PERL/C2/Variables-in-Perl/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:42, 4 July 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00.01 Perl (পর্ল) এ Variables (ভ্যারিয়েবল) এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.06 এই টিউটোরিয়ালে, আমরা পর্লে ভ্যারিয়েবল সম্পর্কে শিখব।
00.12 আমি উবুন্টু লিনাক্স 12.04 OS এবং
00.18 পর্ল 5.14.2 ব্যবহার করছি যা হল পর্ল রিভিশন 5 ভার্সন 14 এবং সাবভার্সন 2.
00.26 আমি gedit টেক্সট এডিটর ও ব্যবহার করব।
00.30 আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন।
00.34 পর্লের মধ্যে ভ্যারিয়েবল:
00.37 ভ্যারিয়েবল ভ্যালু সংরক্ষণ করতে ব্যবহৃত হয় যেমন টেক্সট স্ট্রিংস, সংখ্যা বা অ্যারেস।
00.44 ভ্যারিয়েবল ঘোষিত হওয়ার পর এটি স্ক্রিপ্টে বার বার ব্যবহার করা যেতে পারে।
00.50 Scaler (স্কেলার) একক ভ্যালু বোঝায় এবং শুধু স্কেলার সংরক্ষণ করে।
00.56 স্কেলার ভ্যারিয়েবল $ (dollar) চিহ্ন দ্বারা ঘোষিত হয়েছে।
01.00 ভ্যারিয়েবল ঘোষিত করা দেখি।
01.03 ভ্যারিয়েবল নিম্নরূপে ঘোষিত করা যায় : dollar priority semicolon


01.09 পর্লে ভ্যারিয়েবল নামের ভিন্ন ফরম্যাট থাকতে পারে। ভ্যারিয়েবল অক্ষর বা আন্ডারস্কোর দ্বারা শুরু হওয়া প্রয়োজন।
01.18 এছাড়া এতে অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর বা উপরোক্ত 3টির সংমিশ্রণ থাকতে পারে।
01.24 বড়হাতের অক্ষরে ঘোষিত ভ্যারিয়েবলের পর্লে বিশেষ অর্থ রয়েছে।
01.30 তাই বড়হাতের অক্ষরে ভ্যারিয়েবলের ঘোষণা করা এড়ান।
01.34 এখন টার্মিনাল খুলুন এবং লিখুন gedit variables dot pl ampersand.


01.44 Ampersand টার্মিনালে কমান্ড প্রম্পট আনলক করবে। এখন Enter টিপুন।
01.50 এটি gedit টেক্সট এডিটরে variables.pl ফাইল খুলবে।
01.56 dot pl হল পর্ল ফাইলের ডিফল্ট এক্সটেনশন।
02.01 ফাইলের মধ্যে লিখুন; dollar priority semicolon এবং Enter টিপুন।
02.10 আমরা priority ভ্যারিয়েবল ঘোষিত করেছি।
02.13 এটি ব্যবহারের পূর্বে ভ্যারিয়েবল ঘোষিত করার দরকার নেই;
02.18 এটি শুধু কোডে ব্যবহার করতে পারেন।
02.21 এখন priority ভ্যারিয়েবলে ন্যুমেরিকল ভ্যালু নির্ধারিত করি।
02.25 এর জন্য লিখুন dollar priority space equal to space one semicolon
02.32 এবং Enter টিপুন।
02.34 এরপর লিখুন,
02.36 print space ডবল উদ্ধৃতিতে Value of variable is: dollar priority slash n semicolon এবং enter টিপুন।
02.50 slash n একটি নিউ লাইন ক্যারেক্টার।
02.53 এখন ফাইলটি যেকোনো স্থানে variables.pl রূপে সংরক্ষণ করুন।
03.02 এখানে, এটি home/amol ডিরেক্টরিতে সংরক্ষিত হবে। ফাইলটি সংরক্ষণ করুন।
03.10 এখন variables.pl ফাইলের পরমিশন বদলান, যা আমরা এইমাত্র তৈরী করেছি।
03.18 এটি করতে, টার্মিনালে লিখুন, chmod 755 variables dot pl.
03.27 এটি ফাইলে পড়া, লেখা এবং এক্সিকিউটের অনুমতি দেবে।
03.32 এই পর্ল স্ক্রিপ্ট কম্পাইল করতে, টার্মিনালে
03.36 লিখুন perl hyphen c variables dot pl
03.42 Hyphen c সুইচ যেকোনো কম্পাইলেশন/ সিনট্যাক্স এররের জন্য পর্ল স্ক্রিপ্ট কম্পাইল করে।
03.49 এখন Enter টিপুন।
03.51 এটি বলে যে আমাদের স্ক্রিপ্টে কোনো সিনট্যাক্স এরর নেই।
03.56 এখন পর্ল স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables dot pl এবং Enter টিপুন।
04.06 আউটপুট হাইলাইট করা হয়েছে।
04.10 আমরা ঘোষিত ভ্যারিয়েবলে স্ট্রিং ভ্যালু ও প্রদান করতে পারি।
04.15 টেক্সট এডিটর উইন্ডোতে ফিরে যাই।
04.18 dollar priority equal to one এর বদলে লিখুন
04.22 dollar priority equal to একক উদ্ধৃতিতে high
04.28 লক্ষ্য করুন যে এসাইনমেন্ট ডান থেকে বামে এক্সিকিউট হয়েছে।
04.34 Scaler যেকোনো ধরনের ডেটা রাখে, স্ট্রিং বা সংখ্যা।
04.38 ফাইলটি সংরক্ষণ করে স্ক্রিপ্ট আবার কম্পাইল করতে লিখুন,


04.45 perl hyphen c variables dot pl এখন Enter টিপুন।
04.51 এটি বলে যে কোনো সিনট্যাক্স এরর নেই।


04.55 স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন perl variables dot pl এবং Enter টিপুন।
05.03 আউটপুট প্রদর্শিত হয়েছে।
05.07 এখন টেক্সট এডিটর উইন্ডোতে ফিরে যান।


05.10 আপনি ডবল উদ্ধৃতি সহ স্ট্রিং এও স্কেলার ব্যবহার করতে পারেন।
05.15 dollar priority ডবল উদ্ধৃতিতে String


05.19 ফাইল সংরক্ষণ করে বন্ধ করুন।
05.22 এখন একাধিক ভ্যারিয়েবল ঘোষিত করা শিখি।
05.27 এটি করতে টেক্সট এডিটরে নতুন ফাইল খুলুন।
05.31 টার্মিনালে লিখুন - gedit multivar dot pl space ampersand এবং Enter টিপুন।


05.42 এটি টেক্সট এডিটরে multivar dot pl ফাইল খুলবে।
05.48 এখন লিখুন -
05.50 dollar firstVar comma dollar secondVar semicolon এবং Enter টিপুন।
06.00 dollar firstVar ভ্যারিয়েবল থেকে dollar secondVar এ ভ্যালু কপি করতে, লিখুন -
06.07 dollar firstVar space equal to space dollar secondVar semicolon এবং Enter টিপুন।
06.19 সকল গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ এই ভ্যারিয়েবলে করা যেতে পারে।
06.30 এখন পর্ল ব্যবহার করে এটি করা দেখি।
06.34 টেক্সট এডিটরে যাই।
06.36 এবং এখন এই ভ্যারিয়েবলে ভ্যালু 10 নির্ধারিত করতে লিখুন,
06.41 dollar firstVar equal to dollar secondVar equal to ten semicolon এবং Enter টিপুন।
06.51 এই ভ্যালু প্রিন্ট করতে, লিখুন,
06.55 print ডবল উদ্ধৃতিতে firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon. Enter টিপুন।
07.17 ফাইল সংরক্ষণ করুন।
07.19 এখন দুটি ভ্যারিয়েবলে ভ্যালু যোগ করুন।
07.23 এখন লিখুন,
07.25 dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon এবং Enter টিপুন।
07.43 আমরা addition ভ্যারিয়েবল ঘোষিত করিনি।
07.47 আবার, ভ্যারিয়েবল addition প্রিন্ট করতে লিখুন,
07.53 print ডবল উদ্ধৃতিতে Addition is dollar addition slash n semicolon.
08.05 ফাইল সংরক্ষণ করুন।
08.07 ফাইলটি কম্পাইল করতে আবার টার্মিনালে লিখুন,
08.12 perl hyphen c multivar dot pl.
08.18 এখানে কোনো সিনট্যাক্স এরর নেই তাই স্ক্রিপ্ট এক্সিকিউট করতে
08.24 লিখুন perl multivar dot pl


08.30 এটি আউটপুট হাইলাইট করবে।
08.34 একইভাবে বিয়োগ, গুন এবং ভাগ চেষ্টা করুন।


08.38 আমি এখানে কোড লিখেছি।
08.41 এখন ফাইলটি সংরক্ষণ করে বন্ধ করি।
08.46 এখন ফাইলটি কম্পাইল করতে লিখুন,
08.48 perl hyphen c multivar dot pl
08.54 কোনো সিনট্যাক্স এরর নেই।
08.55 আমাদের এক্সিকিউট করা ফাইল হল perl multivar dot pl


09.01 এক্সিকিউট করলে আউটপুট এরকম দেখাবে।
09.06 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
09.11 এখানে আমরা শিখেছি,
09.14 Perl এ scalar ভ্যারিয়েবল ঘোষিত এবং ব্যবহার করা।
09.18 নির্দেশিত কাজ
09.20 নম্বর ভ্যারিয়েবল ঘোষিত করা।
09.22 এটি 10 নির্ধারিত করুন।
09.24 ঘোষিত ভ্যারিয়েবল প্রিন্ট করুন।
09.26 2 টি স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষিত করুন।
09.29 এতে “Namaste ” এবং “India” এই ভ্যালু নির্ধারিত করুন।
09.34 একের পর এক এই 2 টি ভ্যারিয়েবল প্রিন্ট করুন।
09.38 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
09.42 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09.45 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09.50 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
09.53 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09.56 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
10.01 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
10.08 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
10.13 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
10.23 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken HYPHEN tutorial DOT org SLASH NMEICT HYPHEN Intro
10.29 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
10.34 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble