Arduino/C2/Overview-of-Arduino/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Overview of Arduino এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে, আমরা এগুলি সম্পর্কে শিখব:
বিভিন্ন বৈদ্যুতিন উপকরণ এবং তাদের সংযোগ এছাড়া এই শৃঙ্খলার অন্তর্গত বিভিন্ন টিউটোরিয়ালে উপলব্ধ বিষয়বস্তু। |
00:19 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম। |
00:26 | আমাদের এই শৃঙ্খলায় বেসিক এবং ইন্টারমিডিয়েট স্তরের টিউটোরিয়াল রয়েছে। |
00:32 | বেসিক স্তরের শৃঙ্খলা অনুসরণ করতে আপনার ইলেক্ট্রনিক্স এবং সার্কিট সম্পর্কে জ্ঞান থাকা উচিত। |
00:38 | ইন্টারমিডিয়েট স্তরের জন্য আপনার এসেম্বলি এবং C প্রোগ্রামিং ভাষার জ্ঞান থাকা উচিত। |
00:45 | Arduino এর ব্যবহার যে কোনো ব্যক্তি দ্বারা করা যেতে পারে যারা ইলেকট্রনিক্স উপাদানগুলির সাথে প্রয়োগ করতে আগ্রহী। |
00:54 | উদাহরণস্বরূপ: কলেজের শিক্ষার্থী বা যে কোনো হার্ডওয়্যার পেশাদার বা এমন ব্যক্তি যারা সৃজনশীলতার জন্য আগ্রহী। |
01:06 | এখন, আমরা এই শৃঙ্খলার প্রতিটি টিউটোরিয়াল সম্পর্কে সংক্ষেপে বলবো। |
01:12 | এই শৃঙ্খলার প্রথম টিউটোরিয়াল বিভিন্ন ইলেকট্রনিক্স উপকরণ এবং সংযোগ সম্পর্কে ব্যাখ্যা করে। |
01:19 | আমরা শিখব যে ব্রেডবোর্ড এবং এর অভ্যন্তরীণ সংযোগ কিভাবে ব্যবহার করে। |
01:24 | ব্রেডবোর্ডে LED,
PushButton এবং ব্রেডবোর্ডে Seven Segment Display. |
01:33 | আমরা সংযোগ করতে breadboard, LED এবং Pushbutton ব্যবহার করার সময় লোকেদের দ্বারা করা সাধারণ ভুলগুলিও শিখব। |
01:43 | এখানে টিউটোরিয়ালের একটি ঝলক রয়েছে। |
_________টিউটোরিয়ালের ঝলক _________ | |
02:11 | এই শৃঙ্খলার পরবর্তী টিউটোরিয়াল নিম্ন সম্পর্কে ব্যাখ্যা করে:
Arduino ডিভাইস, |
02:17 | Arduino এর বৈশিষ্ট্য,
Arduino board এর ঘটক, |
02:22 | Microcontrollers এবং
Ubuntu Linux Operating System এ Arduino IDE সংস্থাপন। |
02:29 | এখানে টিউটোরিয়ালের একটি ঝলক রয়েছে। |
_________টিউটোরিয়ালের ঝলক _________ | |
02:58 | পরবর্তী টিউটোরিয়াল Arduino Components and IDE |
03:03 | এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে:
Arduino এবং কম্পিউটারের মাঝের শারীরিক সংযোগ কিভাবে স্থাপন করে, |
03:10 | বিভিন্ন পিন যা Arduino board और Arduino প্রোগ্রামিং ভাষায় উপলব্ধ। |
03:17 | এখন আমরা এই টিউটোরিয়ালটি দেখি। |
_________টিউটোরিয়ালের ঝলক _________ | |
03:50 | পরবর্তী টিউটোরিয়াল হল First Arduino Program. |
03:54 | এখানে, আমরা একটি সাধারণ Arduino program লেখা শিখব। |
03:59 | প্রোগ্রাম কম্পাইল এবং আপলোড করা এবং |
04:02 | LED তে ব্লিঙ্ক করতে একটি প্রোগ্রাম লিখুন। |
04:06 | এখানে টিউটোরিয়ালের একটি ঝলক রয়েছে। |
__________ টিউটোরিয়ালের ঝলক ___________ | |
04:33 | পরের টিউটোরিয়াল হল Arduino with Tricolor LED and Pushbutton. |
04:38 | এই টিউটোরিয়ালে, আমরা Arduino board এর সাথে tricolor LED যুক্ত করা শিখব। |
04:45 | ত্রি রংয়ের LED জ্বলতে একটি প্রোগ্রাম লিখুন এবং |
04:48 | ঝলকানি নিয়ন্ত্রণ করতে Pushbutton ব্যবহার করুন। |
04:53 | আমি এই টিউটোরিয়াল শুরু করি। |
____________ টিউটোরিয়ালের ঝলক _________ | |
05:10 | পরবর্তী টিউটোরিয়াল হল Interfacing Arduino with LCD. |
05:15 | এই টিউটোরিয়ালে আমরা LCD কে Arduino board এ সংযুক্ত করা
এবং LCD তে টেস্ট ম্যাসেজ দেখতে প্রোগ্রাম লেখা শিখব। |
05:27 | এখানে টিউটোরিয়ালের একটি ঝলক রয়েছে। |
_________ টিউটোরিয়ালের ঝলক __________ | |
05:50 | পরবর্তী টিউটোরিয়াল হল Display counter using Arduino |
05:56 | এখানে আমরা শিখব: Arduino board এর সাথে LCD এবং Pushbutton যুক্ত করা এবং |
06:04 | যখন pushbutton টিপব তখন গণনা বাড়ানোর জন্য প্রোগ্রাম লিখুন। |
06:10 | এখন এই টিউটোরিয়ালটি একবার দেখুন। |
________ টিউটোরিয়ালের ঝলক _____ | |
06:32 | পরবর্তী টিউটোরিয়াল হল about Seven Segment Display সম্পর্কে। |
06:36 | এটি ব্যাখ্যা করে যে Seven Segment Display কে Arduino board এ কিভাবে যুক্ত করে এবং |
06:42 | Display তে 0 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলি প্রদর্শন করতে একটি প্রোগ্রাম লিখুন। |
06:50 | এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে। |
__________ টিউটোরিয়ালের ঝলক _________ | |
07:12 | এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি। |
07:17 | এই টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ইলেট্রনিক উপকরণ এবং তাদের সংযোগ এবং এই শৃঙ্খলার ভিত্তিতে বিভিন্ন টিউটোরিয়ালে উপলব্ধ বিষয়বস্তু দেখেছি। |
07:29 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
07:37 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
07:46 | আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? দয়া করে এই সাইটে যান। |
07:53 | যেখানে প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। |
08:00 | আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে। |
08:04 | স্পোকেন টিউটোরিয়াল ফোরামটি এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য। |
08:08 | এখানে কোনো সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। |
08:13 | এটি অব্যবস্থতা হ্রাস করতে সহায়তা করবে। কম অব্যবস্থতা সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। |
08:21 | Spoken Tutorial প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
08:34 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |