Blender/C2/Types-of-Windows-User-Preference/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। |
00:05 | এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে। |
00:12 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
00:22 | এই টিউটোরিয়ালটি দেখার পর, আমরা ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে শিখব |
00:30 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে উপলব্ধ বিভিন্ন বিকল্পগুলি কি |
00:36 | এবং ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো ব্যবহার করে ব্লেন্ডার ইন্টারফেস কিভাবে কাস্টমাইজ করে। |
00:43 | আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন। |
00:48 | না হলে আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন। |
00:52 | Basic Description of the Blender Interface |
00:58 | ব্লেন্ডার ইন্টারফেসের উপরের বাঁদিকের কোনায় File এ যান। |
01:05 | File খোলার জন্য বাম ক্লিক করুন। |
01:08 | এখানে বিকল্পের সূচী আছে, যা ইতিমধ্যে ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেলের টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। |
01:19 | User Preferences নির্বাচন করুন। |
01:22 | কীবোর্ড শর্টকাটের জন্য, Ctrl, Alt এবং U টিপুন। |
01:32 | এটি হল ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো। |
01:38 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোর উপরের বাঁদিকের কোণায় Interface এ যান। |
01:45 | এতে ব্লেন্ডার ইন্টারফেস কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বিকল্প রয়েছে। |
01:50 | মৌলিক প্রয়োজনীয় অপশন ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় আছে। |
01:56 | Display mini axis 3D ভিউয়ের নীচের বাঁদিকের কোণায় উপস্থিত মিনি অক্ষের আকার নিয়ন্ত্রণ করে। |
02:05 | ডিফল্ট আকার হল 25 |
02:09 | আমি ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভাল দেখার উদ্দেশ্যে আকার 60 ব্যবহার করছি। |
02:16 | আমি প্রদর্শন করছি। |
02:18 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো বন্ধ করুন। |
02:24 | 3D ভিউয়ের নীচের বাঁদিকের কোণায়, আমরা মিনি অক্ষ দেখতে পারি। |
02:32 | মিনি অক্ষ ব্লেন্ডারে 3D স্পেসের গ্লোবাল ট্রান্সফর্ম অক্ষ প্রতিনিধিত্ব করে। |
02:40 | ব্লেন্ডারে এনিমেট করার সময় এটি দরকারী। |
02:44 | আমরা গ্লোবাল এবং লোকাল ট্রান্সফর্ম অক্ষ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। |
02:52 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো খুলতে Ctrl, Alt এবং U টিপুন। |
03:00 | Rotate around selection সক্রিয় করুন। |
03:06 | এটি আপনাকে নির্বাচিত বস্তুর কেন্দ্রের চারপাশে ঘুরতে সক্ষম করে। |
03:12 | দেখা যাক এর অর্থ কি। |
03:15 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো বন্ধ করুন। |
03:19 | 3D ভিউতে lamp এ রাইট ক্লিক করুন। |
03:27 | মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান। |
03:35 | আমরা নির্বাচিত বস্তুর চারপাশে ঘুরছি। |
03:42 | একইভাবে, Camera তে ডান ক্লিক করুন। |
03:47 | মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান। |
03:55 | এখন আমরা ক্যামেরার চারপাশে ঘুরছি। |
04:03 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো খুলতে Ctrl, Alt এবং U টিপুন। |
04:10 | Editing এ বাম ক্লিক করুন। |
04:14 | এতে প্যারামিটার আছে, যা অবজেক্ট এডিটিং মোড বা এডিটিং মোডে ব্লেন্ডারের আচরণ প্রতিফলিত করে। |
04:24 | আবার মৌলিক বিকল্পগুলি ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে। |
04:32 | Global undo আনডু স্টেপসের সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস করে যা এডিটিং এর সময় প্রয়োজন হতে পারে। |
04:44 | Input এ বাম ক্লিক করুন। |
04:46 | এখানে আমরা ব্লেন্ডারে ব্যবহৃত সকল কীবোর্ড শর্টকাট কাস্টমাইজ করতে পারি। |
04:53 | ব্লেন্ডারে 3-বাটন মাউস আপনার 2 বাটন মাউসকে 3 বাটন মাউসের মত আচরণ করাবে। |
05:04 | Select with আপনার মাউসের নির্বাচন বিকল্প ডান থেকে বামে বদলাতে পারে। |
05:12 | এটি বাম হাতের ব্যবহারকারীদের জন্য উপযোগী। |
05:19 | Emulate numpad আপনার কীবোর্ডে নম্বর কী বানাবে, যা ব্লেন্ডারে numpad কী এর মত আচরণ করবে। |
05:29 | এটি ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য উপযোগী, যার কীবোর্ডে পৃথক নামপ্যাড নেই। |
05:41 | Add-ons এ বাম ক্লিক করুন। |
05:43 | এটি ব্লেন্ডারে একটি প্লাগ-ইন্স সূচী রাখে। |
05:49 | Enabled এ বাম ক্লিক করুন। |
05:52 | কিছু প্লাগ-ইন্স ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে। |
05:55 | অন্য প্লাগ-ইন্স সম্বন্ধিত ওয়েবসাইট থেকে সংস্থাপিত করা যেতে পারে। |
06:00 | উদাহরণস্বরূপ, মেঘ তৈরী করার জন্য একটি প্লাগ-ইন সংস্থাপিত করুন। |
06:07 | Object এ বাম ক্লিক করুন। |
06:11 | Cloud generator অবজেক্টের আগের ত্রিভুজে বাম ক্লিক করুন। |
06:19 | link to wiki তে বাম ক্লিক করুন। |
06:23 | এই লিঙ্ক আমাদের ইন্টারনেট ব্রাউজারে একটি ওয়েব পেজ খোলে। |
06:29 | আমি ফায়ারফক্স 3.09 ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করছি। |
06:35 | এখানে আমরা ব্লেন্ডারের জন্য ক্লাউড জেনারেটর প্লাগ-ইন ডাউনলোড এবং সংস্থাপিত করতে পারি। |
06:42 | শুধু এই পৃষ্ঠার নির্দেশাবলী অনুসরণ করুন। |
06:47 | এখানে প্রদর্শিত পদক্ষেপ, সকল ইন্টারনেট ব্রাউজারে একই। |
06:56 | Theme এ বাম ক্লিক করুন। |
06:59 | এখানে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের প্রতিটি প্যানেলের রঙ পরিবর্তন করতে পারেন। |
07:09 | উদাহরণস্বরূপ, Timeline এ বাম ক্লিক করুন। |
07:14 | এখানে আপনি কারেন্ট ফ্রেম ইন্ডিকেটর, গ্রিড এবং সেইসাথে অন্যান্য সকল এট্রিব্যুটসের রঙ দেখতে পারেন। |
07:24 | Current frame এর আগে সবুজ বারে বাম ক্লিক করুন। |
07:30 | এটি হল ব্লেন্ডারে কলর মোড উইন্ডো। |
07:38 | এখানে সবুজ ক্ষেত্রের উপর White dot কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রঙ নিয়ন্ত্রণ করে। |
07:45 | আমি এটি লাল রঙে বদলাতে যাচ্ছি। |
07:49 | White dot এ বাম ক্লিক করুন এবং আপনার মাউস ধরে রেখে লাল ক্ষেত্রের দিকে ড্রেগ করুন। |
07:58 | বাম ক্লিক ছেড়ে দিন। |
08:01 | লক্ষ্য করুন যে RGB-এর মান ও কিভাবে বদলে গেছে। |
08:07 | এইভাবে, আমরা অন্য সূচিবদ্ধ বিকল্পের রং ও পরিবর্তন করতে পারি। |
08:15 | File এ বাম ক্লিক করুন। |
08:20 | এখানে আমরা আমাদের সিস্টেমে Fonts, Textures, Plugins, Render output, Scripts, Sounds ইত্যাদির স্থান নির্ধারিত করতে পারি। |
08:38 | ফন্টস এর জন্য স্থান নির্ধারিত করুন। |
08:42 | প্রথম আয়তকার বারের ডানদিকের শেষে file আইকনে বাম ক্লিক করুন। |
08:53 | একটি ফাইল ব্রাউজার খোলে। |
08:56 | ডিফল্টরূপে, আমরা লোকাল সি ড্রাইভ ডিরেক্টরিতে আছি। |
09:02 | windows directory তে বাম ক্লিক করুন। |
09:07 | ফন্সে যান। |
09:11 | পর্দার উপরের ডান দিকের কোণায় Accept এ বাম ক্লিক করুন। |
09:19 | প্রথম আয়তকার বারে একটি পাথ প্রদর্শিত হয়। |
09:25 | ব্লেন্ডার এখন জানে যে, আমাদের সিস্টেমে ফন্টসের জন্য কোথায় দেখে। |
09:32 | একইভাবে, দ্বিতীয় আয়তকার বারের ডানদিকের শেষে file আইকনে বাম ক্লিক করুন। |
09:40 | আবার, ফাইল ব্রাউজার খোলে। |
09:43 | এখন আমরা আমাদের সিস্টেমে textures এর জন্য স্থান নির্ধারিত করতে পারি যেমনকি আমরা ফন্টসের জন্য করেছিলাম। |
09:52 | কি হবে যদি আমি textures এর জন্য স্থান নির্বাচন ছাড়াই এই ফাইল ব্রাউজার থেকে প্রস্থান করতে চাই? |
10:00 | ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে ফেরত আসার জন্য পর্দার উপরে হেল্পের আগের Back to previous এ বাম ক্লিক করুন। |
10:11 | দ্বিতীয় আয়তকার বারে কোনো পাথ দেখা যাচ্ছে না, কারণ আমি কোনোটি নির্বাচন করিনি। |
10:20 | System এ বাম ক্লিক করুন। |
10:23 | এখানে ব্যবহৃত কম্পিউটারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ব্লেন্ডার সেটিংস কাস্টমাইজ করতে পারি। |
10:29 | DPI ব্লেন্ডারে ডিসপ্লের জন্য ফন্ট সাইজ এবং রেজল্যুশন পরিবর্তন করে। |
10:36 | ব্লেন্ডারে ডিফল্ট DPI হল 72 |
10:42 | ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভাল দেখার উদ্দেশ্যে আমি DPI:90 ব্যবহার করছি। |
10:52 | নীচে বাঁদিকের কোণায় Save as default এর ব্যবহার ব্লেন্ডার ইন্টারফেসে কাস্টমাইজড পরিবর্তনগুলি সংরক্ষণ করতে করা হয়েছে। |
11:01 | কীবোর্ড শর্টকাটের জন্য Ctrl এবং U টিপুন। |
11:07 | সুতরাং এটি ইউসার প্রেফেরেন্সেস উইন্ডো সম্পর্কে বুনিয়াদী তথ্য ছিল। |
11:13 | এছাড়াও, এখানে ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোতে অন্য বিকল্প উপস্থিত যার সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে। |
11:25 | এখন কীবোর্ড শর্টকাট ব্যবহার করে ব্লেন্ডারে ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোটি খোলার চেষ্টা করুন। |
11:33 | এরপর, Rotate around selection ব্যবহার করে, 3D ভিউতে কিউবকে আবর্তনের কেন্দ্র করুন। |
11:42 | ব্লেন্ডারের জন্য cloud generator plug-in সংস্থাপিত করুন। |
11:47 | টাইমলাইনে কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রঙ বদলান এবং আপনার কম্পিউটারে রেন্ডার আউটপুটের জন্য স্থান নির্ধারিত করুন। |
11:57 | শুভেচ্ছা! |
12:02 | এবং এটি ইউসার প্রেফেরেন্সেস উইন্ডোর এই টিউটোরিয়ালটি সমাপ্ত করে। |
12:10 | এই প্রকল্পটি আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
12:19 | এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। |
12:23 | oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro |
12:39 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল |
12:41 | কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। |
12:45 | যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়। |
12:50 | আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন। |
12:56 | আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |
12:59 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |