Drupal/C2/Displaying-Contents-using-Views/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:09, 1 September 2016 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Displaying Contents using Views এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে শিখব:
  • Views
  • teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ block view.
00:15 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
  • উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম
  • Drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:31 প্রথমে Views সম্পর্কে শিখি।
  • Views অনুরূপ কন্টেন্টের সংগ্রহ প্রদর্শন করতে ব্যবহৃত হয়
  • Views বিভিন্ন ফরম্যাটে দেখানো যেতে পারে যেমন -
00:43
  • টেবিলস
  • লিস্টস
  • গ্যালারি ইত্যাদি।
00:49 এটি নির্ধারণের উপর ভিত্তি করে কন্টেন্ট select, order, filter এবং present করতে পারে।

Views অন্যান্য সফ্টওয়্যারে পরিচিত মূলত Reports বা Query Results.

01:04 উদাহরণস্বরূপ লাইব্রেরিতে গিয়ে গ্রন্থাগারিককে নিম্ন মানদণ্ডের সাথে বইয়ের স্ট্যাকের জন্য জিজ্ঞেস করলে:
  • যা 1905 এর আগে প্রকাশিত
  • যে লেখক নামের শেষাংশ M দিয়ে শুরু হয়।
01:19 যেখানে বইয়ের 100 বা তার বেশি পৃষ্ঠা থাকে এবং কভার হল লাল।
01:25 এটি জিজ্ঞাসা করলে গ্রন্থাগারের বাইরে পাঠানো হবে. কিন্তু Drupal এ Views এর সাথে এটি করা খুব সহজ।
01:34 Views সেট করার 5টি সহজ ধাপ রয়েছে। Views এর ওয়ার্কফ্লো হল:
  • Display চয়ন করুন
  • Format সেট করুন
01:45 আপনার Fields নিশ্চিত করুন
  • একটি Filter প্রয়োগ করুন এবং তারপর ফলাফল Sort করুন।
01:53 আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি।
01:58 এখন সহজ Drupal site এ স্ট্যান্ডার্ড Views বানানো শিখি।
02:04 Structure এ টিপুন এবং তারপর Views এ টিপুন।
02:09 Drupal এর অনেক বিল্ট ইন Views রয়েছে। উদাহরণস্বরূপ: Content View অ্যাডমিনিস্ট্রেটরকে কনটেন্ট পরিচালনার অনুমতি দেয়।
02:20 একই জিনিস Custom block library, Files, Frontpage, People, Recent comments, Recent content, Taxonomy terms, Who’s new এবং Who’s online এর সাথে।
02:37 এই সকল Views, Drupal এর সাথে আসে, যা আপডেট বা এডিট করতে পারি।
02:44 প্রথমে Teasers এর সাথে সহজ পৃষ্ঠা বানাবো। এটি Events Content type এর জন্য ল্যান্ডিং পেজ।
02:54 Add new view তে টিপুন এবং এটিকে Events Sponsored নাম দিন।
03:02 Content of type কে All থেকে Events এ বদলান এবং Newest first দ্বারা সর্ট করুন।
03:11 Create a page এ টিপুন। Display format কে Unformatted list, teasers হিসাবে রাখুন।
03:20 কারণ ইতিমধ্যে Manage display তে Teaser mode সেট করেছি।
03:26 Create a menu link যাচাই করুন। তারপর Menu ড্রপ ডাউনে Main navigation চয়ন করুন।
03:35 এটি সকল Events দেখতে সাহায্য করে যা সাইটে যোগ করেছি।
03:41 Save and edit টিপুন এবং এখন স্ক্রিনে এক্সেস রয়েছে যা পরিচিতিতে উল্লেখ করেছি।
03:51 এই স্ক্রিন একটি Page দেখায়, যার Format হল Unformatted list, Teasers এর।
03:59 এখানে কোনো ফীল্ড এর প্রয়োজন নেই কারণ Teaser mode সেট করেছি।
04:05 FILTER CRITERIA হল Published events এবং বা SORT CRITERIA নিম্নক্রমানুসারে প্রকাশনার তারিখ।
04:16 নীচে স্ক্রোল করলে আমরা একটি দ্রুত প্রিভিউ দেখতে পারি।
04:21 এটি পছন্দ না হলে, এটি বদলানো সহজ. এটি অন্য টিউটোরিয়ালে দেখবো।
04:28 এখন Save এ টিপি। Back to site এ টিপি।
04:35 মেন মেনুতে Events নামে নতুন ট্যাব রয়েছে, যাতে সকল Events এর তালিকা থাকে।
04:44 এখানে বিভিন্ন আকার এবং আকৃতির সাথে Event logos রয়েছে।
04:50 আমাদের Event Website এবং Event Date রয়েছে।
04:55 মনে রাখবেন Events Content type এর জন্য এটি Teaser mode এ আপডেট করতে পারি যদি আমরা বদলাতে চাই।
05:04 ব্যাস এতটাই। এটি Events এর জন্য ল্যান্ডিং পৃষ্ঠা।
05:09 Drupal এর একটি মূল বৈশিষ্ট্য হল তথ্য স্থাপন করার ক্ষমতা
  • Block regions বা ওয়েবসাইটের সাইডবারে।
05:19 পূর্বে একটি নতুন Event যোগ করে থাকলে, খোলা প্রতিটি পৃষ্ঠার সাইডবারে যেতে হত এবং সাইডবার আপডেট করতে হত।
05:31 এখন Views নিজে থেকেই কন্টেন্ট আপডেট করে।
05:36 Structure এ টিপে তারপর Views এ টিপুন।
05:41 যেহেতু এখানে অনেকবার ফিরে এসেছি, তাই স্টারে টিপে এটিকে শর্টকাটে যোগ করি। Add new view তে টিপুন।
05:53 View name এ লিখুন Recent Events Added. এটি সাইটে জোড়া আধুনিক Events এর তালিকা হবে।
06:04 Content of type কে All থেকে Events এ বদলান।
06:09 Create a block চয়ন করুন। sorted by কে Newest First রাখুন।
06:18 Block title এ লিখুন Recently Added Events. শুধু এই দেখতে যে এখানে ভিন্ন নাম এবং শিরোনাম থাকতে পারে।
06:28 Drupal, Views এর বিভিন্ন স্টাইল বানাতে দেয়.এটিকে Unformatted list, titles হিসাবে ছেড়ে দেবো, প্রতি ব্লকে 5টি আইটেম সহ।
06:40 Use a pager চেক করবেন না. এটি করলে ব্লকের নীচে আমরা এই রকম পৃষ্ঠা সংখ্যা পাই তিনের এক, তিনের দুই ইত্যাদি।
06:53 Save and edit টিপুন। এখন প্রিভিউ দেখি। এটি ইতিমধ্যে যুক্ত Events এর শিরোনামের তালিকা দেখায়।
07:05 এখানে আমরা দেখি, এটি একটি Block দেখাচ্ছে। FORMAT হল Unformatted list. FIELDS হল Title ফীল্ডস।
07:16 FILTER CRITERIA তাদের প্রকাশনার তারিখ অনুযায়ী অধ:ক্রমে সাজানো Published Events.
07:24 Save টিপুন। এটি কোথাও দেখাবে না কারণ আমরা এখনও block রাখিনি।
07:33 Structure এ এবং Block layout এ টিপুন। block কে Sidebar first এলাকায় রাখুন।
07:43 Place block এ টিপুন। নীচে স্ক্রোল করলে আমরা Recent Events Added নামে block দেখি। Place block এ টিপুন।
07:54 আমরা এখনও বিস্তারিতভাবে blocks সম্পর্কে না শেখায় আমরা Save এ টিপব। এটি প্রতিটি পৃষ্ঠায় দেখাবে। এটি পরে এডিট করব।
08:06 এটি Search এর পর অর্ডার অনুযায়ী দেখাবে। Save blocks টিপুন।
08:13 Back to site টিপুন। প্রতিটি পৃষ্ঠার নতুন block রয়েছে যা সাইটে সম্প্রতি যুক্ত Events দেবে।
08:24 এটি আবার কনফিগারের দরকার নেই. আপনি যেখানে চান এটি রাখতে পারেন এবং এটি সর্বদা আপ টু ডেট হবে।
08:33 এটি publication date order এ Events Content type ব্যবহার করে Block view এর একটি উদাহরণ।
08:42 এই সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08:46 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
  • Views
  • teaser সহ পৃষ্ঠা এবং একটি সহজ block view.
09:01 এই ভিডিওটি Acquia এবং OSTraining থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত।
09:12 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেই। আমাদের

সাথে যোগাযোগ করুন।

09:29 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কলচারের NVLI দ্বারা সমর্থিত।
09:42 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Pratik kamble, Satarupadutta, Shruti arya