Drupal/C2/Installation-of-Drupal/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Installation of Drupal এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Drupal ডাউনলোড এবং সংস্থাপিত করা শিখব।
00:17 এই টিউটোরিয়ালের জন্য প্রয়োজন - ওয়েব থেকে সর্বশেষ সংস্করণ সংস্থাপিত করতে একটি ইন্টারনেট সংযোগ বা প্রয়োজনীয় লোকাল ফাইল প্রদান করা হবে।
00:30 এছাড়াও আপনার মেশিন উবুন্টু লিনাক্স বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সংস্থাপিত থাকতে হবে।
00:38 টিউটোরিয়ালটি অনুসরণ করতে উল্লিখিত অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হতে হবে।
00:45 Drupal সংস্থাপনের অনেক উপায় রয়েছে।
00:48 এই টিউটোরিয়ালের জন্য Bitnami ড্রুপাল স্ট্যাক ব্যবহার করব যা একটি খুব সহজ সংস্থাপন পদ্ধতি।
00:57 Bitnami ড্রুপাল স্ট্যাক সংস্থাপিত করতে আপনার প্রয়োজন:Intel x86 বা সামঞ্জস্যপূর্ণ প্রসেসর
01:05 সর্বনিম্ন 256 MB RAM
01:08 সর্বনিম্ন 150 মেগাবাইট হার্ডডিস্ক স্পেস এবং
01:13 TCP/IP প্রোটোকল সাপোর্ট।
01:16 নিম্ন হল সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম:
01:20 যে কোনো x86 লিনাক্স অপারেটিং সিস্টেম।
01:24 যে কোনো 32 বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমন Windows Vista, Windows 7, Windows 8, Windows 10, Windows Server 2008 বা Windows Server 2012.
01:41 যে কোনো OS X অপারেটিং সিস্টেম x86.
01:46 আমাদের পছন্দের ওয়েব ব্রাউজার খুলে প্রদর্শিত URL এ যান।
01:53 স্ক্রোল করুন এবং উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টলার যাচাই করুন।
02:01 আপনাকে অপারেটিং সিস্টেম অনুযায়ী ইনস্টলার চয়ন করতে হবে।
02:06 আমি Linux ইউসার হওয়ায় আমি Linux ইনস্টলার চয়ন করব।
02:11 আপনি Windows ইউসার হলে উইন্ডোজের জন্য Drupal এর ইনস্টলার চয়ন করব।
02:17 এখানে Drupal এর সকল ভিন্ন সংস্করণ দেখতে পারি।
02:22 আপনি ডাউনলোডের সংস্করণ সম্পর্কে অনিশ্চিত হলে Recommended সংস্করণ ডাউনলোড করতে পারেন।
02:29 রেকর্ডিং এর সময় Drupal 8.1.3 হল Recommended সংস্করণ।
02:36 আপনার চেষ্টার সময় এটি ভিন্ন হতে পারে।
02:39 ডানদিকে Download বোতামে টিপুন।
02:43 একটি পপআপ উইন্ডো দেখায় যা Bitnami ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট বানাতে হবে।
02:50 এখন No thanks এ টিপুন।
02:53 অবিলম্বে, এটি ইনস্টলার ডাউনলোড করা শুরু করবে। ফাইল সংরক্ষণ করতে OK বোতামে টিপুন।
03:01 নিম্ন সংস্থাপনের ধাপ উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য একই।
03:07 আপনাকে Bitnami ইনস্টলার ফাইল দেওয়া হলে তা ডাউনলোডের বদলে তাদের একটি ব্যবহার করুন।
03:15 Downloads ফোল্ডার খুলুন যেখানে ইনস্টলার ফাইল ডাউনলোড করা হয়েছে।
03:20 ইনস্টলার ফাইল রান করতে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে।
03:25 আপনি উইন্ডোজ ইউসার হলে ইনস্টলার ফাইলে ডান ক্লিক করুন এবং অ্যাডমিনিস্ট্রেশন বিকল্প হিসাবে Run চয়ন করুন।
03:33 আপনি লিনাক্স ইউসার হলে ইনস্টলার ফাইলে ডান ক্লিক করুন এবং Properties চয়ন করুন।
03:40 তারপর Permissions ট্যাবে টিপুন এবং প্রোগ্রাম বিকল্প হিসেবে এক্সিকিউট ফাইলের অনুমতি দিতে চেক বাক্সে টিপুন।
03:48 এই উইন্ডো বন্ধ করতে Close বোতামে টিপুন।
03:52 এখন ইনস্টলার ফাইলে দুইবার টিপুন।
03:55 এখন সংস্থাপন শুরু হয়. Next বোতামে টিপুন।
04:01 এখানে যে কম্পোনেন্ট সংস্থাপন করতে চাই তা চয়ন করতে পারি।
04:06 প্রতিটি কম্পোনেন্টে টিপুন এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পড়ুন।
04:12 আমি নির্বাচিত সকল কম্পোনেন্ট রাখতে চাই. Next বোতামে টিপুন।
04:18 এই উইন্ডোতে, আমাদের ড্রুপাল সংস্থাপনের স্থান চয়ন করতে হবে।
04:24 আমি Home ফোল্ডার চয়ন করব।
04:27 Windows এ, এটি C কোলনে ডিফল্টরূপে বা মেন ড্রাইভে সংস্থাপিত হবে।
04:34 Next বোতামে টিপুন।
04:36 এখন Drupal অ্যাডমিন অ্যাকাউন্ট বানাতে হবে।
04:40 আমি আসল নাম হিসাবে Priya লিখব। এই নামটি এপ্লিকেশনে দেখাবে।
04:47 এখানে আপনার নিজের নাম লিখুন।
04:50 Email Address ফীল্ড এ, আমি লিখব priyaspoken@gmail.com.
04:56 নিজের বৈধ ইমেল এড্রেস ব্যবহার করুন।
05:00 এরপর এডমিনিস্ট্রেটরের জন্য পছন্দের ইউসারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে।
05:07 Login ইউসারনেমে আমি লিখব admin.
05:11 পাসওয়ার্ডে, আমি একটি পাসওয়ার্ড লিখব। নিশ্চিতকরণের জন্য আবার পাসওয়ার্ড লিখুন।
05:17 আপনি পছন্দের যে কোনো লগইন নাম এবং পাসওয়ার্ড লিখতে পারেন।
05:22 Next বোতামে টিপুন।
05:24 Linux এ, Apache এর ডিফল্ট লিসেনিং পোর্ট হল 8080 এবং MySQL এর জন্য 3306.
05:34 Windows এ, এটি হল 80 এবং 3306.
05:39 সেই পোর্ট অন্যান্য অ্যাপ্লিকেশন দ্বারা ইতিমধ্যে ব্যবহৃত হলে এটি অন্য পোর্ট লিখতে অনুরোধ করবে।
05:47 আমি ইতিমধ্যে MySQL মেশিনে সংস্থাপিত করেছি। তাই এটি অন্য পোর্টের জন্য অনুরোধ করে।
05:54 আমি 3307 লিখব।
05:57 Next বোতামে টিপুন।
05:59 এখন Drupal সাইটের একটি নাম দিতে হবে. আমি নাম হিসাবে Drupal 8 লিখব।
06:06 আপনি পছন্দের যে কোনো নাম দিতে পারেন।
06:10 Next বোতামে টিপুন।
06:12 এখানে এটি Bitnami ক্লাউড হোস্টিং এর জন্য অনুরোধ করে। এখন আমি এটি চাই না।
06:19 তাই এটি অচয়নিত করতে চেক বাক্সে টিপুন।
06:23 তারপর Next বোতামে টিপুন।
06:26 এখন Drupal সংস্থাপিত হতে প্রস্তুত। Next বোতামে টিপুন।
06:31 সংস্থাপন সমাপ্ত হতে কয়েক মিনিট সময় নিতে পারে।
06:36 একবার সংস্থাপন সমাপ্ত হলে নিশ্চিত করুন Launch Bitnami Drupal Stack চেক রয়েছে।
06:43 তারপর Finish বোতামে টিপুন।
06:46 Bitnami Drupal Stack কন্ট্রোল উইন্ডো স্বয়ংক্রিয়ভাবে খোলে।
06:51 এরপর Bitnami ড্রুপাল স্ট্যাক কন্ট্রোল উইন্ডো অ্যাক্সেস করা দেখি।
06:57 আপনি Linux ইউসার হলে নিম্ন ধাপ অনুসরণ করুন।
07:01 File ব্রাউজারে যান।
07:04 তারপর বাম সাইডবারে, Places এর নীচে Home এ টিপুন।
07:09 এখন তালিকা থেকে drupal hyphen 8.1.3 hyphen 0 ফোল্ডারে দুইবার টিপুন।
07:17 এখানে manager hyphen linux hyphen x64.run ফাইল দেখেন। এটি খুলতে এতে দুইবার টিপুন।
07:27 আপনি Windows ইউসার হলে Start Menu -> All Programs -> Bitnami Drupal Stack -> Bitnami Drupal Stack Manager Tool এ যান।
07:38 Bitnami ড্রুপাল স্ট্যাক কন্ট্রোল উইন্ডো খুলবে।
07:42 প্রতিবার ড্রুপাল খুললে সকল সার্ভার রান হচ্ছে কিনা যাচাই করুন।
07:47 সকল চলমান সার্ভিস দেখতে Manage Servers ট্যাবে টিপুন।
07:53 এখানে এখন দেখি যে MySQL Database এবং Apache Web Server চলছে।
07:59 উল্লেখ্য যে Drupal এ কাজ করতে MySQL, PostgreSQL বা Oracle এর মত একটি ডেটাবেস প্রয়োজন।
08:08 এবং একটি ওয়েব সার্ভার যেমন Apache বা Nginx.
08:13 ডিফল্টরূপে, Bitnami ড্রুপাল স্ট্যাক MySQL ডেটাবেস এবং Apache ওয়েব সার্ভারের সাথে আসে.
08:20 কন্ট্রোল উইন্ডোতে ফিরে যাই.
08:23 আমরা যথাযত বোতামে টিপে সার্ভিসেস শুরু করতে, থামাতে এবং পুনরায় শুরু করতে পারি।
08:30 Welcome ট্যাবে টিপুন।
08:33 Drupal শুরু করতে, ডানদিকে Go to Application বোতামে টিপুন।
08:39 ব্রাউজার নিজে থেকে bitnami পৃষ্ঠার সাথে খোলে।
08:44 এখন, Access Drupal লিঙ্কে টিপুন। এটি আমাদের Drupal এর ওয়েবসাইটে নিয়ে যাবে।
08:51 লক্ষ্য করুন যে ওয়েবসাইটের নাম Drupal 8.
08:55 ওয়েবসাইটে লগইন করতে, উপরের ডানকোণায় Log in লিঙ্কে টিপুন।
09:00 এখানে আগে তৈরী করা ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন।
09:08 এখন Login বোতামে টিপুন।
09:11 এড্রেস বারে আমরা ওয়েবসাইটের ওয়েব এড্রেস দেখতে পারি http://localhost:8080/drupal/user/1.
09:24 পরের টিউটোরিয়ালে আমরা শিখব /user/1 কি।
09:29 এই লোকালহোস্টের বদলে, এটি সিস্টেম কনফিগারেশনের উপর ভিত্তি করে 127.0.0.1 দেখাতে পারে।
09:39 এরপর থেকে, আমরা ওয়েব এড্রেস ব্যবহার করে ড্রুপাল অ্যাক্সেস করতে পারি।localhost colon 8080 slash drupal বা localhost slash drupal যদি Apache পোর্ট 80 তে থাকে।
09:54 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
09:57 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Drupal সংস্থাপিত করা।
10:07 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
10:14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
10:25 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
10:36 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble