Difference between revisions of "Drupal/C3/Styling-a-Page-using-Themes/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 |Styling a Page using Themes এর টিউটোরিয়াযে আপনাদের স্বাগত। |- |...")
 
Line 10: Line 10:
 
|  00:06
 
|  00:06
 
|এই টিউটোরিয়ালে আমরা শিখব:
 
|এই টিউটোরিয়ালে আমরা শিখব:
 
+
themes এর পরিচিতি,
* themes এর পরিচিতি
+
themes খোঁজা এবং
* themes খোঁজা এবং
+
মৌলিক theme ইনস্টল করা।
* মৌলিক theme ইনস্টল করা।
+
  
 
|-
 
|-
 
|00:16
 
|00:16
 
| টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
 
| টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
 
+
উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম,
* উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম
+
Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
* Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
+
 
+
 
আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
 
আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
  
Line 51: Line 48:
 
| 00:55
 
| 00:55
 
| আমরা কয়েকটি ভিন্ন স্থান থেকে Themes পেতে পারি
 
| আমরা কয়েকটি ভিন্ন স্থান থেকে Themes পেতে পারি
 
 
drupal.org তে বিনামূল্যের Themes রয়েছে যাকে Contributed Themes বলে বা বিভিন্ন বিক্রেতা থেকেও Theme কিনতে পারি।
 
drupal.org তে বিনামূল্যের Themes রয়েছে যাকে Contributed Themes বলে বা বিভিন্ন বিক্রেতা থেকেও Theme কিনতে পারি।
 
|-
 
|-
Line 243: Line 239:
 
| 05:25
 
| 05:25
 
| এখন এই পরিচিতির ভিডিওতে শিখেছি যে -
 
| এখন এই পরিচিতির ভিডিওতে শিখেছি যে -
 
 
এক নম্বরঃ নতুন Themes এর সংস্থাপন কন্টেন্ট বদলায় না এবং দুই নম্বর: Blocks এর স্থান বদলাতে হতে পারে।
 
এক নম্বরঃ নতুন Themes এর সংস্থাপন কন্টেন্ট বদলায় না এবং দুই নম্বর: Blocks এর স্থান বদলাতে হতে পারে।
  
Line 309: Line 304:
 
| 06:39
 
| 06:39
 
| Help,
 
| Help,
 
 
Sidebar First,
 
Sidebar First,
 
 
Sidebar Second,  
 
Sidebar Second,  
 
 
Content,
 
Content,
  
Line 319: Line 311:
 
|06:44
 
|06:44
 
| Panel First,
 
| Panel First,
 
 
Panel Second কে 1, 2, 3 এবং 4 বলে এবং তারপর Footer region.
 
Panel Second কে 1, 2, 3 এবং 4 বলে এবং তারপর Footer region.
  
Line 397: Line 388:
 
|08:26
 
|08:26
 
| Tools menu নিয়ে Sidebar second এ রাখি।
 
| Tools menu নিয়ে Sidebar second এ রাখি।
 
 
এটি আগে করিনি।
 
এটি আগে করিনি।
  
Line 419: Line 409:
 
| 08:47
 
| 08:47
 
| menu কে Main menu block region এ রাখা হয়েছে।
 
| menu কে Main menu block region এ রাখা হয়েছে।
 
 
CSS নিয়ে কিছু শেডিং এবং কালারিং সহ এটিকে ভালো in-line menu বানানো হয়েছে।
 
CSS নিয়ে কিছু শেডিং এবং কালারিং সহ এটিকে ভালো in-line menu বানানো হয়েছে।
 
|-
 
|-
Line 452: Line 441:
 
| 09:37
 
| 09:37
 
| এটি বদলাতে Panels বা Display fields ব্যবহার করতে হবে।
 
| এটি বদলাতে Panels বা Display fields ব্যবহার করতে হবে।
 
 
drupal.org থেকে add-on Modules পেতে পারি।
 
drupal.org থেকে add-on Modules পেতে পারি।
  
Line 458: Line 446:
 
| 09:48
 
| 09:48
 
| Themes হল চমৎকার. এটি সত্যিই সহজ theme.
 
| Themes হল চমৎকার. এটি সত্যিই সহজ theme.
 
 
আমরা Drupal থেকে আরো কিছু খুব জটিল themes পেতে পারি।
 
আমরা Drupal থেকে আরো কিছু খুব জটিল themes পেতে পারি।
  
Line 480: Line 467:
 
|10:24
 
|10:24
 
| সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
 
| সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি
 
+
themes এর পরিচিতি,
* themes এর পরিচিতি
+
themes খোঁজা এবং,
* themes খোঁজা এবং
+
মৌলিক theme ইনস্টল করা।
* মৌলিক theme ইনস্টল করা।
+
  
 
|-
 
|-

Revision as of 15:08, 7 October 2016

Time Narration
00:01 Styling a Page using Themes এর টিউটোরিয়াযে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:

themes এর পরিচিতি, themes খোঁজা এবং মৌলিক theme ইনস্টল করা।

00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:30 আগেই উল্লেখ করেছি যে আমরা যেমন চাই Drupal সাইট তেমন দেখতে পারে।
00:36 এখানে বিভিন্ন Drupal সাইট থেকে বিভিন্ন রূপ এবং ধরণ রয়েছে।
00:42 লক্ষ্য করুন যে তারা সম্পূর্ণ ভিন্ন।
00:45 এটি Themes এর উপর নির্ভর ।
00:48 আপনি যেমন চান Themes ড্রুপাল সাইট তেমন বানাতে পারে।
00:51 Themes সম্পর্কে কয়েকটি জিনিস মনে রাখতে হবে.
00:55 আমরা কয়েকটি ভিন্ন স্থান থেকে Themes পেতে পারি

drupal.org তে বিনামূল্যের Themes রয়েছে যাকে Contributed Themes বলে বা বিভিন্ন বিক্রেতা থেকেও Theme কিনতে পারি।

01:11 বা আমরা নিজস্ব Theme বানাতে পারি যেমন Artisteer.com থেকে Artisteer যা স্ক্যাচ থেকে নির্মিত।
01:19 Contributed Themes, drupal.org/project/themes এ উপলব্ধ।
01:26 Block Regions, Theme দ্বারা নির্ধারিত হয়।
01:29 ওয়েবসাইটে কোথায় Blocks রাখবো তা theming প্রক্রিয়ার অংশ।
01:36 এখানে সঠিক স্থান না থাকলে এটি Theme ইস্যু Block ইস্যু নয়।
01:42 এখন Themes একটু ভালোমত বুঝি।
01:46 drupal.org থেকে বিনামূল্যে কিছু চমত্কার Themes পেতে পারি।
01:51 drupal.org/projects/themes এ যান।
01:56 এখন Drupal এ উপলব্ধ কিছু Themes দেখি।
02:01 Modules টিউটোরিয়াল দেখুন। আমাদের ব্যবহৃত Drupal সংস্করণের Core compatibility দ্বারা ফিল্টার করতে হবে।
02:10 এখানে 2205 টি Themes রয়েছে। Drupal 8 এ টিপলে এর সংখ্যা একটু কমে যায়।
02:18 টিউটোরিয়ালটি রেকর্ডের পর নতুন থিম যোগ করে আপনি অধিক সংখ্যা দেখতে পারেন।
02:25 এখন Themes খোঁজা এবং মূল্যায়ন সম্পর্কে বলি।
02:30 এটি Modules এর অনুরূপ।
02:33 আমরা drupal.org তে শুরু করব।
02:36 Core compatibility দ্বারা ফিল্টার করলে তারা নিজেই Most Installed দ্বারা বাছাই হয়।
02:43 এই সময় Adaptive Theme হল এক নম্বর।
02:46 এবং Bootstrap হল দুই নম্বর।
02:50 Bootstrap এ টিপুন।
02:53 Module টিউটোরিয়াল DMV চিত্রণ আবার কল করি? এখানে এটি একই জিনিস।
02:59 আগে documentation পড়তে হবে।
03:02 তারপর Maintainers এ টিপুন।
03:05 versions এবং project informations দেখুন।
03:08 রেকর্ডিং এর সময়, এই বিশেষ Theme, Drupal 8 x 3.0 alpha 1 সংস্করণে থাকে।
03:16 সেখানে development version ও রয়েছে।
03:20 পরে এখানে সবুজ রঙে, Theme এর Drupal 8 সংস্করণ হবে।
03:27 Contributed Theme এর বিভিন্ন ফ্লেভার থাকতে পারে. সেখানে 3 ধরণের Themes রয়েছে।
03:34 এখানে simple Contributed Theme থাকতে পারে যা আপনি কনফিগার করতে পারেন।
03:40 Bootstrap বা Zen এর মত Starter Themes থাকতে পারে।
03:46 এটি আপনাকে ভিতরে CSS রাখতে শুধমাত্র একটি ফাঁকা স্ক্রিন এবং গৌণ ফ্রেমওয়ার্ক দেবে।
03:52 বা Base Theme থাকতে পারে। এটি Adaptive Theme এর মত এর উপরে থাকা অন্যান্য Sub-Themes রাখতে করা হয়।
04:02 কিন্তু এখানে সকল নিয়ম একই।
04:05 documentation দেখুন। Maintainers এবং versions এ দেখুন।
04:11 এখন Contributed Theme ইনস্টল করব।
04:13 drupal.org/projects/zircon এ যান।
04:20 নীচে স্ক্রোল করুন। এটি ভালো Theme, যা বিশেষভাবে Drupal 7 এবং 8 এর জন্য ডেভেলপ করা হয়েছে।
04:28 এটি বেশী সাইটে ব্যবহার করা হয় না।
04:31 আমরা এই থিম ব্যবহার করব কারণ এটি বর্তমানে Drupal 8 এর জন্য প্রস্তুত।
04:37 tar.gz এ ডান ক্লিক করে লিঙ্ক কপি করুন। এটি Modules ইনস্টল করার অনুরূপ। সাইটে ফিরে যাই।
04:47 Appearance এবং Install new theme এ টিপুন।
04:52 আবার Modules এর মত একই প্রক্রিয়া।
04:56 URL পেস্ট করে Install এ টিপুন।
05:00 Theme ওয়েব সার্ভারে ডাউনলোড করা হয় এবং এখন এটি ON করতে সক্ষম।
05:06 Install newly added themes এ টিপুন।
05:09 নীচে স্ক্রোল করুন।
05:12 আপনি Zircon দেখবেন। A flexible, recolorable theme with many regions and a responsive mobile first layout.
05:21 Install and set as default এ টিপুন।
05:25 এখন এই পরিচিতির ভিডিওতে শিখেছি যে -

এক নম্বরঃ নতুন Themes এর সংস্থাপন কন্টেন্ট বদলায় না এবং দুই নম্বর: Blocks এর স্থান বদলাতে হতে পারে।

05:38 এখন settings এ দেখি।
05:42 Settings শব্দে টিপুন।
05:45 Zircon এ নরম্যাল TOGGLE DISPLAY রয়েছে।
05:49 এবং shortcut আইকন।
05:51 লোগো আপডেট করতে চাইলে Global settings এ যান।
05:56 LOGO IMAGE SETTINGS
05:59 Save টিপুন।
06:02 সাইটে ফিরে যাই।
06:04 এটি Zircon - Drupal এর জন্য ফ্লেক্সিবল, রোবাস্ট এবং বিশ্বব্যাপী বন্ধুত্বপূর্ণ Theme.
06:11 Structure এবং Blocks এ যান।
06:15 Demonstrate block regions for Zircon এ টিপুন।
06:19 এখানে কয়েকটি Block regions দেখবো।
06:22 একটি Header region. Main menu কে Main menu Block Region এ যেতে হবে কারণ এতে এটি যথাযথ ফরম্যাটিং পায়।
06:32 তারপর Slideshow region. এখানে আপনি View Slideshow ব্যবহার করছেন।
06:37 একটি Featured block region,
06:39 Help,

Sidebar First, Sidebar Second, Content,

06:44 Panel First,

Panel Second কে 1, 2, 3 এবং 4 বলে এবং তারপর Footer region.

06:53 আমাদের ডিফল্ট Theme থেকে কিছু regions উপলব্ধ নেই।
07:00 এখানে কি করতে হবে তা যাচাই করি।
07:03 Header region এ অনেক জিনিস রয়েছে। Footer region এ নির্ধারিত Powered by Drupal আর নেই।
07:14 আমরা সেটি Footer এ রাখবো।
07:17 এটি অবিলম্বে Header থেকে মুছে যাবে।
07:20 Header থেকে Status message সরাই এবং ম্যাসেজে রাখি।
07:26 আবার Footer এ গিয়ে Footer menu রাখি।
07:30 আমরা Search, Site branding এবং User account menu কে একইভাবে ছেড়ে দেবো।
07:36 Primary menu ভুল জায়গায় রয়েছে কিন্তু এখন এটি দেখি।
07:42 Save blocks টিপুন।
07:44 সাইটে ফিরে যাই।
07:47 আমরা দেখবো যে Main menu কোথাও পাই না. কারণ Primary menu এই Theme এ বিদ্যমান নয়।
07:55 তাই আমরা Main navigation নিয়ে Main menu তে পরিবর্তন করি।
08:01 নীচে স্ক্রোল করুন। এটি একবার দেখি।
08:05 Content এলাকায়, Help block রয়েছে।
08:09 এটি Help ব্লকে রাখি।
08:12 Page title, Primary admin actions এবং Page Tabs সব ঠিক আছে।
08:18 Sidebar first, Welcome to Drupalville, Book navigation, Recent Events Added এবং Tools.
08:26 Tools menu নিয়ে Sidebar second এ রাখি।

এটি আগে করিনি।

08:34 এখানে চারটি Panel region রয়েছে যেখানে যা কিছু রাখতে পারি।
08:39 Save এ টিপুন।
08:41 আমরা কি করেছি তা দেখি।
08:44 এটি এখন বেশ ভালো।
08:47 menu কে Main menu block region এ রাখা হয়েছে।

CSS নিয়ে কিছু শেডিং এবং কালারিং সহ এটিকে ভালো in-line menu বানানো হয়েছে।

08:58 বামদিকে BOOK NAVIGATION, RECENTLY ADDED EVENTS
09:03 TOOLS হল ডানদিকে, আবার Sidebar first এবং Sidebar second.
09:10 এবং সকল কন্টেন্ট মাঝে।
09:12 কয়েকটি জিনিস লক্ষ্য করুন।
09:15 আমরা themes বদলেছি। সব কিছু বদলে গেছে শুধু কন্টেন্ট বাদে।
09:20 আমরা নতুন fonts, নতুন font styles, নতুন H3 tags, নতুন Block regions, layouts এবং নতুন Footer area পেয়েছি।
09:31 এখানে শুধু কন্টেন্ট এবং কন্টেন্টের layout পরিবর্তন হয়নি।
09:37 এটি বদলাতে Panels বা Display fields ব্যবহার করতে হবে।

drupal.org থেকে add-on Modules পেতে পারি।

09:48 Themes হল চমৎকার. এটি সত্যিই সহজ theme.

আমরা Drupal থেকে আরো কিছু খুব জটিল themes পেতে পারি।

09:58 drupal.org/projects/themes এ ফিরে যান. এখানে উপলব্ধ কিছু Drupal 8 themes দেখুন।
10:08 কিছু পছন্দের themes খুঁজে তা ইনস্টল করে তা ব্যবহার করুন।
10:13 সাইটে themes এর প্রভাব সম্পর্কে শেখার এটি একটি ভালো উপায়। এখানে পছন্দের ডিসাইন পেতে পারেন।
10:21 এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
10:24 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি

themes এর পরিচিতি, themes খোঁজা এবং, মৌলিক theme ইনস্টল করা।

10:45 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
10:54 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:00 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
11:08 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
11: 19 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Pratik kamble, Satarupadutta, Shruti arya