Python-3.4.3/C2/Plotting-Data/Bengali
|
|
00:01 | নমস্কার, Plotting data এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব:
numbers এর তালিকা নির্ধারণ করা। |
00:12 | লিস্টের element-wise squaring সম্পাদন করা। |
00:16 | ডেটা পয়েন্ট প্লট করা।
এবং Plot errorbars. |
00:21 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম |
00:29 | Python 3.4.3
IPython 5.1.0 |
00:36 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে
ipython কনসোলে বেসিক Python কমান্ড চালানো। |
00:44 | Plots ইন্টারেক্টিভভাবে ব্যবহার করা। |
00:47 | প্লট সজ্জিত করা।
না হলে, এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Python টিউটোরিয়াল দেখুন। |
00:56 | প্রথমে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
এখন, ipython3 লিখুন এবং এন্টার টিপুন। |
01:10 | pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি।
লিখুন %pylab এবং এন্টার টিপুন। |
01:20 | একটি সহজ পেন্ডুলাম সম্পর্কিত তথ্য প্লট করতে একটি উদাহরণ দেখি। |
01:26 | একটি সাধারণ পেন্ডুলামে, L সরাসরি সময় T এর বর্গের সাথে সমাণুপাতিক।
আমরা L এবং T square ভ্যালু প্লট করব। |
01:38 | প্লট করতে এখানে দেখানো ডেটা ব্যবহার করি। |
01:43 | প্রথমে 'l' এবং 't' ভ্যালু ইনিসিয়েট করি। |
01:48 | আমরা ভ্যালুর ক্রম হিসাবে তাদের ইনিসিয়েট করি। এটিকে List ও বলা হয়। |
01:56 | লিখুন l ইকুয়াল টু বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং Enter টিপুন। |
02:06 | t ইকুয়াল টু বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং Enter টিপুন। |
02:15 | এখন square ফাংশন দ্বারা আমরা t এর বর্গ পাবো। |
02:21 | লিখুন tquare = square, বন্ধনীতে t এবং এন্টার টিপুন। |
02:33 | এখন tsquare লিখুন এবং এন্টার টিপুন। |
02:39 | আমরা অ্যারে tsquare এর ভ্যালু দেখি। |
02:44 | এখন L বনাম T square প্লট করতে, আমরা লিখব:
plot বন্ধনীতে l কমা tsquare কমা একক উদ্ধৃতিতে ডট এবং Enter টিপুন। |
03:01 | আমরা প্রয়োজনীয় প্লট দেখি। |
03:05 | filled circle এর জন্য o উল্লেখ করতে পারেন। |
03:10 | এর জন্য প্রথমে প্লট সরাই।
লিখুন clf বন্ধনী এন্টার। |
03:20 | এখন প্লট সরে গেছে। |
03:24 | এখন লিখুন,
plot বন্ধনীতে l কমা tsquare কমা একক উদ্ধৃতিতে o এবং Enter টিপুন। |
03:36 | আমরা filled circle সহ প্লট দেখি। |
03:40 | ভিডিও থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিও পুনরায় দেখুন।
বড় ডট সহ প্রদত্ত এক্সপেরিমেন্ট ডেটা প্লট করুন। ডেটা আপনার পর্দায় রয়েছে। |
03:55 | প্লটের জন্য এখানে দেওয়া এরর ডেটা ব্যবহার করুন। |
03:59 | l এবং t এর মত করা একই উপায়ে সিকোয়েন্স ভ্যালু ইনিসিয়েলাইজ করব। |
04:07 | তাই লিখুন delta আন্ডারস্কোর l ইকুয়াল টূ বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং Enter টিপুন। |
04:20 | delta আন্ডারস্কোর t ইকুয়াল টূ বর্গাকার বন্ধনীতে ভ্যালু এবং Enter টিপুন। |
04:29 | এখন error bar সহ L বনাম T square প্লট করতে আমরা errorbar() ফাংশন ব্যবহার করি। |
04:37 | তাই লিখুন, errorbar বন্ধনীতে l কমা tsquare কমা xerr ইকুয়াল টু delta আন্ডারস্কোর l কমা yerr ইকুয়াল টু delta আন্ডারস্কোর t কমা fmt ইকুয়াল টু একক বন্ধনীতে bo এবং এন্টার টিপুন। |
05:08 | আমরা error bar সহ L বনাম T square প্লট দেখি। |
05:14 | errorbar এর ডকুমেন্টেশন দ্বারা errorbar এর অন্যান্য বিকল্প অন্বেষণ করতে পারি।
যা হল errorbar question mark. |
05:27 | ভিডিও থামান। এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর ভিডিও পুনরায় শুরু করুন। |
05:33 | ছোট ডট সহ প্রদত্ত এক্সপেরিমেন্টাল ডেটা প্লট করুন।
এছাড়াও আপনার প্লটে এরর অন্তর্ভুক্ত করুন। |
05:42 | প্লট করতে এখানে দেওয়া তথ্য ব্যবহার করুন। |
05:47 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। এখানে আমরা শিখেছি,
ফাংশন array দ্বারা সংখ্যাগুলির তালিকা ঘোষণা করা। |
05:59 | square ফাংশন দ্বারা element-wise squaring সঞ্চালন করা। |
06:04 | ডট, লাইন ইত্যাদি প্লট করতে উপলব্ধ বিভিন্ন বিকল্প ব্যবহার করা। |
06:11 | এক্সপেরিমেন্টাল ডেটা এইভাবে প্লট করুন যাতে errorbar() ফাংশন দ্বারা এরর উপস্থাপন করতে পারি। |
06:20 | আপনার সমাধানের জন্য এখানে কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে। |
06:25 | নিম্ন ক্রমের বর্গ করুন: distance আন্ডারস্কোর values ইকুয়াল টু বর্গাকার বন্ধনীতে 2.1 কমা 4.6 কমা 8.72 কমা 9.03 |
06:39 | লাল প্লাসে L versus t প্লট করুন। |
06:44 | এবং উত্তর,
ভ্যালুর ক্রম বর্গ করতে, আমরা square ফাংশন ব্যবহার করি। |
06:51 | তাই square একক বন্ধনীতে distance আন্ডারস্কোর values |
06:57 | দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন।
আমরা পছন্দসই প্যারামিটার সহ অতিরিক্ত আর্গুমেন্ট পাস করি। |
07:04 | তাই লাল প্লাসের জন্য plot একক বন্ধনীতে L কমা t কমা একক বন্ধনীতে r প্লাস। |
07:16 | সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
07:21 | এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। |
07:27 | FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে। |
07:31 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
আরো জানতে এই লিঙ্কে যান। |
07:42 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |