BOSS-Linux/C3/More-on-sed-command/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | More on sed এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা কিছু উদাহরণ দিয়ে কিছু More on sed কমান্ড শিখব। |
00:13 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে, |
00:15 | লিনাক্স অপারেটিং সিস্টেম এবং |
00:20 | GNU bash সংস্করণ 4.2.24 ব্যবহার করছি। |
00:23 | অনুশীলনের জন্য GNU Bash 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। |
00:30 | দরকারী তথ্য রূপে |
00:33 | লিনাক্স টার্মিনাল সম্পর্কে জানা উচিত। |
00:36 | আপনার sed টুল সম্পর্কে জানা উচিত। |
00:39 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। |
00:45 | sed এর প্রমুখ ব্যবহার হল প্রতিস্থাপন করা। |
00:49 | ইনপুটে কিছু প্যাটার্ন অন্য কিছু দ্বারা প্রতিস্থাপন করা। |
00:54 | এখন মূল ফাইল seddemo ডট txt দেখি। |
01:00 | লক্ষ্য করুন Kumar শব্দ চতুর্থ লাইনে দুইবার এবং ষষ্ঠ লাইনে একবার দেখায়। |
01:10 | যদি আপনি সকল Kumar কে Roy দ্বারা প্রতিস্থাপন করতে চান। |
01:15 | টার্মিনালে লিখুন, |
01:17 | sed স্পেস একক উদ্ধৃতিতে s ফ্রন্ট স্ল্যাশ ওপেনিং বর্গাকার বন্ধনী ছোটহাতের k বড়হাতের K ক্লোসিং বর্গাকার বন্ধনী umar স্ল্যাশ Roy স্ল্যাশ একক উদ্ধৃতির পর স্পেস seddemo ডট txt. |
01:39 | Enter টিপুন। |
01:42 | চতুর্থ লাইন লক্ষ্য করুন। |
01:45 | শুধুমাত্র প্রথম Kumar, Roy এর সাথে প্রতিস্থাপিত হয়েছে, দ্বিতীয়টি নয়। |
01:51 | ষষ্ঠ লাইনে Kumar শব্দ একবার রয়েছে এবং এখন এটি প্রতিস্থাপিত হয়েছে। |
01:57 | সুতরাং, আমরা দেখি যে লাইনের শুধু প্রথম প্রবিষ্টি পরিবর্তন করা হয়েছে। |
02:02 | এর কারণ ডিফল্টরূপে, যে কোনো লাইনের প্রথম মিলিত প্রবিষ্টি প্রতিস্থাপিত হয়েছে। |
02:10 | সকল মিলিত প্রবিষ্টি প্রতিস্থাপন করতে ফ্লাগ g ব্যবহার করতে হবে। |
02:17 | প্রম্পট মুছে ফেলি। |
02:20 | লিখুন: sed স্পেস একক উদ্ধৃতিতে s ফ্রন্ট স্ল্যাশ ওপেনিং বর্গাকার বন্ধনী ছোটহাতের k বড়হাতের K ক্লোসিং বর্গাকার বন্ধনী umar স্ল্যাশ Roy স্ল্যাশ g একক উদ্ধৃতির পর স্পেস seddemo ডট txt. Enter টিপুন। |
02:43 | এখন, চতুর্থ লাইনের উভয় প্রবিষ্টি প্রতিস্থাপিত হয়েছে। |
02:47 | আমরা সাথে সাথে একবারে একাধিক প্রস্তিস্থাপণ করতে পারি। |
02:52 | ধরুন আমরা electronics গুলিকে electrical দ্বারা |
02:57 | এবং seddemo ডট txt তে civil কে metallurgy দ্বারা প্রতিস্থাপণ করতে চাই। |
03:03 | প্রম্পট মুছে ফেলি। |
03:06 | লিখুন: sed স্পেস হাইফেন e স্পেস একক উদ্ধৃতিতে s ফ্রন্ট স্ল্যাশ electronics স্ল্যাশ electrical স্ল্যাশ g একক উদ্ধৃতির পর হাইফেন e স্পেস একক উদ্ধৃতিতে s ফ্রন্ট স্ল্যাশ civil স্ল্যাশ metallurgy স্ল্যাশ g একক উদ্ধৃতির পর স্পেস seddemo ডট txt |
03:35 | এবং Enter টিপুন। |
03:38 | আপনি দেখেন যে শব্দগুলি প্রতিস্থাপিত হয়েছে। |
03:41 | এখন আমরা Anirban স্ট্রিমের computers কে mathematics দ্বারা বদলাতে চাই। |
03:49 | এই সকল ক্ষেত্রে আমাদের লিখতে হবে: |
03:52 | sed স্পেস একক উদ্ধৃতিতে ফ্রন্ট স্ল্যাশ Anirban স্ল্যাশ s স্ল্যাশ computers স্ল্যাশ mathematics স্ল্যাশ g একক উদ্ধৃতির পর স্পেস seddemo ডট txt |
04:11 | Enter টিপুন। |
04:13 | আমরা দেখি যে স্ট্রিম পরিবর্তিত হয়েছে। |
04:17 | এখন বুঝি যে এটি কি। |
04:20 | প্রথমে আমরা sed লিখি তারপর একক উদ্ধৃতিতে যে প্যাটার্ন মেলা দরকার তা লিখি। |
04:27 | যা হল Anirban. |
04:29 | এখন স্ল্যাশের পর অপারেশন আসে। |
04:33 | এটি হল s যা প্রতিস্থাপণের জন্য রয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখেছি। |
04:40 | তারপর সেই প্যাটার্ন লিখি যা প্রতিস্থাপণ করা দরকার যা হল computers. |
04:46 | তারপর নতুন শব্দ যা প্রতিস্থাপণ করা হবে যা হল mathematics. |
04:52 | ফাইলে লাইন যোগ করতে বা মুছে ফেলতে sed কমান্ড ও ব্যবহার করতে পারি। |
04:59 | ধরুন আমরা সেই লাইন নির্বাচন করতে চাই যার electronics এর মত স্ট্রিম নেই। |
05:05 | এর জন্য আমাদের d ফ্ল্যাগ রয়েছে। |
05:09 | লিখুন: sed স্পেস একক উদ্ধৃতিতে ফ্রন্ট স্ল্যাশ electronics স্ল্যাশ d একক উদ্ধৃতির পর স্পেস seddemo ডট txt স্পেস গ্রেটার দেন চিহ্ন স্পেস nonelectronics ডট txt. |
05:30 | Enter টিপুন। |
05:32 | বিষয়বস্তু দেখতে লিখুন: cat স্পেস nonelectronics ডট txt |
05:41 | ফাইলের শুরুতে একটি লাইন Student Information যোগ করতে চাই। |
05:49 | এর জন্য i অ্যাকশন রয়েছে। |
05:53 | আমাদের লিখতে হবে: sed স্পেস একক উদ্ধৃতিতে 1i স্পেস Student Information উদ্ধৃতির পর seddemo ডট txt |
06:09 | এবং Enter টিপুন। |
06:12 | আপনি আউটপুট দেখতে পারেন। |
06:14 | আসলে, আমরা এরকম একাধিক লাইন লিখতে পারি। |
06:19 | আমরা দুটি লাইন যোগ করতে চাই আমরা এটি একই উপায়ে করব। |
06:25 | Student Information এর সাথে আমরা আগামী বছরে academics ও যোগ করতে চাই। |
06:33 | সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখব:
sed স্পেস একক উদ্ধৃতিতে 1i স্পেস Student Information স্ল্যাশ n 2013 উদ্ধৃতির পর seddemo ডট txt |
06:54 | Enter টিপুন। |
06:56 | Information এবং 2013 স্ট্রিং এর মাঝের স্ল্যাশ n লক্ষ্য করুন। |
07:04 | স্ল্যাশ n পরের লাইনে Student Information এর পর 2013 প্রিন্ট করে। |
07:10 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
07:14 | সংক্ষিপ্তকরণ করি। |
07:16 | এই টিউটোরিয়ালে শিখেছি: |
07:18 | প্রতিস্থাপণ, বদলানো, |
07:20 | এবং সন্নিবেশ করা। |
07:23 | এখন, একই টেক্সট ফাইল seddemo ডট txt ব্যবহার করুন |
07:29 | এবং Ankit এবং Ashish নাম প্রতিস্থাপন করুন বা বদলান। |
07:35 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
07:39 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
07:41 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:46 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
07:52 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
07:56 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
08:04 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
08:07 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
08:16 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
08:22 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |
08:28 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |