CellDesigner/C2/Installation-of-CellDesigner/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 CellDesigner সংস্থাপনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এখানে আমরা শিখব: Windows অপারেটিং সিস্টেমে CellDesigner 4.3 ডাউনলোড এবং সংস্থাপন করা।
00:14 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি Windows XP এবং CellDesigner সংস্করণ 4.3 ব্যবহার করছি।
00:21 মনে রাখবেন যে CellDesigner, Linux এবং Mac OS X এও কাজ করে।
00:27 লক্ষ্য করুন কোনো সফটওয়্যার সংস্থাপন করতে চাইলে আপনাকে অ্যাডমিন ইউসার হতে হবে।
00:34 আপনি www.celldesigner.org থেকে CellDesigner ডাউনলোড করতে পারেন।
00:42 home page এ, আপনি downloads ট্যাব পাবেন। এতে ক্লিক করুন।
00:48 এটি আপনাকে আরেকটি পৃষ্ঠায় নিয়ে যাবে। নীচে স্ক্রোল করুন।
00:53 Download CellDesigner এ ক্লিক করুন।
00:56 নীচে স্ক্রোল করুন। Download শিরোনামের নীচে, চারটি লিঙ্ক রয়েছে।
01:03 প্রথম লিঙ্ক অর্থাৎ Download for windows 32 bit এ ক্লিক করুন।
01:09 এটি আপনাকে অন্য পৃষ্ঠায় নিয়ে যাবে।
01:11 এখানে দুটি বিকল্প রয়েছে - Registered User এবং First Time User
01:17 যেহেতু এখন আপনি First Time User
01:21 First Time User এ ক্লিক করুন। Continue তে ক্লিক করুন।
01:25 এখন আপনার বিবরণ পূরণ করতে হবে।
01:27 আমি বিবরণ পূরণ করি।
01:30 একবার বিবরণ পূরণ করার পর নীচে স্ক্রোল করুন এবং Download এ ক্লিক করুন।
01:37 আপনাকে এই তথ্য শুধুমাত্র একবার পূরণ করতে হবে।
01:41 পরে আপনি কোনো নতুন সংস্করণ সংস্থাপন করলে আপনাকে Registered user এ ক্লিক করতে হবে।
01:48 ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড লিখুন। আপনি এইরকম সেটআপ ফাইল পাবেন।
01:53 Save File এ ক্লিক করুন।
01:56 এটি set-up ফাইল ডাউনলোড শুরু করবে। এতে কিছু সময় লাগবে।
02:02 ডাউনলোড সম্পন্ন হওয়ার পর set-up খুলুন।
02:07 এতে ক্লিক করুন। Run এ ক্লিক করুন।
02:12 Next বোতামে ক্লিক করুন।
02:14 I accept the agreement বিকল্প চয়ন করুন।
02:17 Next বোতামে ক্লিক করুন।
02:20 কম্পিউটারে CellDesigner সংস্থাপন করতে একটি গন্তব্য ফোল্ডার চয়ন করুন।
02:25 Next বোতামে ক্লিক করুন।
02:27 Next বোতামে ক্লিক করুন।
02:31 সংস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করতে Finish বোতামে ক্লিক করুন।
02:36 আপনি কিছু নির্দেশাবলী পাবেন। এটি ভালোমত পড়ুন।
02:40 এবং তারপর OK তে ক্লিক করুন।
02:44 এখন CellDesigner খুলতে ডেস্কটপে শর্টকাট CellDesigner আইকনে ক্লিক করুন।
02:52 এটি হল CellDesigner Interface.
02:56 আসন্ন টিউটোরিয়ালে আমরা মেনুবার, টুলবার এবং বিভিন্ন প্যানেল সম্পর্কে শিখব।
03:02 এটি CellDesigner এর সাহায্যে অঙ্কিত একটি মডেল।
03:07 এখানে সাবস্ট্রেট এনজাইমের সাথে আবদ্ধ এবং এনজাইম-সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হয়। এই সাবস্ট্রেট প্রোডাক্টে রূপান্তরিত হয়।
03:17 এখন মডেলটি CellDesigner এ দেখি।
03:20 আমরা CellDesigner দ্বারা অনেকগুলি জৈবিক নেটওয়ার্ক আঁকতে পারি।
03:25 এই যাচাই করতে যে সংস্থাপন সঠিকভাবে হয়েছে কিনা।
03:30 CellDesigner উইন্ডোতে ফিরে যাই।
03:34 এখানে শুধুমাত্র একটি Protein যোগ করি।
03:37 ফাইলে যান, New তে ক্লিক করুন।
03:41 আমি এটিকে trial নাম দেবো। OK তে ক্লিক করুন।
03:45 আমি protein চয়ন করি।
03:48 এখানে ক্লিক করুন এবং এটিকে A নাম দিন।
03:52 OK তে ক্লিক করুন।
03:55 পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর সাথে এগিয়ে যাবো এবং এই মডেলটি বানাবো।
04:01 CellDesigner সংস্থাপনের এই টিউটোরিয়াল এখানেই সমাপ্ত হয়।
04:07 এখানে আমরা শিখেছি: উইন্ডোজ অপারেটিং সিস্টেমে CellDesigner 4.3 ডাউনলোড এবং সংস্থাপন করা।
04:15 প্রদত্ত লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
04:27 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।
04:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য: http://spoken-tutorial.org/NMEICT-Intro
05:06 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta