Single-Board-Heater-System/C2/Introduction-to-Single-Board-Heater-System/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Introduction to Single Board Heater System এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা SBHS এর মুখ্য বৈশিষ্ট্যগুলি দেখবো।
00:11 SBHS এর ব্লক ডায়াগ্রাম বর্ণন।
00:14 Single-board Heater System কে সংক্ষেপে SBHS বলা হয়।
00:19 এটি micro-controller ভিত্তিক lab-in-a-box তাপমাত্রা নিয়ন্ত্রণ সেটআপ।
00:24 সেটআপ স্নাতক এবং স্নাতকোত্তরের control কোর্সের প্রয়োজনীয়তা পূরণ করতে ডিজাইন করা হয়েছে।
00:32 এটি ইলেক্ট্রনিক্সের ভিত্তিতে চারপাশে ঘোরে।
00:36 Serial port communication
00:38 Micro-controller programming
00:40 Data acquisition interface
00:42 Control theory.
00:44 এই ধারণাটি তার উন্নয়নের মৌলিক ভিত্তি হিসাবে কাজ করে।
00:50 এরপর SBHS এর মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব।
00:55 SBHS তার হার্ডওয়্যার ডিজাইন এবং ওপেন সোর্স হিসাবে প্রকাশিত কোড সহ 3000 টাকার যন্ত্র।
01:03 যদিও, মনে রাখবেন কেনার সময় এর প্রকৃত দাম ভিন্ন হতে পারে।
01:08 একটি ওপেন সোর্স সফটওয়্যার SBHS ইন্টারফেসের জন্য ব্যবহৃত হয়।
01:12 অধিক তথ্য sbhs dot os hyphen hardware dot in এ উপলব্ধ।
01:19 এছাড়া, এটি প্রায় 1 মিনিটের ছোট time constant রাখে।
01:24 অর্থাৎ, একজন 10 মিনিটে বাস্তবিক পরীক্ষা করতে পারে।
01:29 এই সেটআপ Virtual labs project এর অধীনে রিমোট অ্যাক্সেসের জন্যও উপলব্ধ।
01:35 কেউ এটি দূর থেকে অ্যাক্সেস করে এই সম্পর্কে জানতে পারে।
01:38 ইউসার এটি কিনতে বা একত্রিত করতে পারে এবং কলেজ বা বাড়িতে ল্যাব হিসাবে সেট করতে পারে।
01:46 চিত্র Single Board Heater System এর ছবি দেখায়।
01:50 এটি নিম্ন রাখে: 12 ভোল্টের নিয়ন্ত্রিত DC পাওয়ার সাপ্লাই দেওয়ার SMPS.
01:56 একটি ধাতব ব্লেড এবং একটি হিটার কুণ্ডলী এই ধাতব সাপোর্টের নীচে স্থিত।
02:02 একটি কম্পিউটার ফ্যান, একটি ডিসপ্লে,
02:04 USB এবং RS232 ports
02:08 এখন SBHS এর ব্লক ডায়াগ্রাম দেখবো।
02:11 চিত্রটি SBHS এর ব্লক ডায়াগ্রাম দেখায়।
02:14 এতে পাওয়ার সাপ্লাই
02:17 8-bit micro-controller,
02:19 display, fan,
02:21 Heater Assembly, temperature sensor,
02:25 instrumentation amplifier, সম্পর্কিত সার্কিট।
02:29 ISP, সিরিয়াল এবং USB পোর্ট থাকে।
02:33 এখন SBHS এ বিভিন্ন ব্লকের সংক্ষিপ্ত বর্ণন দেখবো।
02:39 প্রথমে, আমরা পাওয়ার সাপ্লাই দেখবো।
02:42 পাওয়ার সাপ্লাই মূলত 12V 400 watt SMPS হয়।
02:47 এই 12V সাপ্লাই সরাসরি ব্যবহার করা হয় কিন্তু অধিকাংশ সার্কিটের 5V সাপ্লাই প্রয়োজন।
02:54 তাই যেখানে প্রয়োজন আলাদা ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবহার করা হয়।
02:59 পাওয়ার সাপ্লাই অস্থিরতার জন্য যে কোনো অস্পষ্ট তাপমাত্রা রিডিং থামাতে, সিস্টেম এবং সেন্সরের জন্য ভোল্টেজ নিয়ন্ত্রকগুলি আলাদা রাখা হয়।
03:09 এরপর Micro-controller.
03:11 একটি 8-bit ATmega16 micro-controller ব্যবহৃত হয়।
03:15 Micro-controller অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে।
03:19 এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে SBHS এ উপস্থিত প্রতিটি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে।
03:25 এটি বিভিন্ন কাজ পরিচালনা করে: কম্পিউটার এবং SBHS এর মাঝে যোগাযোগ স্থাপন করা।
03:33 হিটার কুণ্ডলী দ্বারা বিদ্যুৎ ধারার মাত্রা নিয়ন্ত্রণ করা।
03:37 ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা।
03:39 টেম্পারেচারের ভ্যালু পড়া।
03:42 প্যারামিটার ভ্যালু এবং বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় অপারেশন দেখানো।
03:47 এরপর হিটার এবং ফ্যান আসে।
03:50 হিটার এসেম্বলি nichrome তারের কুণ্ডলী থেকে 3.5 mm দূরে স্থিত একটি ধাতব প্লেট রাখে।
03:58 বিদ্যুৎ ধারা কুণ্ডলী দিয়ে প্রবাহিত হলে কুণ্ডলী উত্তপ্ত হয়ে যায়।
04:02 এই তাপ পরিচলন দ্বারা ধাতব প্লেটে তার তাপমাত্রা বৃদ্ধি করে স্থানান্তরিত হয়।
04:08 ব্যবহৃত ফ্যানটি একটি ছোট নিয়মিত কম্পিউটার ফ্যান।
04:12 এটি গরম ধাতব প্লেট ঠান্ডা করতে ব্যবহৃত হয়।
04:15 কিছু পরীক্ষণ করে দেখা কারণে এটি হিটারের নীচে স্থাপন করা হয়।
04:20 এরপর Driver ব্লক আসে।
04:23 এটি একটি যন্ত্র যা ফ্যান এবং হিটারকে দেওয়া পাওয়ারের মাত্রা পরিবর্তন করে।
04:29 MOSFETS একই কারণে ব্যবহার করা হয়।
04:32 MOSFETS, micro-controller দ্বারা দেওয়া কমান্ড অনুযায়ী চালিত হয়।
04:37 এই MOSFETS বাস্তবে কিছু PWM frequency তে চালু হয়।
04:42 এখন Temperature sensor সম্পর্কে বলবো।
04:45 AD590 সেই Temperature sensor যা উত্তপ্ত পেল্টের তাপমাত্রা সেন্সিং এর জন্য ব্যবহৃত হয়।
04:51 এই সেন্সরের আউটপুট micro ampere per kelvin এ রয়েছে।
04:56 অপারেটিং তাপমাত্রার রেঞ্জ -55 থেকে 150 ডিগ্রী সেলসিয়াস।
05:02 এছাড়া, এটি linearization এর পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজন হয় না।
05:07 এরপর Instrumentation এম্প্লিফায়ার দেখবো।
05:11 উপকরণ এম্প্লিফায়ার AD590 দ্বারা উত্পন্ন সিগন্যালের signal conditioning এর জন্য ব্যবহৃত হয়।
05:18 এটি তাপমাত্রা সেন্সরের জন্য ভাল ইনপুট ইম্পিডেন্স দেয়।
05:23 তাই signal conditioning এর সময় সেন্সর দ্বারা উত্পন্ন সিগন্যাল কমজোর হয় না।
05:30 ডিসপ্লে এবং ইন্ডিকেটর ব্লক।
05:33 ডিসপ্লে 16x2 LCD ডিসপ্লে বানায়।
05:37 যার মানে ডিসপ্লে 16 টি অক্ষরের দুটি লাইন দেখতে সক্ষম।
05:44 এটির নিজস্ব অন্তর্নির্মিত কন্ট্রোলার থাকায় আলাদা কন্ট্রোলার প্রয়োজন নেই।
05:50 এটি বিভিন্ন প্যারামিটার যেমন temperature, fan, heater এবং machine ID (MID) দেখতে ব্যবহৃত হয়।
05:56 এটি 4-bit mode এ পরিচালিত হয়।
05:59 Indicators এ বিভিন্ন on-board LEDs থাকে।
06:04 এরপর Serial Voltage Level Converter ব্লক রয়েছে।
06:09 এটি serial থেকে TTL এবং বিপরীত ক্রমেও সিগন্যাল রূপান্তর করতে ব্যবহৃত হয়।
06:15 এরপর USB থেকে Serial Converter ব্লক রয়েছে।
06:19 এটি USB থেকে serial এবং বিপরীত ক্রমেও সিগন্যাল রূপান্তর করতে ব্যবহৃত হয়।
06:24 এরপর USB এবং RS232 ব্লক রয়েছে।
06:28 এটি USB এবং RS232 ক্যাবল জুড়তে ব্যবহৃত হয়।
06:33 শেষের ISP ব্লক রয়েছে।
06:36 ISP হল In-System Programming
06:39 এটি বাস্তবে 10 pin male connector
06:42 এর দ্বারা সঠিক প্রোগ্রামিং যন্ত্রের সাহায্যে micro-controller প্রোগ্রাম করতে পারি।
06:48 এখানে Introduction to Single Board Heater System টিউটোরিয়াল সমাপ্ত হয়।
06:54 সংক্ষিপ্তকরণ করি।
06:56 এখানে আমরা SBHS এর মুখ্য বৈশিষ্ট্য এবং ব্লক ডায়াগ্রামের বর্ণন দেখেছি।
07:03 বিভিন্ন ব্লকের বর্ণন যেমন Power Supply,
07:07 micro-controller, heater এবং fan,
07:09 driver, temperature sensor,
07:11 instrumentation amplifier, display,
07:14 USB & RS232 ports, ISP.
07:19 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:22 এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:25 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:29 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
07:34 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:38 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:49 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
07:56 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
08:08 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta