QGIS/C2/Digitizing-Map-Data/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Digitizing Map Data in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব- Point এবং Polygon shape ফাইল বানানো এবং ডিজিটাইজ করা।
00:15 Point এবং Polygon বৈশিষ্ট্যের জন্য স্টাইল এবং রঙ বদলানো।
00:20 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি-

Ubuntu Linux OS সংস্করণ 16.04

QGIS সংস্করণ 2.18

00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনার মৌলিক GIS এবং QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:41 Digitizing হল সেই প্রক্রিয়া যার দ্বারা মানচিত্র, ছবি বা ডেটার অন্যান্য উৎস থেকে সমন্বয়কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা হয়।
00:52 রূপান্তরিত ডেটাকে GIS এ বিন্দু, রেখা বা পলিগন বৈশিষ্ট্য হিসাবে সংরক্ষণ করা যেতে পারে।
01:00 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনাকে Code files লিঙ্কে দেওয়া Bangalore শহরের বিষয়ভিত্তিক মানচিত্র ডাউনলোড করতে হবে।
01:09 এটি ব্যাঙ্গালোর শহরের উন্নয়নকে চিত্রিত করার একটি মানচিত্র।
01:15 কোড ফাইল ডাউনলোড করার ধাপ।
01:18 প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে ক্লিক করুন এবং এটি আপনার ফোল্ডারে সংরক্ষণ করুন।
01:25 ডাউনলোড করা zip ফাইলটি এক্সট্র্যাক্ট করুন।
01:28 এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে Bangalore.jpg ফাইললে যান।
01:34 আমি ইতিমধ্যেই Code file ডাউনলোড, এক্সট্রাক্ট করেছি এবং Desktop ফোল্ডারে সংরক্ষণ করেছি।
01:41 ফোল্ডারটি খুলতে এতে ডবল ক্লিক করুন।
01:45 Bangalore.jpg ফাইলে ডান ক্লিক করুন।
01:49 Context মেনু থেকে Open with QGIS Desktop চয়ন করুন।
01:56 QGIS ইন্টারফেস খোলে।
01:59 QGIS Tips ডায়ালগ বাক্স খোলে। OK বোতামে ক্লিক করুন।
02:06 Coordinate Reference System Selector ডায়ালগ বাক্স খোলে।
02:11 শিরোনাম Coordinate reference systems of the world এ, WGS 84 চয়ন করুন।
02:19 লক্ষ্য করুন WGS 84 হল সর্বাধিক ব্যবহৃত geographic coordinate system.
02:27 ডায়ালগ বাক্সের নীচে OK বোতামে ক্লিক করুন।
02:32 Bangalore এর Thematic map ক্যানভাসে প্রদর্শিত হয়।
02:38 এখন নতুন shape ফাইল লেয়ার্স বানাই।
02:42 মেনু বারে Layer মেনুতে ক্লিক করুন এবং Create Layer বিকল্প চয়ন করুন।
02:50 সাব-মেনু থেকে, New Shapefile Layer বিকল্প চয়ন করুন।
02:55 New Shapefile Layer উইন্ডো খোলে।
02:59 এখানে আপনি 3 ধরনের বৈশিষ্ট্য Point, Line এবং Polygon বিকল্প দেখতে পারেন।
03:10 ডিফল্টরূপে Point বিকল্প চয়নিত। এটি এভাবে রেখে দিন।
03:16 CRS কে WGS 84 রেখে দিন।
03:21 উইন্ডোর নীচে ডানদিকে কোণায় OK বোতামে ক্লিক করুন।
03:27 Save Layer as.. ডায়ালগ বাক্স খোলে।
03:31 ফাইলের নাম দিন Point-1.
03:35 ফাইল সংরক্ষণ করতে উপযুক্ত স্থান চয়ন করুন। আমি Desktop চয়ন করব।
03:42 ডায়ালগ বাক্সের নীচে ডান কোণে Save বোতামে ক্লিক করুন।
03:48 এখানে দেখানো হিসাবে ফাইলগুলি ডেস্কটপে সংরক্ষিত হবে।
03:53 QGIS ইন্টারফেসে ফিরে যান।
03:56 লক্ষ্য করুন যে ফাইলটি নিজেই Layers Panel এ লোড হবে।
04:02 এই মানচিত্রে, আমরা সেই স্থানগুলি চিহ্নিত করব যেখানে IT বিভাগ স্থাপিত হয়েছে।
04;09 জুম ইন করতে মাঝের মাউস বোতামটি স্ক্রোল করুন।
04:14 আইটি প্রতিষ্ঠানের জন্য মানচিত্রের নীচে ডান কোণে legend দেখুন।
04:21 আইটি প্রতিষ্ঠান পতাকা চিহ্ন হিসাবে প্রদর্শিত হয়।
04:26 মানচিত্রে আইটি প্রতিষ্ঠান নির্দেশক পয়েন্টগুলি সনাক্ত করুন।
04:32 এখানে আইটি প্রতিষ্ঠানকে নির্দেশ করা দুটি পয়েন্ট রয়েছে।
04:37 মানচিত্রে বৈশিষ্ট্য সম্পাদন করতে বা বদলাতে, Toggle editing tool চয়ন করতে হবে।
04:44 Toggle Editing টুল tool bar এর উপরের বাম কোণে উপলব্ধ।
04:51 Toggle Editing টুল চয়ন করতে এতে ক্লিক করুন।
04:55 টুল বারে Add Feature টুলে ক্লিক করুন।
04:59 কার্সার এখন crosshair আইকন হিসাবে প্রদর্শিত হয়।
05:04 মানচিত্রে IT প্রতিষ্ঠান চিহ্নে ক্লিক করুন।
05:08 একটি ইনপুট বাক্স Point-1 Feature Attributes খোলে।
05:14 id টেক্সট বাক্সে 1 লিখুন। OK বোতামে ক্লিক করুন।
05:21 একইভাবে দ্বিতীয় আইটি প্রতিষ্ঠানে ক্লিক করুন এবং বৈশিষ্ট্যকে 2 হিসাবে সংরক্ষণ করুন। OK বোতামে ক্লিক করুন।
05:31 সম্পাদনা বন্ধ করতে, আবার টুল বারে Toggle Editing টুলে ক্লিক করুন।
05:38 Stop editing ডায়ালগ বাক্স খোলে।
05:42 Save বোতামে ক্লিক করুন।
05:45 লক্ষ্য করুন, মানচিত্রে দুটি রঙের পয়েন্ট ফীচার তৈরী হয়েছে।
05:51 আমরা attribute table খুলে বানানো দুটি বৈশিষ্ট্য পরীক্ষা করতে পারি।
05:56 Layers প্যানেলে Point-1 লেয়ারে ডান ক্লিক করুন।
06:01 কনটেক্সট মেনু থেকে, Open Attribute Table বিকল্প চয়ন করুন।
06:06 Point-1: Features ডায়ালগ বাক্সে, id কলামে, দুটি পয়েন্ট তৈরী হয়েছে।
06:13 attribute table ডায়ালগ বাক্স বন্ধ করুন।
06:17 স্পষ্ট দেখানোর জন্য এই পয়েন্ট বৈশিষ্ঠ্যের স্টাইল এবং রঙ পরিবর্তন করা যেতে পারে।
06:23 Point-1 লেয়ারে ডান ক্লিক করুন।
06:26 কনটেক্সট মেনু থেকে Properties বিকল্প চয়ন করুন।
06:31 Layer Properties ডায়ালগ বাক্স খোলে।
06:35 Color ড্রপ ডাউনে ক্লিক করুন।
06:38 রঙের ত্রিভুজ ঘুরিয়ে একটি রঙ চয়ন করুন।
06:42 Size টেক্সট বাক্সের শেষে ঊর্ধ্বগামী অ্যারো ত্রিভুজে ক্লিক করে আকার বাড়ান।
06:50 ডায়ালগ বাক্সের নীচে OK বোতামে ক্লিক করুন।
06:54 Point ফীচারের রঙ এবং আকারে পরিবর্তন লক্ষ্য করুন।
07:00 এখন Polygon বৈশিষ্ট্য সম্বলিত একটি shape ফাইল বানাই।
07:05 menu bar এ Layer মেনুতে ক্লিক করুন। Create Layer বিকল্প চয়ন করুন।
07:12 সাব-মেনু থেকে, New Shapefile Layer চয়ন করুন।
07:17 New Shape File Layer উইন্ডো খোলে।
07:21 Polygon এ Type চয়ন করুন।
07:25 New field Name টেক্সট বাক্সে, লিখুন area.
07:31 Type কে Text data রেখে দিন।
07:35 Add to fields list বোতামে ক্লিক করুন।
07:40 Fields List টেবিলে, আপনি দেখবেন যে area রো জুড়ে গেছে। OK বোতামে ক্লিক করুন।
07:50 Save layer as.. ডায়ালগ বাক্স খোলে।
07:54 File এর নাম Area-1 লিখুন।
07:58 উপযুক্ত স্থান চয়ন করুন।
08:01 আমি Desktop চয়ন করব। Save বোতামে ক্লিক করুন।
08:07 লক্ষ্য করুন যে Area-1 layer, Layers panel এ জুড়ে গেছে।
08:13 আমরা Corporation Area এবং Greater Bangalore area সীমানা চিহ্নিত করব।
08:20 Corporation Area এবং Greater Bangalore area তে যেতে মানচিত্রে Legend এ যান।
08:28 টুল বারে Toggle Editing টুলে ক্লিক করে toggle editing চালু করুন।
08:35 টুল বার থেকে Add Feature টুলে ক্লিক করুন।
08:39 কার্সার মানচিত্রে আনুন।
08:42 এলাকা চিহ্নিত করতে, Corporation area এর সীমানার যে কোনো স্থানে ক্লিক করুন।
08:48 সীমাতে ক্লিক করতে থাকুন।
08:51 ক্যানভাসের শীর্ষে সতর্কীকরণ বার্তা দেখাতে পারে যদি রেখার অংশগুলি ছেদ করে। এই বার্তা উপেক্ষা করুন।
09:02 আপনি কোনো ভুল করলে এবং চিহ্নিতকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে চাইলে কীবোর্ডে Esc কী টিপুন।
09:10 আপনি আবার প্রক্রিয়া শুরু করতে পারেন।
09:13 যতক্ষণ না আপনি পুরো সীমানা জুড়ে বিস্তার না করেন ততক্ষণ সীমানায় ক্লিক করতে থাকুন।
09:24 সম্পূর্ণ সীমানা চিহ্নিত করার পর, পলিগন বন্ধ করতে ডান ক্লিক করুন।
09:30 Area-1- Feature Attributes ইনপুট বাক্স খোলে।
09:36 id টেক্সট বাক্সে 1 লিখুন।
09:40 area টেক্সট বাক্সে Corporation Area লিখুন।
09:45 OK বোতামে ক্লিক করুন।
09:48 লক্ষ্য করুন, মানচিত্রে নতুন polygon বৈশিষ্ট্য তৈরী হয়েছে।
09:54 এখন আমরা মানচিত্রে Greater Bangalore ক্ষেত্র ডিজিটাইজ করব।
09:59 এখানে দেখানো অনুযায়ী Greater Bangalore কে ডিজিটাইজ করতে সীমানায় ক্লিক করুন।
10:12 ডিজিটাইজ পূর্ণ হওয়ার পর, পলিগন বন্ধ করতে ডান ক্লিক করুন।
10:18 Area-1 Feature Attributes টেক্সট বাক্সে, id টেক্সট বাক্সে 2 এবং area টেক্সট বাক্সে Greater Bangalore লিখুন।
10:30 OK বোতামে ক্লিক করুন।
10:33 এডিটিং বন্ধ করতে টুল বারে Toggle Editing টুলে আবার ক্লিক করুন।
10:39 Stop editing ডায়ালগ বাক্সে Save বোতামে ক্লিক করুন।
10:44 attribute table খুলতে Area-1 লেয়ারে ডান ক্লিক করুন।
10:49 কনটেক্সট মেনু থেকে Open Attribute Table চয়ন করুন।
10:54 আমরা দেখতে পারি যে কলাম id এবং area টাইপ সহ 2টি ফীচার তৈরী করা হয়েছে। attribute table বন্ধ করুন।
11:04 আমরা দেখতে পারি যে দুটি পলিগন বৈশিষ্ট্য তৈরী হয়েছে।
11:09 পলিগন ফীচারের রঙ এবং শৈলী বদলাতে, Area-1 লেয়ারে ডান ক্লিক করুন। Properties বিকল্প চয়ন করুন।
11:19 Layer Properties ডায়ালগ বাক্সে, বাম প্যানেল থেকে Style বিকল্প চয়ন করুন।
11:26 drop down menu এর উপরের বাম কোণে, categorized চয়ন করুন।
11:32 কলাম ড্রপ ডাউনে id চয়ন করুন। Classify বোতামে ক্লিক করুন।
11:39 Layer transparency স্লাইডারকে 50% করুন।
11:44 ডায়ালগ বাক্সের নীচে OK বোতামে ক্লিক করুন।
11:49 এখন মানচিত্রে, আমরা দেখতে পারি যে দুটি Polygon features ভিন্ন রঙে রয়েছে।
11:55 ফীচার লেবেলিং সম্পর্কে বিবরণ, শৃঙ্খলার আসন্ন টিউটোরিয়ালে আলোচনা করা হবে।
12:03 সংক্ষিপ্তকরণ করি।
12:05 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি, Point এবং Polygon shape ফাইল বানানো এবং ডিজিটাইজ করা।
12:13 Point এবং Polygon ফীচারের স্টাইল এবং রঙ বদলানো।
12:18 অনুশীলনী হিসাবে, Banglaore thematic map (Bangalore.jpg) তে Industrial Estates ডিজিটালাইজ করুন, Polyline ফীচার বানিয়ে মানচিত্রে রাস্তা ডিজিটাইজ করুন৷
12:32 আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত।
12:37 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত জানতে আমাদের লিখুন।
12:57 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
13:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ।
13:13 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta