Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:39, 2 July 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.00 Thunderbird ব্যবহারের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.05 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00.07 Launcher এ থান্ডারবার্ড শর্টকাট জোড়া।
00.10 ট্যাগ ম্যাসেজেস, কুইক ফিল্টার,

সর্ট এবং থ্রেড ম্যাসেজেস

00.17 এছাড়া
00.18 Save as এবং Print Messages
00.21 ফাইল সংযুক্ত করা।
00.22 আর্কাইভ ম্যাসেজেস
00.24 Activity Manager দেখা।
00.27 আমরা মোজিলা থান্ডারবার্ড 13.0.1 ব্যবহার করছি যা উবুন্টু 12.04 এ উপলব্ধ।
00.36 আমরা থান্ডারবার্ড প্রায়ই ব্যবহার করায় এরজন্য একটি শর্টকাট আইকন তৈরি করুন।
00.43 এখন থান্ডারবার্ড শর্টকাট আইকন লঞ্চারের উপর ড্র্যাগ এবং ড্রপ করুন।
00.49 প্রথমে, Dash Home এ টিপুন।
00.52 সার্চ ফীল্ডে, Thunderbird লিখুন।
00.57 এখন Thunderbird আইকন প্রদর্শিত হয়।
01.01 এটি নির্বাচন করুন, এবং বাম মাউস বোতাম ছাড়বেন না।
01.06 এটি লঞ্চারে ড্র্যাগ এবং ড্রপ করুন।
01.09 এখন বাম মাউস বোতাম ছেড়ে দিন।
01.12 এটি বন্ধ করতে Dash Home এ টিপুন।
01.14 লঞ্চারে Thunderbird আইকনের উপর টিপুন।
01.19 থান্ডারবার্ড উইন্ডো প্রদর্শিত হয়।
01.23 STUSERONE at gmail dot com ID এর নীচে, Inbox এ টিপুন।
01.29 লক্ষ্য করুন এখানে কয়েকটি ম্যাসেজ গাঢ়।
01.32 এটি অপঠিত ম্যাসেজেস।
01.35 Get Mail আইকনে টিপে Get All New Messages নির্বাচন করুন।
01.41 আমরা জী-মেল একাউন্ট থেকে ম্যাসেজ পাই।
01.45 ধরুন ম্যাসেজগুলি Sender দ্বারা বাছাই করতে চাই।
01.49 কলাম হেডিং From এ টিপুন।
01.52 এখন ম্যাসেজ বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে।
01.57 এখন আবার From এ টিপুন।
02.01 এখন ম্যাসেজ বিপরীত বর্ণানুসারে শ্রেণীবদ্ধ হয়ে গেছে।
02.06 এখন Subject দ্বারা শ্রেণীবদ্ধ করুন।
02.09 এখন শুধু Subject এ টিপুন।
02.12 এখন ম্যাসেজ Subject দ্বারা শ্রেণীবদ্ধ হয়ে গেছে।
02.16 টিউটোরিয়ালটি থামিয়ে নির্দেশিত কাজ করুন।
02.20 Date received দ্বারা ম্যাসেজ শ্রেণীবদ্ধ করুন।
02.24 ম্যাসেজ ট্যাগ করতে পারেন।
02.26 যে ম্যাসেজ আপনি আবার খুলতে চান, এইভাবে সহজে চিহ্নিত করতে পারেন।
02.32 অনুরূপ ম্যাসেজ একসাথে একত্রিত করতেও ট্যাগ ব্যবহার করতে পারেন।
02.37 একটি মেল গুরুত্বপূর্ণ রূপে ​​ট্যাগ করতে
02.40 Inbox এ টিপুন, প্রথম মেল নির্বাচন করুন।
02.44 টুলবার থেকে Tag আইকনে টিপুন এবং Important নির্বাচন করুন।
02.51 মেলটি লাল রঙে প্রদর্শিত হয়।
02.54 এখন নীচের প্যানেলে দেখুন।
02.57 মেল গুরুত্বপূর্ণ রূপে ট্যাগ হয়েছে।
03.00 ট্যাগ মুছে ফেলতে প্রথমে মেল নির্বাচন করুন।
03.04 টুলবার থেকে Tag আইকনে টিপে Important নির্বাচন করুন।
03.09 ইনবক্সে প্রথম মেল Important রূপে এবং দ্বিতীয় মেল Work রূপে ট্যাগ করুন।
03.17 ধরুন আমরা শুধুমাত্র ডান প্যানেলে ট্যাগ করা মেল দেখতে চাই।
03.22 এটি করা কি সম্ভব হবে?
03.25 তাড়াতাড়ি ফিল্টার করা এবং ম্যাসেজ দেখতে Quick Filter টুলবার ব্যবহার করতে পারেন।
03.31 ট্যাগ করা ম্যাসেজ দেখতে Quick Filter টুলবারে Tagged আইকনে টিপুন।
03.37 শুধুমাত্র আমাদের দ্বারা ট্যাগ করা ম্যাসেজ প্রদর্শিত হয়।
03.42 আবার Tagged আইকনে টিপুন।
03.45 এখন আমরা সকল মেল দেখতে পারি।
03.49 Message Threads সম্পর্কে শিখি।
03.52 ক্রমে বা বার্তালাপ রূপে প্রদর্শিত এই সম্পর্কিত ম্যাসেজকে
03.57 Message Threads বলে।
04.02 আমরা এর ব্যবহার একটি অবিচ্ছিন্ন প্রবাহে একটি সম্পূর্ণ বার্তালাপ রূপে জড়িত ম্যাসেজ দেখতে করতে পারি।
04.10 এটি কিভাবে করি তা এখন শিখি।
04.14 Message Threads আইকন প্রদর্শন করতে ইনবক্সের বাম কোণায় টিপুন।
04.21 মেল বার্তালাপ রূপে প্রদর্শিত হয়।
04.24 সম্পূর্ণ বার্তালাপ দেখতে corresponding thread এর আগে Threading চিনহে টিপুন।
04.33 সমগ্র বার্তালাপ ম্যাসেজ প্রিভিউ প্যানেলে দৃশ্যমান।
04.38 Thread ভিউয়ের বাইরে আসতে শুধু Thread আইকনের উপর আবার টিপুন।
04.45 এখন মেল ফোল্ডারে সংরক্ষণ করা এবং প্রিন্ট করা শিখব।
04.50 এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে:
04.53 আমরা ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করেছি।
04.56 একে Saved Mails নাম দিয়েছি।
05.00 প্রথম মেইল নির্বাচন করে সংরক্ষণ করুন।
05.04 মেলে ডাবল ক্লিক করুন।
05.06 এটি একটি আলাদা ট্যাবে খোলে।
05.09 টুলবার থেকে File, Save As এবং File এ টিপুন।
05.15 Save Message As ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
05.19 ডেস্কটপের জন্য ব্রাউজ করে Saved Mails ফোল্ডার নির্বাচন করে Save এ টিপুন।
05.26 ম্যাসেজ ফোল্ডারে সংরক্ষিত হয়েছে।
05.29 Saved Mails ফোল্ডারে যান।
05.33 ডাবল ক্লিক করে এটি খুলুন।
05.35 মেল Gedit এ একটি টেক্সট ফাইল রূপে খোলে।
05.40 এটি বন্ধ করুন।
05.42 template রূপেও ম্যাসেজ সংরক্ষণ করতে পারেন।
05.46 টুলবার থেকে File, Save As এবং template এ টিপুন।
05.52 Templates ফোল্ডারে ম্যাসেজ সংরক্ষিত হয়।
05.56 থান্ডারবার্ড বাম প্যানেলে Templates ফোল্ডারে টিপুন।
06.01 মেল নির্বাচন করে ডাবল ক্লিক করুন।
06.04 এটি মূল মেলে সূচিবদ্ধ, পূর্ণ সংযোগের সাথে To এড্রেস ফীল্ডের সাথে পৃথক ট্যাবে খোলে।
06.13 আপনি এখন এই মেলে সম্পর্ক যুক্ত করুন বা মুছুন এবং তা পাঠান।
06.20 সাবজেক্টে 1 যোগ করুন।
06.23 Template বন্ধ করতে, ট্যাবের উপরে বাম দিকে X আইকনে টিপুন।
06.29 Save Message ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। Don't Save এ টিপুন।
06.36 এখন ম্যাসেজ প্রিন্ট করুন।
06.39 Inbox এ টিপে ডান প্যানেল থেকে দ্বিতীয় মেইল নির্বাচন করে তার উপর ডবল ক্লিক করুন।
06.46 এটি একটি নতুন ট্যাবে খোলে।
06.50 মুখ্য মেনু থেকে File এ গিয়ে Print নির্বাচন করুন।
06.55 Print ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
06.58 আমরা এই মেল ছায়াচিত্র রূপে Orientation এর সাথে A4 শীটে প্রিন্ট করে এর দুটি কপি বানাবো।
07.08 Page Setup ট্যাবে টিপুন।
07.11 Paper Size ফীল্ড থেকে A4 নির্বাচন করুন।
07.16 Orientation ফীল্ডে, সূচী থেকে Portrait নির্বাচন করুন।
07.22 এখন General ট্যাবে টিপুন।
07.25 Copies ফীল্ডে 2 লিখুন। Print এ টিপুন।
07.31 প্রিন্টার সঠিকভাবে কনফিগার করা থাকলে মেল ​​প্রিন্ট করা এখন শুরু করা উচিত।
07.38 ডায়ালগ বাক্স থেকে প্রস্থান করতে Cancel এ টিপুন। Mail ট্যাবও বন্ধ করুন।
07.46 এখন ইয়াহু একাউন্টে একটি ভিডিও পাঠান।
07.51 একটি নতুন ম্যাসেজ লিখুন।
07.54 মেনু বারে Write এ টিপুন। নতুন ম্যাসেজ উইন্ডো প্রদর্শিত হয়।
08.00 To ফীল্ডে, ইয়াহু আইডির প্রথম অক্ষর S লিখুন।
08.06 ইয়াহু মেল আইডি নিজেই প্রবিষ্ট হয়ে যায়।
08.11 Subject ফীল্ডে, Video Attachment লিখুন।
08.16 টুলবারে Attach এ টিপুন। Attach Files ডায়লগ বাক্স প্রর্দশিত হয়।
08.23 ডেস্কটপ থেকে What is a Spoken Tutorial.rar ফাইল নির্বাচন করুন। Open এ টিপুন।
08.34 ফাইল সংযুক্ত হয়ে গেছে এবং এটাচমেন্ট উপরে ডান কোনায় প্রদর্শিত হয়। এখন Send এ টিপুন।
08.44 আমাদের ইয়াহু অ্যাকাউন্টে লগইন করি।
08.56 এটাচমেন্টের সাথে ম্যাসেজ পেয়েছি।
08.59 এখন ইয়াহু অ্যাকাউন্টটি বন্ধ করুন।
09.03 উল্লেখ করার মত একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ পেতে পারি।
09.07 কিন্তু ইনবক্সে অনেক মেল থাকায় এটি অব্যবস্থিত হতে পারে।
09.12 থান্ডারবার্ড এরকম ম্যাসেজ সংগ্রহ করতে দেয়।
09.16 প্রথমে আর্কাইভ সেটিংস যাচাই করতে হবে।
09.20 বাম প্যানেলে STUSERONE জীমেল একাউন্টে টিপুন।
09.25 Account এর নীচে, View Settings for this account এ টিপুন।
09.31 Account Settings ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
09.35 বাম প্যানেলে, STUSERONE জীমেল একাউন্টে টিপুন, Copies & Folders এ টিপুন।
09.43 Message Archives বিকল্প সক্রিয় হয়ে গেছে।
09.48 এই বিকল্প ফোল্ডার নির্ধারিত করে।
09.53 বিকল্প সক্রিয় না হলে:
09.57 Keep message archives বাক্স যাচাই করুন।
10.01 "Archives" Folder on STUSERONE at gmail.com বিকল্পটি নির্বাচন করুন। OK তে টিপুন।
10.10 এখন, এই জীমেল অ্যাকাউন্টের নীচে Inbox এ টিপুন।
10.15 তৃতীয় ম্যাসেজ সংগ্রহ করুন।
10.19 ডান প্যানেল থেকে এটি নির্বাচন করে
10.21 কনটেক্সট মেনুর জন্য রাইট ক্লিক করে Archive নির্বাচন করুন।
10.27 এখন ম্যাসেজ Archive ফোল্ডারে STUSERONE জীমেল একাউন্টের নীচে স্থানান্তরিত হয়ে গেছে।
10.36 এটি ইনবক্সে আর প্রদর্শিত হয় না।
10.39 থান্ডারবার্ডে ব্যবহৃত অ্যাকশন দেখতে আমরা এখন কি করব?
10.44 এটি সহজ! Activity Manager থান্ডারবার্ডে সম্পন্ন অ্যাকশনসের সূচী প্রদর্শিত করে।
10.52 মুখ্য মেনুতে, Tools এবং Activity Manager এ টিপুন।
10.57 Activity Manager ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
11.01 ইমেলের কার্যকলাপ দেখতে সূচী দেখতে পারেন!
11.05 Activity Manager ডায়লগ বাক্স বন্ধ করুন।
11.09 থান্ডারবার্ড উইন্ডোর বাম কোনায় লাল ক্রসে ক্লিক করে থান্ডারবার্ড থেকে প্রস্থান করুন।
11.16 এই টিউটোরিয়াল আমরা শিখেছি,
11.20 Launcher এ থান্ডারবার্ড শর্টকাট জোড়া।
11.23 ট্যাগ ম্যাসেজেস, কুইক ফিল্টার,

সর্ট এবং থ্রেড ম্যাসেজেস

11.28 এছাড়া শিখেছি:
11.30 Save as এবং Print messages

ফাইল সংযুক্ত করা।

11.34 ম্যাসেজেস আর্কাইভ করা,

Activity Manager দেখা।

11.38 এখন নির্দেশিত কাজ।
11.41 থান্ডারবার্ডে লগইন করুন।
11.44 message thread দেখুন।

এটি Save এবং Print করুন।

11.48 একটি ইমেল নির্বাচন করে কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন।
11.53 এতে সকল বিকল্প যাচাই করুন।
11.56 Activity Manager ডায়লগ বাক্স দেখুন।
12.00 থান্ডারবার্ড লগআউট করুন।
12.03 লগইন-এর সময় Activity Manager ডায়লগ বাক্স আবার যাচাই করুন।
12.07 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন।
12.10 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
12.13 ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখুন।
12.18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
12.20 কর্মশালার আয়োজন করে।
12.23 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
12.27 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে মেল করুন।
12.33 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ,
12.37 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
12.45 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hypen tutorial dot org slash NMEICT hypen Intro
12.56 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble