DWSIM-3.4/C2/Sensitivity-Analysis-and-Adjust/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 DWSIM এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:04 এখানে আমরা sensitivity analysis এবং adjust করা শিখব।
00:12 এখানে separation এর জন্য সঠিক Reflux Ratio নির্ধারণ করব।
00:19 প্রথমে আমরা এটি Sensitivity Analysis দ্বারা করব।
00:24 আমরা Adjust অপারেশন দ্বারা এটি পুনরাবৃত্তি করব।
00:28 টিউটোরিয়ালটি রেকর্ড করতে DWSIM 3.4 ব্যবহার করছি।
00:34 টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে:

DWSIM এ সিমুলেশন ফাইল খোলা। rigorous distillation simulation করা। একটি flowsheet এ কম্পোনেন্ট যোগ করা।

00:48 আমাদের ওয়েবসাইট spoken tutorial dot org পূর্বাবশ্যক টিউটোরিয়ালের বর্ণণ দেয়।
00:55 আপনি এই সাইট থেকে এই টিউটোরিয়াল এবং সকল সংশ্লিষ্ট ফাইল অ্যাক্সেস করতে পারেন।
01:02 এই স্লাইডটি কোনো একটি পূর্বাবশ্যক টিউটোরিয়ালে সেই প্রব্লেম সমাধান করা দেখায়।
01:08 এটি Rigorous distillation দ্বারা সমাধান করা হয়েছিল।
01:12 প্রাপ্ত purity অপেক্ষার চেয়ে কম ছিল।
01:17 purity কিভাবে উন্নত করি?
01:19 আমাদের reflux ratio বৃদ্ধি করতে হবে।
01:23 এখন DWSIM এ সম্পর্কিত ফাইল খুলুন।
01:28 ফাইলের নাম উপরে রয়েছে।
01:30 আমি ইতিমধ্যে DWSIM খুলেছি।
01:34 আমি ইতিমধ্যে rigorous dot dwxml ফাইল খুলেছি।
01:40 এই ফাইলটি spoken-tutorial.org সাইটে ডাউনলোড করতে উপলব্ধ।
01:48 Distillate এ ক্লিক করুন।
01:50 Properties সেকশনে, Molar Composition আইটেম 2 তে যান।
02:00 Mixture এর পাশের অ্যারোতে ক্লিক করুন।
02:04 Benzene mole fraction হল 0.945.
02:09 আমরা এটিকে 0.95 পর্যন্ত বাড়াতে চাই।
02:13 reflux ratio বাড়িয়ে এটি চেষ্টা করি।
02:18 এটি তা যা একটু আগে স্লাইডে দেখেছি।
02:22 File বোতামের ডানদিকে Menu বার থেকে Optimization বিকল্পে যান।
02:28 এতে ক্লিক করুন। এখন Sensitivity Analysis বিকল্পে ক্লিক করুন। একটি উইন্ডো দেখায়।
02:37 আমরা sensitivity analysis এর মেনু বারে পাঁচটি মেনু দেখতে পারি।
02:43 Sensitivity Studies এ যান।
02:47 এটি ইতিমধ্যে চয়নিত না হলে এতে ক্লিক করুন।
02:51 আমরা Case Manager শিরোনামে, চারটি বিকল্প সহ একটি বাক্স দেখতে পারি।
02:58 New বিকল্পে ক্লিক করুন।
03:01 এটি একটি নতুন Sensitivity Analysis কেস বানাতে সাহায্য করবে।
03:07 আমরা SACase0 নাম দেখি।
03:12 সেই প্রব্লেম দেখুন যা সমাধান করতে চান:
03:14 ভালো purity পেতে আমরা reflux ratio বৃদ্ধি করতে চাই।
03:19 reflux ratio হল independent variable.
03:24 এখন Independent Variables বোতাম দ্বারা এটি প্রয়োগ করি।
03:29 এখন Object বোতামের পাশের খালি স্থানে ক্লিক করি।
03:34 Object তে ক্লিক করুন, যা distillation column এর নাম।
03:40 ডান দিকে, Property নামে বিকল্প রয়েছে।
03:45 এটিকে ভিতরে নিয়ে আসি।
03:47 ডাউন অ্যারোতে ক্লিক করি।
03:50 এখন নীচে গিয়ে, Condenser_Specification_Value তে যাই।
03:55 এটি এই মেনুর নীচে আসে।
03:57 এটি reflux ratio এর ভূমিকা পালন করে।
03:59 ক্লিক করে এটি চয়ন করুন।
04:03 আপনি এটি এখানে চয়নিত দেখতে পারেন।
04:07 মনে রাখুন আমরা reflux ratio, 2 এর অধিক করতে চাই।
04:12 তাই Lower limit এ 2 লিখব।
04:16 Upper limit বদলে 2.5 করি।
04:20 Number of Points বদলে 6 করি।
04:24 এরপর Dependent Variable এ ক্লিক করি।
04:27 বাম দিকে, Variables নামক column দেখুন।
04:33 তার নীচে, ভ্যারিয়েবল জুড়তে সবুজ প্লাস বোতাম দেখুন। এতে ক্লিক করুন।
04:41 একটি নতুন সারি দেখায়। Object এর নীচে ডাউন অ্যারোতে ক্লিক করুন।
04:46 এতে দুইবার ক্লিক করতে হবে।
04:48 Distillate নামক বিকল্পে ক্লিক করুন।
04:52 Property এর নীচে ডাউন অ্যারোতে ক্লিক করুন।
04:56 ড্রপ ডাউন মেনু খুলতে আপনাকে এতেও দুবার ক্লিক করতে হবে।
05:01 Molar Fraction (Mixture) – Benzene এ যান।
05:05 এতে পৌঁছতে আপনাকে নীচে যেতে হবে।
05:08 অন্যান্য কিছু বিকল্প রয়েছে যা এটির অনুরূপ মনে হয়।
05:12 এটি চয়ন করা নিশ্চিত করুন। এতে ক্লিক করুন।
05:17 এটি চয়নিত হয়েছে এবং ট্যাবে দেখায়। তারপর Results এ ক্লিক করুন।
05:24 আমরা Start Sensitivity Analysis দেখতে পাই। এতে ক্লিক করুন।
05:31 এখানে এক এক করে reflux ratios এর জন্য কলাম সিমুলেটে করা হচ্ছে।
05:36 সিমুলেশনের শেষে, আমরা Done ম্যাসেজ পাই।
05:40 আপনি ছটি reflux ratios এর জন্য 2 থেকে 2.5 পর্যন্ত ফলাফল দেখতে পারে।
05:49 আমরা সম্পর্কিত বেনজিন কম্পোজিশনও দেখতে পারি।
05:54 আমরা Independent Variables এ ফিরে যেতে পারি।
05:58 Number of points বদলে 11 করুন। Results এ ফিরে যান।
06:05 Start Sensitivity Analysis এ আরো একবার ক্লিক করুন।
06:10 আপনি দেখতে পারেন এগারো বার রান হওয়া সম্পন্ন হয়েছে।
06:14 এখন উপরে যান।
06:17 দেখুন যে 0.95 এর অপেক্ষিত purity 2.05 এবং 2.1 এর মাঝে অর্জন হবে।
06:26 আপনি Independent Variables এ এটি lower এবং upper লিমিট হিসাবে চয়ন করে পুনরাবৃত্তি করতে পারেন।
06:34 কিন্তু, এখন এটি করব না।
06:36 এইভাবে অব্যাহত থেকে, 0.95 purity এর জন্য আবশ্যক সঠিক reflux ratio নির্ধারণ করতে পারি।
06:45 আপনি কি 0.95 purity এর জন্য আবশ্যক reflux ratio খুঁজতে পারেন?
06:52 সেই পদ্ধতি অনুসরণ করুন যা ব্যাখ্যা করেছি।
06:56 আমি উত্তর বলবো। এটি মোটামুটি 2.067.
07:01 আমরা এই ফলাফলগুলি গ্রাফের আকারেও দেখতে পারি।
07:07 Chart বিকল্পে ক্লিক করুন।
07:10 Draw বিকল্পে ক্লিক করুন। আপনি এখানে চার্ট দেখতে পারেন।
07:15 Distillate composition বনাম condenser specification value, যা হল reflux ratio.
07:24 এই পপ-আপটি বন্ধ করুন।
07:26 এখন এই সিমুলেশন sensitivity হিসাবে সংরক্ষণ করি।
07:36 এখন পরের অনুশীলনীতে যাই।
07:39 আগের অনুশীলনীতে, দ্বিতীত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জুড়ুন: bottoms এ Benzene mole fraction.
07:46 distillate এবং bottoms উভয় কম্পোজিশন দেখুন।
07:51 দেখুন Chart দ্বারা দুটি প্রোফাইল কিভাবে প্লট করে।
07:55 আরেকটি অনুশীলনী করুন।
07:59 যাচাই করুন 2.067 এর reflux ratio যা অনুশীলনী 1 এ দেখেছি কাজ করে কি নয়
08:06 তাই আবার rigorous.dwxml দিয়ে শুরু করি।
08:11 reflux ratio বদলে 2.067 করুন।
08:15 সিমুলেট করুন।
08:17 আপনি কোন distillate কম্পোজিশন পান?
08:20 আমরা ট্রায়াল এবং এরর দ্বারা অপেক্ষিত reflux ratio গণনা করেছি।
08:27 DWSIM এর সরাসরি গণণা করার শক্তিশালী মেথড রাখে।
08:32 এটিকে Adjust বলা হয়।
08:35 ডানদিকে object palette থেকে Adjust এ যান।
08:42 এটি ফ্লোশীটে টানুন এবং এটিকে distillate এর নীচে কলামের বাইরে ছাড়ুন।
08:49 এতে ক্লিক করে এটি চয়ন করি।
08:52 Properties ট্যাবে Controlled variable নামে বিকল্প দেখতে পাই।
08:58 এটি distillate composition নামে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সমান।
09:05 এটি না খুললে Controlled Variable এর বামদিকের অ্যারোতে ক্লিক করুন এবং এটি খুলবে।
09:13 ক্লিক করুন যেখানে এটি দেখায় Click to Select.
09:17 ডানদিকে থাকা সেই বোতামে টিপুন।
09:19 একটি পপ-আপ দেখায়। এর তিনটি columns রয়েছে।
09:23 Type এর নীচে, এটি ইতিমধ্যে চয়নিত না থাকলে Material Stream এ ক্লিক করুন।
09:29 Object কলামে, অর্থাৎ মধ্য কলামে, Distillate চয়ন করুন।
09:35 এটি ডানদিকের কলামে অনেক ভ্যারিয়েবল তৈরী করে।
09:39 Molar Fraction (Mixture) – Benzene এ যান।
09:44 এটি Solid Phase এন্ট্রিগুলি শেষ হওয়ার পর আসে। এতে ক্লিক করুন।
09:51 সতর্ক থাকুন, কারণ অনেকগুলি অনুরূপ বিকল্প রয়েছে।
09:55 OK তে ক্লিক করুন।
09:58 যাচাই করুন এটি Properties মেনুতে দেখায়।
10:04 উপরের প্রক্রিয়া Manipulated Variable দিয়ে পুনরাবৃত্তি করুন।
10:09 ডানদিকে বোতামে ক্লিক করুন।
10:12 পপ আপে নীচে গিয়ে Distillation column এ যান। এতে ক্লিক করুন।
10:18 তারপর DC-000 এ ক্লিক করুন। তারপর Condenser_Specification_Value তে যান।
10:26 এতে তারপর OK তে ক্লিক করুন।
10:31 এখন Parameters প্রোপারটিসের জন্য সাধারন পদ্ধতি অনুসরণ করুন।
10:36 এটি দেখতে নীচে যান।
10:40 আমরা Adjust Property Value নামে বিকল্প দেখতে পারি।
10:43 এই ভ্যালু সাধারণত 1 হয়।
10:48 1 মুছুন এবং 0.95 লিখুন।
10:52 আমি সামান্য বড় সংখ্যা 0.95001 লিখব।
11:00 আমি চাই আপনি চিন্তা করুন আমি একটু বড় সংখ্যা কেনো লিখেছি।
11:06 এর নীচে কয়েকটি লাইন পর, Simultaneous Adjust নামে বিকল্প দেখুন।
11:11 স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করে এর ভ্যালু বদলে true করুন।
11:18 এটির নিজে থেকে গণনা না হলে, প্রথমে Play এবং তারপর Recalculate All টিপুন।
11:26 আমার ক্ষেত্রে, এটি নিজেই গণণা হয়। তাই এটিতে ক্লিক করব না।
11:32 অল্প সময়ে গনণা সম্পন্ন হয়ে যায়।
11:35 এখন যাচাই করি ডিস্টিলেট purity এর জন্য 0.95 এর উদেশ্য অর্জন হয়েছে কি নয়।
11:42 Distillate চয়ন করুন।
11:44 Molar Composition এ Mixture চেক করুন।
11:49 আমরা দেখি যে benzene composition হল 0.95.
11:53 এখন যাচাই করি এর জন্য আবশ্যক reflux ratio কোনটি।
11:59 তাই Distillation column এ ক্লিক করুন।
12:02 Condenser Specification এ ভ্যালু চেক করুন।
12:08 আমরা ভ্যালু 2.067 দেখি।
12:13 এটি তার সমান যা Sensitivity Analysis এ পেয়েছি।
12:18 এখন এই সিমুলেশন adjust হিসাবে সংরক্ষণ করি।
12:27 এখানে অনুশীলনী রয়েছে।
12:29 ধরুন আমি ডিস্টিলেটে 0.96 বেঞ্জিন mole fraction চাই।
12:36 কত reflux ratio প্রয়োজন?
12:39 যেমনকি প্রব্লেমে সমাধান করেছি আমরা কেবল reflux ratio বদলাতে পারি।
12:44 Sensitivity Analysis দ্বারা এটি সমাধান করুন।
12:47 Adjust দ্বারা গণণাগুলি চেক করুন।
12:51 আরেকটি অনুশীলনী করি। এই কলামে পাওয়া সর্বোচ্চ purity নির্ণয় করুন।
12:58 আগের অনুশীলনীর মতই শুধুমাত্র reflux ratio বদলাতে পারেন।
13:03 ধীরে ধীরে এগিয়ে 0.99 এর mole fraction পর্যন্ত যেতে পারি।
13:10 সংক্ষিপ্তকরণ করি।
13:12 এখানে আমরা শিখেছি:
13:14 Sensitivity Analysis করা।
13:16 সলিউশন রেঞ্জ সঙ্কুচিত করা।
13:18 Adjust দ্বারা সরাসরি একই ফলাফল প্রাপ্ত করা।
13:22 একটি প্ল্যান্টের উৎপাদন বৃদ্ধি করতে Adjust এর ব্যবহার।
13:27 আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
13:31 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।
13:35 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
13:39 আমরা কর্মশালার আয়োজন করি, সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
13:47 আপনার এখানে কোনো প্রশ্ন রয়েছে?
13:51 minute এবং second চয়ন করুন যেখানে প্রশ্ন রয়েছে।
13:54 আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন।
13:56 FOSSEE টিমের কেউ তার উত্তর দেবে।
13:59 দয়া করে এই সাইটে যান।
14:02 FOSSEE টিম জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে।
14:08 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
14:12 আরো জানতে এই সাইটে যান।
14:16 FOSSEE টিম কমার্শিয়াল সিমুলেটর ল্যাব DWSIM এ স্থানান্তরিত করতে সহায়তা করে।
14:21 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
14:25 আরো জানতে এই সাইটে যান।
14:28 স্পোকেন টিউটোরিয়াল এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
14:36 অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Nancyvarkey, Satarupadutta