরা ফিল্টার করতেও taxonomy ব্যবহার করতে পারি এবং এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সকল ধরণের Views সর্ট করতে পারি।
02:28 এখন taxonomy ভালোমত শিখব।
02:32 আমরা Events Content type এর জন্য taxonomy সেট করব।
02:35 Structure এ টিপুন, নীচে স্ক্রোল করুন এবং Taxonomy তে টিপুন।
02:41 যদি আপনার মনে থাকে, আমরা এর সাথে ট্যাগ ও সেট করেছি।
02:46 কিন্তু যেমনকি আগে বলেছি, আমাদের closed taxonomy থাকতে হবে -কিছু যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং তা নয় যা মানুষ খুব সহজেই যোগ করতে পারে।
02:56 Add vocabulary তে টিপব এবং এটিকে Event Topics নাম দিন।
03:02 Description এ, আমরা লিখব - This is where we track the topics for Drupal events.
03:09 Save এ টিপুন। এখন আমরা ভকাবুলারিতে টার্ম যোগ করতে পারি। Add a term এ টিপুন।
03:16 আপনি পর্দায় টার্মের একটি তালিকা দেখেন যা যোগ করতে যাচ্ছি - Introduction to Drupal, Site Building.
03:24 Module Development,Theming এবং Performance.
03:28 সেগুলি যোগ করি - Introduction to Drupal এবং Save টিপুন।
03:34 এটি আমাদের Add স্ক্রিনে ফিরিয়ে নিয়ে আসে।
03:39 এখন Site Building লিখে Save টিপব।
03:43 Site Building এবং Save টিপুন। Theming ... ... আমি শুধু Enter টিপছি এবং এটি নিজেই সংরক্ষণ হয়.
03:53 এবং শেষে হল Performance এবং Save টিপুন।
03:57 আমরা এখানে জটিল ভকাবুলারি যোগ করতে পারি কিন্তু এখন এটি আরো সহজ করব।
04:03 এখানে Taxonomy তে টিপে এবং Event Topics এ টার্ম তালিকাভুক্ত করি।
04:09 এখন Introduction, Module Development, Performance, Site Building এবং Theming রয়েছে।
04:16 এবং তারা বর্ণানুসারে রয়েছে।
04:19 কিন্তু আমি তাদের কঠিনতার ক্রমানুসারে সাজাতে চাই।
04:23 তাই আমি Module Development কে নীচে এবং Site Building কে উপরে সরাতে যাচ্ছি।
04:27 Theming কে Site Building এর পর লাগাতে যাচ্ছি।তারপর Performance সবচেয়ে শেষে।
04:34 এগুলি শুধু টিপুন এবং ড্র্যাগ করুন। পরিবর্তনগুলি সর্বদা সংরক্ষণ করুন।
04:39 অন্যথায় Drupal, স্ক্রিন ছেড়ে দিলে এগুলি মনে রাখতে পারে না।
04:44 তাই Save টিপুন এবং আমরা যে অর্ডারে চাই সেইভাবে টার্ম রয়েছে।
04:50 আমরা taxonomy যোগ করেছি কিন্তু Content type এই ব্যাপারে এখনও কিছু জানে না।
04:56 তাই Structure এবং Content types এ টিপুন।
05:00 এখন Fields এবং Events Content type ম্যানেজ করি, তারপর Add field টিপুন।
05:06 এই ক্ষেত্রে field type চয়ন করা এখন আমাদের নির্মিত ভকাবুলারিতে Taxonomy টার্মে একটি রেফারেন্স।
05:14 তাই Taxonomy টার্ম চয়ন করুন এবং এটিকে Event Topics নাম দিন। Save and continue টিপুন।
05:23 এবং এটি আমাদের কি ধরনের টার্ম রেফারেন্স করতে জিজ্ঞাসা করে।
05:28 আমরা সেটি ইতিমধ্যে চয়ন করায় এখানে যত্নশীল হন. আমরা এটি Unlimited এ বদলাবো কারণ একটি ইভেন্টের একাধিক বিষয় থাকতে পারে।
05:37 Save field settings টিপুন।
05:40 এখানে নীচে নিশ্চিত করতে হবে যে আমরা সঠিক রেফারেন্স টাইপ চয়ন করেছি।
05:46 Event Topics চয়ন করি. এখানে আমরা রেফারেন্স সত্ত্বা বানানোর অনুমতি দেই যদি তারা ইতিমধ্যে না থাকে।
05:56 এটিকে Inline entity reference বলে। এর মানে সেখানে কোনো বিষয় থাকলে যা তালিকায় নেই, এটি যে কোনো ইউসার তাতে যোগ করতে পারবে।
06:07 এটি করতে কাউকে দরকার নেই তাই সেটি আনচেক রাখব।
06:11 Save settings টিপুন।
06:15 কনটেন্ট যোগ করার আগে আরেকটি ধাপ রয়েছে।
06:18 আমাদের URL প্যাটার্ন সেট করতে হবে এবং এটি সাধারণত কনটেন্ট যোগ করার পূর্বে করি।
06:24 এটি নিশ্চিত করে যে কনটেন্ট যা আমরা যোগ করি তার সঠিক বন্ধুত্বপূর্ণ URL রয়েছে।
06:30 আমরা এটি এই শৃঙ্খলায় পরে করব. এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:36 সংক্ষিপ্তকরণ করি।
06:39 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:Taxonomy,একটি Taxonomy যোগ করা।
06:48 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
06:57 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:03 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
07:11 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
07:23 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble, Shruti arya