Blender/C2/How-to-Change-Window-types-in-Blender/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:03 ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ উইন্ডোর ধরন পরিবর্তন সম্পর্কে।
00:16 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
00:26 এই টিউটোরিয়ালটি দেখার পর, আমরা ব্লেন্ডার ইন্টারফেসে যে কোনো উইন্ডোর আকার পরিবর্তন সম্পর্কে শিখব
00:36 বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল কিভাবে করে
00:40 উইন্ডো বিভাজিত এবং আবার একসাথে একত্রীকরণ কিভাবে করে
00:46 এবং পূর্ণ স্ক্রীন মোডে কোনো উইন্ডো ম্যাক্সিমাইজ কিভাবে করে
00:55 আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন।
01:01 না হলে আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন
01:05 Basic Description of Blender Interface
01:11 আমরা ব্লেন্ডার ইন্টারফেসে উপস্থিত উইন্ডোর বিভিন্ন ধরন দেখেছি।
01:17 এই উইন্ডোজের আকার বদলানো যেতে পারে।
01:21 আউটলাইনর উইন্ডোর বাম প্রান্তে মাউস কার্সার নিয়ে যান।
01:28 আমরা একটি ডাবল হেডেড অ্যারো দেখি।
01:32 এখন বাম ক্লিক করুন এবং মাউস ড্রেগ করুন।
01:37 মাউস সরার সাথে সাথে আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন হয়ে যায়।
01:45 এখন মাউস কার্সার আউটলাইনর উইন্ডোর নীচের প্রান্তে নিয়ে যান।
01:51 আমরা আবার একটি ডাবল হেডেড অ্যারো দেখি।
01:55 এখন বাম ক্লিক করুন এবং মাউস ড্রেগ করুন।
01:59 মাউস সরার সাথে সাথে আউটলাইনর উইন্ডোর আকার পরিবর্তন হয়ে যায়।
02:07 এইভাবে ব্লেন্ডার ইন্টারফেসে যে কোনো উইন্ডোর আকার পরিবর্তন করতে পারি।
02:14 এখন দেখি যে ব্লেন্ডার ইন্টারফেসের বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল কিভাবে করে।
02:22 3D ভিউয়ের বাম কোণায় যান।
02:27 এখানে up এবং down অ্যারোর বোতাম রয়েছে যা বর্তমান এডিটরের ধরন প্রদর্শন করে।
02:35 বোতামে বাম ক্লিক করুন।
02:38 বিভিন্ন বিকল্পের সাথে একটি মেনু প্রর্দশিত হয়।
02:42 এটি হল Editor Type মেনু।
02:46 এই মেনু ব্লেন্ডার ইন্টারফেসে প্রত্যেক উইন্ডোর বাম কোণায় উপস্থিত।
02:52 এবং বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল করার জন্য এটি ব্যবহার করা হয়।
02:59 আপনার মাউস মেনু বিকল্পে নিয়ে যান।
03:04 শর্টকাটের জন্য, আপনি আপনার কীবোর্ডে up এবং down অ্যারো কী ব্যবহার করতে পারেন।
03:12 UV/ Image Editor এ বাম ক্লিক করুন।
03:16 3D ভিউ UV/ Image Editor এ পরিবর্তিত হয়ে যায়।
03:25 আবার editor type মেনুতে বাম ক্লিক করে 3D ভিউ নির্বাচন করুন।
03:31 এখন আমরা আবার 3D ভিউতে আছি।
03:36 সুতরাং এইভাবে আপনি editor type মেনু ব্যবহার করে বিভিন্ন উইন্ডোর মধ্যে টগল করতে পারেন।
03:47 ডিফল্ট 3D ভিউ ৪ ভাগে ভাগ করা যেতে পারে।
03:53 3D ভিউ বিভক্ত করার দুটি উপায় রয়েছে।
03:57 প্রথমে, editor type মেনুর আগে 3D ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় View তে বাম ক্লিক করুন।
04:07 উপর থেকে দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করুন Toggle Quad view
04:13 শর্টকাটের জন্য, Ctrl, Alt এবং Q টিপুন।
04:20 3D ভিউ ৪টি বিভিন্ন ভিউতে বিভাজিত হয়।
04:26 Top view, Front view, Right view এবং Camera view
04:38 ব্লেন্ডারে মডেলিং এবং এনিমেট করার জন্য আপনি এটি খুব প্রয়োজনীয় মনে করবেন।
04:47 Quad view অক্ষম করার জন্য Ctrl, Alt এবং Q টিপুন।
04:55 space bar টিপুন এবং সার্চ ক্ষেত্রে Toggle টাইপ করুন।
05:05 সূচী থেকে Toggle Quad view বিকল্পটি নির্বাচন করুন।
05:12 এটি Quad view সক্রিয় করার দ্বিতীয় পদ্ধতি।
05:18 Quad view আবার অক্ষম করার জন্য Ctrl, Alt এবং Q টিপুন।
05:27 আমরা আবার ব্লেন্ডারের ডিফল্ট Camera view তে রয়েছি।
05:33 ডিফল্টরূপে ব্লেন্ডার ইন্টারফেসে উপস্থিত রয়েছে, এই পাঁচটি পৃথক উইন্ডোজ ছাড়া
05:39 আপনি ক্ষেত্র বিভক্ত করে ব্লেন্ডার ইন্টারফেসে নতুন উইন্ডোস ও যুক্ত করতে পারি।
05:46 এখানে এটি করার দুটি উপায় রয়েছে।
05:50 আমি এটি আউটলাইনর উইন্ডোতে প্রদর্শিত করছি।
05:55 মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর নীচে বাম কোণায় তিন তির্যক রেখায় নিয়ে যান যতক্ষণ প্লাস চিহ্ন প্রদর্শিত না হয়।
06:07 বাম ক্লিক ধরে রেখে মাউসকে ডান দিকে টেনে আনুন।
06:12 এখন আউটলাইনর উইন্ডো দুটি নতুন প্যানেলে বিভাজিত হয়।
06:19 প্রতিটি নতুন প্যানেলে এদের নিজস্ব টুলসের সেট রয়েছে।
06:26 আবার দুটি নতুন প্যানেল একসাথে একত্রীকরণের জন্য, আমরা একই পদ্ধতি ব্যবহার করি।
06:33 ডান প্যানেল আবার বামের সাথে জোড়া আবশ্যক।
06:39 মাউস কার্সারকে আউটলাইনর প্যানেলের নীচে বাম কোণায় তিন তির্যক রেখায় নিয়ে যান যতক্ষণ প্লাস চিহ্ন প্রদর্শিত না হয়।
06:50 বাম ক্লিক ধরে রেখে মাউসকে বাম প্যানেলের দিকে টেনে আনুন।
06:56 প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়।
07:02 বাম ক্লিক ছেড়ে দিন।
07:05 দুটি উইন্ডো একত্রিত হয়েছে।
07:10 এখন, উইন্ডোর ক্ষেত্র বিভক্ত করতে দ্বিতীয় পদ্ধতি দেখি।
07:15 প্রথমে আমরা আউটলাইনর উইন্ডো অনুভূমিকভাবে বিভক্ত করব।
07:21 ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর বাম প্রান্তে নিয়ে যান।
07:29 arrow চিনহে ডান ক্লিক করুন।
07:33 Split area তে বাম ক্লিক করুন।
07:37 আপনার মাউসকে আউটলাইনর উইন্ডোর মাঝখানে ড্রেগ করুন।
07:43 ডাবল হেডেড অ্যারোর সাথে একটি অনুভূমিক রেখা প্রদর্শিত হয়।
07:48 জায়গাটি স্থির রাখার জন্য বাম ক্লিক করুন।
07:54 আউটলাইনর উইন্ডো এখন দুটি নতুন অনুভূমিক প্যানেলে বিভাজিত হয়।
08:01 ঠিক আগের মতই, প্রতিটি প্যানেলে এদের নিজস্ব টুলসের সেট রয়েছে।
08:07 এখন, একই ভাবে নতুন প্যানেল একসাথে জোড়া যাক।
08:14 ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে দুটি নতুন প্যানেলের মধ্যে অনুভূমিক প্রান্তে নিয়ে যান।
08:26 ডান ক্লিক করে Join area নির্বাচন করুন।
08:31 মাউস উপরে বা নীচে যে কোনো একটি প্যানেলে নিয়ে যান।
08:35 আমি নীচের প্যানেল নির্বাচন করছি।
08:40 নির্বাচিত প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়।
08:47 ছায়াময় প্যানেলে বাম ক্লিক করুন।
08:50 দুটি প্যানেল আবার একসাথে জুড়ে গেছে।
08:54 এখন, আউটলাইনর উইন্ডো উল্লম্বভাবে বিভক্ত করার চেষ্টা করুন এবং নতুন প্যানেল আবার একসঙ্গে যুক্ত করুন।
09:03 ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত হওয়া পর্যন্ত আপনার মাউস কার্সারকে আউটলাইনর উইন্ডোর নীচের প্রান্তে নিয়ে যান।
09:12 arrow চিনহে ডান ক্লিক করুন।
09:16 Split area তে বাম ক্লিক করুন।
09:21 আপনার মাউসকে আউটলাইনর উইন্ডোর মাঝখানে ড্রেগ করুন।
09:26 ডাবল হেডেড অ্যারোর সাথে একটি উল্লম্ব রেখা প্রদর্শিত হয়।
09:33 জায়গা স্থির রাখতে বাম ক্লিক করুন।
09:36 আউটলাইনর উইন্ডো এখন দুটি নতুন উল্লম্ব প্যানেলে বিভাজিত হয়।
09:45 মাউস কার্সারকে দুটি নতুন প্যানেলের মধ্যে উল্লম্ব প্রান্তে নিয়ে যান যতক্ষণ ডাবল হেডেড অ্যারো প্রদর্শিত না হয়।
09:55 ডান ক্লিক করে Join area নির্বাচন করুন।
10:01 মাউস ডান বা বাম একটি প্যানেলে নিয়ে যান।
10:05 আমি ডান প্যানেল নির্বাচন করছি।
10:10 নির্বাচিত প্যানেল ছায়াময় এবং একটি স্পষ্ট তীর চিহ্ন এর উপর প্রদর্শিত হয়।
10:16 ছায়াময় প্যানেলে বাম ক্লিক করুন।
10:19 দুটি প্যানেল আবার একসাথে জুড়ে গেছে।
10:24 এখন, প্রোপারটিস উইন্ডোতে বিভিন্ন প্যানেলের স্থান পুনরায় ব্যবস্থিত করা দেখি।
10:32 উদাহরণস্বরূপ, আমরা layers প্যানেল render প্যানেলের সবচেয়ে উপরের ভাগে চাই।
10:40 মাউস কার্সারকে layers প্যানেলের সবচেয়ে উপরের ডানদিকের কোনায় তিন তির্যক রেখায় নিয়ে যান।
10:50 বাম ক্লিক করুন এবং ধরে থাকুন এবং আপনার মাউস উপরের দিকে ড্রেগ করুন।
11:00 layers প্যানেল render প্যানেলের উপরের ভাগে স্থানান্তরিত হয়।
11:07 এখন, দেখি যে ব্লেন্ডারে কোন বিশেষ উইন্ডো ম্যাক্সিমাইজ বা পূর্ণ স্ক্রীন মোডে স্যুইচ কিভাবে করে।
11:20 মাউস কার্সার যে কোনো উইন্ডোতে নিয়ে যান।
11:23 আমি 3D ভিউ নির্বাচন করছি।
11:28 আপনার কীবোর্ডে Ctrl এবং up অ্যারো বোতাম টিপুন।
11:33 3D ভিউ এখন পূর্ণ স্ক্রিন মোডে ম্যাক্সিমাইজ হয়ে গেছে।
11:41 পূর্ণ স্ক্রীণ মোড থেকে বেরোতে Ctrl এবং down অ্যারো কী টিপুন।
11:48 আমরা ব্লেন্ডারের ডিফল্ট ভিউতে ফিরে এসেছি।
11:51 এটি যে কোনো উইন্ডোতে করা যেতে পারে।
11:59 এইভাবে ব্লেন্ডারে যে কোনো উইন্ডোর আকার পরিবর্তন, বিভিন্ন উইন্ডো মধ্যে টগল, উইন্ডো বিভক্ত এবং আবার একসাথে জুড়তে পারি।
12:11 এখন, একটি নতুন ফাইল তৈরি করে Quad ভিউতে 3D ভিউ টগল করার চেষ্টা করি।
12:19 আউটলাইনর উইন্ডো বিভক্ত করুন এবং আবার নতুন প্যানেল যুক্ত করুন।
12:27 প্রোপারটিস উইন্ডোতে, Output প্যানেলকে Render প্যানেলের উপরের ভাগে নিয়ে যান।
12:35 এবং 3D ভিউ পূর্ণ স্ক্রীন মোডে ম্যাক্সিমাইজ করুন।
12:44 এই প্রকল্পটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
12:52 এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ।
12:57 oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro
13:10 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
13:13 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
13:17 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র (সার্টিফিকেট) দেয়।
13:21 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
13:29 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
13:31 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble, Ranjana