Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with 'নমস্কার বন্ধুগণ, উইন্ডোস্ -এ লেটেক্ ইনস্টল্ করার এই টিউটোরিয়াল এ …')
 
Line 1: Line 1:
নমস্কার বন্ধুগণ, উইন্ডোস্ -এ লেটেক্ ইনস্টল্  করার এই টিউটোরিয়াল  এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, লেটেক্ উত্কৃষ্ট ডকুমেন্ট তৈরী করতে সাহায্য করে | আপনি যদি আপনার জীবনে অনেক ডকুমেন্ট  তৈরী করতে চান, তাহলে আপনার এখনি লেটেক্ ব্যবহার শুরু করা উচিত | আপনি যদি ডকুমেন্ট এ অনেক গাণিতিক চিন্হের ব্যবহার করতে চান, তাহলে লেটেক্ এর কোনো বিকল্প  নেই | লেটেক্ ডকুমেন্ট যেটি কোনো একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোস্ এ তৈরী করা হয়েছে , সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য |  লেটেক্ সম্পূর্ণ বিনামূল্য এবং open source software | সর্বপরি লেটেক্ এ  উত্কৃষ্ট user community বা ব্যবহারকারীদের সংগঠন আছে যা যেকোন প্রকারের সাহায্য করতে প্রস্তুত,উদাহরণস্বরূপ tug india | এই নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি  আপনি moudgalya.org ওয়েবসাইট-এ পাবেন | এবার নিম্নবর্ণিত সূচীটির প্রথন বিভাগের  দিকে লক্ষ্য  করা যাক অর্থাৎ কম্পাইলেশান কি তা জেনে নেওয়া যাক | সর্বপরি ইন্টারনেট এ সন্ধান  করলে আপনি এই বিষয়ে সবথেকে উত্কৃষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন | আপনি http fossee.in ওয়েবসাইট থেকে  লেটেক্ এর বিষয়ে ভবিষতে যোকোন প্রকারের সাহায্য আশা করতে পারেন | লক্ষ্য করুন fossee শব্দে দুটি s এবং দুটি e এর ব্যবহার আছে | fossee শব্দের সম্পূর্ণ রূপ টি হল free and open source software in science and engineering education |  
+
{| border = 1
 +
| Time
 +
| Narration
  
আমি এখন উইন্ডোস্ অপারেটিং সিস্টেম এ লেটেক্ ব্যবহার করার পদ্ধতি বর্ণনা করব | আমি প্রথমে মিকটেক্, যা লেটেক্ এর একটি বিনামূল্য সংস্করণ, তার  ইনস্টলেশান পদ্ধতি বর্ণনা করব | এরপর বলব টেকনিক্ সেন্টার , যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য front end | আমি আপনাদের আরো জানাব কিভাবে টেকনিক্ সেন্টার ব্যবহার করে কম্পাইল্ এবং adobe রিডার ব্যবহার করে pdf ডকুমেন্ট  দেখা  যায় | আমি একটি বিনামূল্য এবং ওপেন  সোর্স  pdf রিডার , সুমাত্রা  এর বর্ণনা দিয়ে আমার এই টিউটোরিয়াল সমাপ্ত করব | সুমাত্রা  এর ব্যবহার optional অর্থাৎ ঐচ্ছিক | উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার জন্য মিকটেক্ খুব ই জনপ্রিয় software  | এর ২.৭ সংস্করণ টি আপনি mictex dot org তে পাবেন | আসুন ওখানে যাওয়া যাক |  এখানে এটি আছে | আপনি এটিকে ডাউনলোড়  করতে পারেন | আপনি যদি লেটেক্ নতুন হন, তাহলে এটি ডাউনলোড হবার পরে এটিকে সেভ্  করে নিন, যাতে আপনি এটিকে ভবিষ্যতেও  ব্যবহার করতে পারেন | ফাইল টির নাম এখানে দেওয়া রয়েছে | এটি একটি বড় ফাইল,প্রায় ৮৩ মেগা বাইটের |  মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণ টি আরো বড়,প্রায় ৯০০ মেগা বাইটের, তাই আমরা ওটি ব্যবহার করছি না | যদি আপনার কম্পিউটার এ ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি CD  ব্যবহার করুন , যা ভবিষ্যতে fossee.in থেকে পাবেন  | আমি ইনস্টলেশান ফাইল-টিকে downloads directory তে সেভ্ করে নিয়েছি | আমি সেটিকে এখন ওপেন করব | আমি পূর্বে ই  এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি | ওই আইকন  এ ক্লিক করলে ইনস্টলেশান  শুরু হয়ে যাবে | সব প্রশ্নের default উত্তর দিন অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই | এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে ,তাই আমি এখানে দেখাচ্ছি না | আমি আমার কমপিউটার-এ আগেই এটিকে ইনস্টল করে রেখেছি | এটি এই স্থানে ইনস্টল হয়েছে |
+
|-
 +
|00:01
 +
| নমস্কার বন্ধুগণ, উইন্ডোস্ -এ লেটেক্ ইনস্টল্ করার এই টিউটোরিয়াল আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, লেটেক্ উত্কৃষ্ট ডকুমেন্ট তৈরী করতে সাহায্য করে।
  
এর পরে আমরা adobe রিডার নিয়ে আলোচনা করব  | এটি একটি বিনামূল্য reader যা pdf ফাইল দেখতে সাহায্য করে | আপনার কম্পিউটার এ এটি আগে থেকে এ থাকতে পারে | যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এই slide এর বাকি অংশ নাও দেখতে পারেন | যদি এটি না থাকে, তাহলে adobe dot com এ যান এবং  বিনামূল্য adobe রিডার টি ডাউনলোড  করুন | আমি এটিকে downloads directory তে ডাউনলোড় করে রেখেছি |  এটি এখানে দেখা যাচ্ছে  | আইকন-এ ডবল ক্লিক করে এই রিডার ইনস্টল করুন | কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই | আমি এই ইনস্টলেশান পূর্বেই করে রেখেছি | এবার আমরা উইন্ডোস্ এ টেকনিক্ সেন্টার ইনস্টল করব | texniccenter.org -এই ওএবসাইট-এ যাওয়া যাক | লক্ষ্য করুন, texniccenter বানানে দুটি c আছে | দেখা যাক আমি এখানে ওটি পাই কিনা | টেকনিক্ সেন্টার-এর ওএবসাইট-এ এখানে  download directory আছে| এটি টেকনিক্ সেন্টার-এর homepage |  এখানে টেকনিক্ সেন্টার বিষয়ে কিছু তথ্য জানানো আছে, যেমন, এটি আপনার লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি | ডাউনলোড এ ক্লিক করা যাক | আমরা আবার পূর্বের ওয়েবপেজ ফিরে গেছি | এই ওয়েবপেজ এ  সর্বপ্রথম যে সংস্করণটির উল্লেখ আছে, সেটিতে ক্লিক করে ডাউনলোড় করতে হবে | যেহেতু আমি পূর্বে ই এটি ডাউনলোড করে রেখেছি, তাই আপনি এটিকে ডাউনলোডস ডাইরেকটরি- তে দেখতে পাচ্ছেন | তাহলে সম্পূর্ণ পদ্ধতি-টি দেখা নেওয়া যাক |  ওয়েবসাইট-এ গিয়ে ডাউনলোড বাটন  এ ক্লিক  করতে হবে | এটি আপনাকে  ডাউনলোড-এর সূচীটি  দেখাবে যেটির বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি | সূচীর প্রথমেই থাকে টেকনিক্ সেন্টার installer ,এটি আপনার প্রয়োজন হবে  | এটিকে ক্লিক  করুন, ডাউনলোড  করার জন্য আপনাকে mirror নির্বাচন করতে হতে পারে | ডাউনলোড় করার পর, এটিকে সেভ করে নিন যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় এর ব্যবহার করতে পারেন | আমার সিস্টেম-এ এটি downloads ফোল্ডার -এ আছে | এবার ডবল  ক্লিক  করে এবং তারপর কোনো উত্তর পরিবর্তন না করে এটিকে  ইনস্টল্ করা যাক | তাহলে এবার downloads ফোল্ডার -এ যাওয়া যাক | এবার ইনস্টলেশান শুরু করা যাক | gpl চুক্তি কে মেনে নেয়া হল | পরবর্তী পর্যায় যাওয়া যাক | এবার ইনস্টল্ করা যাক | ঠিকআছে, এটি ইনস্টল্ হচ্ছে |
+
|-
 +
|00:12
 +
| আপনি যদি আপনার জীবনে অনেক ডকুমেন্ট তৈরী করতে চান, তাহলে আপনার এখনি লেটেক্ ব্যবহার শুরু করা উচিত ।
  
টেকনিক্ সেন্টার ইনস্টল্ হবার পরে ডেস্কটপ এ একটা শর্টকাট  তৈরী হয়ে যায় | এবার ওই  আইকন-এর ওপরে  ডবল ক্লিক  করে  টেকনিক্ সেন্টার launch করা হবে | ডেস্কটপ-এ আসা যাক | ঠিকআছে , আইকন  টি ডেস্কটপ-এ  আছে | এবার  এটিকে লন্চ(launch) করা যাক  | এটিকে বন্ধ করা যাক  |  এরপর আমরা এটিকে configure করব | এটি আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে মিকটেক্ সংস্করণ টি আছে | আমি সেটা এখানে লিখছি | c colon,program files,miktex ২.৭ ,miktex,bin | এর জন্য আপনি অবশ্যই ব্রাউস(browse) করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন | আবার আমি পর্রবর্তী পর্যায় চলে এসেছি | এটি হল post script viewer | আমরা এখানে সম্মতি দেব | এবার আমরা browse করে adobe reader যে directory ত়ে আছে, তার স্থান  খুঁজে নেব | দেখুন, এটি আছে program files -এর ভিতর adobe reader ৯.০, reader |  এবার এটিকে ক্লিক  করা যাক | এখন এটি নির্বাচিত হয়ে গেছে , next  ও তারপর finish ক্লিক  করা হল | এভাবে টেকনিক্ সেন্টার এর configuration সম্পূর্ণ করা  হল | এখন আমি এটিকে অপেক্ষাকৃত ছোট করব যাতে আপনি সম্পূর্ণটা দেখতে পান | এটি এখানে এসে গেছে | তাই এটিকে সামান্য কিছুটা বড় করা হল | ঠিকআছে, এখন এটি ব্যবহার করা যেতে পারে | এবার প্রেসেন্টেশন-এ ফিরে গিয়ে প্রক্রিয়াটিতে আরেকবার চোখ বুলিয়ে নেয়া যাক |  'tip' -এর উইন্ডো-টি বন্ধ করে দেবেন | এরপর একটি  configuration মেনু খুলে যাবে এবং আপনাকে কোনো লেটেক সংস্করণ ইনস্টল করতে বলবে | এটি আপনাকে মিকটেক্ ইনস্টল করতে অনুমোদন করবে | আমরা আগেই এটি করছি | next -এ ক্লিক করত়ে হবে  | এবার যে ফোল্ডার-এ মিকটেক -এর binary ফাইল-টি আছে, তার অবস্থান নির্দেশ করতে হবে |  এটিকে লিখে  দেওয়া হয়েছে  | আমার ডাইরেকটরি-ত়ে  এটি এখানে আছে | এটি আমি লিখেছি  | PS files -এ আমাদের কিছু দেবার প্রয়োজন নেই | এবার ব্রাউস করে acrobat PDF reader খুঁজে নিতে হবে |  এখন আমরা টেকনিক্ সেন্টার ব্যবহার করতে পারি | আপনি  যদি moudgalya dot org ওএবসাইট-এর  ‘what is compilation’ নামক মৌখিক টিউটোরিয়াল-টি না দেখে থাকেন, তাহলে এখন সেটি দেখুন | এই টিউটোরিয়াল-এর পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়াল-টি দেখেছেন |
+
|-
 +
|00:19
 +
| আপনি যদি ডকুমেন্ট অনেক গাণিতিক চিন্হের ব্যবহার করতে চান, তাহলে লেটেক্ এর কোনো বিকল্প নেই
  
তাহলে টেকনিক সেন্টার-এ যাওয়া যাক এবং ফাইল মেনু-ত়ে ক্লিক করা যাক | এখন যদি আমরা একটি নতুন ফাইল তৈরী করতে চাই, তাহলে new ত়ে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে | এখানে আগে থেকে hello.tex নামে একটি ফাইল ছিল, এটিকে লোড করা যাক | এরজন্য ফাইল-এ গিয়ে , ওপেন, এটি লেটেক ফাইলস এ আছে, hello.tex | তাহলে এটি ওপেন করা যাক | এখানে ফিরে আসা যাক | টেকনিক সেন্টার-এর বিষয়ে সবথেকে ভালো সহায়তা আপনি টেকনিক সেন্টার থেকেই পেতে পারেন | texnic center dot org থেকেও আপনি সহায়তা পেতে পারেন, এই ওএবসাইট-টি আমরা আগেও দেখেছি | এখন help-এ যাওয়া যাক, contents-এ  ক্লিক করা যাক ,  আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ে সহায়তা পেতে পারেন | এখানে আসা যাক, এখানে help, contents আছে | এখানে দেখা যাচ্ছে যে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে - একটি টেকনিক সেন্টার-এর উপর এবং অপরটি latex help e-book | এখন যদি এখানে ক্লিক করা হয়, তাহলে আপনি বিভিন্ন প্রকারের তথ্য দেখতে পাবেন | আপনি এখানে ক্লিক করতে পারেন, অনেক প্রকারের তথ্য দেখা যাচ্ছে  যেমন latex maths এবং  graphics সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে  | maths সংক্রান্ত আপনি এখানে আরো অনেক বিষয় যেমন  ভগ্নাংশ , matrices সম্পর্কে  জানতে পারবেন | এটিকে বন্ধ করা যাক | Advanced latex -, environments-এ alignments, environments, array, pictures, maths ইত্যাদি বিষয়ে তথ্য আছে | এটিকেও বন্ধ করা যাক | এবার এখানে আসা যাক | help on texnic center - প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার-এর font, look and feel এর বিষয়ে জানতে সাহায্য করে | এটি আপনাকে টেকনিক সেন্টার configure করতে সাহায্য করে | কখনো যদি এখানে .এই manual-এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত implementation-এর মধ্যে পার্থক্য থাকে, তখন  তথ্যের এর জন্য ইন্টারনেট-এ সার্চ করতে হবে | প্রকৃতপক্ষে, যেকোনো ওপেন সোর্স সফটওয়ার -এর সম্পর্কে জানার জন্য এটি-ই প্রচলিত পদ্ধতি - কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া | দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা- যেমন কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে গণিত অন্তর্ভুক্ত করতে হবে, কিভাবে তালিকার এনভয়রনমেন্ট ব্যবহার করতে হবে ইত্যাদি | তথ্যের জন্য ইন্টারনেট-এ সার্চ অবশ্যই একটি উত্কৃষ্ট উপায় | এবার এখানে ফিরে আসা যাক এবং লেখার ফন্ট সামান্য একটু বড় করা যাক | এখানে  tools, options, text format-এ যাওয়া যাক | এখন যদি ফন্ট সাইজ হিসাবে ১২-এর নির্বাচন করা হয়, তাহলে দেখা যাচ্ছে লেখাগুলি বড় হয়ে গেছে | তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি | এখন আপনি চাইলে এডিটর-এ লাইন-এর নম্বর-ও দেখতে পারেন | এখানে ফিরে আসা যাক | এবার  tools, options, editor, show line numbers  -এ ক্লিক করা যাক | এখন লাইন-এর নম্বরগুলি দেখা যাচ্ছে | এবার এই ডকুমেন্ট-টিকে কম্পাইল করা যাক | latex to pdf অপশন-টিতে ক্লিক করতে হবে | তাহলে এটি করা যাক | এরপর CTRL SHIFT এবং  F5 key একসাথে press বা প্রয়োগ করতে হবে | তাহলে এটি করা যাক |  CTRL SHIFT এবং  F5 key একসাথে প্রয়োগ করলে কি হবে ? ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া pdf ফাইল-টি দেখা যাবে | ফাইল-টিতে একটিমাত্র লাইন থাকা উচিত | তাহলে এটি করা যাক - ctrl shift, f5 | আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে | এবং এখন pdf reader খুলে গেছে | এটি এখানে সরিয়ে আনা যাক | এটিকে বড় করা যাক | আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লাইন আছে | আপনি এই ফাইল-টির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটি দেখতে পারেন | এখন hello dot tex এবং  hello dot pdf ফাইল-দুটিকেই বন্ধ করা যাক | আমরা এটি পরেও করতে পারি |
+
|-
আমি এখন adobe reader -এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব | এরজন্য report dot tex ফাইল যেটি  'report writing'  এর বিষয় মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে ,সেটিকে আবার load করা যাক |  এই টিউটোরিয়াল টি moudgalya dot org ওএবসাইট-এ আছে | তাহলে এটি করা যাক | এটিকে বন্ধ করা যাক  এবং report dot tex ফাইলটিকে খোলা যাক | আমি এটিকে একটু সরাচ্ছি, যাতে আমি এটির আরো বেশি অংশ দেখতে পাই | এবার প্রথমে crtl shft f5 key একত্রে প্রয়োগ করে বা press করে এটিকে কম্পাইল্ করা যাক | কম্পাইল্ হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে | এটিকে এখানে সরানো যাক | এটিকেও একটু বড় করা যাক | তাহলে এটি করা হয়ে গেছে | এখন এই ডকুমেন্ট-এর ক্লাস টি রিপোর্ট-এ পরিবর্তন করা যাক | এখানে এটি আর্টিকল আছে, এটিকে ডিলিট করা যাক এবং এখানে রিপোর্ট লেখা যাক | এটিকে সেভ করে ctrl shift f5 -এর প্রয়োগের দ্বারা কম্পাইল করা যাক | দেখুন, এখন দুটি পৃষ্ঠা-বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে | এটিকে বড় করা যাক | এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক | এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখছি | এখন রিপোর্ট-টি দুই পৃষ্ঠাবিশিষ্ট হয়ে গেছে এবং মনে রাখবেন যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি | এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক | এখানে ফিরে আসা যাক | এটির কোনো প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করা যাক | এবার report dot pdf  ফাইলটি দেখা যাক | আমি এটি-ই উল্লেখ করতে চাই যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছি | আপনারা দেখতে পাচ্ছেন - এটি দ্বিতীয় পৃষ্ঠা | এখানে ফিরে আসা যাক এবং Ctrl, shift, f5 –এর দ্বারা পুনরায় কম্পাইল করা যাক | আপনি দেখতে পাচ্ছেন এটি পুনরায় খুলে গেছে কিন্তু প্রথন পৃষ্ঠটি-ই দেখা যাচ্ছে | এখানে  এটি উল্লেখ  করা প্রয়োজন  যে  pdf ফাইলটি  প্রথম পৃষ্ঠা থেকেই  খোলে | আমরা আগে দ্বিতীয়  পৃষ্ঠা-টি দেখছিলাম কিন্তু কম্পায়লেশন  -এর পরে এটি প্রথন পৃষ্ঠা-থেকে খোলে | সমস্যা-টি হল এই যে  adobe reader, কোন পৃষ্ঠা-টি  পড়া  হচ্ছিল, সেটি মনে রাখতে পারে না | বড় ডকুমেন্ট-এর জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে |  adobe reader ব্যবহার করলে প্রত্যেকবার কম্পায়লেশন-এর পরে ডকুমেন্ট-টি প্রথম পৃষ্ঠা-থেকেই  শুরু হয় |  pdf reader সুমাত্রা এই সমস্যার সমাধান করে | সুমাত্রা নিজে থেকেই pdf-টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠা-টি সর্বশেষ পড়া হয়েছিল,সেটিও মনে রাখে | সুমাত্রা-ও বিনামূল্য এবং ওপেন সোর্স software | এই software -টির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠা-টি পাবেন | আমি এখন-ই আপনাকে ওই পৃষ্ঠা-টি দেখাবো | এখন এটি দেখা যাচ্ছে | এবার ডাউনলোড-এর পৃষ্ঠায় যাওয়া যাক | যে ফাইলটি আপনাকে ইনস্টল করতে হবে, এখানে সেই ফাইলটি দেখা যাচ্ছে | এটি প্রায় ১.৫ Mb সাইজের | এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি | তাহলে এটি এখন বন্ধ করা যাক | এখানে ফিরে আসা যাক | এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক | এবার এই আইকন-এ ডবল ক্লিক করে ইনস্টল করার প্রক্রিয়া শুরু করা  যাক | কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই | এবার এটি করা যাক | প্রথমে downloads -এ যাওয়া যাক, এখানে সুমাত্রা আগে থেকেই ডাউনলোড করে রাখা হয়েছে | এটি ইনস্টল করা যাক | ঠিকআছে, এটি হয়ে গেছে | এবার এটিকে বন্ধ করা যাক | তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে | এখন পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক | তাহলে আমার কম্পিউটার-এ এটি program files-এ ইনস্টল হয়েছে, sumatra dot pdf  |
+
|00:25
 +
| লেটেক্ ডকুমেন্ট যেটি কোনো একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোস্ তৈরী করা হয়েছে , সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য।
  
প্রথমে আপনাকে টেকনিক্ সেন্টার কে জানাতে হবে সুমাত্রা  ব্যবহার করার কথা | তাই build এ যেতে হবে  এবং আউটপুট  প্রোফাইল  নির্ধারিত করতে হবে | এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব | এরপর viewer-এ যেতে হবে  | ওটি এখানে আছে | তাহবে এবার এটিকে খুঁজে নেওয়া যাক | এখন আমাদের এটির প্রয়োজন নেই | তাই এটিকে বন্ধ করা যাক | টেকনিক সেন্টার , এরপর build, আউটপুট  প্রোফাইল  নির্ধারণ করা যাক,  viewer-যাওয়া যাক | এখন এটি Adobe-এর দিকে নির্দেশ করছে | মনে করুন,আমি এটিকে পরিবর্তন করতে চাই | ব্যাক করা যাক | ব্যাক | আবার ব্যাক করা যাক  | প্রোগ্রাম ফাইলস-এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন | এটি এখানে আছে | আপনাকে এটিকে ব্যবহার করতে হবে | ঠিকআছে,আমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে |
+
|-
 +
|00:42
 +
লেটেক্ সম্পূর্ণ বিনামূল্য এবং open source software। সর্বপরি লেটেক্ এ  উত্কৃষ্ট user community বা ব্যবহারকারীদের সংগঠন আছে যা যেকোন প্রকারের সাহায্য করতে প্রস্তুত,উদাহরণস্বরূপ tug india। 
  
এখন থেকে এটি সুমাত্রা  ব্যবহার করে কম্পাইল্ করবে | এখন আমরা সুমাত্রা  ব্যবহার করার উপযুক্ত| তাহলে  adobe reader বন্ধ করা যাক | এখন report dot tex ফাইল টিকে crtl এবং f7 key এর একত্র প্রয়োগের দ্বারা কম্পাইল্ করা যাক | আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হয়ে গেছে | এরপর report dot pdf ফাইল টিকে খুঁজে নেওয়া যাক এবং সুমাত্রা  এর দ্বারা সেটিকে open করা যাক | তাহলে লেটেক্ ফাইলস -এ যাওয়া যাক, report dot pdf এখানে আছে | এটিকে সুমাত্রা-এর দ্বারা ওপেন করা যাক  |  Latex file-এ যাওয়া যাক | report dot pdf ফাইল এখানেই আছে | আমি এইবার Sumatra খুলবো|
+
|-
 +
|00:56
 +
| এই নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি আপনি moudgalya.org ওয়েবসাইট-এ পাবেন । এবার নিম্নবর্ণিত সূচীটির প্রথন বিভাগের দিকে লক্ষ্য করা যাক অর্থাৎ কম্পাইলেশান কি তা জেনে নেওয়া যাক  
  
আচ্ছা এইটি হচ্ছে সুমাত্রা| এইটি কে একটু ওপরে নিয়ে যাওয়া যাক | এখন আরো কিছু বিষয় সম্পর্কে জানা যাক | এবার পরের  পাতা যাওয়া যাক | এটি প্রথম পাতা, এরপর দ্বিতীয় পাতায় যাওয়া যাক | এরপর আমরা দ্বিতীয় পাতা তে গিয়ে টেক্সট-এ ১ টি লাইন যোগ করব | আমি এখানে "Added line" -এই লাইন টি যোগ করলাম, সেভ করলাম এবং এরপর Crtl F7 করলাম | আপনি report dot pdf ফাইলটিত়ে দেখতে পাচ্ছেন, পৃষ্ঠা-সংখ্যার কোনো পরিবর্তন হয়েনি | প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিল,এই বিষয়টি প্রমান করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা ,যাতে দুটিকে ই একসাথে দেখা যায় | ঠিকআছে, তাহলে এবার এটি ডিলিট করা যাক, সেভ করা যাক, control f7,এটি কম্পাইল হয়ে গেছে | এটি খোলা যাক, ওই লেখাটি এখন আর নেই | এখন বরং ‘chapter- new'-এ যাওয়া যাক | এটি বন্ধ করা যাক, সেভ করা যাক, ctrl f7 | এবার এখানে আসা যাক, লক্ষ্য করুন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে, আমরা যদিও এখন দ্বিতীয় পৃষ্ঠায় আছি কারণ আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাতেই ছিলাম |  এবার তৃতীয় পৃষ্ঠাতে যাওয়া যাক, এবার আরেকবার কম্পাইল করা যাক | এখানে ফিরে আসা যাক | এটি একটুও পরিবর্তিত হয়নি | এটি সুমাত্রা-র সর্বপ্রধান বৈশিষ্ট্য |  তাহলে আমরা এগুলির সবটি-ই করেছি, এটি একবার পড়ে দেখা যাক | pdf ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়, আমাদের আলাদা করে কিছু করতে হয়না |  সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, এটি একই পৃষ্ঠা দেখায় | একটি appendix যোগ করা যাক, ctrl f7-এর দ্বারা কম্পাইল করা যাক, এখন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে | এখন তাহলে তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক এবং পুনরায় কম্পাইল করা যাক | এখন ডকুমেন্ট-টি খুললে তৃতীয় পৃষ্টা-তেই খোলে |
+
|-
 +
|01:07
 +
| সর্বপরি ইন্টারনেট সন্ধান করলে আপনি এই বিষয়ে সবথেকে উত্কৃষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন ।
  
এখন পরবর্তী আলোচনাতে আসা যাক | আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করেছি এবং এর দ্বারা লেটেক্ এর ও একটি প্রাথমিক সংস্করণ-ই ব্যবহার করা যেতে পারে | এটির দ্বারাও আপনি অনেক কার্য-ই করতে পারবেন |  কিন্তু, কিছু প্যাকেজ্ এখানে উপস্থিত নেই | যার মধ্যে অবশ্যই একটি হল বিমার |  পরবর্তী স্লাইড-এ এই অনুপস্থিত প্যাকেজ্ গুলিকে ইনস্টল্ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে | মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করার পরই সেটিকে আপডেট্ করুন | Windows এর স্ক্রীন এর নিচে থাকা taskbar এর একেবারে বামদিকে উপস্হিত start button টি তে ক্লিক  করুন | program e যান, miktex ২.৭ এ যান | আপডেট্ এ ক্লিক করুন, mirror,proxy -এর নির্বাচন করুন | এভাবে মিকটেক্ আপডেট্ হয়ে যাবে | এরপর টিউটোরিয়াল এ যেভাবে ব্যাক্ষা করা আছে সেই অনুযায় টেকনিক্ সেন্টার এর ব্যবহার করুন | যদি কোনো প্যাকেজ্ অনুপস্হিত থাকে , তাহলে মিকটেক্ ইনস্টলেশান -ই আপনাকে সেটি ইনস্টল্ করার জন্য prompt করবে বা জিঞ্জাসা করবে | আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল্ করতে পারেন | এর জন্য CD -এরও ব্যবহার করতে পারেন | প্রথমে hard ডিস্ক-এ CD -এর সম্পূর্ণ তথ্যটি copy হয়ে যায় |  CD থেকে ইনস্টলেশান-এর কিছু অসুবিধা আছে | এর জন্য hard disc-এ প্রায় ১ GB জায়গার প্রয়োজন হয়|
+
|-
 +
|01:13
 +
| আপনি http fossee.in ওয়েবসাইট থেকে লেটেক্ এর বিষয়ে ভবিষতে যোকোন প্রকারের সাহায্য আশা করতে পারেন | লক্ষ্য করুন fossee শব্দে দুটি s এবং দুটি e এর ব্যবহার আছে
  
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে user community তে অবশ্যই যোগাযোগ করতে পারেন  | উদাহরণস্বরূপ,আপনি Tug india তে য়য়ায়োগ করতে পারেন | আমরা fossee dot in এর মাধমে ও সাহায্য করার আশা রাখি | আমরা লেটেক্ এর বিষয় ভবিষ্যতে আরো মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করার ও আশা রাখি | এই বিষয় আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব | এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ | CDEEP IIT বম্বে এর পক্ষ থেকে আমি অন্তরা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি  | এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ|
+
|-
 +
|01:23
 +
fossee শব্দের সম্পূর্ণ রূপ টি হল free and open source software in science and engineering education ।
  
 +
|-
 +
|01:32
 +
|  আমি এখন উইন্ডোস্ অপারেটিং সিস্টেম এ লেটেক্ ব্যবহার করার পদ্ধতি বর্ণনা করব | আমি প্রথমে মিকটেক্, যা লেটেক্ এর একটি বিনামূল্য সংস্করণ, তার  ইনস্টলেশান পদ্ধতি বর্ণনা করব।
  
 +
|-
 +
|01:45
 +
| এরপর বলব টেকনিক্ সেন্টার , যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য front end । আমি আপনাদের আরো জানাব কিভাবে টেকনিক্ সেন্টার ব্যবহার করে কম্পাইল্ এবং adobe রিডার ব্যবহার করে pdf ডকুমেন্ট  দেখা  যায়।
  
 +
|-
 +
|01:58
 +
|  আমি একটি বিনামূল্য এবং ওপেন  সোর্স  pdf রিডার , সুমাত্রা  এর বর্ণনা দিয়ে আমার এই টিউটোরিয়াল সমাপ্ত করব | সুমাত্রা  এর ব্যবহার optional অর্থাৎ ঐচ্ছিক।
  
Attachment(File in pdf format): [[File:file_bengali.pdf]]
+
|-
 +
|02:05
 +
| উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার জন্য মিকটেক্ খুব ই  জনপ্রিয় software ।  এর ২.৭ সংস্করণ টি আপনি mictex dot org তে পাবেন ।  আসুন ওখানে যাওয়া যাক।  এখানে এটি আছে ।
 +
 
 +
|-
 +
|02:25
 +
|  আপনি এটিকে ডাউনলোড়  করতে পারেন ।  আপনি যদি লেটেক্ এ নতুন হন, তাহলে এটি ডাউনলোড হবার পরে এটিকে সেভ্  করে নিন, যাতে আপনি এটিকে ভবিষ্যতেও  ব্যবহার করতে পারেন ।
 +
 
 +
|-
 +
|02:46
 +
|  ফাইল টির নাম এখানে দেওয়া রয়েছে ।  এটি একটি বড় ফাইল,প্রায় ৮৩ মেগা বাইটের ।  মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণ টি আরো বড়,প্রায় ৯০০ মেগা বাইটের, তাই আমরা ওটি ব্যবহার করছি না ।
 +
 
 +
|-
 +
|03:02
 +
|  যদি আপনার কম্পিউটার এ ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি CD  ব্যবহার করুন , যা ভবিষ্যতে fossee.in থেকে পাবেন ।
 +
 
 +
|-
 +
|03:12
 +
| আমি ইনস্টলেশান ফাইল-টিকে downloads directory তে সেভ্ করে নিয়েছি ।  আমি সেটিকে এখন ওপেন করব ।  আমি পূর্বে ই  এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি ।
 +
 
 +
|-
 +
|03:28
 +
| ওই আইকন  এ ক্লিক করলে ইনস্টলেশান  শুরু হয়ে যাবে ।  সব প্রশ্নের default উত্তর দিন অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই।
 +
 
 +
|-
 +
|03:38
 +
| এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে ,তাই আমি এখানে দেখাচ্ছি না । আমি আমার কমপিউটার-এ আগেই এটিকে ইনস্টল করে রেখেছি ।  এটি এই স্থানে ইনস্টল হয়েছে।
 +
 
 +
|-
 +
|03:48
 +
| এর পরে আমরা adobe রিডার নিয়ে আলোচনা করব ।  এটি একটি বিনামূল্য reader যা pdf ফাইল দেখতে সাহায্য করে | আপনার কম্পিউটার এ এটি আগে থেকে এ থাকতে পারে ।
 +
 
 +
|-
 +
|03:59
 +
|  যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এই slide এর বাকি অংশ নাও দেখতে পারেন ।  যদি এটি না থাকে, তাহলে adobe dot com এ যান এবং  বিনামূল্য adobe রিডার টি ডাউনলোড  করুন।
 +
 
 +
|-
 +
|04:13
 +
| আমি এটিকে downloads directory তে ডাউনলোড় করে রেখেছি ।  এটি এখানে দেখা যাচ্ছে  ।  আইকন-এ ডবল ক্লিক করে এই রিডার ইনস্টল করুন । কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই ।
 +
 
 +
|-
 +
|04:26
 +
| আমি এই ইনস্টলেশান পূর্বেই করে রেখেছি । এবার আমরা উইন্ডোস্ এ টেকনিক্ সেন্টার ইনস্টল করব | texniccenter.org -এই ওএবসাইট-এ যাওয়া যাক।
 +
 
 +
|-
 +
|04:36
 +
| লক্ষ্য করুন, texniccenter বানানে দুটি c আছে ।  দেখা যাক আমি এখানে ওটি পাই কিনা । টেকনিক্ সেন্টার-এর ওএবসাইট-এ এখানে  download directory আছে। এটি টেকনিক্ সেন্টার-এর homepage। 
 +
 
 +
|-
 +
|05:21
 +
|  এখানে টেকনিক্ সেন্টার বিষয়ে কিছু তথ্য জানানো আছে, যেমন, এটি আপনার লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি । ডাউনলোড এ ক্লিক  করা যাক । আমরা আবার পূর্বের ওয়েবপেজ ফিরে গেছি ।
 +
 
 +
|-
 +
|05:49
 +
| এই ওয়েবপেজ এ  সর্বপ্রথম যে সংস্করণটির উল্লেখ আছে, সেটিতে ক্লিক করে ডাউনলোড় করতে হবে । যেহেতু আমি পূর্বে ই এটি ডাউনলোড করে রেখেছি, তাই আপনি এটিকে ডাউনলোডস ডাইরেকটরি- তে দেখতে পাচ্ছেন।
 +
 
 +
|-
 +
|06:06
 +
| তাহলে সম্পূর্ণ পদ্ধতি-টি দেখা নেওয়া যাক ।  ওয়েবসাইট-এ গিয়ে ডাউনলোড বাটন  এ ক্লিক  করতে হবে ।  এটি আপনাকে  ডাউনলোড-এর সূচীটি  দেখাবে যেটির বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি | সূচীর প্রথমেই থাকে টেকনিক্ সেন্টার installer ,এটি আপনার প্রয়োজন হবে ।
 +
 
 +
|-
 +
|06:27
 +
|  এটিকে ক্লিক  করুন, ডাউনলোড  করার জন্য আপনাকে mirror নির্বাচন করতে হতে পারে ।  ডাউনলোড় করার পর, এটিকে সেভ করে নিন যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় এর ব্যবহার করতে পারেন ।
 +
 
 +
|-
 +
|06:41
 +
| আমার সিস্টেম-এ এটি downloads ফোল্ডার -এ আছে ।  এবার ডবল  ক্লিক  করে এবং তারপর কোনো উত্তর পরিবর্তন না করে এটিকে  ইনস্টল্ করা যাক ।  তাহলে এবার downloads ফোল্ডার -এ যাওয়া যাক ।
 +
 
 +
|-
 +
|06:53
 +
|  এবার ইনস্টলেশান শুরু করা যাক ।  gpl চুক্তি কে মেনে নেয়া হল ।  পরবর্তী পর্যায় যাওয়া যাক । এবার ইনস্টল্ করা যাক । ঠিকআছে, এটি ইনস্টল্ হচ্ছে।
 +
 
 +
|-
 +
|07:31
 +
| টেকনিক্ সেন্টার ইনস্টল্ হবার পরে ডেস্কটপ এ একটা শর্টকাট  তৈরী হয়ে যায় ।  এবার ওই  আইকন-এর ওপরে  ডবল ক্লিক  করে  টেকনিক্ সেন্টার launch করা হবে ।
 +
 
 +
|-
 +
|07:44
 +
|  ডেস্কটপ-এ আসা যাক । ঠিকআছে , আইকন  টি ডেস্কটপ-এ  আছে । এবার  এটিকে লন্চ(launch) করা যাক  ।  এটিকে বন্ধ করা যাক  ।  এরপর আমরা এটিকে configure করব ।
 +
 
 +
|-
 +
|08:09
 +
|  এটি আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে মিকটেক্ সংস্করণ টি আছে ।  আমি সেটা এখানে লিখছি ।  c colon,program files,miktex ২.৭ ,miktex,bin।
 +
 
 +
|-
 +
|08:36
 +
| এর জন্য আপনি অবশ্যই ব্রাউস(browse) করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন । আবার আমি পর্রবর্তী পর্যায় চলে এসেছি । এটি হল post script viewer ।  আমরা এখানে সম্মতি দেব ।
 +
 
 +
|-
 +
|08:50
 +
| এবার আমরা browse করে adobe reader যে directory ত়ে আছে, তার স্থান  খুঁজে নেব । দেখুন, এটি আছে program files -এর ভিতর adobe reader ৯.০, reader।
 +
 
 +
|-
 +
|09:19
 +
| এবার এটিকে ক্লিক  করা যাক । এখন এটি নির্বাচিত হয়ে গেছে , next  ও তারপর finish এ ক্লিক  করা হল । এভাবে টেকনিক্ সেন্টার এর configuration সম্পূর্ণ করা  হল । এখন আমি এটিকে অপেক্ষাকৃত ছোট করব যাতে আপনি সম্পূর্ণটা দেখতে পান ।
 +
 
 +
|-
 +
|09:44
 +
|  এটি এখানে এসে গেছে ।  তাই এটিকে সামান্য কিছুটা বড় করা হল । ঠিকআছে, এখন এটি ব্যবহার করা যেতে পারে ।  এবার প্রেসেন্টেশন-এ ফিরে গিয়ে প্রক্রিয়াটিতে আরেকবার চোখ বুলিয়ে নেয়া যাক ।  'tip' -এর উইন্ডো-টি বন্ধ করে দেবেন ।
 +
 
 +
|-
 +
|10:10
 +
| এরপর একটি  configuration মেনু খুলে যাবে এবং আপনাকে কোনো লেটেক সংস্করণ ইনস্টল করতে বলবে ।  এটি আপনাকে মিকটেক্  ইনস্টল করতে অনুমোদন করবে | আমরা আগেই এটি করছি।
 +
 
 +
|-
 +
|10:22
 +
| next -এ ক্লিক করত়ে হবে  ।  এবার যে ফোল্ডার-এ মিকটেক -এর binary ফাইল-টি আছে, তার অবস্থান নির্দেশ করতে হবে।  এটিকে লিখে  দেওয়া হয়েছে  ।
 +
 
 +
|-
 +
|10:29
 +
| আমার ডাইরেকটরি-ত়ে  এটি এখানে আছে ।  এটি আমি লিখেছি  । PS files -এ আমাদের কিছু দেবার প্রয়োজন নেই | এবার ব্রাউস করে acrobat PDF reader খুঁজে নিতে হবে ।
 +
 
 +
|-
 +
|10:44
 +
| এখন আমরা টেকনিক্ সেন্টার ব্যবহার করতে পারি । আপনি  যদি moudgalya dot org ওএবসাইট-এর  ‘what is compilation’ নামক মৌখিক টিউটোরিয়াল-টি না দেখে থাকেন, তাহলে এখন সেটি দেখুন ।
 +
 
 +
|-
 +
|10:56
 +
|  এই টিউটোরিয়াল-এর পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়াল-টি দেখেছেন ।
 +
 
 +
|-
 +
|11:04
 +
| তাহলে টেকনিক সেন্টার-এ যাওয়া যাক এবং ফাইল মেনু-ত়ে ক্লিক করা যাক । এখন যদি আমরা একটি নতুন ফাইল তৈরী করতে চাই, তাহলে new ত়ে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে ।
 +
 
 +
|-
 +
|11:18
 +
| এখানে আগে থেকে hello.tex নামে একটি ফাইল ছিল, এটিকে লোড করা যাক ।  এরজন্য ফাইল-এ গিয়ে , ওপেন, এটি লেটেক ফাইলস এ আছে, hello.tex ।  তাহলে এটি ওপেন করা যাক ।
 +
 
 +
|-
 +
|11:47
 +
| এখানে ফিরে আসা যাক ।  টেকনিক সেন্টার-এর বিষয়ে সবথেকে ভালো সহায়তা আপনি টেকনিক সেন্টার থেকেই পেতে পারেন ।  texnic center dot org থেকেও আপনি সহায়তা পেতে পারেন, এই ওএবসাইট-টি আমরা আগেও দেখেছি ।
 +
 
 +
|-
 +
|12:00
 +
| এখন help-এ যাওয়া যাক, contents-এ  ক্লিক করা যাক ,  আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ে সহায়তা পেতে পারেন।  এখানে আসা যাক, এখানে help, contents আছে ।
 +
 
 +
|-
 +
|12:16
 +
| এখানে দেখা যাচ্ছে যে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে - একটি টেকনিক সেন্টার-এর উপর এবং অপরটি latex help e-book ।  এখন যদি এখানে ক্লিক করা হয়, তাহলে আপনি বিভিন্ন প্রকারের তথ্য দেখতে পাবেন।
 +
 
 +
|-
 +
|12:34
 +
|  আপনি এখানে ক্লিক করতে পারেন, অনেক প্রকারের তথ্য দেখা যাচ্ছে  যেমন latex maths এবং  graphics সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে  ।  maths সংক্রান্ত আপনি এখানে আরো অনেক বিষয় যেমন  ভগ্নাংশ , matrices সম্পর্কে  জানতে পারবেন ।
 +
 
 +
|-
 +
|12:49
 +
| এটিকে বন্ধ করা যাক । Advanced latex -এ , environments-এ alignments, environments, array, pictures, maths ইত্যাদি বিষয়ে তথ্য আছে ।
 +
 
 +
|-
 +
|13:01
 +
| এটিকেও বন্ধ করা যাক ।  এবার এখানে আসা যাক । help on texnic center - প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার-এর font, look and feel এর বিষয়ে জানতে সাহায্য করে । 
 +
 
 +
|-
 +
|13:22
 +
| এটি আপনাকে টেকনিক সেন্টার configure করতে সাহায্য করে ।  কখনো যদি এখানে .এই manual-এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত implementation-এর মধ্যে পার্থক্য থাকে, তখন  তথ্যের এর জন্য ইন্টারনেট-এ সার্চ করতে হবে ।
 +
 
 +
|-
 +
|13:37
 +
| প্রকৃতপক্ষে, যেকোনো ওপেন সোর্স সফটওয়ার -এর সম্পর্কে জানার জন্য এটি-ই প্রচলিত পদ্ধতি - কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া ।
 +
 
 +
|-
 +
|13:47
 +
|  দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা- যেমন কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে গণিত অন্তর্ভুক্ত করতে হবে, কিভাবে তালিকার এনভয়রনমেন্ট ব্যবহার করতে হবে ইত্যাদি।  তথ্যের জন্য ইন্টারনেট-এ সার্চ অবশ্যই একটি উত্কৃষ্ট উপায়।
 +
 
 +
|-
 +
|13:57
 +
| এবার এখানে ফিরে আসা যাক এবং লেখার ফন্ট সামান্য একটু বড় করা যাক ।  এখানে tools, options, text format-এ যাওয়া যাক।
 +
 
 +
|-
 +
|04:14
 +
| এখন যদি ফন্ট সাইজ হিসাবে ১২-এর নির্বাচন করা হয়, তাহলে দেখা যাচ্ছে লেখাগুলি বড় হয়ে গেছে । তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি ।  এখন আপনি চাইলে এডিটর-এ লাইন-এর নম্বর-ও দেখতে পারেন ।  এখানে ফিরে আসা যাক । 
 +
 
 +
|-
 +
|14:45
 +
| এবার  tools, options, editor, show line numbers  -এ ক্লিক করা যাক ।  এখন লাইন-এর নম্বরগুলি দেখা যাচ্ছে ।  এবার এই ডকুমেন্ট-টিকে কম্পাইল করা যাক ।  latex to pdf অপশন-টিতে ক্লিক করতে হবে ।
 +
 
 +
|-
 +
|15:10
 +
| তাহলে এটি করা যাক । এরপর CTRL SHIFT এবং  F5 key একসাথে press বা প্রয়োগ করতে হবে | তাহলে এটি করা যাক ।  CTRL SHIFT এবং  F5 key একসাথে প্রয়োগ করলে কি হবে ? ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া pdf ফাইল-টি দেখা যাবে।  ফাইল-টিতে একটিমাত্র লাইন থাকা উচিত ।
 +
 
 +
|-
 +
|15:41
 +
|  তাহলে এটি করা যাক - ctrl shift, f5 । আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে ।  এবং এখন pdf reader খুলে গেছে ।
 +
 
 +
|-
 +
|15:55
 +
| এটি এখানে সরিয়ে আনা যাক ।  এটিকে বড় করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লাইন আছে ।  আপনি এই ফাইল-টির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটি দেখতে পারেন ।
 +
 
 +
|-
 +
| 16:11
 +
| এখন hello dot tex এবং  hello dot pdf ফাইল-দুটিকেই বন্ধ করা যাক । আমরা এটি পরেও করতে পারি।
 +
 
 +
 
 +
|-
 +
|16:19
 +
| আমি এখন adobe reader -এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব ।  এরজন্য report dot tex ফাইল যেটি  'report writing'  এর বিষয় মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে ,সেটিকে আবার load করা যাক ।
 +
 
 +
|-
 +
|16:34
 +
| এটিকে বন্ধ করা যাক  এবং report dot tex ফাইলটিকে খোলা যাক । আমি এটিকে একটু সরাচ্ছি, যাতে আমি এটির আরো বেশি অংশ দেখতে পাই ।
 +
 
 +
|-
 +
|16:55
 +
|  এবার প্রথমে crtl shft f5 key একত্রে প্রয়োগ করে বা press করে এটিকে কম্পাইল্ করা যাক ।  কম্পাইল্ হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে । এটিকে এখানে সরানো যাক ।
 +
 
 +
|-
 +
|17:15
 +
|  এটিকেও একটু বড় করা যাক ।  তাহলে এটি করা হয়ে গেছে ।  এখন এই ডকুমেন্ট-এর ক্লাস টি রিপোর্ট-এ পরিবর্তন করা যাক ।  এখানে এটি আর্টিকল আছে, এটিকে ডিলিট করা যাক এবং এখানে রিপোর্ট লেখা যাক ।
 +
 
 +
|-
 +
|17:44
 +
| এটিকে সেভ করে ctrl shift f5 -এর প্রয়োগের দ্বারা কম্পাইল করা যাক । দেখুন, এখন দুটি পৃষ্ঠা-বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে ।  এটিকে বড় করা যাক ।  এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক।
 +
 
 +
|-
 +
|18:02
 +
| এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখছি ।  এখন রিপোর্ট-টি দুই পৃষ্ঠাবিশিষ্ট হয়ে গেছে এবং মনে রাখবেন যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি ।  এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক ।
 +
 
 +
|-
 +
|18:26
 +
|  এখানে ফিরে আসা যাক ।  এটির কোনো প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করা যাক ।  এবার report dot pdf  ফাইলটি দেখা যাক ।
 +
 
 +
|-
 +
|18:39
 +
| আমি এটি-ই উল্লেখ করতে চাই যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছি ।  আপনারা দেখতে পাচ্ছেন - এটি দ্বিতীয় পৃষ্ঠা ।  এখানে ফিরে আসা যাক এবং Ctrl, shift, f5 –এর দ্বারা পুনরায় কম্পাইল করা যাক ।
 +
 
 +
|-
 +
|18:57
 +
| আপনি দেখতে পাচ্ছেন এটি পুনরায় খুলে গেছে কিন্তু প্রথন পৃষ্ঠটি-ই দেখা যাচ্ছে । এখানে  এটি উল্লেখ  করা প্রয়োজন  যে  pdf ফাইলটি  প্রথম পৃষ্ঠা থেকেই  খোলে ।
 +
 
 +
|-
 +
|19:09
 +
| আমরা আগে দ্বিতীয়  পৃষ্ঠা-টি দেখছিলাম কিন্তু কম্পায়লেশন  -এর পরে এটি প্রথন পৃষ্ঠা-থেকে খোলে ।  সমস্যা-টি হল এই যে  adobe reader, কোন পৃষ্ঠা-টি  পড়া  হচ্ছিল, সেটি মনে রাখতে পারে না ।
 +
 
 +
|-
 +
|19:24
 +
| বড় ডকুমেন্ট-এর জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে ।  adobe reader ব্যবহার করলে প্রত্যেকবার কম্পায়লেশন-এর পরে ডকুমেন্ট-টি প্রথম পৃষ্ঠা-থেকেই  শুরু হয় ।
 +
 
 +
|-
 +
|19:36
 +
|  pdf reader সুমাত্রা এই সমস্যার সমাধান করে ।  সুমাত্রা নিজে থেকেই pdf-টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠা-টি সর্বশেষ পড়া হয়েছিল,সেটিও মনে রাখে ।
 +
 
 +
|-
 +
|19:49
 +
| সুমাত্রা-ও বিনামূল্য এবং ওপেন সোর্স software ।  এই software -টির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠা-টি পাবেন । আমি এখন-ই আপনাকে ওই পৃষ্ঠা-টি দেখাবো ।
 +
 
 +
|-
 +
|20:02
 +
| এখন এটি দেখা যাচ্ছে ।  এবার ডাউনলোড-এর পৃষ্ঠায় যাওয়া যাক ।  যে ফাইলটি আপনাকে ইনস্টল করতে হবে, এখানে সেই ফাইলটি দেখা যাচ্ছে ।  এটি প্রায় ১.৫ Mb সাইজের ।  এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি ।  তাহলে এটি এখন বন্ধ করা যাক ।
 +
 
 +
|-
 +
|20:19
 +
| এখানে ফিরে আসা যাক ।  এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক ।  এবার এই আইকন-এ ডবল ক্লিক করে ইনস্টল করার প্রক্রিয়া শুরু করা  যাক ।  কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই | এবার এটি করা যাক ।
 +
 
 +
|-
 +
|20:38
 +
| প্রথমে downloads -এ যাওয়া যাক, এখানে সুমাত্রা আগে থেকেই ডাউনলোড করে রাখা হয়েছে | এটি ইনস্টল করা যাক ।  ঠিকআছে, এটি হয়ে গেছে ।  এবার এটিকে বন্ধ করা যাক ।  তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে ।
 +
 
 +
|-
 +
|21:01
 +
| এখন পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক । তাহলে আমার কম্পিউটার-এ এটি program files-এ ইনস্টল হয়েছে, sumatra dot pdf  ।
 +
 
 +
|-
 +
|21:09
 +
| প্রথমে আপনাকে টেকনিক্ সেন্টার কে জানাতে হবে সুমাত্রা  ব্যবহার করার কথা ।  তাই build এ যেতে হবে  এবং আউটপুট  প্রোফাইল  নির্ধারিত করতে হবে ।  এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব ।
 +
 
 +
|-
 +
|21:21
 +
| এরপর viewer-এ যেতে হবে  ।  ওটি এখানে আছে ।  তাহবে এবার  এটিকে খুঁজে নেওয়া যাক ।  এখন আমাদের এটির প্রয়োজন নেই । তাই এটিকে বন্ধ করা যাক ।
 +
 
 +
|-
 +
|21:34
 +
|  টেকনিক সেন্টার , এরপর build, আউটপুট  প্রোফাইল  নির্ধারণ করা যাক,  viewer-এ যাওয়া যাক ।  এখন এটি Adobe-এর দিকে নির্দেশ করছে ।
 +
 
 +
|-
 +
|21:45
 +
|  মনে করুন,আমি এটিকে পরিবর্তন করতে চাই ।  ব্যাক করা যাক ।  ব্যাক ।  আবার ব্যাক করা যাক  ।  প্রোগ্রাম ফাইলস-এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন ।
 +
 
 +
|-
 +
|21:59
 +
| এটি এখানে আছে  আপনাকে এটিকে ব্যবহার করতে হবে । ঠিকআছে,আমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে ।
 +
 
 +
|-
 +
|22:11
 +
| এখন থেকে এটি সুমাত্রা  ব্যবহার করে কম্পাইল্ করবে ।  এখন আমরা সুমাত্রা  ব্যবহার করার উপযুক্ত।  তাহলে  adobe reader বন্ধ করা যাক ।
 +
 
 +
|-
 +
|22:27
 +
| এখন report dot tex ফাইল টিকে crtl এবং f7 key এর একত্র প্রয়োগের দ্বারা  কম্পাইল্ করা যাক ।  আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল  হয়ে গেছে ।
 +
 
 +
|-
 +
|22:44
 +
| এরপর report dot pdf ফাইল টিকে খুঁজে নেওয়া যাক  এবং  সুমাত্রা  এর দ্বারা সেটিকে open করা যাক।  তাহলে লেটেক্ ফাইলস -এ যাওয়া যাক, report dot pdf এখানে আছে ।
 +
 
 +
|-
 +
|22:58
 +
|  এটিকে সুমাত্রা-এর দ্বারা ওপেন করা যাক ।  Latex file-এ যাওয়া যাক report dot pdf। ফাইল এখানেই আছে । আমি এইবার Sumatra খুলবো।
 +
 
 +
|-
 +
|23:08
 +
| আচ্ছা এইটি হচ্ছে সুমাত্রা| এইটি কে একটু ওপরে নিয়ে যাওয়া যাক । এখন আরো কিছু বিষয় সম্পর্কে জানা যাক | এবার পরের  পাতা এ যাওয়া যাক । এটি প্রথম পাতা, এরপর  দ্বিতীয় পাতায় যাওয়া যাক ।
 +
 
 +
|-
 +
|23:32
 +
| এরপর আমরা দ্বিতীয় পাতা তে গিয়ে টেক্সট-এ ১ টি লাইন যোগ করব। আমি এখানে "Added line" -এই লাইন টি যোগ করলাম, সেভ করলাম এবং এরপর Crtl F7 করলাম ।
 +
 
 +
|-
 +
|24:02
 +
| আপনি report dot pdf ফাইলটিত়ে দেখতে পাচ্ছেন, পৃষ্ঠা-সংখ্যার কোনো পরিবর্তন হয়েনি | প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিল,এই বিষয়টি প্রমান করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা ,যাতে দুটিকে ই একসাথে দেখা যায় ।
 +
 
 +
|-
 +
|24:23
 +
| ঠিকআছে, তাহলে এবার এটি ডিলিট করা যাক, সেভ করা যাক, control f7,এটি কম্পাইল হয়ে গেছে । এটি খোলা যাক, ওই লেখাটি এখন আর নেই ।
 +
 
 +
|-
 +
|24:40
 +
| এখন বরং ‘chapter- new'-এ যাওয়া যাক ।এটি বন্ধ করা যাক, সেভ করা যাক, ctrl f7 । এবার এখানে আসা যাক, লক্ষ্য করুন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে, আমরা যদিও এখন দ্বিতীয় পৃষ্ঠায় আছি কারণ আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাতেই ছিলাম ।
 +
 
 +
|-
 +
| 25:03
 +
|  এবার তৃতীয় পৃষ্ঠাতে যাওয়া যাক, এবার আরেকবার কম্পাইল করা যাক । এখানে ফিরে আসা যাক । এটি একটুও পরিবর্তিত হয়নি । এটি সুমাত্রা-র সর্বপ্রধান বৈশিষ্ট্য ।
 +
 
 +
|-
 +
|25:17
 +
| তাহলে আমরা এগুলির সবটি-ই করেছি, এটি একবার পড়ে দেখা যাক । pdf ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়, আমাদের আলাদা করে কিছু করতে হয়না ।
 +
 
 +
|-
 +
|25:22
 +
| সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, এটি একই পৃষ্ঠা দেখায় ।একটি appendix যোগ করা যাক, ctrl f7-এর দ্বারা কম্পাইল করা যাক, এখন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে । এখন তাহলে তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক এবং পুনরায় কম্পাইল করা যাক । এখন ডকুমেন্ট-টি খুললে তৃতীয় পৃষ্টা-তেই খোলে ।
 +
 
 +
|-
 +
|25:37
 +
| এখন পরবর্তী আলোচনাতে আসা যাক ।  আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করেছি এবং এর দ্বারা লেটেক্ এর ও একটি প্রাথমিক সংস্করণ-ই ব্যবহার করা যেতে পারে ।
 +
 
 +
|-
 +
|25:46
 +
| এটির দ্বারাও আপনি অনেক কার্য-ই করতে পারবেন ।  কিন্তু, কিছু প্যাকেজ্ এখানে উপস্থিত নেই । যার মধ্যে অবশ্যই একটি হল বিমার ।
 +
 
 +
|-
 +
|25:54
 +
|  পরবর্তী স্লাইড-এ এই অনুপস্থিত প্যাকেজ্ গুলিকে ইনস্টল্ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে । মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করার পরই সেটিকে আপডেট্ করুন ।
 +
 
 +
|-
 +
|26:04
 +
| Windows এর স্ক্রীন এর নিচে থাকা taskbar এর একেবারে বামদিকে উপস্হিত start button টি তে ক্লিক  করুন । program e যান, miktex ২.৭ এ যান । আপডেট্ এ ক্লিক  করুন, mirror,proxy -এর নির্বাচন করুন ।
 +
 
 +
|-
 +
|26:18
 +
| এভাবে মিকটেক্ আপডেট্ হয়ে যাবে । এরপর টিউটোরিয়াল এ যেভাবে ব্যাক্ষা করা আছে সেই অনুযায় টেকনিক্ সেন্টার এর ব্যবহার করুন ।
 +
 
 +
|-
 +
|26:26
 +
| যদি কোনো প্যাকেজ্ অনুপস্হিত থাকে , তাহলে মিকটেক্ ইনস্টলেশান -ই আপনাকে সেটি ইনস্টল্ করার জন্য prompt করবে বা জিঞ্জাসা করবে ।
 +
 
 +
|-
 +
|26:33
 +
| আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল্ করতে পারেন । এর জন্য CD -এরও ব্যবহার করতে পারেন । প্রথমে hard ডিস্ক-এ CD -এর সম্পূর্ণ তথ্যটি copy হয়ে যায় ।  CD থেকে ইনস্টলেশান-এর কিছু অসুবিধা আছে । এর জন্য hard disc-এ প্রায় ১ GB জায়গার প্রয়োজন হয়।
 +
 
 +
|-
 +
|26:52
 +
| যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে user community তে অবশ্যই যোগাযোগ করতে পারেন  । উদাহরণস্বরূপ,আপনি Tug india তে য়য়ায়োগ করতে পারেন ।
 +
 
 +
|-
 +
|26:58
 +
| আমরা fossee dot in এর মাধমে ও সাহায্য করার আশা রাখি । আমরা লেটেক্ এর বিষয় ভবিষ্যতে আরো মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করার ও আশা রাখি । এই বিষয় আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব।
 +
 
 +
|-
 +
|26:11
 +
| এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । CDEEP IIT বম্বে এর পক্ষ থেকে আমি অন্তরা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি  । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Revision as of 15:41, 3 March 2015

Time Narration
00:01 নমস্কার বন্ধুগণ, উইন্ডোস্ -এ লেটেক্ ইনস্টল্ করার এই টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, লেটেক্ উত্কৃষ্ট ডকুমেন্ট তৈরী করতে সাহায্য করে।
00:12 আপনি যদি আপনার জীবনে অনেক ডকুমেন্ট তৈরী করতে চান, তাহলে আপনার এখনি লেটেক্ ব্যবহার শুরু করা উচিত ।
00:19 আপনি যদি ডকুমেন্ট এ অনেক গাণিতিক চিন্হের ব্যবহার করতে চান, তাহলে লেটেক্ এর কোনো বিকল্প নেই ।
00:25 লেটেক্ ডকুমেন্ট যেটি কোনো একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোস্ এ তৈরী করা হয়েছে , সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য।
00:42 লেটেক্ সম্পূর্ণ বিনামূল্য এবং open source software। সর্বপরি লেটেক্ এ উত্কৃষ্ট user community বা ব্যবহারকারীদের সংগঠন আছে যা যেকোন প্রকারের সাহায্য করতে প্রস্তুত,উদাহরণস্বরূপ tug india।
00:56 এই নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি আপনি moudgalya.org ওয়েবসাইট-এ পাবেন । এবার নিম্নবর্ণিত সূচীটির প্রথন বিভাগের দিকে লক্ষ্য করা যাক অর্থাৎ কম্পাইলেশান কি তা জেনে নেওয়া যাক ।
01:07 সর্বপরি ইন্টারনেট এ সন্ধান করলে আপনি এই বিষয়ে সবথেকে উত্কৃষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন ।
01:13 লক্ষ্য করুন fossee শব্দে দুটি s এবং দুটি e এর ব্যবহার আছে ।
01:23 fossee শব্দের সম্পূর্ণ রূপ টি হল free and open source software in science and engineering education ।
01:32 আমি প্রথমে মিকটেক্, যা লেটেক্ এর একটি বিনামূল্য সংস্করণ, তার ইনস্টলেশান পদ্ধতি বর্ণনা করব।
01:45 এরপর বলব টেকনিক্ সেন্টার , যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য front end । আমি আপনাদের আরো জানাব কিভাবে টেকনিক্ সেন্টার ব্যবহার করে কম্পাইল্ এবং adobe রিডার ব্যবহার করে pdf ডকুমেন্ট দেখা যায়।
01:58 সুমাত্রা এর ব্যবহার optional অর্থাৎ ঐচ্ছিক।
02:05 উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার জন্য মিকটেক্ খুব ই জনপ্রিয় software । এর ২.৭ সংস্করণ টি আপনি mictex dot org তে পাবেন । আসুন ওখানে যাওয়া যাক। এখানে এটি আছে ।
02:25 আপনি এটিকে ডাউনলোড় করতে পারেন । আপনি যদি লেটেক্ এ নতুন হন, তাহলে এটি ডাউনলোড হবার পরে এটিকে সেভ্ করে নিন, যাতে আপনি এটিকে ভবিষ্যতেও ব্যবহার করতে পারেন ।
02:46 ফাইল টির নাম এখানে দেওয়া রয়েছে । এটি একটি বড় ফাইল,প্রায় ৮৩ মেগা বাইটের । মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণ টি আরো বড়,প্রায় ৯০০ মেগা বাইটের, তাই আমরা ওটি ব্যবহার করছি না ।
03:02 যদি আপনার কম্পিউটার এ ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি CD ব্যবহার করুন , যা ভবিষ্যতে fossee.in থেকে পাবেন ।
03:12 আমি ইনস্টলেশান ফাইল-টিকে downloads directory তে সেভ্ করে নিয়েছি । আমি সেটিকে এখন ওপেন করব । আমি পূর্বে ই এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি ।
03:28 ওই আইকন এ ক্লিক করলে ইনস্টলেশান শুরু হয়ে যাবে । সব প্রশ্নের default উত্তর দিন অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই।
03:38 এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে ,তাই আমি এখানে দেখাচ্ছি না । আমি আমার কমপিউটার-এ আগেই এটিকে ইনস্টল করে রেখেছি । এটি এই স্থানে ইনস্টল হয়েছে।
03:48 আপনার কম্পিউটার এ এটি আগে থেকে এ থাকতে পারে ।
03:59 যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এই slide এর বাকি অংশ নাও দেখতে পারেন । যদি এটি না থাকে, তাহলে adobe dot com এ যান এবং বিনামূল্য adobe রিডার টি ডাউনলোড করুন।
04:13 আমি এটিকে downloads directory তে ডাউনলোড় করে রেখেছি । এটি এখানে দেখা যাচ্ছে । আইকন-এ ডবল ক্লিক করে এই রিডার ইনস্টল করুন । কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই ।
04:26 texniccenter.org -এই ওএবসাইট-এ যাওয়া যাক।
04:36 লক্ষ্য করুন, texniccenter বানানে দুটি c আছে । দেখা যাক আমি এখানে ওটি পাই কিনা । টেকনিক্ সেন্টার-এর ওএবসাইট-এ এখানে download directory আছে। এটি টেকনিক্ সেন্টার-এর homepage।
05:21 এখানে টেকনিক্ সেন্টার বিষয়ে কিছু তথ্য জানানো আছে, যেমন, এটি আপনার লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি । ডাউনলোড এ ক্লিক করা যাক । আমরা আবার পূর্বের ওয়েবপেজ ফিরে গেছি ।
05:49 এই ওয়েবপেজ এ সর্বপ্রথম যে সংস্করণটির উল্লেখ আছে, সেটিতে ক্লিক করে ডাউনলোড় করতে হবে । যেহেতু আমি পূর্বে ই এটি ডাউনলোড করে রেখেছি, তাই আপনি এটিকে ডাউনলোডস ডাইরেকটরি- তে দেখতে পাচ্ছেন।
06:06 সূচীর প্রথমেই থাকে টেকনিক্ সেন্টার installer ,এটি আপনার প্রয়োজন হবে ।
06:27 এটিকে ক্লিক করুন, ডাউনলোড করার জন্য আপনাকে mirror নির্বাচন করতে হতে পারে । ডাউনলোড় করার পর, এটিকে সেভ করে নিন যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় এর ব্যবহার করতে পারেন ।
06:41 আমার সিস্টেম-এ এটি downloads ফোল্ডার -এ আছে । এবার ডবল ক্লিক করে এবং তারপর কোনো উত্তর পরিবর্তন না করে এটিকে ইনস্টল্ করা যাক । তাহলে এবার downloads ফোল্ডার -এ যাওয়া যাক ।
06:53 এবার ইনস্টলেশান শুরু করা যাক । gpl চুক্তি কে মেনে নেয়া হল । পরবর্তী পর্যায় যাওয়া যাক । এবার ইনস্টল্ করা যাক । ঠিকআছে, এটি ইনস্টল্ হচ্ছে।
07:31 টেকনিক্ সেন্টার ইনস্টল্ হবার পরে ডেস্কটপ এ একটা শর্টকাট তৈরী হয়ে যায় । এবার ওই আইকন-এর ওপরে ডবল ক্লিক করে টেকনিক্ সেন্টার launch করা হবে ।
07:44 ডেস্কটপ-এ আসা যাক । ঠিকআছে , আইকন টি ডেস্কটপ-এ আছে । এবার এটিকে লন্চ(launch) করা যাক । এটিকে বন্ধ করা যাক । এরপর আমরা এটিকে configure করব ।
08:09 এটি আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে মিকটেক্ সংস্করণ টি আছে । আমি সেটা এখানে লিখছি । c colon,program files,miktex ২.৭ ,miktex,bin।
08:36 এর জন্য আপনি অবশ্যই ব্রাউস(browse) করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন । আবার আমি পর্রবর্তী পর্যায় চলে এসেছি । এটি হল post script viewer । আমরা এখানে সম্মতি দেব ।
08:50 এবার আমরা browse করে adobe reader যে directory ত়ে আছে, তার স্থান খুঁজে নেব । দেখুন, এটি আছে program files -এর ভিতর adobe reader ৯.০, reader।
09:19 এবার এটিকে ক্লিক করা যাক । এখন এটি নির্বাচিত হয়ে গেছে , next ও তারপর finish এ ক্লিক করা হল । এভাবে টেকনিক্ সেন্টার এর configuration সম্পূর্ণ করা হল । এখন আমি এটিকে অপেক্ষাকৃত ছোট করব যাতে আপনি সম্পূর্ণটা দেখতে পান ।
09:44 এটি এখানে এসে গেছে । তাই এটিকে সামান্য কিছুটা বড় করা হল । ঠিকআছে, এখন এটি ব্যবহার করা যেতে পারে । এবার প্রেসেন্টেশন-এ ফিরে গিয়ে প্রক্রিয়াটিতে আরেকবার চোখ বুলিয়ে নেয়া যাক । 'tip' -এর উইন্ডো-টি বন্ধ করে দেবেন ।
10:10 আমরা আগেই এটি করছি।
10:22 next -এ ক্লিক করত়ে হবে । এবার যে ফোল্ডার-এ মিকটেক -এর binary ফাইল-টি আছে, তার অবস্থান নির্দেশ করতে হবে। এটিকে লিখে দেওয়া হয়েছে ।
10:29 এবার ব্রাউস করে acrobat PDF reader খুঁজে নিতে হবে ।
10:44 এখন আমরা টেকনিক্ সেন্টার ব্যবহার করতে পারি । আপনি যদি moudgalya dot org ওএবসাইট-এর ‘what is compilation’ নামক মৌখিক টিউটোরিয়াল-টি না দেখে থাকেন, তাহলে এখন সেটি দেখুন ।
10:56 এই টিউটোরিয়াল-এর পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়াল-টি দেখেছেন ।
11:04 তাহলে টেকনিক সেন্টার-এ যাওয়া যাক এবং ফাইল মেনু-ত়ে ক্লিক করা যাক । এখন যদি আমরা একটি নতুন ফাইল তৈরী করতে চাই, তাহলে new ত়ে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে ।
11:18 এখানে আগে থেকে hello.tex নামে একটি ফাইল ছিল, এটিকে লোড করা যাক । এরজন্য ফাইল-এ গিয়ে , ওপেন, এটি লেটেক ফাইলস এ আছে, hello.tex । তাহলে এটি ওপেন করা যাক ।
11:47 এখানে ফিরে আসা যাক । টেকনিক সেন্টার-এর বিষয়ে সবথেকে ভালো সহায়তা আপনি টেকনিক সেন্টার থেকেই পেতে পারেন । texnic center dot org থেকেও আপনি সহায়তা পেতে পারেন, এই ওএবসাইট-টি আমরা আগেও দেখেছি ।
12:00 এখন help-এ যাওয়া যাক, contents-এ ক্লিক করা যাক , আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ে সহায়তা পেতে পারেন। এখানে আসা যাক, এখানে help, contents আছে ।
12:16 এখানে দেখা যাচ্ছে যে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে - একটি টেকনিক সেন্টার-এর উপর এবং অপরটি latex help e-book । এখন যদি এখানে ক্লিক করা হয়, তাহলে আপনি বিভিন্ন প্রকারের তথ্য দেখতে পাবেন।
12:34 আপনি এখানে ক্লিক করতে পারেন, অনেক প্রকারের তথ্য দেখা যাচ্ছে যেমন latex maths এবং graphics সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে । maths সংক্রান্ত আপনি এখানে আরো অনেক বিষয় যেমন ভগ্নাংশ , matrices সম্পর্কে জানতে পারবেন ।
12:49 এটিকে বন্ধ করা যাক । Advanced latex -এ , environments-এ alignments, environments, array, pictures, maths ইত্যাদি বিষয়ে তথ্য আছে ।
13:01 এটিকেও বন্ধ করা যাক । এবার এখানে আসা যাক । help on texnic center - প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার-এর font, look and feel এর বিষয়ে জানতে সাহায্য করে ।
13:22 এটি আপনাকে টেকনিক সেন্টার configure করতে সাহায্য করে । কখনো যদি এখানে .এই manual-এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত implementation-এর মধ্যে পার্থক্য থাকে, তখন তথ্যের এর জন্য ইন্টারনেট-এ সার্চ করতে হবে ।
13:37 প্রকৃতপক্ষে, যেকোনো ওপেন সোর্স সফটওয়ার -এর সম্পর্কে জানার জন্য এটি-ই প্রচলিত পদ্ধতি - কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া ।
13:47 দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা- যেমন কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে গণিত অন্তর্ভুক্ত করতে হবে, কিভাবে তালিকার এনভয়রনমেন্ট ব্যবহার করতে হবে ইত্যাদি। তথ্যের জন্য ইন্টারনেট-এ সার্চ অবশ্যই একটি উত্কৃষ্ট উপায়।
13:57 এবার এখানে ফিরে আসা যাক এবং লেখার ফন্ট সামান্য একটু বড় করা যাক । এখানে tools, options, text format-এ যাওয়া যাক।
04:14 এখন যদি ফন্ট সাইজ হিসাবে ১২-এর নির্বাচন করা হয়, তাহলে দেখা যাচ্ছে লেখাগুলি বড় হয়ে গেছে । তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি । এখন আপনি চাইলে এডিটর-এ লাইন-এর নম্বর-ও দেখতে পারেন । এখানে ফিরে আসা যাক ।
14:45 এবার tools, options, editor, show line numbers -এ ক্লিক করা যাক । এখন লাইন-এর নম্বরগুলি দেখা যাচ্ছে । এবার এই ডকুমেন্ট-টিকে কম্পাইল করা যাক । latex to pdf অপশন-টিতে ক্লিক করতে হবে ।
15:10 তাহলে এটি করা যাক । CTRL SHIFT এবং F5 key একসাথে প্রয়োগ করলে কি হবে ? ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া pdf ফাইল-টি দেখা যাবে। ফাইল-টিতে একটিমাত্র লাইন থাকা উচিত ।
15:41 তাহলে এটি করা যাক - ctrl shift, f5 । আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে । এবং এখন pdf reader খুলে গেছে ।
15:55 এটি এখানে সরিয়ে আনা যাক । এটিকে বড় করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লাইন আছে । আপনি এই ফাইল-টির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটি দেখতে পারেন ।
16:11 এখন hello dot tex এবং hello dot pdf ফাইল-দুটিকেই বন্ধ করা যাক । আমরা এটি পরেও করতে পারি।


16:19 আমি এখন adobe reader -এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব । এরজন্য report dot tex ফাইল যেটি 'report writing' এর বিষয় মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে ,সেটিকে আবার load করা যাক ।
16:34 এটিকে বন্ধ করা যাক এবং report dot tex ফাইলটিকে খোলা যাক । আমি এটিকে একটু সরাচ্ছি, যাতে আমি এটির আরো বেশি অংশ দেখতে পাই ।
16:55 এবার প্রথমে crtl shft f5 key একত্রে প্রয়োগ করে বা press করে এটিকে কম্পাইল্ করা যাক । কম্পাইল্ হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে । এটিকে এখানে সরানো যাক ।
17:15 এটিকেও একটু বড় করা যাক । তাহলে এটি করা হয়ে গেছে । এখন এই ডকুমেন্ট-এর ক্লাস টি রিপোর্ট-এ পরিবর্তন করা যাক । এখানে এটি আর্টিকল আছে, এটিকে ডিলিট করা যাক এবং এখানে রিপোর্ট লেখা যাক ।
17:44 এটিকে সেভ করে ctrl shift f5 -এর প্রয়োগের দ্বারা কম্পাইল করা যাক । দেখুন, এখন দুটি পৃষ্ঠা-বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে । এটিকে বড় করা যাক । এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক।
18:02 এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখছি । এখন রিপোর্ট-টি দুই পৃষ্ঠাবিশিষ্ট হয়ে গেছে এবং মনে রাখবেন যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি । এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক ।
18:26 এখানে ফিরে আসা যাক । এটির কোনো প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করা যাক । এবার report dot pdf ফাইলটি দেখা যাক ।
18:39 আমি এটি-ই উল্লেখ করতে চাই যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছি । আপনারা দেখতে পাচ্ছেন - এটি দ্বিতীয় পৃষ্ঠা । এখানে ফিরে আসা যাক এবং Ctrl, shift, f5 –এর দ্বারা পুনরায় কম্পাইল করা যাক ।
18:57 আপনি দেখতে পাচ্ছেন এটি পুনরায় খুলে গেছে কিন্তু প্রথন পৃষ্ঠটি-ই দেখা যাচ্ছে । এখানে এটি উল্লেখ করা প্রয়োজন যে pdf ফাইলটি প্রথম পৃষ্ঠা থেকেই খোলে ।
19:09 আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছিলাম কিন্তু কম্পায়লেশন -এর পরে এটি প্রথন পৃষ্ঠা-থেকে খোলে । সমস্যা-টি হল এই যে adobe reader, কোন পৃষ্ঠা-টি পড়া হচ্ছিল, সেটি মনে রাখতে পারে না ।
19:24 বড় ডকুমেন্ট-এর জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে । adobe reader ব্যবহার করলে প্রত্যেকবার কম্পায়লেশন-এর পরে ডকুমেন্ট-টি প্রথম পৃষ্ঠা-থেকেই শুরু হয় ।
19:36 pdf reader সুমাত্রা এই সমস্যার সমাধান করে । সুমাত্রা নিজে থেকেই pdf-টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠা-টি সর্বশেষ পড়া হয়েছিল,সেটিও মনে রাখে ।
19:49 সুমাত্রা-ও বিনামূল্য এবং ওপেন সোর্স software । এই software -টির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠা-টি পাবেন । আমি এখন-ই আপনাকে ওই পৃষ্ঠা-টি দেখাবো ।
20:02 এখন এটি দেখা যাচ্ছে । এবার ডাউনলোড-এর পৃষ্ঠায় যাওয়া যাক । যে ফাইলটি আপনাকে ইনস্টল করতে হবে, এখানে সেই ফাইলটি দেখা যাচ্ছে । এটি প্রায় ১.৫ Mb সাইজের । এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি । তাহলে এটি এখন বন্ধ করা যাক ।
20:19 এবার এটি করা যাক ।
20:38 এটি ইনস্টল করা যাক । ঠিকআছে, এটি হয়ে গেছে । এবার এটিকে বন্ধ করা যাক । তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে ।
21:01 এখন পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক । তাহলে আমার কম্পিউটার-এ এটি program files-এ ইনস্টল হয়েছে, sumatra dot pdf ।
21:09 প্রথমে আপনাকে টেকনিক্ সেন্টার কে জানাতে হবে সুমাত্রা ব্যবহার করার কথা । তাই build এ যেতে হবে এবং আউটপুট প্রোফাইল নির্ধারিত করতে হবে । এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব ।
21:21 এরপর viewer-এ যেতে হবে । ওটি এখানে আছে । তাহবে এবার এটিকে খুঁজে নেওয়া যাক । এখন আমাদের এটির প্রয়োজন নেই । তাই এটিকে বন্ধ করা যাক ।
21:34 টেকনিক সেন্টার , এরপর build, আউটপুট প্রোফাইল নির্ধারণ করা যাক, viewer-এ যাওয়া যাক । এখন এটি Adobe-এর দিকে নির্দেশ করছে ।
21:45 মনে করুন,আমি এটিকে পরিবর্তন করতে চাই । ব্যাক করা যাক । ব্যাক । আবার ব্যাক করা যাক । প্রোগ্রাম ফাইলস-এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন ।
21:59 এটি এখানে আছে আপনাকে এটিকে ব্যবহার করতে হবে । ঠিকআছে,আমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে ।
22:11 এখন থেকে এটি সুমাত্রা ব্যবহার করে কম্পাইল্ করবে । এখন আমরা সুমাত্রা ব্যবহার করার উপযুক্ত। তাহলে adobe reader বন্ধ করা যাক ।
22:27 এখন report dot tex ফাইল টিকে crtl এবং f7 key এর একত্র প্রয়োগের দ্বারা কম্পাইল্ করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হয়ে গেছে ।
22:44 এরপর report dot pdf ফাইল টিকে খুঁজে নেওয়া যাক এবং সুমাত্রা এর দ্বারা সেটিকে open করা যাক। তাহলে লেটেক্ ফাইলস -এ যাওয়া যাক, report dot pdf এখানে আছে ।
22:58 এটিকে সুমাত্রা-এর দ্বারা ওপেন করা যাক । Latex file-এ যাওয়া যাক report dot pdf। ফাইল এখানেই আছে । আমি এইবার Sumatra খুলবো।
23:08 এইটি কে একটু ওপরে নিয়ে যাওয়া যাক । এখন আরো কিছু বিষয় সম্পর্কে জানা যাক | এবার পরের পাতা এ যাওয়া যাক । এটি প্রথম পাতা, এরপর দ্বিতীয় পাতায় যাওয়া যাক ।
23:32 এরপর আমরা দ্বিতীয় পাতা তে গিয়ে টেক্সট-এ ১ টি লাইন যোগ করব। আমি এখানে "Added line" -এই লাইন টি যোগ করলাম, সেভ করলাম এবং এরপর Crtl F7 করলাম ।
24:02 প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিল,এই বিষয়টি প্রমান করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা ,যাতে দুটিকে ই একসাথে দেখা যায় ।
24:23 ঠিকআছে, তাহলে এবার এটি ডিলিট করা যাক, সেভ করা যাক, control f7,এটি কম্পাইল হয়ে গেছে । এটি খোলা যাক, ওই লেখাটি এখন আর নেই ।
24:40 এখন বরং ‘chapter- new'-এ যাওয়া যাক ।এটি বন্ধ করা যাক, সেভ করা যাক, ctrl f7 । এবার এখানে আসা যাক, লক্ষ্য করুন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে, আমরা যদিও এখন দ্বিতীয় পৃষ্ঠায় আছি কারণ আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাতেই ছিলাম ।
25:03 এবার তৃতীয় পৃষ্ঠাতে যাওয়া যাক, এবার আরেকবার কম্পাইল করা যাক । এখানে ফিরে আসা যাক । এটি একটুও পরিবর্তিত হয়নি । এটি সুমাত্রা-র সর্বপ্রধান বৈশিষ্ট্য ।
25:17 তাহলে আমরা এগুলির সবটি-ই করেছি, এটি একবার পড়ে দেখা যাক । pdf ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়, আমাদের আলাদা করে কিছু করতে হয়না ।
25:22 সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, এটি একই পৃষ্ঠা দেখায় ।একটি appendix যোগ করা যাক, ctrl f7-এর দ্বারা কম্পাইল করা যাক, এখন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে । এখন তাহলে তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক এবং পুনরায় কম্পাইল করা যাক । এখন ডকুমেন্ট-টি খুললে তৃতীয় পৃষ্টা-তেই খোলে ।
25:37 এখন পরবর্তী আলোচনাতে আসা যাক । আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করেছি এবং এর দ্বারা লেটেক্ এর ও একটি প্রাথমিক সংস্করণ-ই ব্যবহার করা যেতে পারে ।
25:46 এটির দ্বারাও আপনি অনেক কার্য-ই করতে পারবেন । কিন্তু, কিছু প্যাকেজ্ এখানে উপস্থিত নেই । যার মধ্যে অবশ্যই একটি হল বিমার ।
25:54 পরবর্তী স্লাইড-এ এই অনুপস্থিত প্যাকেজ্ গুলিকে ইনস্টল্ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে । মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করার পরই সেটিকে আপডেট্ করুন ।
26:04 Windows এর স্ক্রীন এর নিচে থাকা taskbar এর একেবারে বামদিকে উপস্হিত start button টি তে ক্লিক করুন । program e যান, miktex ২.৭ এ যান । আপডেট্ এ ক্লিক করুন, mirror,proxy -এর নির্বাচন করুন ।
26:18 এভাবে মিকটেক্ আপডেট্ হয়ে যাবে । এরপর টিউটোরিয়াল এ যেভাবে ব্যাক্ষা করা আছে সেই অনুযায় টেকনিক্ সেন্টার এর ব্যবহার করুন ।
26:26 যদি কোনো প্যাকেজ্ অনুপস্হিত থাকে , তাহলে মিকটেক্ ইনস্টলেশান -ই আপনাকে সেটি ইনস্টল্ করার জন্য prompt করবে বা জিঞ্জাসা করবে ।
26:33 আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল্ করতে পারেন । এর জন্য CD -এরও ব্যবহার করতে পারেন । প্রথমে hard ডিস্ক-এ CD -এর সম্পূর্ণ তথ্যটি copy হয়ে যায় । CD থেকে ইনস্টলেশান-এর কিছু অসুবিধা আছে । এর জন্য hard disc-এ প্রায় ১ GB জায়গার প্রয়োজন হয়।
26:52 যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে user community তে অবশ্যই যোগাযোগ করতে পারেন । উদাহরণস্বরূপ,আপনি Tug india তে য়য়ায়োগ করতে পারেন ।
26:58 আমরা fossee dot in এর মাধমে ও সাহায্য করার আশা রাখি । আমরা লেটেক্ এর বিষয় ভবিষ্যতে আরো মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করার ও আশা রাখি । এই বিষয় আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব।
26:11 এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । CDEEP IIT বম্বে এর পক্ষ থেকে আমি অন্তরা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Nancyvarkey, PoojaMoolya, Pravin1389