Inkscape/C4/Special-effects-on-text/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 21:21, 30 July 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Inkscape ব্যবহার করে Special Effects on Text এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব: রিফ্লেক্টেড অর্থাৎ প্রতিফলিত টেক্সট লেভেল্ড টেক্সট এবং টেক্সটের কেস বদলানো।
00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি আমি উবুন্টু লিনাক্স 12.04 OS.
00:22 এই শৃঙ্খলার পূর্ববর্তী সকল টিউটোরিয়াল 0.48.4 এ রেকর্ড করা হয়েছে।
00:28 এই টিউটোরিয়াল থেকে, আমি 0.91 সংস্করণে রেকর্ড করব, যা সর্বশেষ স্থিতিশীল সংস্করণ।
00:35 এখন Inkscape খুলি। প্রথমে, আমরা রিফ্লেক্টেড অর্থাৎ প্রতিফলিত টেক্সট বানানো শিখব।
00:41 Text টুল চয়ন করুন এবং SPOKEN শব্দ লিখুন। টেক্সট bold করুন।
00:49 এরপর টেক্সটি জুম করি, যাতে আমরা প্রদর্শন স্পষ্টভাবে দেখতে পারি।
00:54 এখন, Object menu তে গিয়ে Fill and Stroke বিকল্প চয়ন করুন।
00:59 তারপর Fill ট্যাবে, Linear gradient এ ক্লিক করুন।
01:03 এখন এখানে দেখানো গ্রেডিয়েন্ট handles এ ক্লিক করুন এবং গ্রেডিয়েন্টের রঙ বদলে লাল এবং নীল করুন।
01:12 গ্রেডিয়েন্ট উল্লম্বভাবে সারিবদ্ধ করুন। স্ক্রিনে প্রদর্শনের মত গ্রেডিয়েন্ট উপর থেকে লাল এবং নীচ থেকে নীল হওয়া উচিত।
01:21 Selector tool এ ক্লিক করুন এবং টেক্সট ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন।
01:27 এখন ডুপ্লিকেট করা টেক্সট উল্টোতে কীবোর্ডে V টিপুন।
01:32 উল্টোতে আমরা Tool controls bar এ উপলব্ধ বিকল্পও ব্যবহার করতে পারি।
01:39 এখন, আমরা ডুপ্লিকেট করা টেক্সটকে মূল টেক্সটের নীচের আনবো যাতে এটি মিরর ইমেজের মত দেখায়।
01:46 এখন, Gradient tool চয়ন করুন এবং নীচের গ্রেডিয়েন্ট হ্যান্ডেলে ক্লিক করুন।
01:52 Fill and Stroke ডায়লগ বাক্সে ফিরে আসুন। এখানে, আমরা Alpha ভ্যালু বদলে 0 করব।
01:59 আমরা নীচের হ্যান্ডেলটিকেও একটু উপরের দিকে আনবো।
02:05 Selector tool এ ক্লিক করুন। এখন Opacity কমিয়ে 80 করুন এবং এন্টার টিপুন।
02:12 আমাদের প্রতিফলিত টেক্সট এখন সম্পূর্ণ। এটি ভালোমত দেখতে একটু জুম করুন।
02:20 এরপর আমরা লেবেলযুক্ত টেক্সট বানানো শিখব।
02:23 প্রথমে আমরা সবুজ রঙের একটি আয়তক্ষেত্র বানাবো। Alpha ভ্যালু শূন্য হওয়ায় এটি এখন দৃশ্যমান নয়।
02:32 এটি 255 করুন এবং এন্টার টিপুন।
02:36 এখন আয়তক্ষেত্রে টেক্সট SPOKEN TUTORIAL লিখুন।
02:43 Selector টুলে ক্লিক করুন এবং টেক্সট অনুযায়ী আয়তক্ষেত্রের আকার বদলান।
02:48 এরপর টেক্সট চয়ন করুন। টেক্সট ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন।
02:54 ডুপ্লিকেট টেক্সট মূল টেক্সটের ঠিক উপরে রয়েছে।
02:58 টেক্সটের রঙ সাদাতে বদলান, তারপর Path menu তে যান এবং Object to path বিকল্পে ক্লিক করুন।
03:07 এখন Object menu তে ক্লিক করুন এবং তারপর Ungroup বিকল্পে ক্লিক করুন।
03:12 আবার Path menu তে যান এবং Union বিকল্পে ক্লিক করুন।
03:17 Tool controls bar এ, Lower selection one step আইকনে ক্লিক করুন।
03:23 আবার, Path মেনুতে যান এবং এখন আমরা Linked offset বিকল্পে ক্লিক করব।
03:30 সেই হ্যান্ডেলে ক্লিক করুন যা টেক্সটে দেখায় এবং আউটলাইন বড় করতে এটি টানুন।
03:37 Selector টুলে ক্লিক করুন। তারপর টেক্সটে ক্লিক করুন এবং এটিকে নীচে আনুন।
03:43 দেখুন আরেকটি টেক্সট বানানো হয়েছে। টেক্সট চয়ন করুন এবং এটি মুছুন।
03:49 এখন, আউটলাইন অংশটি চয়ন করুন এবং Nodes টুলে ক্লিক করুন।
03:53 Tool controls bar এ, Convert selected object to path টুলে ক্লিক করুন।
03:58 এখন আপনি আউটলাইনে নোড দেখতে পারেন। এখানে দেখানোর মত, মাঝখানে অবাঞ্ছিত নোড চয়ন করুন এবং তাদের মুছুন।
04:09 আবার Selector টুল ক্লিক করুন এবং টেক্সটকে পুনরায় তার আগের স্থানে নিয়ে যান।
04:14 টেক্সটের রঙ বদলে সবুজ করুন।
04:18 আউটলাইন অংশটি চয়ন করুন এবং এটি ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন। মনে রাখবেন ডুপ্লিকেট আউটলাইন মূলের ঠিক উপরে রয়েছে।
04:28 রঙ বদলে কালো করুন।
04:31 তারপর Tool controls bar এ, তিনবার Lower selection one step আইকনে ক্লিক করুন।
04:38 অবশেষে, Fill and stroke ডায়ালগ বাক্সে, opacity কমিয়ে 60 করুন এবং blur বাড়িয়ে 7 করুন।
04:47 এটি করার পর, লেবেলের জন্য হ্যাঙ্গার বানাবো।
04:50 তাই Ellipse টুলে ক্লিক করুন। তারপর Ctrl কী টিপুন এবং আয়তক্ষেত্রের উপরে বামদিকে একটি বৃত্ত আঁকুন, যাতে লেবেলে একটি গর্ত তৈরি হয়।
05:00 বৃত্ত ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন এবং বৃত্তকে আয়তক্ষেত্রের অপর প্রান্তে সরান।
05:06 এরপর Bezier টুলে ক্লিক করুন এবং প্রদর্শনের মত একটি বক্র রেখা আঁকুন।
05:13 আঁকা লাইনটি একটি হ্যাঙ্গারের মত হওয়া উচিত।
05:16 Fill and stroke ডায়ালগ বাক্সে, Stroke style এ width কে বদলে 5 করুন।
05:22 এখন আমাদের লেবেল করা টেক্সট প্রস্তুত। এখন জুম আউট করি এবং এটিকে ভালোমত দেখি।
05:30 এরপর আমরা শিখি যে Inkscape এ টেক্সটের কেস কিভাবে বদলায়।
05:34 Text টুলে ক্লিক করুন এবং ক্যানভাসে আলফাবেট লিখুন। লক্ষ্য করুন সম্পূর্ণ টেক্সট ছোট হাতের অক্ষরে রয়েছে।
05:43 এখন, Extensions মেনুতে যান এবং Text নামক বিকল্প এবং তারপর Change Case এ ক্লিক করুন। আপনি কিছু বিকল্প দেখবেন।
05:52 এখন UPPERCASE বিকল্পে ক্লিক করি। লক্ষ্য করুন টেক্সট আলফাবেটের কেস বড় হাতের অক্ষরে বদলে গেছে।
05:59 আবার টেক্সটে ক্লিক করুন। Extensions menu তে, তারপর Text এ এবং শেষে Change Case এ যান।
06:07 এখন Random Case বিকল্প চয়ন করুন। টেক্সটের কেসে পরিবর্তন লক্ষ্য করুন।
06:13 আপনি নিজে থেকে অন্য বিকল্পগুলি চেষ্টা করতে পারেন।
06:16 এর সাথেই এই টিউটোরিয়ালের শেষে এসেছি।
06:19 সারসংক্ষেপ করি. এখানে আমরা শিখেছি : প্রতিফলিত টেক্সট লেবেলযুক্ত টেক্সট এবং টেক্সটের কেস lowercase থেকে uppercase এবং random-case এ বদলানো।
06:31 এখানে একটি অনুশীলনী রয়েছে। পৃষ্ঠায় প্রতিফলিত টেক্সট INKSCAPE বানান।
06:37 Inkscape টেক্সট বানান এবং টেক্সটের কেস Flip case এ বদলান।
06:42 আপনার সম্পন্ন কাজটি এইরকম হওয়া উচিত।
06:45 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
06:51 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
06:58 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
07:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
07:06 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07:10 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta