Thunderbird/C2/Account-settings-and-configuring/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:53, 11 July 2014 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 অ্যাকাউন্ট সেটিং এবং জীমেল অ্যাকাউন্ট কনফিগার করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00.09 একটি ইমেল একাউন্টে নতুন ফোল্ডার যোগ করা।
00.13 ম্যাসেজ খুঁজতে অ্যাডভান্সড ফিল্টার নির্ধারিত করা।
00.18 ম্যাসেজ ফিল্টার ব্যবস্থিত করা।
00.20 আমরা এও শিখব -
00.22 ইয়াহু অ্যাকাউন্ট নিজে কনফিগার করা।
00.25 একাধিক অ্যাকাউন্ট ব্যবস্থিত করা।
00.28 মেল ​​অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট সেটিংস বদলানো।
00.32 একাউন্ট মুছে ফেলা।
00.34 এখানে মোজিলা থান্ডারবার্ড 13.0.1 ব্যবহার করছি যা উবুন্টু 12.04 এ উপলব্ধ।
00.42 লঞ্চারে Thunderbird আইকনে টিপুন।
00.45 থান্ডারবার্ড উইন্ডো প্রর্দশিত হয়।
00.48 এখানে আরেকটি ফোল্ডার যোগ করুন।
00.51 বাম প্যানেল থেকে, STUSERONE at GMAIL dot COM একাউন্ট নির্বাচন করুন।
00.58 STUSERONE at gmail dot com এ ডান ক্লিক করে New Folder নির্বাচন করুন।
01.06 New Folder ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01.09 Name ফীল্ডে Important Mails লিখুন।
01.13 Create Folder এ টিপুন। ফোল্ডার তৈরি হয়ে গেছে।
01.18 এখন, গুরুত্বপূর্ণ মেল ইনবক্স থেকে এই ফোল্ডারে স্থানান্তরিত করতে পারেন।
01.23 এই মেল নির্বাচন করে, ইনবক্স থেকে Important Mails ফোল্ডারে ড্রেগ এবং ড্রপ করুন।
01.30 এখন বিভিন্ন ফিল্টার অপশন ব্যবহার করে ম্যাসেজ খুঁজতে পারেন।
01.36 বাম প্যানেল থেকে, STUSERONE@gmail dot com একাউন্ট নির্বাচন করুন।
01.43 ডান প্যানেলে, Advanced Features এর নীচে, Search Messages এ টিপুন।
01.48 Search Messages ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01.52 ম্যাসেজ খুঁজতে ডিফল্ট সেটিংস ব্যবহার করুন।
01.57 ডিফল্টরূপে Match all of the following অপশন নির্বাচিত রয়েছে।
02.02 ডিফল্টরূপে Subject এবং Contains ও নির্বাচিত রয়েছে।
02.08 পরের ফীল্ডে Ten interesting লিখুন। Search এ টিপুন।
02.13 subject নেমের সাথে মিলিত ম্যাসেজ প্রদর্শিত হয়েছে।
02.18 আপনি এগুলি ফোল্ডারে সংরক্ষণ করতে পারেন।
02.22 টিউটোরিয়াল থামিয়ে এই কাজটি করুন।
02.25 ম্যাসেজকে তারিখ অনুযায়ী খুঁজে এটি একটি ফোল্ডারে সংরক্ষণ করুন।
02.31 এই ডায়লগ বাক্স বন্ধ করুন।
02.35 এই মেল অ্যাকাউন্টের জন্য নতুন ফিল্টার তৈরী করি
02.39 ফিল্টার, মেল বাক্সের ম্যাসেজ ক্রমবদ্ধ করতে বাছাই করতে পারি।
02.44 এখানে, আমরা থান্ডারবার্ড সাবজেক্টের সাথে সকল ম্যাসেজ Important Mails ফোল্ডারে স্থানান্তরিত করব।
02.52 বাম প্যানেল থেকে, STUSERONE@gmail dot com একাউন্ট নির্বাচন করুন।
02.58 Advanced Features এ, Manage message filters এ টিপুন।
03.03 Message Filters ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। New ট্যাবে টিপুন।
03.09 Filter Rules ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
03.12 Filter Name ফীল্ডে, Thunderbird লিখুন।
03.16 আবার, ফিল্টার নির্ধারিত করতে ডিফল্ট সেটিংস নির্বাচন করুন।
03.21 ডিফল্টরূপে Match all of the following অপশন নির্বাচিত রয়েছে।
03.26 ডিফল্টরূপে Subject এবং Contains ও নির্বাচিত রয়েছে।
03.30 পরের ফীল্ডে Thunderbird লিখুন।
03.33 এরপর, Perform these actions ফীল্ডে, অপশন Move Message to তে বদলান।
03.41 পরের ড্রপ ডাউনে টিপুন, ব্রাউজ করুন এবং Important Mails ফোল্ডার নির্বাচন করুন। OK তে টিপুন।
03.49 ফিল্টার এখন Message Filters ডায়লগ বাক্সে প্রদর্শিত হয়। এখন Run Now এ টিপুন।
03.58 ডায়লগ বাক্স বন্ধ করুন। এখন, Important Mails এ টিপুন।
04.04 লক্ষ্য করুন, যে থান্ডারবার্ড সাবজেক্টের সাথে মেলগুলি এই ফোল্ডারে স্থনান্তরিত হয়ে গেছে।
04.12 একাধিক একাউন্ট সঞ্চালন করতে পারেন।
04.15 এর মানে হল, থান্ডারবার্ড ব্যবহার করে শুধু জীমেল সাথে ইয়াহু বা অন্য কোন মেল একাউন্ট থেকে মেল প্রাপ্ত, পাঠানো এবং ব্যবস্থিত করতে পারেন।
04.26 জীমেল একাউন্ট থান্ডারবার্ড দ্বারা নিজেই কনফিগার হয়ে যায়।
04.31 অন্যান্য অ্যাকাউন্ট নিজে কনফিগার করতে হবে।
04.35 থান্ডারবার্ডের মাধ্যমে ইয়াহু অ্যাকাউন্ট, STUSERTWO@yahoo dot in কনফিগার করুন।
04.44 ইয়াহু একাউন্টে POP আগেই সক্ষম করে রেখেছি।
04.48 এটি কিভাবে করেছি? প্রথমে আমি ইয়াহু একাউন্টে লগইন করেছি।
04.54 তারপর, একটি নতুন ব্রাউজার খুলে এড্রেস বারে www.yahoo.in লিখুন।
05.02 এখন yahoo.in এ ইউজার নেম STUSERTWO লিখুন এবং তারপর পাসওয়ার্ড লিখুন।
05.11 উপরের বাম কোণায়, Options এবং Mail Options এ টিপুন।
05.16 বাম প্যানেলে, POP and Forwarding এ টিপুন।
05.21 Access Yahoo Mail via POP নির্বাচন করুন।
05.24 Close ট্যাবে টিপুন।
05.28 save changes ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। Save এ টিপুন।
05.33 এখন, ইয়াহু একাউন্ট থেকে লগ আউট করে ব্রাউজার বন্ধ করুন।
05.39 এখন, ডান প্যানেল থেকে, Accounts এর নীচে Create New Account এ টিপুন।
05.45 Mail Account Setup ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
05.49 এর নাম হিসাবে USERTWO লিখুন।
05.53 এরপর, ই-মেল এড্রেসে, ইয়াহু আইডি STUSERTWO@YAHOO.IN এটি লিখুন।
06.03 তারপর পাসওয়ার্ড লিখুন। Continue তে টিপুন।
06.10 Mail Account Setup ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
06.13 Incoming Server Name ফীল্ডে POP3 নির্বাচন করে সার্ভার হোস্টনেমের জন্য pop dot mail dot yahoo dot com লিখুন।
06.26 POP3 নির্বাচনের কারণ মেল অফলাইন যাচাই করতে চাই এবং এইজন্য সকল মেল স্থানীয় কম্পিউটারে ডাউনলোড করব।
06.35 পোর্টের জন্য Incoming ফীল্ডে,
06.37 ইয়াহুর জন্য পোর্ট নম্বর লিখুন, 110.
06.43 SSL ড্রপ ডাউনে, STARTTLS নির্বাচন করুন।
06.48 Authentication এ টিপে Normal password নির্বাচন করুন।
06.53 Outgoing ফীল্ডে,
06.55 সার্ভার নেম SMTP নির্বাচন করে server hostname এর জন্য smtp.mail.yahoo.com লিখুন।
07.05 পোর্টের জন্য, ইয়াহুর পোর্ট নম্বর লিখুন, যা হল 465.
07.12 SSL ড্রপ ডাউনে, SSL/TLS নির্বাচন করুন।
07.17 Authentication এ টিপে Normal password নির্বাচন করুন।
07.23 User Name ফীল্ডে, STUSERTWO লিখুন।
07.28 Create Account বোতামটি সক্রিয় রয়েছে।
07.32 এটিতে টিপুন।
07.34 অ্যাকাউন্ট কনফিগার করা হয়েছে।
07.37 ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করে এটি কিছু সময় নিতে পারে।
07.42 বাম প্যানেল এখন ইয়াহু অ্যাকাউন্ট প্রদর্শন করে।
07.48 Inbox এ টিপুন।
07.50 ইয়াহু একাউন্টের সকল মেল এখানে ডাউনলোড হয়েছে।
07.55 থান্ডারবার্ডের ব্যবহার ইয়াহু এবং জীমেল অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত ম্যাসেজ না শুধুমাত্র দেখার জন্য,
08.01 বরং একসাথে দুটি অ্যাকাউন্ট ব্যবস্থিত করতেও করতে পারেন।
08.05 এখন, preference সেটিংস দেখি, যা থান্ডারবার্ডে ইমেল একাউন্টের জন্য উপলব্ধ।
08.13 হতে পারে আপনি:
08.14 থান্ডারবার্ড থেকে পাঠানো মেলের একটি কপি জীমেল একাউন্টে রাখতে চান।
08.20 উত্তর দিলে, মূল ম্যাসেজ পুনরাবিত্তি করুন।
08.24 জন্ক ম্যাসেজ সনাক্ত করুন বা,
08.26 কিছু ম্যাসেজ ডাউনলোড করবেন না যদি কম্পিউটারে ডিস্কের জায়গা পূর্ণ থাকে।
08.34 বাম প্যানেল থেকে, Gmail account এ টিপুন।
08.38 Thunderbird Mail ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
08.42 ডান দিকে, Accounts এর নীচে, View Settings for this account এ টিপুন।
08.47 ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
08.50 বাম প্যানেলে, আবার Gmail অ্যাকাউন্ট নির্বাচন করুন। এখন, Server Settings এ টিপুন।
08.58 Server Settings ডান প্যানেলে প্রদর্শিত হয়।
09.02 Check for new messages every চেক বাক্সে 20 লিখুন।
09.08 থান্ডারবার্ড প্রতি 20 মিনিটে ম্যাসেজ যাচাই করবে।
09.12 Empty Trashon Exit বাক্স যাচাই করুন।
09.15 যখনই আমরা থান্ডারবার্ডের বাইরে যাবো, ট্র্যাশ ফোল্ডারের সকল ম্যাসেজ মুছে যাবে।
09.22 এইভাবে, আপনি সার্ভার সেটিংস কাস্টমাইজ করতে পারেন।
09.27 অপশন ও নির্ধারিত করতে পারি:
09.30 মেলের কপি তৈরী করতে,
09.33 ড্রাফট ম্যাসেজ সেভ করতে,
09.35 সেভ করা ম্যাসেজের স্থান বদলাতে।
09.39 বাম প্যানেল থেকে, Copies and Folders এ টিপুন।
09.44 Copies and Folders ডায়লগ বাক্স ডান প্যানেল প্রদর্শিত হয়।
09.49 এই ডিফল্ট অপশনকে একই রকম রাখি।
09.53 Place a copy in এবং Sent folder on ইতিমধ্যে নির্বাচিত রয়েছে।
10.00 ডিস্কের জায়গা সেভ করার অপশন নির্ধারিত করতে, বাম প্যানেল থেকে, Disc Space নির্বাচন করুন।
10.08 এখন, ডান প্যানেলে, To save disc space, do not download অপশন দেখবেন।
10.16 Messages larger than বাক্স যাচাই করুন।
10.19 এখন, KB ফীল্ডে, 60 লিখুন।
10.24 থান্ডারবার্ড 60KB এর থেকে বড় ম্যাসেজ ডাউনলোড করবে না।
10.30 আরেকটি দরকারী বৈশিষ্ট্য হল জাঙ্ক ম্যাসেজ সনাক্ত করা।
10.35 জাঙ্ক এবং জাঙ্ক ছাড়া ম্যাসেজ সনাক্ত করতে শেখাতে পারেন।
10.41 প্রথমে Junk Settings নির্ধারিত করে ম্যাসেজেস junk এবং non-junk এর জন্য চিহ্নিত করুন।
10.48 প্রথমে, প্রতিটি মেলের জন্য জাঙ্ক মেল বোতামে টিপে জাঙ্ক ম্যাসেজ
10.52 নিজেই সনাক্ত করতে হবে।
10.56 আপনার নির্বাচনের উপর ভিত্তি করে,
10.59 থান্ডারবার্ড নিজেই জাঙ্ক ম্যাসেজ সনাক্ত করবে
11.03 এবং তাদের জাঙ্ক ফোল্ডারে স্থানান্তরিত করবে।
11.07 Account Settings ডায়লগ বাক্সে, বাম প্যানেল থেকে, Junk Settings এ টিপুন।
11.13 ডান প্যানেলে Junk Settings ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
11.18 লক্ষ্য করুন যে Enable adaptive junk mail controls for this account বাক্স ডিফল্টরূপে নির্বাচিত।
11.27 Do not mark mail as junk if the sender is in সূচিতে, সকল অপশন যাচাই করুন।
11.35 Move new junk message to ফীল্ড নির্বাচন করুন এবং Junk folder on অপশন নির্বাচন করুন। OK তে টিপুন।
11.44 এখন, Inbox এ টিপে প্রথম মেল নির্বাচন করুন।
11.48 মেলের বিষয়বস্তু নীচে প্যানেলে প্রদর্শিত হয়।
11.52 Junk আইকনে টিপুন।
11.54 হেডার Junk Mail প্রদর্শিত হয়।
11.58 এইভাবে অন্যান্য preferences টুল ও নির্ধারিত করতে পারেন।
12.03 আমরা কি থান্ডারবার্ডে কনফিগার করা মেল একাউন্ট মুছে ফেলতে পারি ? হ্যাঁ, আমরা পারি।
12.10 বাম প্যানেল থেকে, STUSERONE@gmail dot com নির্বাচন করুন।
12.16 Accounts এর নীচে, View Settings for this account নির্বাচন করুন।
12.21 Account Settings ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
12.25 নীচে বাম কোণায়, Account Actions এ টিপে তারপর Remove Account এ টিপুন।
12.32 একটি ম্যাসেজ প্রদর্শিত হয়েছে।
12.35 OK তে টিপলে অ্যাকাউন্ট মুছে যাবে।
12.39 যদিও, এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে, এই অ্যাকাউন্ট মুছবো না।
12.45 Cancel এ টিপুন।
12.47 এই ডায়লগ বাক্স বন্ধ করুন।
12.51 আমরা ইমেল একাউন্ট মুছে ফেললে
12.53 ঐ ইমেল একাউন্টের অনুরূপ
12.56 সকল ফোল্ডার এবং মেলস
12.58 থান্ডারবার্ড থেকে মুছে যাবে।
13.00 বিশদ সূচনা থান্ডারবার্ড উইন্ডোর বাম প্যানেলে এখনও প্রদর্শিত হতে পারে।
13.06 যদিও, আপনি আবার লগ ইন করলে, তা প্রদর্শিত হবে না।
13.12 এর সাথেই মোজিলা থান্ডারবার্ড এর শেষে চলে এসেছি।
13.18 এই টিউটোরিয়াল শিখেছি:
13.20 একটি ইমেল একাউন্টে নতুন ফোল্ডার যোগ করা।
13.24 ম্যাসেজ খুঁজতে অ্যাডভান্সড ফিল্টার নির্ধারিত করা।
13.28 ম্যাসেজ ফিল্টার্স ব্যবস্থিত করা।
13.30 আপনি এও শিখেছেন যে:
13.32 ইয়াহু অ্যাকাউন্ট নিজে থেকে কনফিগার করা।
13.35 একাধিক ইমেল একাউন্ট ব্যবস্থিত করা।
13.38 একটি মেল ​​অ্যাকাউন্টের জন্য সেটিংস বদলানো এবং
13.40 একটি মেল একাউন্ট মুছে ফেলা।
13.44 নির্দেশিত কাজ হিসাবে
13.46 নিজের থেকে ইমেল অ্যাকাউন্ট নির্ধারিত করুন।
13.49 অ্যাকাউন্টের সেটিংস বদলান।
13.52 ম্যাসেজ আর্কাইভ করতে প্রেফারেন্স নির্ধারিত করুন।
13.56 প্রেফারেন্সকে Junk settings এ বদলান।
14.00 ইমেল অ্যাকাউন্ট মুছুন।
14.02 এই লিঙ্কে উপলব্ধ ভিডিও-টি দেখুন।
14.05 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
14.09 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিও-টি ডাউনলোড করে দেখুন।
14.13 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
14.15 কর্মশালার আয়োজন করে।
14.18 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
14.22 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে মেল করুন।
14.29 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ,
14.33 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
14.40 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
14.51 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya