DWSIM/C2/Plug-Flow-Reactor/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 DWSIM এ Plug Flow Reactor(PFR) সিমুলেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব: একটি কাইনেটিক বিক্রিয়া সংজ্ঞায়িত করা।
00:13 Plug Flow Reactor(PFR) সিমুলেট করা।
00:16 PFR এ রিঅ্যাকশনের জন্য কনভার্সন এবং রেসিডেন্স টাইম গণনা করা।
00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি DWSIM 4.3 এবং Windows 7 ব্যবহার করছি।
00:30 এই টিউটোরিয়ালে প্রদর্শিত প্রক্রিয়া অন্যান্য অপারেটিং সিস্টেমেও অনুরূপ, যেমন - Linux, Mac OS X বা FOSSEE OS on ARM.
00:42 টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে: একটি ফ্লোশীটে কম্পোনেন্ট যোগ করা।
00:49 থের্মোডাইনামিক প্যাকেজগুলি চয়ন করা।
00:53 ম্যাটেরিয়াল এবং এনার্জি স্ট্রীম যোগ করা এবং তাদের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা।
00:59 পূর্বাবশ্যক টিউটোরিয়ালগুলি আমাদের ওয়েবসাইটে উল্লিখিত।
01:04 আপনি এই সাইট থেকে এই টিউটোরিয়ালস এবং সকল সংশ্লিষ্ট ফাইল অ্যাক্সেস করতে পারেন।
01:10 এখন Isothermal PFR থেকে এক্সিট কম্পোজিশন নির্ধারণ করতে একটি flowsheet বিকাশিত করব।
01:16 এখানে বিক্রিয়া, প্রোপার্টি প্যাকেজ এবং ইনলেট স্ট্রিম শর্তাবলী রয়েছে।
01:22 এরপর রিঅ্যাক্টর প্যারামিটার এবং রিঅ্যাকশন কাইনেটিক্স রয়েছে।
01:28 আমি ইতিমধ্যে আমার মেশিনে DWSIM খুলেছি।
01:33 File মেনুতে যান এবং New Steady-state Simulation চয়ন করুন।
01:38 Simulation Configuration Wizard উইন্ডো দেখায়।
01:42 নীচে, Next এ ক্লিক করুন।
01:45 প্রথমে, আমরা কম্পোনেন্টগুলি যোগ করব।
01:48 Compounds Search ট্যাবে,লিখুন Nitrogen.
01:52 ChemSep ডাটাবেস থেকে Nitrogen চয়ন করুন।
01:56 একইভাবে, ChemSep ডাটাবেস থেকে Hydrogen যোগ করুন।
02:01 এরপর, ChemSep ডাটাবেস থেকে Ammonia যোগ করুন। এখন, সকল কম্পোনেন্ট যোগ করা হয়েছে। Next এ ক্লিক করুন।
02:11 এরপর Property Packages রয়েছে।
02:14 Available Property Packages থেকে, Peng-Robinson (PR) এ ডাবল ক্লিক করুন। তারপর Next এ ক্লিক করুন।
02:21 আমরা Flash Algorithm এ আসি।
02:24 Default Flash Algorithm থেকে Nested Loops(VLE) চয়ন করুন। Next এ ক্লিক করুন।
02:31 পরবর্তী বিকল্প হল System of Units.
02:35 System of Units এ C5 চয়ন করুন।
02:39 এতে আমাদের সমস্যার বিবৃতি অনুযায়ী পছন্দসই ইউনিট রয়েছে।
02:44 তারপর Finish এ ক্লিক করুন।
02:47 সিমুলেশন উইন্ডোটি বড় করি।
02:50 এখন PFR এ প্রবেশ করা একটি ফীড স্ট্রীম সন্নিবেশ করি।
02:55 মেন সিমুলেশন উইন্ডোর ডান পাশে, Object Palette এ যান।
03:00 Streams বিভাগ থেকে, Material Stream ড্রেগ করে ফ্লোশীটে ড্রপ করুন।
03:05 Material Stream “MSTR-000” তে ক্লিক করে এর বৈশিষ্ট্যগুলি দেখুন।
03:11 এই স্ট্রীমের নাম বদলে Feed করুন।
03:15 এখন ফীড স্ট্রীম বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট করব।
03:18 Input Data তে, Flash Spec হিসাবে Temperature and Pressure (TP) চয়ন করুন, যদি চয়নিত না থাকে।
03:26 ডিফল্টরূপে, Temperature and Pressure ইতিমধ্যে Flash Spec হিসাবে চয়নিত। তাই এটি পরিবর্তন করি না।
03:33 Temperature বদলে 425 degC করুন এবং নতুন মান গ্রহণ করতে Enter টিপুন।
03:41 Pressure বদলে 200 bar করুন এবং Enter টিপুন।
03:46 Mass Flow বদলে 3600 kg/h করুন এবং Enter টিপুন।
03:52 এখন ফীড স্ট্রীম কম্পোজিশন নির্দিষ্ট করি।
03:57 Composition এ, Basis হিসাবে Mole Fractions চয়ন করুন, যদি চয়নিত না থাকে।
04:05 ডিফল্টরূপে, Mole Fractions ইতিমধ্যে Basis হিসাবে চয়নিত। সুতরাং, এটি বদলাই না।
04:11 এখন Nitrogen এর জন্য, Amount হিসাবে 0.5 লিখুন এবং Enter টিপুন।
04:18 একইভাবে, Hydrogen এর জন্য, এটিকে 0.5 লিখুন এবং Enter টিপুন।
04:25 Ammonia এর জন্য, 0 লিখুন এবং Enter টিপুন।
04:30 ডানদিকে, Accept Changes নামে সবুজ টিকে ক্লিক করুন।
04:34 এখন আমরা Kinetic Reaction সংজ্ঞায়িত করব।
04:38 Tools এর নীচে, Reactions Manager এ ক্লিক করুন।
04:42 Chemical Reactions Manager উইন্ডো খোলে।
04:46 Chemical Reactions ট্যাবের নীচে, সবুজ রঙের Add Reaction বোতামে ক্লিক করুন।
04:52 তারপর Kinetic এ ক্লিক করুন।
04:55 Add New Kinetic Reactions উইন্ডো খুলবে।
04:59 প্রথম অংশটি হল Identification. Identification এ, Name হিসাবে Ammonia Synthesis লিখুন।
05:08 এরপর Description লিখুন।
05:11 Irreversible reaction for synthesis of Ammonia from Nitrogen and Hydrogen
05:17 এরপর Components, Stoichiometry এবং Reaction Orders এর টেবিল।
05:23 প্রথম কলাম Name, এখানে উপলব্ধ কম্পোনেন্ট দেখায়।
05:28 দ্বিতীয় কলামটি এর Molar Weight সম্পর্কিত।
05:32 পরবর্তী কলাম হল Include. এটি রিঅ্যাকশনে অংশগ্রহণ করা কম্পোনেন্ট ইঙ্গিত করে।
05:39 Include এ, সকল কম্পোনেন্টের সকল চেক বাক্স চেক করুন।
05:44 চতুর্থ কলাম হল BC. এটি রিঅ্যাকশনের বেস কম্পোনেন্ট নির্দেশ করে।
05:51 BC তে, Nitrogen বেস কম্পোনেন্ট হওয়ায় Nitrogen চেক বাক্স চেক করুন।
05:57 পরবর্তী কলাম হল Stoich. Coeff. (stoichiometric coefficients).
06:01 Stoic Coeff এ, লিখুন:

Nitrogen এর জন্য -1

Hydrogen এর জন্য -3

এবং Ammonia এর জন্য 2

তারপর Enter টিপুন।

06:15 ঋণাত্মক চিহ্ন কম্পোনেন্টকে Reactants হিসাবে সূচীত করে।
06:20 Stoichiometry ক্ষেত্রে, এটি OK দেখাচ্ছে।
06:25 অর্থাৎ স্টোয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট লেখার পর রিঅ্যাকশনটি সুষম দেখায়।
06:31 এখানে Equation ক্ষেত্র রিঅ্যাকশনের সমীকরণটি দেখায়।
06:36 পরবর্তী কলাম হল DO, যা ডাইরেক্ট / ফরওয়ার্ড বিক্রিয়ার অর্ডার নির্দেশ করে।
06:43 আমরা Nitrogen এর ভিত্তিতে বিক্রিয়াটি প্রথম অর্ডার বিবেচনা করছি।
06:49 তাই আমরা Nitrogen এর জন্য DO কলামে 1 লিখব তারপর Enter টিপব।
06:57 পরবর্তী কলাম হল RO যা বিপরীত রিঅ্যাকশনের অর্ডার নির্দেশ করে।
07:03 যেহেতু আমরা ইররিভারসিবল রিঅ্যাকশন বিবেচনা করছি, তাই এখানে কিছু লিখব না।
07:09 তারপর Kinetic Reactions Parameters আসে।
07:13 বিক্রিয়ার হার মোলার ঘনত্ব বা কন্সেন্ট্রেশন ভিত্তিক।
07:17 তাই Basis হিসাবে Molar Concentrations চয়ন করব।
07:21 Fase হিসাবে Vapor চয়ন করুন।
07:25 এরপর হল Tmin এবং Tmax.
07:29 এটি তাপমাত্রার সীমা দেয় যার মধ্যে রেট এক্সপ্রেশন বৈধ বলে মনে করা হয়।
07:35 তাই Tmin (K) হিসাবে 500 এবং Tmax (K) হিসাবে 2000 লিখুন।
07:41 এখন Direct and Reverse Reactions Velocity Constant এ যান।
07:46 Direct Reaction এ, A হিসাবে 0.004 লিখুন।
07:51 OK ক্লিক করুন এবং Chemical Reactions Manager উইন্ডো বন্ধ করুন।
07:57 এখন ফ্লোশীটে একটি Plug-Flow Reactor (PFR) সন্নিবেশ করি।
08:02 Object Palette এ যান।
08:04 Unit Operations এ, Plug-Flow Reactor (PFR) এ ক্লিক করুন। এতে ক্লিক করে ফ্লোশীটে টেনে আনুন।
08:11 এখন এটি প্রয়োজনীয় মত সাজান।
08:14 আমরা একটি Output Stream সন্নিবেশ করব। এটি করতে, একটি Material Stream টেনে আনুন।
08:20 আবার এটি সাজান। এটি একটি আউটপুট স্ট্রিম হওয়ায় এটি অনির্ধারিত ছেড়ে দেবো।
08:27 আমরা এই স্ট্রিমের নাম বদলে Product করব।
08:31 এরপর একটি Energy স্ট্রীম সন্নিবেশ করব এবং এই স্ট্রিমের নাম Energy করব।
08:38 এখন আমরা Plug-Flow Reactor উল্লিখিত করতে প্রস্তুত। এতে ক্লিক করুন।
08:44 বামদিকে, আমরা PFR এর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি ট্যাব দেখতে পারি।
08:50 এটিকে Property Editor Window বলে।
08:54 Connections এ, Inlet Stream এর ড্রপ-ডাউনে ক্লিক করুন এবং Feed চয়ন করুন।
09:01 এরপর, Outlet Stream এর ড্রপ ডাউনে ক্লিক করুন এবং Product চয়ন করুন।
09:07 তারপর Energy Stream এর ড্রপ ডাউনে ক্লিক করুন এবং Energy চয়ন করুন।
09:13 এখন পরবর্তী বিভাগে যান, Calculation Parameters.
09:18 এখানে, প্রথম বিকল্প হল Reaction Set. ডিফল্টরূপে, এটি হল Default Set.
09:26 শুধুমাত্র একটি রিঅ্যাকশন হওয়ায় আমরা এটি এইভাবে ছেড়ে দেই।
09:31 এরপর, Calculation Mode এর ড্রপ ডাউনে ক্লিক করুন। Isothermic চয়ন করুন।
09:38 তারপর Reactor Volume এর ক্ষেত্রে ক্লিক করুন এবং 1 মিটার কিউব লিখুন। তারপর Enter টিপুন।
09:47 Reactor length এর ক্ষেত্রে ক্লিক করুন এবং 1.5 মিটার লিখুন। তারপর Enter টিপুন।
09:56 এখন আমরা সিমুলেশন রান করব।
09:59 টুলবার থেকে Solve Flowsheet বোতামে ক্লিক করুন।
10:04 গণনা সম্পূর্ণ হলে, ফ্লোশীটে PFR এ ক্লিক করুন।
10:09 PFR এর Property Editor Window থেকে Results বিভাগ সনাক্ত করুন।
10:15 General ট্যাবে, Residence time চেক করুন। এটি 0.013 ঘন্টা।
10:23 Conversions ট্যাবে, উভয় বিক্রিয়ক কম্পাউন্ডের জন্য কনভার্সন যাচাই করুন।
10:29 Nitrogen এর জন্য, কনভার্সন 17.91% এবং Hydrogen এর জন্য 53.73%.
10:40 এখন আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স যাচাই করব।
10:44 Insert মেনুতে যান এবং Master Property Table চয়ন করুন।
10:49 এটি সম্পাদন করতে Master Property Table এ ডাবল ক্লিক করুন।
10:53 Configure Master Property Table উইন্ডো খুলবে।
10:57 Name হিসাবে Results - Plug Flow Reactor লিখুন।
11:01 Object Type হিসাবে Material Stream লিখুন।
11:05 ডিফল্টরূপে, Material Stream ইতিমধ্যে চয়নিত। তাই আমরা এটি বদলাবো না।
11:11 Properties to display তে, Object হিসাবে Feed এবং Product চয়ন করুন।
11:17 Property তে, সকল প্যারামিটার দেখতে নীচে স্ক্রোল করুন।
11:22 এখন বৈশিষ্ট্যগুলি চয়ন করুন:

Temperature

Pressure

Mass Flow

Molar Flow

11:32 Vapor Phase Volumetric Fraction
11:36 Molar Flow (Mixture) / Nitrogen
11:39 Mass Flow (Mixture) / Nitrogen
11:42 Molar Flow (Mixture) / Hydrogen
11:45 Mass Flow (Mixture) / Hydrogen
11:48 Molar Flow (Mixture) / Ammonia
11:51 Mass Flow (Mixture) / Ammonia
11:54 এই উইন্ডো বন্ধ করুন।
11:56 ভাল দৃশ্যতার জন্য Master Property Table সাজান।
12:01 এখানে আমরা Product এবং Feed এর জন্য সংশ্লিষ্ট ফলাফল দেখতে পারি।
12:06 সংক্ষিপ্তকরণ করি।
12:08 এই টিউটোরিয়ালে, আমরা কাইনেটিক বিক্রিয়া নির্ধারণ করতে শিখেছি।
12:14 Plug-Flow Reactor (PFR) সিমুলেট করা।
12:17 PFR এ রিঅ্যাকশনের জন্য কনভার্সন এবং রেসিডেন্স টাইম গণনা করা।
12:23 অনুশীলনী হিসাবে, বিভিন্ন কম্পাউন্ড এবং থার্মোডাইনামিক্স সহ সিমুলেশন পুনরাবৃত্তি করুন।
12:29 ভিন্ন ফীড কন্ডিশন।
13:31 ভিন্ন PFR ডাইমেনশন এবং বিক্রিয়া কাইনেটিক্স।
12:36 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org
12:38 এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
12:42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।
12:48 অধিক বিবরণের জন্য আমাদের লিখুন, contact@spoken-tutorial.org.
12:51 আপনার প্রশ্ন থাকলে ফোরামে পোস্ট করুন।
12:55 FOSSEE দল জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে।
13:00 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই।
13:05 বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
13:09 FOSSEE দল DWSIM এর কমার্শিয়াল সিমুলেটর ল্যাবগুলি মাইগ্রেট করতে সহায়তা করে।
13:14 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই।
13:19 বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
13:23 FOSSEE দল DWSIM এ বিদ্যমান ফ্লোশীটগুলির রূপান্তরন সমন্বয় করে।
13:29 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
13:37 Spoken Tutorial এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
13:45 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta