Python-3.4.3/C4/Advanced-Features-of-Functions/Bengali
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Advanced Features of Functions এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা ফাংশন সংজ্ঞায়িত করার সময় আর্গুমেন্ট থেকে ডিফল্ট ভ্যালু নির্ধারণ করা শিখব। |
00:15 | keyword arguments সহ ফাংশন সংজ্ঞায়িত এবং কল করা। |
00:20 | arbitrary arguments সহ ফাংশন সংজ্ঞায়িত এবং কল করা। |
00:25 | Python standard library তে উপলব্ধ কিছু built-in functions শিখব। |
00:31 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 16.04 অপারেটিং সিস্টেম |
00:38 | Python 3.4.3 এবং IPython 5.1.0 |
00:45 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার জানা উচিত যে IPython console এ বুনিয়াদী পাইথন কমান্ড রান করা এবং ফাংশন কিভাবে ব্যবহার করে। |
00:55 | না হলে এই ওয়েবসাইটে সম্পর্কিত পাইথন টিউটোরিয়াল দেখুন। |
01:00 | প্রথমে Python এ ডিফল্ট arguments সম্পর্কে দেখি। |
01:05 | Python এ Function arguments এর ডিফল্ট ভ্যালু থাকতে পারে। |
01:10 | আমরা argument এর জন্য ভ্যালু ছাড়া ফাংশন কল করলে, উপলব্ধ থাকলে এর ডিফল্ট ভ্যালু ব্যবহার করা হয়। |
01:18 | অন্যথায় এটি এরর দেয়। |
01:21 | ipython শুরু করি। টার্মিনালটি খুলুন। |
01:26 | ipython3 লিখুন এবং এন্টার টিপুন। |
01:30 | এখান থেকে টার্মিনালে প্রতিটি কমান্ড লেখার পর এন্টার কী টিপতে ভুলবেন না। |
01:37 | function Welcome সংজ্ঞায়িত করি। |
01:40 | প্রদর্শিত কোড লিখুন। |
01:44 | এখানে welcome ফাংশন নাম রয়েছে। greet argument রয়েছে যাতে কোনো ডিফল্ট ভ্যালু নেই এবং name argument এর ডিফল্ট ভ্যালু হল World. |
01:55 | ফাংশনে, ডিফল্ট ভ্যালু সহ সকল arguments নন-ডিফল্ট arguments এর পর আসা উচিত। |
02:03 | প্রথমে দুটি arguments সহ welcome ফাংশন কল করি। |
02:08 | লিখুন welcome বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে Hi comma ডাবল উদ্ধৃতিতে Chandru |
02:17 | আমরা প্রত্যাশিত স্বাগত ম্যাসেজ Hi Chandru পেয়েছি। |
02:21 | এখন শুধুমাত্র একটি argument সহ ফাংশন কল করি। |
02:25 | লিখুন welcome বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে Hello |
02:31 | আমরা Hello World হিসাবে আউটপুট পাই। |
02:35 | এখানে Hello প্যারামিটার greet এর জন্য পাস হয় এবং |
02:39 | World, name প্যারামিটারের ডিফল্ট ভ্যালু। |
02:44 | দেখানো অনুযায়ী ডিফল্ট ভ্যালু 23 সহ আরেকটি প্যারামিটার age যুক্ত করুন। |
02:51 | এখন লিখুন welcome বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে Hello |
02:58 | এখানে, welcome ফাংশন এখনও কার্যকর হয় কারণ আমরা age এর জন্য ডিফল্ট ভ্যালু দিয়েছি। |
03:06 | ডিফল্ট ভ্যালু আমাদের বিদ্যমান ফাংশনে নতুন প্যারামিটার যুক্ত করতে দেয়। |
03:12 | এটি ফাংশনের বিদ্যমান ব্যবহারকে ভাঙ্গবে না। |
03:16 | ভিডিওটি থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিওটি আবার শুরু করুন। |
03:22 | arguments বদলে welcome ফাংশনকে পুনরায় সংজ্ঞায়িত করুন। |
03:27 | name argument কে greet argument এর আগে World এর ডিফল্ট ভ্যালু সহ রাখুন। |
03:34 | সমাধানের জন্য টার্মিনালে যান। |
03:38 | দেখানো অনুযায়ী লিখুন। |
03:42 | আমরা একটি এরর পেয়েছি: SyntaxError: non-default argument follows default argument |
03:50 | ফাংশনটি সংজ্ঞায়িত করার সময় ডিফল্ট ভ্যালু সহ সকল arguments শেষে আসা উচিত। |
03:57 | ভিডিওটি থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিওটি আবার শুরু করুন। |
04:03 | greet argument এর জন্য Hello এর ডিফল্ট ভ্যালু সহ welcome ফাংশন পুনরায় সংজ্ঞায়িত করি। |
04:10 | তারপর, কোনো arguments ছাড়া ফাংশন কল করুন। |
04:14 | সমাধানের জন্য টার্মিনালে যান। |
04:18 | দেখানো অনুযায়ী লিখুন। |
04:21 | তারপর লিখুন, welcome ওপেন এবং ক্লোস বন্ধনী। |
04:26 | যেমনকি আমরা দেখতে পারি, আমরা Hello World আউটপুট পাই। |
04:31 | উভয় প্যারামিটারের ডিফল্ট ভ্যালু ব্যবহার করা হয় কারণ ফাংশন কোনো ভ্যালু পাস না করেই কল করা হয়। |
04:39 | এরপর দেখি যে keyword arguments কি। |
04:43 | আমরা keyword arguments পাস করে ফাংশন কল করার সময় arguments এর ক্রম মনে রাখার দরকার নেই। |
04:51 | এর বদলে আমরা এতে ভ্যালু পাস করার জন্য argument এর name ব্যবহার করতে পারি। |
04:57 | marks নামক ফাংশন সংজ্ঞায়িত করি যা arguments হিসাবে তিনটি মার্ক্স নেয়। |
05:04 | দেখানো অনুযায়ী লিখুন।
তারপর আমরা keywords নির্দিষ্ট না করেই marks ফাংশন কল করব। |
05:11 | লিখুন marks বন্ধনীতে 34 comma 23 comma 45 |
05:18 | আমরা first: 34 second: 23 and third: 45 আউটপুট পাই। |
05:24 | এখানে ভ্যালুগুলি 34, 23 এবং 45 স্থান অনুসারে পাস করা হবে। |
05:31 | এটি নিশ্চিত করতে আমরা ভিন্ন ভ্যালু দিয়ে চেষ্টা করব। |
05:35 | লিখুন marks বন্ধনীতে 34 comma 45 comma 23 |
05:42 | আমরা দেখতে পারি যে প্রিন্ট হওয়া ভ্যালু বদলে যায় কারণ সেটি স্থান অনুসারে পাস করা হয়। |
05:49 | এখন আমরা keyword এর দুটি ভ্যালু এবং keyword সহ একটি ভ্যালু পাস করি। |
05:55 | লিখুন marks বন্ধনীতে 34 comma 23 comma third is equal to 45 |
06:04 | এখানে প্রথম দুটি ভ্যালু পজিশন অনুসারে এবং তৃতীয়টি keyword argument হিসাবে পাস করা হয়েছে। |
06:12 | তবে, keyword arguments কে শেষে নির্দিষ্ট করা উচিত। |
06:17 | এখন লিখুন marks বন্ধনীতে 34 comma second is equal to 23 comma 45 |
06:26 | আমরা SyntaxError, positional argument follows keyword argument পেয়েছি। |
06:32 | এটি এইজন্য কারণ এখানে keyword argument শেষে নির্দিষ্ট করা হয়নি। |
06:38 | আমরা সকল প্যারামিটার keyword arguments হিসাবে পাস করতে পারি। |
06:43 | লিখুন marks বন্ধনীতে second is equal to 34 comma first is equal to 23 comma third is equal to 45 |
06:54 | এখানে keyword এর ক্রম বদলে গেলেও আমরা আউটপুটটি এইভাবে পাই:
first: 23 second: 34 and third: 45 |
07:03 | এরপর আমরা শুধুমাত্র keyword arguments নিতে ফাংশন সংজ্ঞায়িত করা শিখব। |
07:09 | দেখানো অনুযায়ী লিখুন। |
07:12 | ফাংশনটি আবার কল করতে লিখুন:
marks বন্ধনীতে second is equal to 34 comma first is equal to 23 comma third is equal to 45 |
07:25 | প্যারামিটারের শুরুতে asterisk চিহ্নে ধ্যান দিন। |
07:29 | এটি ফাংশনকে শুধুমাত্র arguments keyword গ্রহণ করতে সীমাবদ্ধ করে। |
07:34 | আবার আমরা keyword arguments ছাড়াই ফাংশনটি কল করার চেষ্টা করি। |
07:39 | লিখুন marks বন্ধনীতে 45 comma 34 comma 23 |
07:46 | এটি আমাদের marks() takes 0 positional arguments but 3 were given হিসাবে TypeError দেয়। |
07:53 | এইভাবে positional arguments ছাড়াই শুধুমাত্র arguments keyword এর ব্যবহার প্রয়োগ করতে পারি। |
08:00 | এরপর arbitrary arguments ব্যবহার করা শিখি। |
08:05 | আমরা arguments এর সংখ্যা সর্বদা আগে থেকে জানতে পারি না যা ফাংশনে পাস করা হয়নি। |
08:12 | arguments এর arbitrary সংখ্যা দেখাতে argument নামের আগে asterisk (*) চিহ্ন ব্যবহার করুন। |
08:19 | আমরা যে কোনো positional arguments সংখ্যা গ্রহণ করার জন্য ফাংশন সংজ্ঞায়িত করতে পারি। |
08:25 | দেখানো অনুযায়ী লিখুন।
তারপর লিখুন family বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে Duryodhana comma ডাবল উদ্ধৃতিতে Dushasana |
08:38 | এখানে আমরা ফাংশন একাধিক arguments সহ কল করেছি। |
08:43 | এই arguments ফাংশনে পাস হওয়ার সময় tuple এ চলে যায়। |
08:49 | এখন দেখানো অনুযায়ী লিখুন। |
08:53 | যেমনকি আপনি দেখতে পারেন, আমরা function family কে names argument এ পাস হওয়া অধিক ভ্যালু সহ কল করতে পারি। |
09:01 | আমরা function family তে প্রথম কলে 2 টি ভ্যালু এবং দ্বিতীয় কলে 4 টি ভ্যালু পাস করেছি। |
09:09 | উভয় ক্ষেত্রেই এই ভ্যালু parameter names এ বরাদ্দ করা হয়েছে। |
09:15 | আমরা keyword arguments এর arbitrary সংখ্যা পেতে ফাংশন সংজ্ঞায়িত করতে পারি। |
09:21 | দেখানো অনুযায়ী লিখুন।
তারপর ফাংশন কল করতে যেমন দেখানো হয়েছে লিখুন। |
09:29 | person ফাংশন এতে পাস করা keyword arguments এর dictionary প্রিন্ট করে। |
09:35 | প্যারামিটার নামের শুরুতে double asterisk চিহ্নে ধ্যান করুন। |
09:40 | এটি শূন্য বা আরো keyword arguments পাস করতে সক্ষম করে। |
09:45 | লক্ষ্য করুন: Single asterisk (*) চিহ্নের ব্যবহার arbitrary number of positional arguments গ্রহণ করতে ব্যবহৃত হয়। |
09:53 | double asterisk (**) চিহ্নের ব্যবহার keyword arguments এর arbitrary number গ্রহণ করতে ব্যবহৃত হয়। |
10:01 | এখন দেখানো অনুযায়ী person ফাংশন কল করুন। |
10:06 | এখানে আমরা প্রথম ক্ষেত্রে 3 keyword arguments এবং দ্বিতীয় ক্ষেত্রে 4 পাস করেছি। |
10:14 | ফাংশন ভ্যালু সহ keyword arguments এর dictionary প্রিন্ট করে। |
10:20 | Python built-in functions ও প্রদান করে। |
10:22 | কয়েকটি হল abs()
any() |
10:29 | dir()
help() |
10:33 | আপনি built-in functions এর সম্পূর্ণ সূচী এবং তাদের ব্যবহার পেতে এই লিঙ্কটি দেখতে পারেন। |
10:39 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষেপে... |
10:45 | এখানে আমরা ফাংশনকে Default arguments, keyword arguments এবং Arbitrary arguments সহ সংজ্ঞায়িত করতে শিখেছি। |
10:55 | আপনার সমাধানের জন্য এখানে কিছু স্ব মূল্যায়ন প্রশ্ন রয়েছে। |
11:00 | ফাংশনের সকল arguments এর ডিফল্ট ভ্যালু থাকতে পারে না। - সত্য বা মিথ্যা? |
11:08 | নিম্নলিখিত একটি বৈধ ফাংশন সংজ্ঞায়িত। সত্য বা মিথ্যা? |
11:15 | ফাংশন কল করার সময়, নিম্নের কোনটি সঠিক। |
11:20 | এবং উত্তর হল:
প্রথম। মিথ্যা। Python ফাংশনের সকল arguments এর ডিফল্ট ভ্যালু থাকতে পারে। |
11:28 | দ্বিতীয়। মিথ্যা। ডিফল্ট arguments সহ সকল প্যারামিটার শেষে সংজ্ঞায়িত করা উচিত। |
11:35 | তৃতীয়। ফাংশন কল করার সময়, শুধুমাত্র keyword arguments যে কোনো ক্রমে থাকতে পারে, তবে শেষে কল করা উচিত। |
11:44 | দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
11:48 | এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। |
11:53 | FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে। |
11:57 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জানতে এই লিঙ্কে যান। |
12:06 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |