Gedit-Text-Editor/C3/Default-plugins-in-gedit/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:57, 15 May 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 gedit Text editor এ Default Plugins এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা gedit Text editor এ ডিফল্ট প্লাগইন যেমন Sort, Change Case, Spell checker এবং Insert Date and Time সম্পর্কে শিখব।
00:23 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি।
00:34 টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে।
00:40 Plugin একটি সফ্টওয়্যার কম্পোনেন্ট যা অ্যাপ্লিকেশনের জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য জোড়ে।
00:46 এটি অতিরিক্ত কার্যকারিতা দেয়।
00:49 gedit Text editor খুলুন।
00:53 কিছু plugins gedit Text editor এ ডিফল্টরূপে সংস্থাপিত হয়।
00:59 ডিফল্ট plugins দেখতে, মেন মেনু থেকে, Edit এবং Preferences এ ক্লিক করুন।
01:06 Preferences ডায়ালগ বাক্সে, Plugins ট্যাবে ক্লিক করুন।
01:12 ডিফল্টরূপে সংস্থাপিত plugins এর সূচী এখানে তালিকাভুক্ত।
01:18 লক্ষ্য করুন কিছু plugins ডিফল্টরূপে চেক রয়েছে।
01:23 এটি ইঙ্গিত দেয় তারা সক্ষম এবং তা ব্যবহার করতে পারি।
01:28 আপনি এখানে প্রদর্শিত কোনো plugins না দেখতে পারলে তা সহজে সংস্থাপিত করতে পারেন।
01:36 Ubuntu Software Center ব্যবহার করে এটি করতে পারেন।
01:40 gedit Preferences বাক্সে Close বোতামে ক্লিক করুন।
01:45 কম্পিউটার ডেস্কটপের উপরে বাম কোণে Dash Home আইকনে ক্লিক করুন।
01:52 সার্চ বাক্সে, Ubuntu Software Center লিখুন।
01:57 Ubuntu Software Center আইকন দেখাবে। এতে ক্লিক করুন।
02:03 সার্চ বাক্সে, gedit লিখুন।
02:07 Text Editor আইকনে ক্লিক করুন। তারপর More Info তে ক্লিক করুন।
02:14 gedit Text editor এ উপলব্ধ Add-ons দেখতে নীচে স্ক্রোল করুন।
02:20 আমরা অতিরিক্ত plugins বিকল্প দেখতে পারি।
02:24 এটি আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি।
02:28 A set of gedit plugins for developers এবং Set of plugins for gedit চেক-বাক্স চয়ন করুন যদি এটি চয়নিত না থাকে।
02:40 Apply Changes বোতামে ক্লিক করুন।
02:43 প্রম্পটের সময় অ্যাডমিন পাসওয়ার্ড লিখুন। Authenticate এ ক্লিক করুন।
02:51 এখন, সবচেয়ে বেশি ব্যবহৃত plugins তালিকাতে জুড়বে।
02:57 Ubuntu Software Center বন্ধ করুন।
03:00 এখন আমরা কিছু plugins সক্ষম করব।
03:04 মেন মেনু থেকে Edit এবং তারপর Preferences এ ক্লিক করুন।
03:09 Plugins ট্যাবে, এই বৈশিষ্ট্যগুলি সক্ষম করতে Change Case, Sort এবং Spell checker চেক বাক্স চেক করুন।
03:21 Close এ ক্লিক করুন।
03:24 আবার, মেন মেনু থেকে Edit এ ক্লিক করুন।
03:28 আমরা মেনু লিস্ট থেকে জুড়িত plugins দেখতে পারি।
03:33 আমি Fruits.txt খুলি যা আমি আগেই বানিয়েছি।
03:40 Fruits.txt ফাইল এই টিউটোরিয়াল সহ Codefile লিঙ্কে উপলব্ধ।
03:48 ডাউনলোড করুন এবং এই টেক্সট ডকুমেন্ট ব্যবহার করুন।
03:51 এখন দেখি ফন্টের আকার বাড়ানো বা কমানো এবং ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ডের রঙ বদলানো।
03:59 মেনু বার থেকে, Edit এবং Preferences এ ক্লিক করুন।
04:03 তারপর Font & Colors ট্যাব এ ক্লিক করুন।
04:08 Use the system fixed width font বাক্সটি আনচেক করুন, যদি এটি চেক করা থাকে।
04:14 শেষে, Editor font বোতামে ক্লিক করুন।
04:18 এখানে, আমরা বিভিন্ন ফন্টের নাম দেখতে পারি।
04:22 ফন্ট নামটি চয়ন করুন যা আপনি ব্যবহার করতে চান।
04:26 নীচে ডানদিকে minus বা plus চিহ্ন বোতাম রয়েছে।
04:31 এর ব্যবহার ফন্টের আকার কমাতে বা বাড়াতে করা হয়।
04:36 আমি ফন্টের আকার 20 বৃদ্ধি করব।
04:39 ফন্টের আকার সেট করতে Select এ ক্লিক করুন।
04:43 ব্যাকগ্রাউন্ডের রঙ বদলাতে, Color Scheme বিকল্পে Cobalt এ ক্লিক করুন।
04:49 আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ডের রঙ নীল রঙে বদলে গেছে।
04:54 স্বাভাবিক সেটিংসে ফিরে যেতে Classic এ ক্লিক করুন।
04:58 তারপর Close এ ক্লিক করুন।
05:01 এখন দেখি যে sort বিকল্প কিভাবে কাজ করে।
05:05 মেন মেনু থেকে Edit এবং Sort এ ক্লিক করুন।
05:09 Sort ডায়ালগ বাক্স দেখাবে।
05:12 আমরা ডকুমেন্টে, Oranges দুইবার লিখেছি।
05:17 Remove duplicates বাক্স চেক করুন।
05:20 এটি ডকুমেন্ট থেকে ডুপ্লিকেট শব্দ থাকলে তা সরিয়ে দেবে।
05:25 Ignore case চেকবাক্স টিও চেক করুন।
05:29 এখন Sort এ ক্লিক করুন।
05:32 লক্ষ্য করুন সূচীর শব্দ এখন বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে।
05:38 এও লক্ষ্য করুন যে Oranges শব্দের ডুপ্লিকেট কপি মুছে গেছে।
05:44 এখন দেখি যে Change Case বিকল্প কিভাবে ব্যবহার করে।
05:49 প্রথমে টেক্সটের লাইন চয়ন করুন যার আপনি কেস বদলাতে চান।
05:55 এখানে, আমি সম্পূর্ণ ডকুমেন্ট চয়ন করব।
05:59 মেন মেনু থেকে Edit এবং Change Case এ ক্লিক করুন।
06:03 আমরা বিকল্প দেখতে পারি All Upper case, All Lower case, Invert case - অর্থাৎ, এটি সমস্ত lowercase কে uppercase এ এবং uppercase কে lowercase এ বদলাবে।

Title case- এটি সকল শব্দের প্রথম অক্ষরকে uppercase এ বদলাবে।

06:25 এখন আমি Title Case চয়ন করব।
06:29 ডকুমেন্টে পরিবর্তনগুলি দেখুন।
06:32 অন্য বিকল্পগুলি চেষ্টা করুন এবং নিজেই সম্বন্ধিত আউটপুট অন্বেষণ করুন।
06:38 এরপর আমরা spell check বিকল্পটি দেখবো।
06:42 এই ডকুমেন্টে, Oranges শব্দটি ভুল লিখি যেমন দেখানো হয়েছে।
06:48 মেন মেনু থেকে Tools এবং Highlight Misspelled Words চয়ন করুন।
06:54 লক্ষ্য করুন, ভুল শব্দটি এখন লাল রঙে রেখাঙ্কিত হয়েছে।
07:00 শব্দে কার্সার রাখুন এবং এটিতে ডান ক্লিক করুন।
07:05 Spelling Suggestions এ ক্লিক করুন।
07:08 তালিকা থেকে সঠিক শব্দ চয়ন করুন। বানানটি এখন ঠিক হয়ে গেছে।
07:14 আমরা সম্পূর্ণ ডকুমেন্টের জন্যও spell check ব্যবহার করতে পারি।
07:18 আমি grapes এবং apples শব্দ ভুল করবো যেমন দেখাচ্ছে।
07:24 মেন মেনু থেকে Tools এবং Check Spelling চয়ন করুন।
07:29 Check Spelling ডায়ালগ বাক্স দেখায়, ডকুমেন্টে ভুল শব্দ দেখায়।
07:36 এটি সঠিক বানানও প্রদর্শন করে।
07:39 Suggestions তালিকা থেকে সঠিক শব্দ চয়ন করুন এবং Change এ ক্লিক করুন।
07:45 এখানে দুটি ভুল শব্দ রয়েছে। সঠিক শব্দ চয়ন করুন এবং change এ ক্লিক করুন।
07:51 প্রস্থান করতে Close এ ক্লিক করুন।
07:54 মাঝে মাঝে, আমরা তারিখ এবং সময়ের রেকর্ড করতে চাই, যখন কোন নির্দিষ্ট ফাইল বানানো বা সংশোধন করা হয়।
08:03 তাই plugin সক্ষম করি যাকে Insert Date and Time বলে।
08:09 মেন মেনু থেকে Edit এবং Preferences এ ক্লিক করুন।
08:14 Preferences ডায়ালগ বাক্সে, Plugins ট্যাবে ক্লিক করুন।
08:20 Insert Date and Time চেক বাক্স চেক করুন। Close এ ক্লিক করুন।
08:26 এখন ডকুমেন্টের প্রথম লাইনে তারিখ এবং সময় লিখতে চাই।
08:32 কার্সার প্রথম লাইনে রাখুন।
08:35 মেন মেনু থেকে, Edit এ ক্লিক করুন এবং Insert Date and Time চয়ন করুন।
08:41 বিভিন্ন তারিখ এবং সময় ফর্ম্যাটের সহ ডায়ালগ বাক্স দেখায়।
08:46 আমি দ্বিতীয় ফরম্যাট চয়ন করব।
08:48 তারপর Insert এ ক্লিক করুন।
08:51 আমরা দেখতে পারি যেখানে আমরা কার্সার রেখেছি সেখানে তারিখ এবং সময় এসেছে।
08:59 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে:
09:04 এখানে আমরা gedit Text editor এ ডিফল্ট plugins যেমন Sort, Change Case, Spell checker, Insert Date and Time সম্পর্কে শিখেছি।
09:16 এখানে অনুশীলনী রয়েছে। Fruits.txt ডকুমেন্ট খুলুন, ফন্ট Italic এ বদলান এবং ফন্টের আকার 24 করুন। টেক্সট ফাইলের কন্টেন্ট Upper case এ বদলান।
09:34 নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
09:42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।
09:48 অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন।
09:51 এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন।
09:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
10:09 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta