Difference between revisions of "GChemPaint/C3/Features-and-Color-Schemes/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |নমস্কার, '''GChemTable''' এ '''Features''' (ফিচার্স ) এবং '''Color Schemes''' (কলর …')
 
Line 101: Line 101:
 
|-
 
|-
 
|01:49
 
|01:49
|
+
|উপাদানের নাম পেতে উপাদানের উপর কার্সার রাখুন।
উপাদানের নাম পেতে উপাদানের উপর কার্সার রাখুন।
+
  
 
|-
 
|-
Line 539: Line 538:
 
|09:06
 
|09:06
 
|বিভিন্ন শ্রেণীর কলর স্কীম।
 
|বিভিন্ন শ্রেণীর কলর স্কীম।
 
  
 
|-
 
|-

Revision as of 11:01, 14 August 2014

Time Narration
00:01 নমস্কার, GChemTableFeatures (ফিচার্স ) এবং Color Schemes (কলর স্কীমস) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:11 GChemTable,
00:12 এলিমেন্টাল উইন্ডো এবং কলর স্কীম সম্পর্কে।
00:16 এই টিউটোরিয়ালের জন্য
00:19 উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04,
00:22 GChemPaint সংস্করণ 0.12.10 এবং
00:27 GChemTable সংস্করণ 0.12.10 ব্যবহার করছি।
00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে
00:35 GChemPaint এ উপাদানের পর্যায় সারণী সম্পর্কে জানতে হবে।
00:41 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:46 এখন GChemTable এপ্লিকেশন সম্পর্কে শিখি।
00:50 GChemPaint কে একটি উপযোগী সফটওয়্যার হিসাবে সংস্থাপিত করা যাবে।
00:55 সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেছি।
00:58 GChemTable একটি রাসায়নিক উপাদানের পর্যায় সারণী এপ্লিকেশন।
01:03 এটি উপাদান সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য প্রদান করে।
01:08 এটি ভিন্ন কলর স্কীমের সাথে পর্যায় সারণী প্রদর্শন করে।
01:13 GChemTable খুলতে, Dash Home এ টিপুন।
01:17 প্রদর্শিত সার্চ বারে লিখুন "gchemtable".
01:21 Periodic table of the elements আইকনে টিপুন।
01:26 Periodic table of the elements উইন্ডো প্রর্দশিত হয়।
01:30 GChemTable উইন্ডোতে সকল উইন্ডো ভিত্তিক অ্যাপ্লিকেশনের মত মেনু বার রয়েছে।
01:36 মেনুবারে GChemTable এর সাথে কাজ করতে সকল কমান্ড রয়েছে।
01:41 এটি হল উপাদানের পর্যায় সারণি, এখানে আপনি উপাদানের বোতাম দেখতে পারেন।
01:49 উপাদানের নাম পেতে উপাদানের উপর কার্সার রাখুন।
01:52 টেবিলে বোতামের জন্য ব্যবহৃত রঙ উপাদানের প্রচলিত রঙ।
01:58 এই টেবিল হল আধুনিক পর্যায় সারণীর প্রতিরূপ।
02:02 এখন এলিমেন্টাল উইন্ডো সম্পর্কে শিখি।
02:05 এটি প্রদর্শন করতে, পর্যায় সারণীতে যে কোনো এলিমেন্টাল বোতামে টিপুন।
02:10 আমি Carbon(C) এ টিপব।
02:13 Carbon এর এলিমেন্টাল উইন্ডো প্রর্দশিত হয়।
02:16 এলিমেন্টাল উইন্ডোর বামদিকে চারটি ট্যাব রয়েছে:
02:20 Main,
02:21 Electronic Properties,
02:23 Radii
02:24 Thermodynamics
02:26 আমি এক এক করে প্রতিটি ট্যাব সম্পর্কে ব্যাখ্যা করব।
02:30 ডিফল্টরপে Main নির্বাচিত রয়েছে।
02:33 এতে উপাদানের সঙ্কেত,
02:36 পারমাণবিক সংখ্যা,
02:38 পারমাণবিক ওজন এবং
02:40 ইলেক্ট্রনিক কনফিগারেশন রয়েছে।
02:43 এখানে শিরোনাম Lang এবং Name এর একটি টেবিল রয়েছে।
02:47 এটি কার্বনের নাম বিভিন্ন ভাষায় দেখায়।
02:53 এরপর Electronic properties ট্যাবে টিপুন।
02:56 এই ট্যাব প্রদর্শন করে
03:00 Pauling ইলেকট্রো-নেগেটিভিটি ভ্যালু,
03:02 আয়নীকরণ শক্তি।
03:05 প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ শক্তি MJ প্রতি mol এ রয়েছে।
03:10 ইলেকট্রনিক এফিনিটি KJ প্রতি mol এ রয়েছে।
03:15 ডানদিকে সংশ্লিষ্ট Show curve বোতাম রয়েছে।
03:20 চার্ট দেখতে Show curve বোতামে টিপুন।
03:24 এটি হল Pauling ইলেকট্রো-নেগেটিভিটি এবং পারমাণবিক সংখ্যা (z) এর চার্ট। আমি চার্ট বন্ধ করব।
03:31 Radii ট্যাবে টিপুন।
03:34 এই প্রদর্শন করে:
03:35 Covalent,
03:36 Van der Waals এবং
03:37 pmMetallic radii ভ্যালু।
03:41 'pm' হল পিকো মিটার যা 10 এর ঘাত মাইনাস 12 মিটারের সমান।
03:47 কার্বন মেটাল না হওযায় এর মেটালিক রেডিয়াস ভ্যালু নেই।
03:53 আমি Carbon উইন্ডো বন্ধ করব।
03:56 Periodic table of the elements উইন্ডোতে ফিরে যাই।
04:00 Sodium(Na) বোতামে টিপুন।
04:04 Radii ট্যাবে টিপুন।
04:07 Metallic radii ভ্যালু এখানে প্রদর্শিত হয়েছে।
04:11 Radii ট্যাব Ionic radii এর টেবিল প্রদর্শন করে।
04:15 এই টেবিলে কলাম হিসাবে Ion, C.N এবং Value রয়েছে।
04:22 টেবিল স্ক্রোল করুন।
04:24 এই টেবিল বলে যে সোডিয়ামে বিদ্যমান বিভিন্ন আয়নের অবস্থা সম্পর্কে,
04:31 এর Coordination number(CN) এবং Ionic radii ভ্যালু pm এ রয়েছে।
04:37 ক্রোমিয়ম (Cr) , ম্যাঙ্গানিজ (Mn) , আয়রন (Fe), কোবল্ট (Co), নিকেল (Ni) এবং কপার (Cu) উপাদানের অধিক যৌগ গঠনের প্রবণতা রয়েছে।
04:48 Iron (Fe) বোতামে টিপুন।
04:51 এর এলিমেন্টাল উইন্ডো খোলে।
04:54 Radii ট্যাবে টিপুন।
04:56 Ionic radii ট্যাবে Spin নামক একটি অতিরিক্ত কলাম রয়েছে।
05:02 Spin কলাম Iron (আয়রন) এর যৌগ গঠনের প্রবণতা সম্পর্কে বলে।
05:07 এখানে High এর অর্থ ঘুর্ণন ছাড়া যৌগ যেখানে ইলেকট্রন অজোড় হয়।
05:13 Low এর অর্থ জুড়িত যৌগ যেখানে ইলেকট্রন জোড়া থাকে।
05:20 Iron(Fe) এলিমেন্টাল উইন্ডো বন্ধ করব।
05:23 যৌগ সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ, http://en.wikipedia.org/wiki/Spin_states_d_electrons

05:28 আবার Carbon এলিমেন্টাল উইন্ডোতে টিপুন।
05:33 Thermodynamics ট্যাবে টিপুন।
05:36 এই ট্যাব Carbon (কার্বন) এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রদর্শন করে।
05:40 আপনার Show curve বোতাম অন্বেষণ করুন।
05:45 আমি Carbon এলিমেন্টাল উইন্ডো বন্ধ করব।
05:48 এখন Color scheme (কালার স্কীম) এ যাই।
05:52 View মেনুতে যান এবং Color schemes নির্বাচন করুন।
05:57 কালার স্কীম তালিকার সাথে একটি সাব মেনু প্রর্দশিত হয়।
06:01 No colors এ টিপুন।
06:04 সকল উপাদানের বোতাম ধূসর হয়ে যায়।
06:09 Color Schemes এ টিপে Physical states নির্বাচন করুন।
06:13 নীল রঙের বোতামের সাথে একটি নতুন পর্যায় সারণী প্রর্দশিত হয়।
06:18 কয়েকটি ছাড়া যা "কালো" রয়েছে।
06:21 উপরে Temperature (তাপমাত্রা ) দেখতে পারেন যা স্কেল স্লাইডারে সর্বনিম্ন ভ্যালু 0 (শূন্য ) তে রয়েছে।
06:28 নীচে আপনি "সলিড নীল", "লিকুইড সবুজ" এবং "গ্যাস লাল " রঙে দেখতে পারেন।
06:36 শূন্য ডিগ্রী কেলভিনে সকল উপাদান কঠিন (Solid) অবস্থায় রয়েছে।
06:41 তাই তারা 'নীল' রঙে প্রদর্শিত হয়।
06:44 তাপমাত্রা বৃদ্ধি করতে স্লাইডার টেনে আনুন।
06:48 আপনি দেখেন যে উপাদান তাদের প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করে।
06:52 "নীল" রঙ ​​সবুজ (লিকুইড) এবং লাল (গ্যাস) রঙ দ্বারা প্রতিস্থাপিত হয়।
07:00 6010 ডিগ্রী কেলভিনে সকল উপাদান গ্যাসীয় অবস্থায় বদলে যায়।
07:04 সকল বোতাম "লাল" রঙে বদলে যায়।
07:09 কিছু উপাদান "কালো" রঙে রয়েছে।
07:12 তাদের অবস্থা সেই তাপমাত্রায় অজানা রয়েছে।
07:16 এরপর Family নির্বাচন করুন।
07:19 Selected Family ড্রপ ডাউন বোতাম প্রদর্শিত হয়।
07:23 ড্রপ ডাউন তালিকায় তাদের সংশ্লিষ্ট রঙের সাথে বিভিন্ন শ্রেণী রয়েছে।
07:27 ডিফল্টরূপে All নির্বাচিত।
07:31 উপাদানের প্রতিটি শ্রেণী একটি নির্দিষ্ট রঙে প্রদর্শিত হয়।
07:36 ড্রপ ডাউন তালিকায় টিপে Metalloids নির্বাচন করুন।
07:40 Metalloids সবুজ রঙে প্রদর্শিত হয়।
07:45 বাকি সকল উপাদান "কালো" রঙে প্রদর্শিত হয়।
07:49 Color Scheme এ ফিরে যান, Electronegativity নির্বাচন করুন।
07:57 'লাল' রঙের উপাদানের সর্বনিম্ন ইলেকট্রো-নেগেটিভিটি ভ্যালু রয়েছে।
08:01 'নীল' রঙের উপাদানের সর্বোচ্চ ইলেকট্রো-নেগেটিভিটি ভ্যালু রয়েছে।
08:06 'নীল' থেকে 'লাল' রঙে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে।
08:12 'গোলাপী' রঙের উপাদানের মধ্যবর্তী ইলেকট্রো-নেগেটিভিটি ভ্যালু রয়েছে।
08:18 ডাটাবেসে কোন তথ্য না পাওয়া গেলে, উপাদানের "কালো" পটভূমি থাকবে।
08:23 Block নির্বাচন করুন।
08:27 প্রতিটি ব্লকের উপাদান বরাদ্দ ব্লকের রঙের সাথে প্রদর্শিত হয়।
08:31 's' ব্লক – নীল
08:34 'p' ব্লক – লালচে বাদামী
08:37 'd' ব্লক – সবুজ এবং
08:40 'f' ব্লক – বেগুনী।
08:43 সংক্ষেপে, আমরা কি শিখেছি।
08:46 এখানে আমরা শিখেছি:
08:48 এলিমেন্টাল উইন্ডোর বিস্তারিত বিবরণ।
08:51 প্রাকৃতিক অবস্থা
08:53 শ্রেণী
08:54 ইলেকট্রো-নেগেটিভিটি এবং
08:56 ব্লকের কলর স্কীম।
08:58 নির্দেশিত কাজ হিসাবে,
09:00 কোবল্ট (Co), নিকেল (Ni), কপার (Cu) এবং অন্যদের এলিমেন্টাল উইন্ডো
09:01 অন্বেষণ করুন।
09:06 বিভিন্ন শ্রেণীর কলর স্কীম।
09:08 পারমাণবিক রেডিয়াস কলর স্কীম।
09:11 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:15 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09:18 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
09:25 কর্মশালার আয়োজন করে।
09:28 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:32 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09:38 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:42 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:49 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:55 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta