QGIS/C4/Nearest-Neighbour-Analysis/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Nearest Neighbour Analysis in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব
00:11 Distance matrix মেথড দ্বারা Nearest Neighbour Analysis
00:16 Nearest Neighbour Analysis টুল ব্যবহার করে Statistics.
00:21 এখানে আমি ব্যবহার করছি,

Ubuntu Linux OS সংস্করণ 16.04

QGIS সংস্করণ 2.18

00:32 টিউটোরিয়াল অনুসরণ করতে শিক্ষার্থীকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:39 প্রাক-প্রয়োজনীয় QGIS টিউটোরিয়ালের জন্য এই লিঙ্কটি ব্যবহার করুন।
00:45 টিউটোরিয়ালটি অনুশীলন করতে প্রয়োজনীয় ফাইলগুলি Code files লিঙ্কে উপলব্ধ।
00:52 ফোল্ডারের বিষয়বস্তু ডাউনলোড করুন এবং এক্সট্রাক্ট করুন।
00:57 টিউটোরিয়ালটি অনুশীলন করার এখানে আমার কাছে প্রয়োজনীয় ফাইল সহ ফোল্ডার রয়েছে।
01:04 ফোল্ডার খুলতে ডাবল ক্লিক করুন।

এখানে আপনি Urban areas.shp এবং Volcanoes.shp পাবেন।

01:15 Volcanoes.shp লেয়ার বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরি দেখায়।
01:21 Urban area.shp বিশ্বের জনবহুল শহরী এলাকা দেখায়।
01:28 QGIS এ দুটি শেপ ফাইল খুলুন, দুটি ফাইল চয়ন করুন।
01:35 ডান ক্লিক করুন এবং কনটেক্সট মেনু থেকে Open with QGIS Desktop বিকল্প চয়ন করুন।
01:42 লেয়ার্স প্যানেলে লোড করা দুটি লেয়ার সহ QGIS ইন্টারফেস খোলে।
01:49 volcanoes লেয়ারে ডান ক্লিক করুন এবং zoom to layer বিকল্প চয়ন করুন।
01:55 আপনি ক্যানভাসে পয়েন্ট বৈশিষ্ট্য সহ মানচিত্র দেখবেন।
02:01 এই পয়েন্ট ফীচার লেবেল করুন।
02:05 Volcanoes layer এ ডান ক্লিক করুন, সাব মেনু থেকে Properties এ ক্লিক করুন।
02:12 Layer Properties ডায়ালগ বাক্স খোলে।
02:16 বাম প্যানেল থেকে Labels চয়ন করুন।
02:20 ড্রপ ডাউন থেকে Show labels for this layer বিকল্প চয়ন করুন।
02:25 Label with ড্রপ ডাউনে Name চয়ন করুন।
02:29 এখানে আপনি লেবেল শৈলী পরিবর্তন করার বিভিন্ন বিকল্প পাবেন।
02:34 প্রয়োজনীয় স্টাইল চয়ন করুন এবং OK বোতামে ক্লিক করুন।
02:39 ক্যানভাসে, নাম সহ পয়েন্টগুলি প্রদর্শিত হয়।
02:44 একইভাবে Urban areas লেবেল করি।
02:51 ক্যানভাসে পয়েন্টে ফীচার্স তাদের শহরগুলির সাথে লেবেলযুক্ত।
02:57 ফীচার্স এর মাঝে স্থানিক সম্পর্ক বিশ্লেষণ করতে QGIS এ টুল রয়েছে।
03:04 এরকম একটি টুল হল Nearest Neighbour Analysis.
03:08 Nearest Neighbour Analysis নিম্ন বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।
03:13 দুটি Point features এর মাঝের দূরত্ব খোঁজা।
03:17 সেই ফীচার সন্ধান করা যা একটি প্রদত্ত ফীচারের সবচেয়ে কাছাকাছি।
03:23 প্রথমত, আমরা দূরত্ব গণনা করতে distance matrix বানাবো।
03:29 Volcanoes লেয়ারের জন্য attribute টেবিল খুলুন।
03:34 Volcanoes লেয়ারে ডান ক্লিক করুন।
03:37 Open Attribute Table চয়ন করুন।
03:40 attribute table এ একাধিক কলাম রয়েছে।
03:45 পয়েন্ট ফীচারের জন্য বিভিন্ন attributes এখানে তালিকাভুক্ত রয়েছে।
03:50 আগ্নেয়গিরির নাম এবং তাদের স্থিতি এখানে তালিকাভুক্ত হয়।
03:56 attribute table বন্ধ করুন।
03:59 Urban areas লেয়ারের জন্য attribute table খুলুন।
04:04 টেবিলের বিভিন্ন কলাম লক্ষ্য করুন।
04:08 আপনি এই টেবিলে শহর, দেশের নাম এবং অন্যান্য তথ্য পাবেন।
04:15 attribute table বন্ধ করুন।
04:18 সক্রিয় আগ্নেয়গিরি এবং নিকটতম শহরের মাঝের দূরত্ব গণনা করি।
04:24 Vector মেনুতে ক্লিক করুন।
04:27 Analysis Tools চয়ন করুন।
04:30 সাব মেনু থেকে Distance Matrix বিকল্প চয়ন করুন।
04:34 Distance Matrix ডায়ালগ বাক্স খোলে।
04:38 ডান প্যানেলে Distance matrix সম্পর্কে বিবরণ পড়ুন।
04:44 ডিফল্টরূপে স্ক্রীনে Parameters খোলে।
04:49 এখানে দেখানো অনুযায়ী প্যারামিটার চয়ন করুন।
04:53 Input Point Layer হিসাবে Volcanoes চয়ন করুন।
04:58 Input unique ID field হিসাবে NAME চয়ন করুন।
05:03 Target Point Layer হিসাবে Urban Areas চয়ন করুন।
05:08 Target unique ID field হিসাবে City চয়ন করুন।
05:13 Output matrix type হিসাবে Linear রাখুন।
05:17 এখন আগ্নেয়গিরি থেকে দুটি নিকটতম শহরের দূরত্ব খুঁজে বের করি।
05:23 Use only the nearest target Points ফীল্ডে 2 চয়ন করুন।
05:30 Distance Matrix ফীল্ডের পাশে 3 টি ডট বোতামে ক্লিক করুন।
05:35 ড্রপ ডাউন মেনু থেকে, Save to file বিকল্প চয়ন করুন।
05:40 Iডায়ালগ বাক্সে, একটি উপযুক্ত নাম এবং স্থান দিন।
05:44 Files of type এ CSV চয়ন করুন।
05:49 Encoding ফীল্ডে System চয়ন করুন। Save বোতামে ক্লিক করুন।
05:56 Distance matrix ডায়ালগ বাক্সে নিম্ন চেক বাক্স চেক করুন। Open output file after running algorithm.
06:06 ডায়ালগ বাক্সের নীচে ডানদিকে Run বোতামে ক্লিক করুন।
06:12 প্রক্রিয়াটি কয়েক সেকেন্ড সময় নেবে।
06:15 Distance matrix নামে একটি নতুন csv layer, Layers প্যানেলে জুড়ে গেছে।
06:22 Distance matrix লেয়ারের জন্য attribute table খুলুন।
06:27 attribute table এ তিনটি কলাম রয়েছে। শেষ কলামটি হল আগ্নেয়গিরি এবং নিকটতম শহরের মাঝের দূরত্ব।
06:38 লক্ষ্য করুন যে এখানে দূরত্ব মিটারে রয়েছে।
06:43 এর কারণ হল লেয়ারকে WGS 84 UTM Zone 46N system এ প্রজেক্ট করা হয়েছে।
06:52 CRS এর উপর নির্ভর করে, দূরত্ব layer units বা degrees এও হতে পারে।
07:00 এছাড়াও লক্ষ্য করুন যে প্রতিটি আগ্নেয়গিরির জন্য, দুটি নিকটতম শহর তালিকাভুক্ত রয়েছে।
07:07 Nearest neighbour tool ব্যবহার করে লেয়ারের জন্য কিছু পরিসংখ্যানগত বিশ্লেষণ করি।
07:14 এই বৈশিষ্ট্যের বন্টন বিশ্লেষণ করতে আমরা nearest neighbour analysis রান করবো।
07:21 ফলাফল বিতরণকে গুচ্ছ, বিচ্ছুরিত বা এলোমেলো হিসাবে প্রতিষ্ঠিত করবে।
07:29 attribute table বন্ধ করুন।
07:32 Vector মেনুতে ক্লিক করুন।
07:35 নীচে স্ক্রোল করুন এবং Analysis Tools এ ক্লিক করুন।
07:40 সাব মেনু থেকে, Nearest Neighbour analysis চয়ন করুন।
07:46 Nearest Neighbour Analysis ডায়ালগ বাক্স খোলে।
07:50 ডান প্যানেলে Nearest Neighbour Analysis সম্পর্কে প্রদত্ত তথ্য পড়ুন।
07:57 Points ড্রপ-ডাউনে Volcanoes লেয়ার চয়ন করুন।
08:02 নীচে ডান কোণায় Run বোতামে ক্লিক করুন।
08:06 Results উইন্ডো খোলে।
08:09 আগ্নেয়গিরি লেয়ারের জন্য কিছু পরিসংখ্যানগত প্যারামিটার এখানে তালিকাভুক্ত।
08:15 Observed mean distance
08:17 Expected mean distance
08:20 Nearest neighbour index
08:23 Number of point features এবং Z-Score.
08:29 Nearest Neighbour Index কে Expected Mean Distance থেকে Observed Mean Distance এর অনুপাত হিসাবে প্রকাশ করা হয়।
08:39 যদি সূচকের মান 1 এর কম হয়, তাহলে প্যাটার্ন ক্লাস্টারিং প্রদর্শন করে।
08:45 যদি সূচকের মান 1 এর বেশি হয়, তাহলে প্রবণতা বিচ্ছুরণের দিকে।
08:52 Nearest Neighbor Index এর মান 0.2 ক্লাস্টারিং নির্দেশ করে। যার মানে আগ্নেয়গিরি একে অপরের কাছাকাছি স্থিত।
09:04 একইভাবে একটি ঋণাত্মক Z-Score ও পয়েন্ট ফীচার ক্লাস্টারিং নির্দেশ করে।
09:10 Results উইন্ডো বন্ধ করুন।
09:13 Project মেনু ব্যবহার করে প্রকল্পটি সংরক্ষণ করুন।
09:17 সংক্ষেপে,
09:19 এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখেছি,
09:22 Distance matrix মেথড ব্যবহার করে Nearest Neighbour Analysis

Nearest Neighbour Analysis টুল ব্যবহার করে পরিসংখ্যান।

09:32 অনুশীলনী হিসাবে, শহুরে এলাকায় নিকটতম 5টি আগ্নেয়গিরির Distance Matrix বানান।

ইঙ্গিত: ইনপুট হিসাবে Urban Areas এবং K হিসাবে 5 ব্যবহার করুন।

09:46 আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত।
09:51 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
09:59 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
10:09 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
10:13 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
10:20 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta