Digital-Divide/C2/First-Aid-on-Fever/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:05 গ্রামের মেয়ে মিনা নড়বড়ে এবং কাঁপতে-কাঁপতে ক্লান্ত অবস্থায় স্কুল থেকে বাড়ি ফেরৎ আসে।
00:13 সে গা ব্যথা এবং মাথা ব্যাথাও বলছিল।
00:17 মা চিন্তিত অবস্থায় তার কাছে এলো এবং দেখল যে তার খুব জ্বর।
00:24 First aid on fever এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:30 আমরা জ্বরের লক্ষণ, প্রাথমিক যত্ন এবং ডাক্তারের পরামর্শ সম্পর্কে কথা বলবো।
00:37 যদি কোনো ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 96.8 থেকে 100.4º ফারেনহাইটের বেশি হয় তাহলে তার জ্বর হয়েছে।
00:51 এখন জ্বরের লক্ষণ দেখি:
00:54 তাপমাত্রা বৃদ্ধি হওয়া,
00:57 ব্যথা এবং যন্ত্রনা,
01:00 কম্পন এবং কাঁপুনি,
01:02 তীব্র মাথা ব্যাথা এবং
01:04 গলা ব্যথা করা।
01:06 মা তাকে কাঁপতে দেখে, তাকে গরম রাখতে একটি কম্বল দিয়ে ঢেকে দিলো।
01:14 এখন জ্বর অবস্থায় কি করা উচিত এবং কি নয় তা দেখি।
01:19 উষ্ণ জলে ভেজানো স্পঞ্জ দিয়ে শরীর মুছুন।
01:24 রোগীকে প্রচুর জল খেতে দিন।
01:27 ব্যক্তিকে কম্বল বা মোটা পোশাক দিয়ে ঢাকবেন না।
01:32 নিজের থেকে ওষুধ দেবেন না।
01:35 সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ দেবেন।
01:40 তাজা হাত্তয়া বন্ধ করবেন না
01:43 কারণ এটি জ্বর কম করতে সাহায্য করে।
01:47 রোগীর নিম্ন লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিত্সা করুন:
01:53 অনিয়মিত নিশ্বাস নেওয়া,
01:55 ঘাড় শক্ত হওয়া,
01:57 অনর্গল গলা ব্যথা করা,
01:59 ফুসকুড়ি,
02:02 বমি, বেদনাদায়ক প্রস্রাব এবং ডায়রিয়া।
02:07 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
02:11 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
02:14 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
02:17 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
02:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
02:27 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
02:31 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
02:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
02:42 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
02:49 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
03:07 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
03:11 অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta